WBSSC Group C & D Exam 2026: গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Set - 09
WBSSC Group C & D Exam 2026 পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর জানা অত্যন্ত জরুরি। এই ব্লগ পোস্টে আমরা পূর্ববর্তী বছরের প্রশ্নের ধরণ ও সম্ভাব্য কমন বিষয়ের ভিত্তিতে বাছাই করা General Knowledge, Current Affairs, Static GK, History, Geography সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর একত্রে তুলে ধরেছি। WBSSC Group C & D সহ অন্যান্য রাজ্যস্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা সফল হতে চান, তাদের জন্য এই পোস্টটি দ্রুত রিভিশন ও আত্মবিশ্বাস বাড়ানোর একটি নির্ভরযোগ্য গাইড হিসেবে কাজ করবে।
![]() |
| WBSSC Group C & D Exam 2026 |
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Set - 09
প্রশ্ন: সবুজ বিপ্লব (Green Revolution) কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শুরু হয়েছিল?
উত্তর: এটি মূলত তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষের দিকে (১৯৬৬ সাল নাগাদ) শুরু হয়েছিল।
প্রশ্ন: ভারতে সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত কোন ব্যক্তি ২০২৪ সালে ভারতরত্ন পেয়েছেন?
উত্তর: এম এস স্বামীনাথান।
প্রশ্ন: আচার্য প্রফুল্লচন্দ্র রায় কি নামে পরিচিত?
উত্তর: নাইট্রাইটের মাস্টার (Master of Nitrites)। তিনি 'মার্কিউরাস নাইট্রাইট' আবিষ্কার করেছিলেন।
প্রশ্ন: ভারতের প্রথম ওষুধ উৎপাদনকারী সংস্থা কোনটি?
উত্তর: বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস (প্রতিষ্ঠাতা: প্রফুল্লচন্দ্র রায়)।
প্রশ্ন: মোবাইল ফোনে ব্যবহৃত GSM প্রযুক্তির পূর্ণরূপ কী?
উত্তর: Global System for Mobile Communication.
প্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) এর জনক কাকে বলা হয়?
উত্তর: জন ম্যাকারথি (John McCarthy)।
প্রশ্ন: আধুনিক মোবাইল ফোন কে আবিষ্কার করেছিলেন?
উত্তর: মার্টিন কুপার। (টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল)।
প্রশ্ন: 'রণ উৎসব' (Rann Utsav) প্রধানত কোন রাজ্যে পালিত হয়?
উত্তর: গুজরাটে (কচ্ছের রণ অঞ্চলে)।
প্রশ্ন: নক্ষত্রের রং দেখে তার কী বোঝা যায়?
উত্তর: নক্ষত্রের তাপমাত্রা বা উষ্ণতা। নীল বা সাদা রঙের নক্ষত্রের তাপমাত্রা বেশি হয়।
প্রশ্ন: কোন ধরনের শিলাকে 'জৈবিক পাললিক শিলা' হিসেবে বিবেচনা করা হয়?
উত্তর: কয়লা।
প্রশ্ন: হাইড্রোফনিক্স (Hydroponics) বলতে কী বোঝায়?
উত্তর: মাটি ছাড়া শুধুমাত্র জলের মাধ্যমে চাষাবাদ করার পদ্ধতি।
প্রশ্ন: ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি?
উত্তর: ব্যারেন দ্বীপ (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত)।
প্রশ্ন: বাংলার কোন লোকগানটি ইউনেস্কো (UNESCO) দ্বারা স্বীকৃত?
উত্তর: বাউল গান (২০০৮ সালে স্বীকৃত)।
প্রশ্ন: ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল?
উত্তর: শ্রীলঙ্কায় (সম্রাট অশোকের প্রচারের মাধ্যমে)।
প্রশ্ন: 'উৎসবের শহর' (City of Festivals) কাকে বলা হয়?
উত্তর: মাদুরাই-কে (তামিলনাড়ু)।
প্রশ্ন: 'চোরাচুন্নি' নামক বিরল লোকনাট্য পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে দেখা যায়?
উত্তর: উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও দিনাজপুরে।
প্রশ্ন: সম্পত্তির অধিকারকে কোন সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে?
উত্তর: ৪৪তম সংশোধনী (১৯৭৮ সাল)।
প্রশ্ন: জাতীয় শিক্ষানীতি (NEP 2020) অনুযায়ী জিডিপি-র কত শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের লক্ষ্য রাখা হয়েছে?
উত্তর: ৬ শতাংশ।
প্রশ্ন: NEP 2020-এর 'পারখ' (PARAKH) বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: একটি মূল্যায়ন কেন্দ্র (Assessment Centre)।
প্রশ্ন: গ্র্যামি অ্যাওয়ার্ডের ইতিহাসে সবচেয়ে বেশিবার মনোনীত ভারতীয় নারী কে?
উত্তর: অনুষ্কা শঙ্কর (সেতার বাদক)।
প্রশ্ন: লাভলিনা বরগোহাঁই কোন খেলার সাথে যুক্ত?
উত্তর: বক্সিং।
প্রশ্ন: বেথুয়াডহরি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত?
উত্তর: নদীয়া।
প্রশ্ন: কালাজরের ওষুধ কে আবিষ্কার করেছিলেন?
উত্তর: উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।
আরও পড়ুনঃ
◼️ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Set - 08
◼️ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Set - 07


Please do not enter any spam link in the comment box.