WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 3
![]() |
WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 3 |
WBCS (West Bengal Civil Service) পরীক্ষার জন্য Indian History GK একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি প্রাচীন, মধ্যযুগীয় ও আধুনিক ভারতের ইতিহাস কভার করে, যেখানে বৈদিক সভ্যতা, মুঘল শাসন, ব্রিটিশ উপনিবেশবাদ, স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনোত্তর ভারতের ঘটনাবলী অন্তর্ভুক্ত থাকে।
📌 প্রাচীন ভারত: সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ, মহাজনপদ, মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের উত্থান-পতন, ধর্ম ও সংস্কৃতি (বৌদ্ধ ও জৈন ধর্ম)।
📌 মধ্যযুগীয় ভারত: দিল্লির সালতানাত, বিজয়নগর সাম্রাজ্য, মুঘল শাসন, মারাঠা শক্তির উত্থান, বাংলার নবাব ও ব্রিটিশ আগ্রাসন।
📌 আধুনিক ভারত: ব্রিটিশ শাসন, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আন্দোলন, ১৮৫৭ সালের বিদ্রোহ, জাতীয়তাবাদী আন্দোলন, গান্ধীজীর ভূমিকা, স্বাধীনতা সংগ্রাম এবং ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা।
WBCS প্রিলিমিনারি ও মেইন পরীক্ষায় ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, বিশেষ করে রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন, স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পর্যায় এবং বাংলার ইতিহাসের উপর জোর দেওয়া হয়। সঠিক প্রস্তুতির জন্য NCERT বই, ইতিহাসের রেফারেন্স বই এবং বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করা অত্যন্ত দরকারি।
এই পর্বে আমরা প্রাচীন ভারতের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। অনুগ্রহ করে সম্পূর্ণ প্রশ্ন উত্তর গুলি একবার দেখে নিন।
WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 3
1. আলেকজান্ডার কোন নদীর তীরে পুরুর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন?
(a) সিন্ধু
(b) ঝিলাম
(c) রাভি
(d) ইরাবতী
Ans: (b) ঝিলাম
2. 'ইন্ডিকা' এর রচয়িতা কে?
(a) প্লুটার্ক
(b) স্ট্রাবো
(c) হেরোডোটাস
(d) মেগাস্থিনিস
Ans: (d) মেগাস্থিনিস
3. নিম্নের কোনটির জন্য তক্ষশীলা বিখ্যাত ছিল?
(a) প্রারম্ভিক বৈদিক যুগ
(b) গান্ধার শিল্প
(c) মৌর্য শিল্প
(d) গুপ্ত শিল্প
Ans: (b) গান্ধার শিল্প
4. সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গিয়েছিল?
(a) লোথাল
(b) হরপ্পা
(c) মহেঞ্জোদারো
(d) কালীবঙ্গন
Ans: (c) মহেঞ্জোদারো
5. কত খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধ জন্মগ্রহণ করেন?
(a) 523 খ্রিস্টপূর্বাব্দে
(b) 463 খ্রিস্টপূর্বাব্দে
(c) 623 খ্রিস্টপূর্বাব্দে
(d) 563 খ্রিস্টপূর্বাব্দে
Ans: (d) 563 খ্রিস্টপূর্বাব্দে
(ads1)
6. 'আই-হোল প্রশস্তি' কে রচনা করেন?
(a) কৌটিল্য
(b) রবিকীর্তি
(c) হরিষেণ
(d) নয়নীকা
Ans: (b) রবিকীর্তি
7. ভারতে আর্যদের প্রথম স্থায়ী আবাস ছিল-
(a) পাঞ্জাব
(b) রাজস্থান
(c) সিন্ধু
(d) গুজরাট
Ans: (a) পাঞ্জাব
8. নিম্নের মধ্যে কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলেন?
(a) অম্ভি
(b) মহাপদ্ম
(c) পুরু
(d) উপরের সকলেই
Ans: (c) পুরু
9. ভারতীয় দর্শনের প্রাচীনতম শাখা কোনটি?
(a) যোগব্যায়াম
(b) বৈশেষিক
(c) কর্ম মীমাংসা
(d) সাংখ্য
Ans: (d) সাংখ্য
10. অশোক তার শিলালিপিতে নিজেকে কি বলেছেন?
(a) প্রিয়দর্শী
(b) ধম্মসোক
(c) দৈবপুত্র
(d) দেবনামপ্রিয়া প্রিয়দর্শী
Ans: (d) দেবনামপ্রিয়া প্রিয়দর্শী
আরও পড়ুনঃ ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
11. নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কে বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন?
(a) প্রথম চন্দ্রগুপ্ত
(b) সমুদ্রগুপ্ত
(c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(d) স্কন্দগুপ্ত
Ans: (c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
12. সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?
