ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Indian Freedom Struggle - Part 4

Ads

ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Indian Freedom Struggle - Part 4

ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Indian Freedom Struggle - Part 4


ভারতের স্বাধীনতা সংগ্রাম কেবল একটি আন্দোলন নয়, এটি ছিল সাহস, ত্যাগ ও আত্মবলিদানের এক গৌরবময় অধ্যায়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইতিহাসের এই অংশ থেকে নিয়মিত প্রশ্ন আসে। সেই কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি “ভারতের স্বাধীনতা সংগ্রাম – গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Indian Freedom Struggle – Part 4”, যেখানে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, বিপ্লবী কার্যকলাপ ও নেতৃস্থানীয় ব্যক্তিত্বদের ভূমিকা নিয়ে নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা হয়েছে। WBSSC, WBP, KP Constable, Railway, SSC সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য এই সেটটি বিশেষভাবে উপযোগী।


ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

ভারতের স্বাধীনতা সংগ্রাম: প্রশ্ন ও উত্তর


প্রশ্ন: ভারতের স্বাধীনতা যুদ্ধে জাপানের প্রধানমন্ত্রী তোজো কবে প্রথম সমর্থন করেন?

উত্তর: ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি।


প্রশ্ন: মোহনদাস করমচাঁদ গান্ধীর সঙ্গে চিয়াং-কাই-শেক’এর বৈঠক কবে হয়?

উত্তর: ১৯৪২ সালের ১৮ ফেব্রুয়ারি কলকাতায়।


প্রশ্ন: জাপানের প্রধানমন্ত্রী তোজোর সঙ্গে সুভাষচন্দ্র বসুর কবে বৈঠক হয়?

উত্তর: ১৯৪৩ সালের ১৪ জুন।


প্রশ্ন: প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়?

উত্তর: ১৯১৫ সালের ২৩ মার্চ (বিষ্ণু গণেশ পিংলে মিরাটে ধরা পড়ার পর)।


প্রশ্ন: সিপাহি বিদ্রোহের সময় বিহারে বিদ্রোহীদের নেতা কে ছিলেন?

উত্তর: কুঁয়র সিং।


প্রশ্ন: ১৮৫৭ সালের মহাবিদ্রোহে ভারতের শতকরা কত ভাগ দেশীয় রাজন্যবর্গ যোগ দেন?

উত্তর: মাত্র ১%।


প্রশ্ন: কলকাতায় প্রথম রক্তক্ষয়ী সংগ্রাম কবে শুরু হয়?

উত্তর: ১৯৪২ সালের ১৩ আগস্ট।


প্রশ্ন: জাপান সরকার কবে প্রথম স্বাধীন আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দেয়?

উত্তর: ১৯৪৩ সালের ২৩ অক্টোবর।


প্রশ্ন: বার্লিনে সুভাষচন্দ্র বসু কবে প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করেন?

উত্তর: ১৯৪৩ সালের ২৬ জানুয়ারি।


প্রশ্ন: আফগানিস্তানে প্রবাসী ভারতীয়দের তৈরি ভারতের প্রথম জাতীয় সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: বরকতুল্লা।


প্রশ্ন: ‘Ram Doss’ ছদ্মনামে কে লিখতেন?

উত্তর: রামমোহন রায়।


প্রশ্ন: ‘জনগণমন অধিনায়ক’ গানটি জাতীয় সঙ্গীত হিসাবে প্রথম কবে স্বীকৃতি পায়?

উত্তর: ১৯৪৩ সালের ৫ জুলাই (আজাদ হিন্দ ফৌজের প্যারেডে)।


প্রশ্ন: জাপান কবে প্রথম ব্রহ্মদেশকে স্বাধীনতা দেয়?

উত্তর: ১৯৪৩ সালের ১ আগস্ট।


প্রশ্ন: বিহারের ভাগলপুরে কবে প্রথম জাতীয় সরকার স্থাপিত হয়?

উত্তর: ১৯৪২ সালের ১৮ আগস্ট।


প্রশ্ন: কোল বিদ্রোহ ভারতের কোন কোন জায়গায় ঘটেনি?

উত্তর: মাদ্রাজ, বোম্বাই, বাংলা ও পশ্চিম পাঞ্জাবে (শিখ ও গোর্খা সৈন্যরা বিদ্রোহ দমনে অংশ নেই)।


প্রশ্ন: ভারতের উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণিরা কেন কোল বিদ্রোহের বিরোধী ছিলেন?

উত্তর: মহাজন ও বণিকরা বিদ্রোহীদের হাতে আক্রান্ত হওয়ায়।


প্রশ্ন: ভারতের গণপরিষদের মাধ্যমে সংবিধান রচনার দাবি প্রথম কোন সভায় উত্থাপিত হয়?

উত্তর: ১৯৩৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের ফৈজপুর অধিবেশনে।


প্রশ্ন: দ্বিতীয় বাহাদুর শাহের মৃত্যু কবে কোথায় হয়?

উত্তর: ১৮৬২ সালে, রেঙ্গুনে।


প্রশ্ন: বঙ্গভঙ্গ আন্দোলনের সময়কালে কলকাতার লালবাজারের পুলিশ কমিশনার কে ছিলেন?

উত্তর: এফ.এল. হ্যালিডে।


প্রশ্ন: আধুনিক ভারতের ‘প্রথম জাতীয়তাবাদী কবি’ কে?

উত্তর: ডিরোজিও।


প্রশ্ন: রামমোহন ক’টি ভাষা জানতেন?

উত্তর: ১২টিরও বেশি।


প্রশ্ন: কোন ধরনের রাইফেল ব্যবহার নিয়ে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করায় ১৮৫৭ সালের মহাবিদ্রোহ শুরু হয়?

উত্তর: এনফিল্ড রাইফেল।


প্রশ্ন: নানাসাহেব কার দত্তক পুত্র ছিলেন?

উত্তর: পেশোয়া দ্বিতীয় বাজীরাও।


প্রশ্ন: ব্রিটিশ ভারতের শাসনভার রানী ভিক্টোরিয়া কবে নিজের হাতে তুলে নেন?

উত্তর: ১৮৫৮ সালের ১ নভেম্বর।


প্রশ্ন: কোন সালের সনদে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভারতীয়দের যোগ্যতা অনুসারে রাজপদে নিয়োগের নীতি স্বীকৃত হয়?

উত্তর: ১৮৩৩ সালের সনদে।


প্রশ্ন: সংবাদপত্র বের করলে সরকারের কাছে নথিভুক্ত করা বাধ্যতামূলক হয় কত সালে?

উত্তর: ১৮৬৭ সালে।


প্রশ্ন: লাহোরে ‘পাঞ্জাব বিশ্ববিদ্যালয়’ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৮২ সালে।


প্রশ্ন: শিক্ষার অগ্রগতি ও শিক্ষা ব্যবস্থার পর্যালোচনার জন্য উইলিয়াম হান্টারের নেতৃত্বে ভারত সরকারের কমিশন কবে হয়?

উত্তর: ১৮৮২ সালে।


প্রশ্ন: ‘এলাহাবাদ বিশ্ববিদ্যালয়’ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৮৭ সালে।


প্রশ্ন: ১৮৫৮ থেকে ১৮৬০ সালে নীল বিদ্রোহের সময় কোন পত্রিকা বিদ্রোহীদের স্বপক্ষে জনমত গড়ে তোলে?

উত্তর: ‘হিন্দু প্যাট্রিয়ট’।


প্রশ্ন: ‘ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন’ কত সালে হয়?

উত্তর: ১৯০৪ সালে।


প্রশ্ন: ১৯০২ সালে গঠিত ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনে ভারতীয় সদস্য কারা ছিলেন?

উত্তর: গুরুদাস বন্দ্যোপাধ্যায় ও সৈয়দ হোসেন বিলগ্রামী।


প্রশ্ন: ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের প্রথম সভাপতি কে?

উত্তর: টমাস র‍্যালে।


প্রশ্ন: বাংলায় স্ত্রী শিক্ষার জন্য প্রথম হিন্দু বালিকা বিদ্যালয় কত সালে হয়?

উত্তর: ১৮৪৯ সালে।


প্রশ্ন: জন ইলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন ভারত সরকারের কোন পদে ছিলেন?

উত্তর: আইন সচিব।


প্রশ্ন: প্রাথমিক শিক্ষা ও মাতৃভাষার মাধ্যমে শিক্ষার দিকে প্রথম কে দৃষ্টি আকর্ষণ করেন?

