WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 2
![]() |
WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 2 |
WBCS (West Bengal Civil Service) পরীক্ষার জন্য Indian History GK একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি প্রাচীন, মধ্যযুগীয় ও আধুনিক ভারতের ইতিহাস কভার করে, যেখানে বৈদিক সভ্যতা, মুঘল শাসন, ব্রিটিশ উপনিবেশবাদ, স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনোত্তর ভারতের ঘটনাবলী অন্তর্ভুক্ত থাকে।
📌 প্রাচীন ভারত: সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ, মহাজনপদ, মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের উত্থান-পতন, ধর্ম ও সংস্কৃতি (বৌদ্ধ ও জৈন ধর্ম)।
📌 মধ্যযুগীয় ভারত: দিল্লির সালতানাত, বিজয়নগর সাম্রাজ্য, মুঘল শাসন, মারাঠা শক্তির উত্থান, বাংলার নবাব ও ব্রিটিশ আগ্রাসন।
📌 আধুনিক ভারত: ব্রিটিশ শাসন, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আন্দোলন, ১৮৫৭ সালের বিদ্রোহ, জাতীয়তাবাদী আন্দোলন, গান্ধীজীর ভূমিকা, স্বাধীনতা সংগ্রাম এবং ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা।
WBCS প্রিলিমিনারি ও মেইন পরীক্ষায় ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, বিশেষ করে রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন, স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পর্যায় এবং বাংলার ইতিহাসের উপর জোর দেওয়া হয়। সঠিক প্রস্তুতির জন্য NCERT বই, ইতিহাসের রেফারেন্স বই এবং বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করা অত্যন্ত দরকারি।
এই পর্বে আমরা প্রাচীন ভারতের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। অনুগ্রহ করে সম্পূর্ণ প্রশ্ন উত্তর গুলি একবার দেখে নিন।
আরও পড়ুনঃ RRB NTPC, GD Constable সহ বিবিধ চাকরি পরীক্ষার জন্য কমনযোগ্য সাধারণ জ্ঞানভান্ডার
WBCS Indian History GK in Bengali - Ancient History - Part 2
1. প্রাচীনতম বেদ হল?
(a) অথর্ববেদ
(b) ঋগ্বেদ
(c) যজুর্বেদ
(d) সামবেদ
Ans: (b) ঋগ্বেদ
2. শশাঙ্ক কোন রাজবংশের অন্তর্গত?
(a) পাল রাজবংশ
(b) সেন রাজবংশ
(c) গৌড় রাজবংশ
(d) কামরূপ রাজবংশ
Ans: (c) গৌড় রাজবংশ
3. "বুদ্ধচরিত"এর রচয়িতা কে?
(a) বুদ্ধঘোষ
(b) অশ্বঘোষ
(c) নাগার্জুন
(d) পাণিনি
Ans: (b) অশ্বঘোষ
4. নিম্নলিখিত হরপ্পান সাইটগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়?
(a) সুরকোটাদা
(b) লোথাল
(c) ধোলাভিরা
(d) বনওয়ালি
Ans: (d) বনওয়ালি
5. কোন রাজ্য বিহারের আধুনিক পাটনা এবং গয়া জেলাগুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল?
(a) অঙ্গ
(b) কোশল
(c) মগধ
(d) অবন্তী
Ans: (c) মগধ
(ads1)
6. চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে ভারতে আসেন?
(a) ফ্যাক্সিয়ান (ফা হিয়েন)
(b) জুয়ানজাং (হিউয়েন সাং)
(c) মেগাস্থিনিস
(d) স্ট্রাবো
Ans: (c) মেগাস্থিনিস
7. গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মোপদেশ প্রদান করেন?
(a) শ্রাবন্তী
(b) বৈশালী
(c) বোধগয়া
(d) সারনাথ
Ans: (d) সারনাথ
8. গ্রিকদের লেখায় কাকে "স্যান্ড্রোকটাস" বলে উল্লেখ করা হয়েছে?
(a) অশোক
(b) চন্দ্রগুপ্ত মৌর্য
(c) ধনানন্দ
(d) বিন্দুসার
Ans: (b) চন্দ্রগুপ্ত মৌর্য
9. কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেন?
(a) সমুদ্রগুপ্ত
(b) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(c) স্কন্দগুপ্ত
(d) কুমারগুপ্ত
Ans: (c) স্কন্দগুপ্ত
10. "বৃহৎসংহিতা" এর রচয়িতা কে?
(a) আর্যভট্ট
(b) বরাহমিহির
(c) অমরসিংহ
(d) ব্রহ্মগুপ্ত
Ans: (b) বরাহমিহির
11. কোন ঐতিহাসিক প্রাচীন ভারতীয় ইতিহাস নিয়ে গবেষণার জন্য বিখ্যাত?
(a) সতীশ চন্দ্র
(b) বিপন চন্দ্র
(c) রাম শরণ শর্মা
(d) অমলেশ ত্রিপাঠী
Ans: (c) রাম শরণ শর্মা
12. নিচের কোনটি রাজস্থানে অবস্থিত হরপ্পান সাইট?