(a) কলহনা
(b) বিলহনা
(c) বানভট্ট
(d) হরিষেণ
Ans: (d) হরিষেণ
13. কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়?
(a) মনুসংহিতা
(b) ঋকবেদ
(c) অথর্ববেদ
(d) শতপথ ব্রাহ্মণ
Ans: (b) ঋকবেদ
14. গুপ্ত শাসকদের মধ্যে কে 'লিচ্ছবি-দৌহিত্র' নামে পরিচিত ছিলেন?
(a) সমুদ্রগুপ্ত
(b) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(c) কুমারগুপ্ত
(d) স্কন্দগুপ্ত
Ans: (a) সমুদ্রগুপ্ত
15. মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু ছিল-
(a) লোহা
(b) অ্যালুমিনিয়াম
(c) জিঙ্ক
(d) তামা
Ans: (d) তামা
(ads2)
16. আলেকজান্ডার ভারতে অবস্থান করেন-
(a) 16 মাস
(b) 19 মাস
(c) 20 মাস
(d) 24 মাস
Ans: (b) 19 মাস
17. সাতবাহনদের সময়ে একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল-
(a) সোপারা
(b) তাম্রলিপ্ত
(c) কালিকট
(d) কোচিন
Ans: (a) সোপারা
18. কে নাসিক প্রশস্তি জারি করেন?
(a) গৌতমীপুত্র সাতকর্ণী
(b) সমুদ্রগুপ্ত
(c) হর্ষবর্ধন
(d) ধর্মপাল
Ans: (a) গৌতমীপুত্র সাতকর্ণী
19. নিম্নের কোন স্থান থেকে ভারতীয় মুদ্রার সিংহমূর্তিটি আবিষ্কৃত হয়?
(a) ভরুত
(b) সাঁচি
(c) বোধগয়া
(d) সারনাথ
Ans: (d) সারনাথ
20. আর্যভট্ট এবং বরাহমিহির ভারতীয় ইতিহাসের কোন যুগের অন্তর্গত?
(a) মৌর্য যুগ
(b) গুপ্ত যুগ
(c) পাল যুগ
(d) দিল্লি সুলতানি
Ans: (b) গুপ্ত যুগ
আরও পড়ুনঃ ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Part 2
21. হরপ্পাবাসীরা কোন দেশের মানুষের সাথে বাণিজ্য করত?
(a) চীন
(b) ইরান
(c) রাশিয়া
(d) সুমের
Ans: (d) সুমের
22. মেগাস্থিনিস কে ছিলেন?
(a) সেলুকাসের রাষ্ট্রদূত
(b) চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী
(c) একজন গ্রিক তীর্থযাত্রী
(d) একজন চীনা পর্যটক
Ans: (a) সেলুকাসের রাষ্ট্রদূত
23. প্রধান বৌদ্ধ ধর্মীয় গ্রন্থগুলি রচিত হয় কোন ভাষায়?
(a) প্রাকৃত
(b) সংস্কৃত
(c) পালি
(d) অর্ধ মাগধী
Ans: (c) পালি
24. সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন?
(a) স্যার লিওনার্ড উলি
(b) ভি এস আগরওয়াল
(c) রাখালদাস ব্যানার্জি
(d) আল বাশাম
Ans: (c) রাখালদাস ব্যানার্জি
25. সিন্ধুবাসীদের কাছে কোন ধাতু অজানা ছিল?
(a) তামা
(b) লোহা
(c) ব্রোঞ্জ
(d) স্বর্ণ
Ans: (b) লোহা
26. কোন সময়কালে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল?
(a) 1000 খ্রিস্টপূর্বাব্দ
(b) 3000 BC - 2500 BC
(c) 1500 BC - 1000 BC
(d) 1200 BC - 1000 BC
Ans: (c) 1500 BC - 1000 BC
27. আর্য শব্দটি বোঝায়-
(a) চাষ
(b) একটি জাতি
(c) যাজক সমাজ
(d) ভাষাগত গোষ্ঠী
Ans: (d) ভাষাগত গোষ্ঠী
28. কোন ভাষায় 'ত্রিপিটক' লেখা হয়েছিল?
(a) ব্রাহ্মী
(b) খরোস্তি
(c) পালি
(d) সংস্কৃত
Ans: (c) পালি
29. প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন?
(a) 16
(b) 22
(c) 23
(d) 24
Ans: (d) 24
30. শেষ তীর্থঙ্করের নাম বল?
(a) পার্শ্বনাথ
(b) মহাবীর
(c) সিদ্ধার্থ
(d) শীলভদ্র
Ans: (b) মহাবীর
আরও পড়ুনঃ
◼️ WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 2
◼️ WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 1
Please do not enter any spam link in the comment box.