জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || GK Questions in Bengali - Part 114

Ads

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || GK Questions in Bengali - Part 114

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || GK Questions in Bengali - Part 114


GK Questions in Bengali - Part 114
GK Questions in Bengali - Part 114

আজকের এই পোস্টে আমরা নিয়ে এসেছি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || GK Questions in Bengali - Part 114, যেখানে পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর। WBCS, WBPSC, WBSSC, WBP Constable, Rail, এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশ থেকে প্রায়ই এমন প্রশ্ন আসতে দেখা যায়। তাই নিয়মিতভাবে এই প্রশ্নগুলো অনুশীলন করলে পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও তাদের উত্তর।


GK Questions in Bengali


১) উড়োজাহাজের জ্বালানি হিসাবে কোন পদার্থ ব্যবহার করা হয়?

উত্তরঃ গ্যাসোলিন।


২) কোন জ্বালানি পোড়ালে প্রধানত সালফার ডাইঅক্সাইড (SO₂) গ্যাস বাতাসে আসে?

উত্তরঃ ডিজেল।


৩) উদ্ভিদের কোশে কিসের পরিমাণ সব থেকে বেশি থাকে?

উত্তরঃ শর্করা। 


৪) শিশুদের রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? 

উত্তরঃ ভিটামিন 'ডি'।


৫) জাহাজ বা অন্যান্য সমুদ্রযানের দৈনন্দিন কার্যকলাপে ব্যবহৃত 'ফ্যাদম' কিসের একক?

উত্তরঃ জলের গভীরতা মাপার।


৬) শব্দের গতি সর্বাধিক হয় কোন মাধ্যমে? 

উত্তরঃ কঠিন। 


৭) দ্রবণের লবণাক্ততা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? 

উত্তরঃ স্যালিনোমিটার।


৮) সূর্যের ক্রোমোস্ফিয়ারে প্রথম কোন রাসায়নিক উপাদান আবিষ্কৃত হয়?

উত্তরঃ হিলিয়াম (ফর্মুলা - He, পারমাণবিক সংখ্যা - 2)।


৯) বৌদ্ধ ঐতিহ্য অনুসারে, বুদ্ধের সারথী কে ছিলেন? 

উত্তরঃ চান্না।


১০) তাম্রলিপ্ত জাতীয় সরকার কত সাল পর্যন্ত কার্যকর ছিল? 

উত্তরঃ ১৯৪৪।


১১) ভারতে, ইংরেজি শিক্ষা কার আমলে চালু হয়? 

উত্তরঃ লর্ড বেন্টিং। 


১২) বিপিনবিহারী গঙ্গোপাধ্যায় কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন? 

উত্তরঃ আত্মন্নতি সমিতি।


১৩) কুমারান আসন কোন বর্তমান রাজ্যের সামাজিক নবজাগরণের সঙ্গে সম্পর্কিত? 

উত্তরঃ কেরল। 


১৪) রঞ্জিত সিং আর 'ইস্ট ইন্ডিয়া কোম্পানি'র মধ্যে 'অমৃতসর চুক্তি' কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ ১৮০৯।


১৫) প্রথম ভারতীয় হিসাবে লন্ডনের 'রয়্যাল সোসাইটি'র ফেলো হন কে?

উত্তরঃ আর্দাসির কার্সেটজি ওয়াদিয়া (Ardaseer Cursetjee Wadia)।


১৬) কোন মোগল শাসকের শেষের দিকে মুঘল সাম্রাজ্য জায়গিরদারী সংকটের মুখোমুখি হয়েছিল? 

উত্তরঃ ঔরঙ্গজেব। 


১৭) ভারতের প্রথম উপকূল ভিত্তিক, আধুনিক, সমন্বিত ইস্পাত কারখানা কোনটি? 

উত্তরঃ বিশাখাপত্তনম। 


১৮) ভারতের কোন রাজ্যের আয়তন সবথেকে বেশি? 

উত্তরঃ রাজস্থান (৩,৪২,২৩৯ বর্গ কিলোমিটার)।


১৯) ভারতের কয়টি প্রধান জৈব ভৌগোলিক অঞ্চল রয়েছে? 

উত্তরঃ ১০টি।


২০) খাসি পাহাড়গুলি উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্যে অবস্থিত গারো-খাসি পর্বতমালার অংশ?

উত্তরঃ মেঘালয়। 


২১) বহুদিন ধরে আবহবিকার প্রাপ্ত শিলা কিসে পরিণত হয়? 

উত্তরঃ মাটি। 


২২) 'আপিকো আন্দোলন' প্রথম কোথায় হয়েছিল?

উত্তরঃ কর্ণাটক (বন সম্পদ সুরক্ষিত করতে ১৯৮৩ সালের সেপ্টেম্বরে এই আন্দোলন শুরু হয়েছিল)।


২৩) কোন রাজ্যকে 'ভারতের মসলার বাগান' বলা হয়?

উত্তরঃ কেরল। 


২৪) কোন নদী পাঞ্জাব ও হিমাচল প্রদেশের মধ্যে সীমানা তৈরি করে? 

উত্তরঃ রাভি নদী।


আরও পড়ুনঃ

👉 GK Mock Test in Bengali - 156

👉 জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 113


Post a Comment

0 Comments