WBSSC Group C & D জিকে প্রস্তুতি 2026: গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Set - 10
WBSSC Group C & D পরীক্ষা 2026-এর প্রস্তুতি নিচ্ছেন? তাহলে জেনারেল নলেজ (GK) অংশে ভালো স্কোর করাই আপনার সাফল্যের অন্যতম চাবিকাঠি। এই পোস্টে আমরা নিয়ে এসেছি WBSSC Group C & D জিকে প্রস্তুতি 2026: গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Set – 10, যেখানে ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান ও সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সংকলিত করা হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার সর্বশেষ প্যাটার্ন অনুযায়ী সাজানো এই সেটটি আপনার রিভিশনকে করবে আরও সহজ ও কার্যকর। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ান এবং পরীক্ষায় এগিয়ে থাকুন।
WBSSC Group C & D জিকে প্রস্তুতি 2026
প্রশ্ন: পৃথিবীর অভ্যন্তরের কোন স্তরকে 'গুরুমন্ডল' বা 'ম্যান্টেল' বলা হয়?
উত্তর: কেন্দ্রমন্ডল এবং ভূতকের মধ্যবর্তী স্তরকে।
প্রশ্ন: পৃথিবীর ভূতকে সবথেকে বেশি পরিমাণে কোন ধাতু পাওয়া যায়?
উত্তর: অ্যালুমিনিয়াম। (যদি শুধু মৌল জিজ্ঞাসা করা হয় তবে উত্তর হবে অক্সিজেন)।
প্রশ্ন: যমুনা নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়নি?
উত্তর: মধ্যপ্রদেশ। যমুনা যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে এলাহাবাদে গঙ্গার সাথে মিশেছে।
প্রশ্ন: 'ডাল লেক' (Dal Lake) কোথায় অবস্থিত?
উত্তর: শ্রীনগর (জম্মু ও কাশ্মীর)। একে শ্রীনগরের রত্ন বলা হয়।
প্রশ্ন: একটি বাস্তুতন্ত্রের (Ecosystem) প্রধান চালিকা শক্তি কোনটি?
উত্তর: সৌরশক্তি।
প্রশ্ন: গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন?
উত্তর: লক্ষণ সেন।
প্রশ্ন: কোন সুলতানের আমলে ব্রাহ্মণদের কাছ থেকে 'জিজিয়া' কর সংগ্রহ করা হতো?
উত্তর: ফিরোজশাহ তুঘলক।
প্রশ্ন: বিখ্যাত 'এলিফ্যান্টা গুহা' ভারতের কোন শহরে বা উপকূলে অবস্থিত?
উত্তর: মুম্বাইয়ের উপকূলে (মহারাষ্ট্র)। এটি রাষ্ট্রকূট রাজারা নির্মাণ করেছিলেন।
প্রশ্ন: 'হীরক রাজার দেশে' চলচ্চিত্রটি কে পরিচালনা করেছেন?
উত্তর: সত্যজিৎ রায়।
প্রশ্ন: 'ধামসা-মাদল' প্রধানত কোন সম্প্রদায়ের বাদ্যযন্ত্র?
উত্তর: সাঁওতাল।
প্রশ্ন: ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে 'পলিটিক্যাল হরোস্কোপ' বলে কে অভিহিত করেছেন?
উত্তর: কে. এম. মুন্সি।
প্রশ্ন: কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ যৌথভাবে কার কাছে দায়বদ্ধ থাকে?
উত্তর: লোকসভা।
প্রশ্ন: ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা (Emergency) ঘোষণার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: জার্মানি (ভাইমার সংবিধান)।
প্রশ্ন: সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী 'আর্থিক জরুরি অবস্থা' ঘোষণা করা হয়?
উত্তর: ৩৬০ নম্বর ধারা। (ভারতে এখনও পর্যন্ত একবারও এটি জারি হয়নি)।
প্রশ্ন: NEP 2020 অনুযায়ী কোন শ্রেণী থেকে বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষার সূচনা হবে?
উত্তর: ষষ্ঠ শ্রেণী (Class 6) থেকে।
প্রশ্ন: প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার (PMMVY) মূল লক্ষ্য কী?
উত্তর: গর্ভবতী মহিলাদের প্রসবকালীন সময়ে আর্থিক সহায়তা প্রদান করা।
প্রশ্ন: সুকন্যা সমৃদ্ধি যোজনা কত বছর বয়সের নিচের মেয়েদের জন্য প্রযোজ্য?
উত্তর: ১০ বছরের নিচে।
প্রশ্ন: সিলিং ফ্যান কে আবিষ্কার করেন?
উত্তর: ফিলিপ ডিয়েল।
প্রশ্ন: কম্পিউটারের ক্ষেত্রে 'মডেম' (Modem)-এর প্রধান কাজ কী?
উত্তর: ইন্টারনেটের সাথে সংযোগ স্থাপন করা।
প্রশ্ন: 'ফায়ারওয়াল' (Firewall) কম্পিউটারে কী ব্লক করতে ব্যবহৃত হয়?
উত্তর: অনুমোদিত এক্সেস (Unauthorised Access)।
প্রশ্ন: পশ্চিমবঙ্গের 'ধানের গোলা' বলা হয় কোন জেলাকে?
উত্তর: পূর্ব বর্ধমান।
প্রশ্ন: ভারতের 'ক্রীড়া রাজধানী' (Sports Capital) নামে কোন শহর পরিচিত?
উত্তর: ওড়িশার ভুবনেশ্বর।
প্রশ্ন: ২০২৫-২৬ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ বাজেটের মোট পরিমাণ কত রাখা হয়েছে?
উত্তর: ৩.৮৯ লাখ কোটি টাকা।
প্রশ্ন: 'হকির জাদুকর' নামে কে পরিচিত?
উত্তর: মেজর ধ্যানচাঁদ।
আরও পড়ুনঃ
◼️ WBSSC Group C & D GK Set - 9
◼️ WBSSC Group C & D GK Set - 8


Please do not enter any spam link in the comment box.