Ads Area

ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Indian Freedom Struggle - Part 3

ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Indian Freedom Struggle - Part 3

ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বাংলা জিকে ডায়েরি

প্রিয় পাঠকেরা,

ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এর এই পোস্টে ভারতের স্বাধীনতা সংগ্রাম ইতিহাস থেকে সেরা 62টি প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। সবাইকে অনুরোধ ভারতের স্বাধীনতা সংগ্রামের উপর সম্পূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি একবার পড়ুন। আপনাদের পরীক্ষা প্রস্তুতিতে এগুলি সাহায্য করবে।


ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর


1. 'ভারত কাউন্সিল আইন' কত সালে প্রবর্তিত হয়?

➠ ১৮৯২।


2. 'গণপতি' ও 'শিবাজী' উৎসবের ব্যবস্থা কে করেন?

➠ বাল গঙ্গাধর তিলক।


3. ভারতের জাতীয় কংগ্রেসের মাদ্রাজের তৃতীয় অধিবেশনে কতজন প্রতিনিধি যোগ দেন?

➠ ৬০৭ জন।


4. মজনু শাহ, চেরাগ আলি ও ভবানি পাঠকের নেতৃত্বে 'সন্ন্যাসী ফকির বিদ্রোহ' কবে শুরু হয়?

➠ ১৭৬০ সালে।


5. প্রথম 'চুয়াড় বিদ্রোহ' কবে শুরু হয়?

➠ ১৭৬৭ সালে (ওই বছর 'সন্ন্যাসী বিদ্রোহ'ও শুরু হয়)।


6. ভারত ছাড়ো আন্দোলনে প্রথম সারির কংগ্রেস নেতারা প্রথম কবে গ্রেফতার হন?

➠ ১৯৪২ সালের ৯ আগস্ট।


7. ভারতের জাতীয় কংগ্রেসের ১৯২৯ সালের ঐতিহাসিক লাহোর অধিবেশনে কে সভাপতিত্ব করেন?

➠ জওহরলাল নেহেরু।


8. ভারতের জন্য গঠিত ব্রিটিশ মন্ত্রীপরিষদের নেতৃত্বে কে ছিলেন?

➠ লর্ড পেথিক-লরেন্স।


9. 'আল-হিলাল' সংবাদপত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

➠ মৌলানা আবুল কালাম আজাদ।


10. 'ইয়ং ইন্ডিয়া' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

➠ মোহনদাস করমচাঁদ গান্ধী।


আরও পড়ুনঃ Famous Dams in India - ভারতের বিখ্যাত বাঁধসমূহ


11. ভারতে ইংরেজদের উদ্যোগে প্রথম কোথায় রায়তওয়ারী বন্দোবস্তের প্রচলন ঘটে?

➠ মাদ্রাজ ও বোম্বে প্রদেশে।


12. মোহনদাস করমচাঁদ গান্ধী কুখ্যাত রাওলাট আইনের বিরুদ্ধে ১৯১৯ সালে কোন আন্দোলন শুরু করেন?

➠ সত্যাগ্রহ আন্দোলন।


13. ভারতের প্রাদেশিক শহরগুলিতে কবে প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

➠ ১৮৫৭ সালে।


14. 'ব্রিটিশ পার্লামেন্টে' প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন?

➠ দাদাভাই নওরজি।


15. স্বত্ববিলোপ নীতির প্রচলন কে করেন?

➠ লর্ড ডালহৌসী।


16. গান্ধীজিকে কে প্রথম 'জাতির জনক' হিসাবে সম্বোধন করেন?

➠ সুভাষচন্দ্র বসু।


17. ১৮৩৮ সালে প্রতিষ্ঠিত ভারতবর্ষের সর্বপ্রথম রাজনৈতিক সংগঠনটির নাম কি?

➠ জমিনদারী অ্যাসোসিয়েশন।


18. ভারতবর্ষে 'রায়তওয়ারী বন্দোবস্তের' প্রচলন কে করেন?

➠ স্যার থমাস মুনরো।


19. ব্রিটিশ শাসনকালে ভারতবর্ষের 'অর্থ অপচয়ের' প্রভূত দিকগুলির উদঘাটন কে করেন?

➠ দাদাভাই নওরজি।


20. গান্ধীজী কোথায় প্রথম প্রতিবাদের ভাষা হিসাবে 'সত্যাগ্রহ' নামক অস্ত্রটি প্রয়োগ করেন?

➠ দক্ষিণ আফ্রিকায়।


(ads1)


21. অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের অস্ত্র হিসাবে সবচেয়ে কার্যকরী যে পথটি গান্ধীজি বেছে নেন তার নাম কি?

