জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali with Answers - Part 113
![]() |
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর |
বর্তমান প্রতিযোগিতামূলক পরীক্ষার যুগে, সাধারণ জ্ঞান (General Knowledge) একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রতিটি পরীক্ষার্থীর প্রস্তুতিতে অপরিহার্য ভূমিকা পালন করে। এই পোস্টে, আমরা "জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali with Answers - Part 113" নিয়ে এসেছি, যাতে গুরুত্বপূর্ণ ৩০টি প্রশ্নোত্তর রয়েছে।
এই প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষায় বারবার আসা প্রশ্নের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যেমন - WBCS, WBPSC, WBP, Rail, SSC, PSC Misc, Group C & D ইত্যাদি। নিয়মিত অনুশীলনের মাধ্যমে, আপনার সাধারণ জ্ঞানের দক্ষতা বৃদ্ধি পাবে এবং আপনাকে পরীক্ষায় সাফল্য অর্জনে সহায়তা করবে।
👉 “এই সিরিজের অন্যান্য পর্বও পড়ুন: Part 112, Part 111"
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর - Part 113
প্রশ্নঃ কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত?
উত্তরঃ বারাণসীতে।
প্রশ্নঃ হিন্দুস্থান শিপইয়ার্ড কোথায় অবস্থিত?
উত্তরঃ বিশাখাপত্তনমে।
প্রশ্নঃ হুগলী নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরণের বন্দর?
উত্তরঃ নদী বন্দর।
প্রশ্নঃ বোম্বাই বন্দর কোন ধরণের বন্দর?
উত্তরঃ সমুদ্র বন্দর।
প্রশ্নঃ ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর কোনটি?
উত্তরঃ মুম্বাই।
প্রশ্নঃ যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি ভারতের মধ্যে প্রথম স্থান?
উত্তরঃ মাদ্রাজ।
প্রশ্নঃ মোট মাল পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটির স্থান ভারতের মধ্যে প্রথম?
উত্তরঃ মুম্বাই।
প্রশ্নঃ ভারতে আমদানী বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম?
উত্তরঃ মুম্বাই।
প্রশ্নঃ ভারতে রপ্তানী বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম?
উত্তরঃ মার্মাগাঁও।
প্রশ্নঃ ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত?
উত্তরঃ উত্তরপ্রদেশের বারাণসী।
প্রশ্নঃ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরী কোথায় অবস্থিত?
উত্তরঃ তামিলনাড়ুর পেরাম্বুর।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের 'জেসপ এ্যান্ড কোং' নামের সরকারী সংস্থায় কী তৈরী হয়?
উত্তরঃ মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি।
প্রশ্নঃ ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি?
উত্তরঃ বিশাখাপত্তনমের হিন্দুস্থান শিপ ইয়ার্ড।
প্রশ্নঃ ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয়?
উত্তরঃ ঘুসুড়ি।
প্রশ্নঃ কোন শহরকে ‘ভারতের ম্যাঞ্চেস্টার’ বলা হয়?
উত্তরঃ আহমেদাবাদ।
প্রশ্নঃ ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে?
উত্তরঃ গুজরাট।
প্রশ্নঃ ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তরঃ পশ্চিমবঙ্গের রিষড়ায়।
প্রশ্নঃ প্রথম শ্রেণীর শহর বলা হয় যে শহরকে তার জনসংখ্যা কত?
উত্তরঃ ১ লক্ষের বেশী।
প্রশ্নঃ মহানগর বলা হয় সেই শহরকে, যার জনসংখ্যা—
উত্তরঃ ১০ লক্ষের বেশী।
প্রশ্নঃ পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত?
উত্তরঃ রাশিয়া ও তুরস্ক (এশিয়া ও ইউরোপ মহাদেশে)।
প্রশ্নঃ ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরী কোথায় অবস্থতি?
উত্তরঃ ব্যাঙ্গালোরে।
প্রশ্নঃ আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ সবরমতী নদীর তীরে।
প্রশ্নঃ উত্তরপ্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র কোনটি?
উত্তরঃ কানপুর।
প্রশ্নঃ লক্ষণৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ গোমতী নদীর তীরে।
প্রশ্নঃ কোন শহরকে ‘গোপালী শহর’ বলা হয়?
উত্তরঃ জয়পুরকে।
প্রশ্নঃ ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ কোচিনে।
প্রশ্নঃ কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি ভারতের কোন শহরে অবস্থিত?
উত্তরঃ কোচিনে।
প্রশ্নঃ বরোদা শহরের নতুন নাম কী?
উত্তরঃ ভাদোদরা।
প্রশ্নঃ দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির 'মিনাক্ষী মন্দির' কোথায় অবস্থিত?
উত্তরঃ মাদুরাই।
প্রশ্নঃ কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়?
উত্তরঃ মাদুরাই।
আরও পড়ুনঃ
◼️ ভারতের গুরুত্বপূর্ণ গিরিপথ ও তাদের অবস্থান
◼️ এক নজরে বিখ্যাত সাহিত্যিকদের ছদ্মনাম
◼️ ভারতের প্রধান প্রধান হিমবাহ ও তাদের অবস্থান
Please do not enter any spam link in the comment box.