উত্তর: উইলিয়াম অ্যাডাম।


প্রশ্ন: লর্ড কর্নওয়ালিস কত সালে দ্বিতীয়বারের জন্য ভারতের গভর্নর জেনারেল হন?

উত্তর: ১৮০৫ সালে।


প্রশ্ন: নীলকর অত্যাচারের বিষয়ে লেখা মীর মশারফ হোসেনের উপন্যাসের নাম কী?

উত্তর: ‘উদাসীন পথিকের মনের কথা’।


প্রশ্ন: সাপ্তাহিক ‘যুগান্তর’ পত্রিকার শেষ সংখ্যা কোন তারিখে বেরোয়?

উত্তর: ১৯০৮ সালের ৬ জুলাই।


প্রশ্ন: ‘ইন্ডিয়ান মিরর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: কেশবচন্দ্র সেন।


প্রশ্ন: ‘কলকাতা মেডিকেল কলেজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৩৫ সালে।


প্রশ্ন: বোম্বাইতে প্রথম মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৪৫ সালে (গ্র্যান্ট মেডিকেল কলেজ)।


প্রশ্ন: পশ্চিমবঙ্গে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৫৬ সালে (শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ)।


প্রশ্ন: সতীদাহ প্রথা কোন ভাইসরয় নিষিদ্ধ করেন?

উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (১৮২৯ সালে)।


প্রশ্ন: ভারতে ক্রীতদাস প্রথা কত সালে বে-আইনি ঘোষিত (রদ) হয়?

উত্তর: ১৮৪৩ সালে।


প্রশ্ন: ‘বিধবা বিবাহ’ কত সালে আইনসিদ্ধ হয়?

উত্তর: ১৮৫৬ সালে।


প্রশ্ন: বোম্বাইতে প্রথম ধর্ম সংস্কার আন্দোলন কত সালে হয়?

উত্তর: ১৮৪০ সালে।


প্রশ্ন: মহারাষ্ট্রে কোন সাহিত্যিক ধর্মসংস্কার আন্দোলনের পুরোধা ছিলেন?

উত্তর: গোপালহরি দেশমুখ।


প্রশ্ন: বোম্বাইতে পার্শি সমাজেও সংস্কার আন্দোলনের জন্য কোন সংগঠন স্থাপিত হয়?

উত্তর: রেণুমা-ই মাজদায়াসন সভা (১৮৫১ সালে)।


প্রশ্ন: নতুন শিখ গুরুদোয়ারা আইন কত সালে গৃহীত হয়?

উত্তর: ১৯২২ সালে।


প্রশ্ন: ‘আর্য সমাজ’ কে কোথায় প্রতিষ্ঠা করেন?

উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী, পাঞ্জাবে।


প্রশ্ন: বোম্বাইতে 'প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন' কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৮৫ সালে।


প্রশ্ন: ‘ট্রানস্লেশন সোসাইটি’ কে কত সালে প্রতিষ্ঠা করেন?

উত্তর: স্যার সৈয়দ আহমেদ খাঁ, ১৮৬৪ সালে।


প্রশ্ন: রামতনু লাহিড়ীর সভাপতিত্বে সর্বভারতীয় জাতীয় সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?

উত্তর: ১৮৮৩ সালের ডিসেম্বরে।


প্রশ্ন: ‘মাদ্রাজ মহাজন সভা’ কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৮৪ সালে।


প্রশ্ন: প্রথম জাতীয় কংগ্রেসের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?

উত্তর: অ্যালেন অক্টোভিয়ান হিউম।


প্রশ্ন: ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?

উত্তর: লর্ড ডাফরিন।


প্রশ্ন: ‘ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট’ কত সালে হয়?

উত্তর: ১৮৯২ সালে।


প্রশ্ন: ‘Drain Theory’ তত্ত্ব কে প্রথম তুলে ধরেন?

উত্তর: রমেশচন্দ্র দত্ত।


প্রশ্ন: ভারতে কার্পাস বস্ত্র বিষয়ক আইন কত সালে হয়?

উত্তর: ১৮৯৬ সালে।


প্রশ্ন: ভারতে চরমপন্থী রাজনৈতিক মতবাদের প্রথম প্রধান প্রবক্তা কে ছিলেন?

উত্তর: মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক।


প্রশ্ন: লর্ড কার্জন ভাইসরয় থাকাকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন?

উত্তর: স্যার অ্যান্ড্রু ফ্রেজার।


প্রশ্ন: পাঞ্জাবের লালা লাজপৎ রায় কত সালে প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে যোগ দেন?

উত্তর: ১৮৮৮ সালে।


প্রশ্ন: ‘Swaraj is my birthright’ উক্তিটি কার?

উত্তর: বাল গঙ্গাধর তিলকের।


প্রশ্ন: ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে কোথায় প্রতিষ্ঠা করেন?

উত্তর: ডি.কে. কার্ভে, ১৯১৬ সালে মহারাষ্ট্রের পুনেতে।


প্রশ্ন: কলকাতার খিদিরপুর ডক থেকে কোন দিন প্রথম বাষ্পচালিত জাহাজ ‘জনসোর’ যাত্রা শুরু করে?

উত্তর: ১৮০৭ সালের ৩১ মার্চ (উল্লেখ্য খিদিরপুর ডক প্রতিষ্ঠা করেন জন্স কিড ও তার নাম অনুসারে এলাকার নাম হয় খিদিরপুর)।


প্রশ্ন: কলকাতায় প্রথম কবে সকলের জন্য বিদ্যুতের ব্যবহার শুরু হয়?

উত্তর: ১৮৯৯ সালে।


প্রশ্ন: উইলিয়াম কেরির উদ্যোগে ‘অ্যাগ্রিকালচারাল অ্যান্ড হর্টিকালচারাল সোসাইটি’ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮২০ সালের সেপ্টেম্বরে।


প্রশ্ন: বাংলা ভাষায় প্রথম পঞ্জিকা কত সালে বেরোয়?

উত্তর: ১৮১৮ সালে (প্রকাশক ছিলেন রামহরি)।


প্রশ্ন: কলকাতায় হিন্দু নারীদের শিক্ষার জন্য প্রথম ‘ফিমেল জুভেনাইল সোসাইটি’ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮১৯ সালে।


প্রশ্ন: ভারতে প্রথম লোহার সেতু কোথায় হয়?

উত্তর: কালীঘাটে আদি গঙ্গার ওপর (১৮২২ সালের ১ জুন)।


প্রশ্ন: তারাচাঁদ চক্রবর্তীর সম্পাদনায় ‘ব্রাহ্মসমাজ’ কোন দিন প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮২৮ সালের ২০ আগস্ট (রামমোহন রায় ও কমল বসুও উদ্যোক্তা ছিলেন)।


প্রশ্ন: ভারতের প্রথম উর্দু সংবাদপত্রের নাম কী?

উত্তর: ‘জাম-ই-জাহান-নামা’ (১৮২২ সালের ৮ মার্চ হরিহার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয়)।


প্রশ্ন: কলকাতায় আর্মেনীয় অধিবাসীদের উদ্যোগে ‘The Armenian Philanthropic Institute’ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮২১ সালের ২ এপ্রিল।


প্রশ্ন: ‘হিন্দু কলেজ’ প্রথম কোথায় কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: কলকাতার গরানহাটায় আপার চিৎপুর রোডে গোরাচাঁদ বসাকের বাড়িতে, ১৮১৭ সালের ২০ জানুয়ারি।


প্রশ্ন: ‘শ্রীরামপুর কলেজ’ কোন সরকারের স্বীকৃতিতে ডিগ্রি দিত?

উত্তর: ডেনমার্ক সরকারের (খ্রিশ্চান থিওলজি বিষয়ে। স্থাপিত হয় ১৮১৪ সালের ১৫ জুলাই)।


প্রশ্ন: লর্ড ময়রা বা মার্কুইস অফ হেস্টিংস কবে ভারতের গভর্নর জেনারেল হন?

উত্তর: ১৮১৩ সালের ৪ অক্টোবর।


প্রশ্ন: কলকাতায় প্রথম বিশপ কে?

উত্তর: ফাদার মিডলটন।


প্রশ্ন: ভারতে হোমিওপ্যাথি চিকিৎসার পথিকৃৎ কে?

উত্তর: রাজা রাজেন্দ্র দত্ত।


প্রশ্ন: বিদেশ থেকে ভারতে দাস আমদানি নিষিদ্ধ হয় কত সালে?

উত্তর: ১৮১১ সালে।


প্রশ্ন: সতীদাহ প্রথা নিষিদ্ধ করার জন্য ভারতে প্রথম কে জনমত তৈরির উদ্যোগ নেন?

উত্তর: উইলিয়াম কেরি।


প্রশ্ন: গঙ্গাসাগরে শিশু সন্তানকে বিসর্জন দেওয়ার কুৎসিত প্রথা কে কবে রদ করেন?

উত্তর: লর্ড ওয়েলেসলি, ১৮০২ সালের ২০ আগস্ট।


প্রশ্ন: কলকাতায় ‘টাউন হল’ কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮০৪ সালে।


প্রশ্ন: অনাগরিক ধর্মপালের উদ্যোগে ‘মহাবোধী সোসাইটি’ কত সালে তৈরি হয়?

উত্তর: ১৮৯১ সালে।


প্রশ্ন: কলকাতায় কোন দিন ‘বিশ্ব প্রেমোদ্দীপনা সভা’ প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৩৪ সালের ১০ ফেব্রুয়ারি।


প্রশ্ন: বাঙালিরা কত সালে প্রথম ইংরেজদের সঙ্গে যৌথ উদ্যোগে ব্যবসা শুরু করেন?

উত্তর: ১৮১৩ সালে।


প্রশ্ন: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কোন রাজ্যের লোক ছিলেন?

উত্তর: ওড়িশা।


প্রশ্ন: ইংরেজি-বাংলা ও বাংলা-ইংরেজি অভিধান প্রথম কে লেখেন?

উত্তর: হেনরি পিটস ফরস্টার।


প্রশ্ন: ‘কলিকাতা স্কুল সোসাইটি’ কোন দিন স্থাপিত হয়?

উত্তর: ১৮১৮ সালের ১ সেপ্টেম্বর।


প্রশ্ন: ভারতের প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি?

উত্তর: ‘Calcutta Journal’ (১৮১৯ সালের মে মাসে, জেমস সিল্ক বাকিংহামের সম্পাদনায় প্রকাশিত)।


প্রশ্ন: রামমোহন রায় কত সালে ‘অ্যাংলো-হিন্দু স্কুল’ প্রতিষ্ঠা করেন?

উত্তর: ১৮২২ সালে।


প্রশ্ন: ভারতীয় টাঁকশালের ভিত্তি প্রস্তর কোথায় কবে প্রথম স্থাপিত হয়?

উত্তর: কলকাতার ৪৭ নং স্ট্যান্ড রোডে, ১৮২৪ সালের ৩১ মার্চ।


প্রশ্ন: ‘এশিয়াটিক সোসাইটি’ কে কত সালে প্রতিষ্ঠা করেন?

উত্তর: স্যার উইলিয়াম জোন্স, ১৭৮৪ সালে।


প্রশ্ন: ‘ক্যালকাটা ব্লাইন্ড স্কুল’ কে কত সালে প্রতিষ্ঠা করেন?

উত্তর: রেভারেণ্ড লালবিহারী সাহা, ১৮৯৭ সালে।


প্রশ্ন: সতীশচন্দ্র মুখোপাধ্যায় কবে ‘Dawn’ মাসিক পত্রিকা বের করেন?

উত্তর: ১৮৯৭ সালে।


প্রশ্ন: 'বঙ্গীয় সাহিত্য পরিষদ'এর আগে নাম কী ছিল?

উত্তর: ‘বেঙ্গল অ্যাকাডেমি অফ লিটারেচার’।


প্রশ্ন: কলকাতার প্রথম পোর্ট কমিশনার কে?

উত্তর: দুর্গাচরণ লাহা।


প্রশ্ন: ‘ক্যালকাটা মেডিকেল অ্যান্ড ফিজিক্যাল সোসাইটি’ কোন দিন প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮২৩ সালের ১ মার্চ।


প্রশ্ন: প্রথম ভারতীয় ব্যারিস্টার কে?

উত্তর: জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর।


প্রশ্ন: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক কবে ভারতের গভর্নর জেনারেল হন?

উত্তর: ১৮২৮ সালের জুলাইয়ে।


প্রশ্ন: ‘খাসি বিদ্রোহ’ কত সালে হয়?

উত্তর: ১৮২৯ সালে।


প্রশ্ন: ‘কোল বিদ্রোহ’ কত সালে হয়?

উত্তর: ১৮৩১ সালে।


প্রশ্ন: ‘ভূমিজ বিদ্রোহ’ কত সালে হয়?

উত্তর: ১৮৩৩ সালে।


প্রশ্ন: ‘নাগা বিদ্রোহ’ কত সালে হয়?

উত্তর: ১৮৩৮ সালে।


প্রশ্ন: ‘সাঁওতাল বিদ্রোহ (হুল)’ কবে হয়?

উত্তর: ১৮৫৫ সালের ৩০ জুন।


প্রশ্ন: ভাগলপুরের কালেক্টর অগাস্টাস ক্লিভল্যান্ড বশীভূত বিদ্রোহী পাহাড়িয়াদের জন্য ১৭৭৯ সালে যে উপনিবেশ স্থাপন করেন তার নাম কী?

উত্তর: ‘দামিন-ই-কোহ’।


প্রশ্ন: 'ভারতের ইংরেজ শাসনের তিনটি বৈশিষ্ট্য হল, বাইবেল, বেয়নেট ও ব্রাণ্ডি (Three B’s)'— উক্তিটি কার?

উত্তর: স্বামী বিবেকানন্দের।


প্রশ্ন: কাদের নেতৃত্বে সাঁওতাল পল্লীতে ‘হুল’ গড়ে ওঠে?

উত্তর: ভকনাডিহি গ্রামের ৪ ভাই সিধু, কানু, চাঁদ ও ভৈরব।


প্রশ্ন: ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কবে স্থানান্তরিত হয়?

উত্তর: ১৯১১ সালের ১২ ডিসেম্বর।


প্রশ্ন: ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরানোর ঘোষণা কোথায় হয়?

উত্তর: দিল্লিতে তৃতীয় রাজকীয় দরবারে ব্রিটেনের রাজা ও রানীর উপস্থিতিতে। 


প্রশ্ন: ১৯১২ সালে দিল্লির কোন গ্রাম খালি করে ভাইসরয়ের অট্টালিকা তৈরি হয়?

উত্তর: রায়সিনা পাহাড় সংলগ্ন গ্রামসমূহ।


প্রশ্ন: ভাইসরয়ের অট্টালিকা, যা পরে রাষ্ট্রপতি ভবন হয় তার স্থপতিকার কে ছিলেন?

উত্তর: এডউইন ল্যান্ডসীর লুট্যেন্স।


প্রশ্ন: দিল্লিতে ভাইসরয়ের অট্টালিকার উদ্বোধন কবে হয়?

উত্তর: ১৯৩১ সালে।


প্রশ্ন: ভারতবাসীদের স্বাধীনতায় উদ্বুদ্ধ করতে স্কটিশ অ্যালান অক্টাভিয়ান হিউমের ১৮৮৬ সালে লেখা গ্রন্থটির নাম কি?

উত্তর: The Old Man's Hope.


প্রশ্ন: স্যার ভ্যালেন্টাইন চিরোল কাকে 'অশান্ত ভারতের জনক' আখ্যা দেন?

উত্তর: লোকমান্য বালগঙ্গাধর তিলক।


প্রশ্ন: 'কেশরী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: জি. জি. আগর্কর (পত্রিকাটি আজও পুনে থেকে বেরোয় ও ২টি সংস্করণ চলছে)।


প্রশ্ন: ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে তিলক ও আগর্কর কেন প্রথম প্রতিবাদের ঝড় তোলেন?

উত্তর: কোলহাপুরের রাজপুত্র চতুর্থ শিবাজীর হাত থেকে ক্ষমতা কেড়ে মহাদেও বার্ভেকে দেওয়ান নিযুক্ত করায়।


প্রশ্ন: 'মারাট্টা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: বাল গঙ্গাধর তিলক।


আরও পড়ুনঃ

◼️ Indian Freedom Struggle - Part 3

◼️ Indian Freedom Struggle - Part 2

◼️ Indian Freedom Struggle - Part 1



Post a Comment

0 Comments