➠ আমরণ অনশন।


22. সুভাষচন্দ্র বসু কবে কোথায় 'আজাদ হিন্দ ফৌজ' গড়েন?

➠ ১৯৪৩ সালে, সিঙ্গাপুরে।


23. সুভাষচন্দ্র বসু দেশের স্বার্থে অক্ষ শক্তির সঙ্গে একটি চুক্তির মাধ্যমে কোন দেশ থেকে ভারতীয় যুদ্ধ বন্দীদের মুক্ত করেন?

➠ জাপান থেকে।


24. সুভাষচন্দ্র বসুর গড়া 'আজাদ হিন্দ ফৌজ' কখন ব্রিটিশের কাছে আত্মসমর্পণ করেন?

➠ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান ক্ষতিগ্রস্ত ও পরাজিত হওয়ার পর।


25. দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির অন্তর্ভুক্ত কোন দেশটি সর্বপ্রথম আত্মসমর্পণ করে?

➠ ইতালি।


26. ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম নির্বাচনের শেষে 'ভারত সরকার আইন - ১৯৩৫' অনুযায়ী ১১টি প্রদেশের মধ্যে কংগ্রেস ক'টিতে সরকার গড়তে পারে?

➠ ৮টি প্রদেশে।


27. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?

➠ ১ সেপ্টেম্বর, ১৯৩৯।


28. ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসাবে লন্ডনে আয়োজিত গোল টেবিল বৈঠকে মোহনদাস করমচাঁদ গান্ধী কবে যোগ দেন?

➠ ৭ সেপ্টেম্বর, ১৯৩১ থেকে ১ ডিসেম্বর ১৯৩১'এর অধিবেশনে।


29. 'ভারত সরকার আইন ১৯৩৫' অনুযায়ী প্রাদেশিক শাসনকর্তার অধীনে ক'টি প্রদেশ তৈরি হয়?

➠ ২টি।


30. প্রাদেশিক শাসনকর্তার আধিকারিক সংসদে সাংসদ হওয়া প্রথম ভারতীয় সদস্য কে?

➠ সত্যেন্দ্র প্রসন্ন সিংহ (রায়পুরের প্রথম লর্ড সিনহার পরেই)।


আরও পড়ুনঃ ভারতের রামসার সাইটগুলির তালিকা


31. শুধু স্বায়ত্ত শাসন নয়, একটি দায়িত্বশীল সরকার হিসাবে কাজ করতে ভারতের সংবিধান বিকাশের ক্ষেত্রে ইংরেজ সরকার প্রথম কোন সাংবিধানিক আইনের উদ্যোগ নেয়?

➠ 'ভারত সরকার আইন ১৯১৯'।


32. 'ভারত সেবা সমাজ' (Servants of Indian Society) কে প্রতিষ্ঠা করেন?

➠ গোপালকৃষ্ণ গোখলে।


33. ঊনবিংশ শতাব্দীতে প্রথম শুরু হ‌ওয়া সংস্কার মুক্ত সমাজ গড়ে তোলার আন্দোলনটির পথিকৃৎ কে?

➠ ব্রাহ্মসমাজ।


34. ১৮৬৭ সালের একটি বৃহত্তর সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে কার অনুপ্রেরণায় ও পরামর্শে প্রার্থনা সমাজ প্রচারের আলোতে আসে?

➠ এম.জি. রানাডে'র।


35. রাজা রামমোহন রায়ের ইংল্যান্ড চলে যাওয়ায় ও সেখানে তার মৃত্যুর পরে ব্রাহ্মসমাজ সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়লে সেই অবস্থা থেকে কে ব্রাহ্মসমাজকে আবার উজ্জীবিত করেন?

➠ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।


36. কলকাতা, মাদ্রাজ ও বোম্বের উচ্চ আদালত কবে স্থাপিত হয়?

➠ ১৮৬১ সালে।


37. বিখ্যাত গান্ধী-আরউইন চুক্তি কবে সম্পাদিত হয়?

➠ ১৯৩১ সালে।


38. মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে বিখ্যাত লক্ষ্ণৌ চুক্তি কবে সম্পাদিত হয়?

➠ ১৯১৬ সালে।


39. জাতীয় কংগ্রেস কেন মতাদর্শগতভাবে চরমপন্থী ও নরমপন্থী দু'টি বিশেষ শ্রেণীতে বিভক্ত হয়।?

➠ মর্লে-মিন্টো সংস্কার বিষয়ে মতপার্থক্যের ফলে।


40. ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ও স্মরণীয় সাল কোনটি?

➠ ১৯২১।


(ads2)


41. ভারতের জাতীয় কংগ্রেসে নরমপন্থী নেতা হিসাবে কে পরিচিত?