(a) সুক্তগেন ডর
(b) লোথাল
(c) মহেঞ্জোদারো
(d) কালীবঙ্গন
Ans: (d) কালীবঙ্গন
13. মৌর্য শাসক যিনি তার সরকারি ঘোষণায় "পিয়াদাসী" নামটি ব্যবহার করেছিলেন?
(a) বিম্বিসার
(b) অশোক
(c) চন্দ্রগুপ্ত মৌর্য
(d) বৃহদ্রতা
Ans: (b) অশোক
14. কোন মগধ শাসক "সেনিয়া" নামে পরিচিত ছিলেন?
(a) বিম্বিসার
(b) অজাতশত্রু
(c) মহাপদ্মানন্দ
(d) চন্দ্রগুপ্ত মৌর্য
Ans: (a) বিম্বিসার
15. বুদ্ধের সময় বিখ্যাত চিকিৎসক কে ছিলেন?
(a) কৌটিল্য
(b) নচিকেতা
(c) চরক
(d) জীবক
Ans: (d) জীবক
আরও পড়ুনঃ Bengali GK Quiz - 3 (Bengali GK Question) || বাংলা জিকে ডায়েরি
16. "কাদম্বরী" রচয়িতা ছিলেন-
(a) ক্ষেমেন্দ্র
(b) কলহনা
(c) ভবভূতি
(d) বানভট্ট
Ans: (d) বানভট্ট
17. চীনা পরিব্রাজক হিউয়েন সাং ________ এর রাজত্বকালে ভারতে আসেন
(a) সমুদ্র গুপ্ত
(b) অশোক
(c) হর্ষবর্ধন
(d) কুলোতুঙ্গা
Ans: (c) হর্ষবর্ধন
18. ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বিবেচনা করা হয়?
(a) আলেকজান্ডার কানিংহাম
(b) গর্ডন চাইল্ড
(c) মর্টিমার হুইলার
(d) জন মার্শাল
Ans: (a) আলেকজান্ডার কানিংহাম
19. কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতনকে ________ সংস্কৃত নাটকে স্পষ্টভাবে চিত্রিত করা হয়েছে?
(a) মৃচ্ছকটিকা
(b) দেবী চন্দ্রগুপ্ত
(c) মত্তবিলাসা
(d) মুদ্রারাক্ষস
Ans: (d) মুদ্রারাক্ষস
20. ভারতের সবচেয়ে বিখ্যাত ইন্দো-গ্রীক শাসক ছিলেন-
(a) ডেমেট্রিয়াস
(b) অ্যান্টিওকাস আই
(c) মেনান্ডার
(d) উপরের কোনোটিই নয়
Ans: (c) মেনান্ডার
(ads2)
21. ধান চাষ ________ হরপ্পা অঞ্চলের সাথে যুক্ত:
(a) কালীবঙ্গন
(b) লোথাল
(c) কোট ডিজি
(d) রোপার
Ans: (b) লোথাল
22. উপনিষদগুনি প্রায় সংকলিত হয়েছিল:
(a) 600 খ্রীস্টপূর্বাব্দ
(b) 800 BC
(c) 1000 খ্রীস্টপূর্বাব্দ
(d) 1600-600 BC
Ans: (a) 600 খ্রীস্টপূর্বাব্দ
23. বৌদ্ধ ধর্ম অনুসারে সমস্ত দুঃখের কারণ হল:
(a) মায়া
(b) কাম
(c) তৃষ্ণা
(d) ক্রোধ
Ans: (c) তৃষ্ণা
24. কাদম্বরীর রচয়িতা ছিলেন?
(a) খেমেন্দ্র
(b) কলহনা
(c) ভবভূতি
(d) বানভট্ট
Ans: (d) বানভট্ট
25. সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল?
(a) হরপ্পা
(b) লোথাল
(c) ধোলাভিরা
(d) সুরকোটাদা
Ans: (b) লোথাল
26. নিচের কোনটি বৌদ্ধ বংশানুক্রমিক পাঠ্য ছিল?
(a) সুত্রপিটক
(b) বিনয়পিটক
(c) অভিধর্ম পিটক
(d) দীপবংশ
Ans: (d) দীপবংশ
27. বুদ্ধ ও মহাবীর উভয়ের সমসাময়িক কোন শাসক ছিলেন?
(a) বিম্বিসার
(b) চন্দ্রগুপ্ত
(c) প্রদ্যোত
(d) অজাতশত্রু
Ans: (a) বিম্বিসার
28. সিন্ধু উপত্যকার প্রধান বন্দর কোনটি ছিল?
(a) লোথাল
(b) কালীবঙ্গন
(c) চানহুদারো
(d) মেহেরগড়
Ans: (a) লোথাল
29. চন্দ্রগুপ্ত মৌর্য উত্তরাধিকারী হন-
(a) বিন্দুসার
(b) অজাতশত্রু
(c) অশোক
(d) হর্ষ
Ans: (a) বিন্দুসার
30. দক্ষিণে সমুদ্রগুপ্তের নীতি কি ছিল?
(a) বিজয়
(b) ধর্ম বিজয়া
(c) দিগ্বিজয়
(d) উপরের কোনোটিই নয়
Ans: (b) ধর্ম বিজয়া
আরও পড়ুনঃ
➥ ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Indian politics important questions and answers
➥ ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Indian Freedom Struggle
➥ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in Bengali with Answers
Please do not enter any spam link in the comment box.