➠ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।


42. ভারতের মতো কৃষি প্রধান দেশে জলসেচ ব্যবস্থা সর্বদা প্রশাসনের কাছে গুরুত্ব পায়, সেজন্য তৎকালীন ভারতবর্ষে প্রথম জলসেচ ব্যবস্থার বিকাশ ও কৃষি উন্নয়নের জন্য কে সার্বিক উদ্যোগ নেন?

➠ স্যার জন লেয়ার্ড মেয়র লরেন্স (১৮৬৪ সালের ১২ জানুয়ারি থেকে ১৮৬৯ সালের ১২ জানুয়ারি পর্যন্ত ভাইসরয় ছিলেন)।


43. ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে জলসেচ ব্যবস্থা উন্নয়নের জন্য তৈরি করা প্রথম খাল কোনটি?

➠ আগ্রা খাল।


44. ভারতের বিভিন্ন অঞ্চলগুলিকে স্ব-শাসিত বা স্বায়ত্ব শাসন ক্ষমতা দেওয়ার ব্যাপারে হৃদয়গ্রাহী ইচ্ছেটি কে প্রথম ব্যক্ত করেন?

➠ জর্জ ফ্রেডেরিক স্যামুয়েল রবিনসন (ব্রিটেনের রিপন অঞ্চলের প্রথম মার্কোয়েস ছিলেন বলে ব্রিটিশ অনুগত ভারতীয়দের কাছে সম্মানজনক লর্ড রিপন নামে পরিচিতি পান)।


45. ভারতে বস্ত্র শিল্প কবে পুনরুজ্জীবিত হয়?

➠ ১৯০৫ সালে।


46. কলকাতা শহরে ব্রিটিশ প্রশাসনের পক্ষ থেকে স্ব-শাসন নীতির প্রগতিশীল পরিকাঠামোর সরেজমিন পরিদর্শক কে ছিলেন?

➠ জর্জ নাথানিয়েল কার্জন।


47. ভারতে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে?

➠ নবাব সেলিমুল্লা।


48. ১৯২০ সালের সেপ্টেম্বর মাসে ভারতের জাতীয় কংগ্রেস বিখ্যাত অসহযোগ আন্দোলন'এর সংকল্প কখন গ্রহণ করেন?

➠ বিশেষ কলকাতা অধিবেশনে।


49. সারা ভারত মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?

➠ ১৯০৬ সালে (আগা খাঁ, ঢাকার নবাব সলিম উল্লাহ ও মহসিন-উল-মূলকের নেতৃত্বে)।


50. 'হোম রুল ফর ইন্ডিয়া লিগ' কে গড়েন?

➠ বালগঙ্গাধর তিলক (১৯১৬ সালে)।


আরও পড়ুনঃ ভারতের গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রগুলির তালিকা


51. ভারতের বিপ্লবী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধমূলক ষড়যন্ত্রগুলি তদন্তের জন্য ভারতে রাওলাট কমিটি কবে তৈরি হয়?

➠ ১৯১৭ সালে।


52. মোহনদাস করমচাঁদ গান্ধী কবে খিলাফত সম্মেলনের সভাপতি হন?

➠ ১৯১৯ সালে।


53. ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলন শুরু হয় কবে?

➠ ১৯১৮ সালের এপ্রিলে (বি.পি. ওয়াড়িয়ার প্রতিষ্ঠিত 'মাদ্রাজ লেবার ইউনিয়ন'এর জন্মকাল থেকে)।


54. প্রথম মহাযুদ্ধ কবে শেষ হয়?

➠ ১৯১৮ সালের ১১ নভেম্বর।


55. 'অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসে'র (AITUC) প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?

➠ লালা লাজপৎ রায় (১৯২০ সালের ৩১ অক্টোবর মুম্বাইয়ের 'এম্পায়ার থিয়েটারে' হয়)।


56. 'সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি'র প্রতিষ্ঠাতা কে?

➠ এন.এম. যোশী।


57. ''অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসে'র (AITUC) প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন?

➠ দেওয়ান চমনলাল।


58. 'নীলদর্পণ' নাটক ইংরেজিতে কে অনুবাদ করেন?

➠ মাইকেল মধুসূদন দত্ত।


59. স্বামী বিবেকানন্দ কত সালে মারা যান?

➠ ১৯০২।


60. অনুশীলন সমিতি কবে তৈরি হয়?

➠ ১৯০৩ সালে।


61. প্রথম কোন ভারতীয় ব্রিটিশ সংসদের সভ্য হন?

➠ দাদাভাই নওরোজি।


62. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি লাভ করে?

➠ ১৭৬৫ সালের ১২ আগস্ট।


আরও পড়ুনঃ

🟥 ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

🟩 ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর - Part 2


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad