RRB NTPC, GD Constable সহ বিবিধ রাজ্য-কেন্দ্রীয় সরকারের চাকরি পরীক্ষার জন্য কমনযোগ্য সাধারণ জ্ঞানভান্ডার
![]() |
চাকরি পরীক্ষার জন্য কমনযোগ্য সাধারণ জ্ঞানভান্ডার |
নিচে বিভিন্ন বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো, যা RRB NTPC, GD Constable, SSC, PSC, ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত দরকারী।
চাকরি পরীক্ষার জন্য কমনযোগ্য সাধারণ জ্ঞানভান্ডার
☞ মেনিনজাইটিস রোগের শরীরে আক্রান্ত অংশ হল - মস্তিষ্ক।
☞ বীজহীন ফল উৎপাদনে সাহায্যকারী হরমোন হল - অক্সিন।
☞ রক্তে শতকরা রক্তরস হল - 65।
☞ ক্লোরোমফেনিকল হল একটি - অ্যান্টিবায়োটিক।
☞ যে উদ্ভিদের ফল থেকে ট্যানিন পাওয়া যায় - আমলকী।
☞ মানুষের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব সৃষ্টি হয় তার প্রকৃতি হল - সদ্ এবং অবশীর্ষ।
☞ ত্বকের যে অংশ অনুভূতি সংগ্রহ করে, তার নাম - এপিডারমিস।
☞ মানবদেহের ডায়াবেটিস রোগের জন্য দায়ী হরমোন - ইনসুলিন।
☞ সালোকসংশ্লেষ একটি - উপচিতি প্রক্রিয়া।
☞ স্বল্প শর্করাবিহীন পদার্থ হল - ডেক্সট্রিন।
☞ কোশপর্দায় যে উপাদানটি থাকে না - প্রোলিন।
☞ আইলেটস অব ল্যাঙ্গারহ্যানসের যে গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয় তা হল - বিটা কোশ।
☞ ব্যাকটেরিয়ার কোশপ্রাচীরের মূল উপাদান - পেপটাইডোগ্লাইকেন।
☞ রক্ত উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলে - হিমোপোয়েসিস।
☞ যেটিকে লসিকা গ্রন্থি বলা চলে না - থাইরয়েড।
☞ একটি অন্তক্ষরা গ্রন্থি হল - অ্যাড্রিনাল গ্রন্থি।
☞ ব্যাকটেরিয়া ব্যতীত সমস্ত সালোকসংশ্লেষকারী উদ্ভিদে যে ক্লোরোফিলটি দেখা যায় - ক্লোরোফিল-a।
☞ বৃক্কে যেটি থাকেনা সেটি হল - গবিনি।
☞ রাইবোফ্লাভিন যে নামে পরিচিত তা হল - ভিটামিন-B2।
☞ জি.আই. নালি থেকে নির্গত হরমোন হল - গ্যাসট্রিন।
☞ যে স্থান থেকে ইস্ট্রোজেন ক্ষরিত হয় - গ্রাফিয়ান ফলিকল।
☞ রড কোশে উপস্থিত রঞ্জক পদার্থকে বলে - রোডোপসিন।
☞ অ্যাড্রিনাল গ্রন্থি থাকে - বৃক্কের ওপর।
☞ যে ভিটামিনের অভাবে অস্থির ভঙ্গুরতা ঘটতে পারে - ভিটামিন-C।
☞ উদ্ভিদের যে অংশকে খাদ্য তৈরীর কারখানা বলা হয় সেটি হল - ক্লোরোপ্লাস্ট।
☞ ডিএনএ প্রধানত দেখা যায় - ক্রোমটিনে।
☞ অ্যামাইলেজ, রেনিন এবং ট্রিপসিনের মধ্যে যেটি সাধারণ সেটি হল - সবকটি প্রোটিন।
☞ দূরের দৃষ্টি ব্যাহত হওয়াকে বলে - মায়োপিয়া।
☞ সবচেয়ে বড় ভাইরাসের নাম হল - লিম্ফোগ্রাণুলোমা ভেনেরিয়াম।
☞ অনুচক্রিকার গড় আয়ু হল - 7-10 দিন।
☞ ক্লোরেল্লা হলো একপ্রকার - ছত্রাক।
☞ প্রোটোপ্লাজমের মধ্যে যে অজৈব পদার্থটি অনুপস্থিত থাকে তা হল - আর্সেনিক।
☞ 'প্রোটোপ্লাজম' নামটি দিয়েছেন - পারকিনজি।
☞ একটি স্বভোজী প্রোটোজোয়ার নাম হল - ইউগ্লিনা।
☞ মাইকোরাইজা হল একধরনের - ছত্রাক।
☞ অ্যাড্রিনাল গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় - ৩০ রকমের।
☞ মানব দেহের ক্ষুদ্রতম অনালগ্রন্থি হল - পিট্যুইটারি।
☞ ভিটামিন K-এর অভাবজনিত রোগ হল - রক্ততঞ্চন ব্যাহত হওয়া।
☞ পিট্যুইটারি যে ধরনের গ্রন্থি - অন্তঃক্ষরা।
☞ প্রভু গ্রন্থি বলা হয় - পিট্যুইটারিকে।
☞ হাইপোগ্লাইসেমিক হরমোন হল - ইনসুলিন।
☞ জমি থেকে মাটির অপসারণ কে বলে - মৃত্তিকা ক্ষয়।
☞ 'একশৃঙ্গ গন্ডার'-এর জন্য বিখ্যাত অভয়ারণ্য হল - গরুমারা।
☞ যে ভিটামিন বায়ু ও তাপের সংস্পর্শে সবচেয়ে তাড়াতাড়ি বিনষ্ট হয়, তা হল - C।
☞ মানবদেহের যে অঙ্গের ক্রিয়া স্বাভাবিক রাখতে দেহে পেসমেকার বসাতে হয় তা হল - হৃদযন্ত্র।
☞ রক্ত মোক্ষন কাল - 1-4 মিনিট।
☞ রক্তক্ষরণে যে হরমোন ক্ষরণ বৃদ্ধি পায় তা - ADH।
☞ অ্যালোজোম বলা হয় - যৌন ক্রোমোজোমকে।
☞ মাইটোসিসের শেষ দশা হল - টেলোফেজ।
☞ রক্তে হিমোগ্লোবিনের কাজ হল - অক্সিজেন বহন করা।
আরও পড়ুনঃ বিভিন্ন জৈবযৌগের সংকেত, গোত্র, বৈশিষ্ট্য ও ব্যবহার
☞ অগ্ন্যাশয় একটি - একই সঙ্গে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থি।
☞ চক্ষুর যে স্তরে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় সেই স্তর হল - রেটিনা।
☞ 'পিনিয়াল বডি' থাকে - নাসামস্তিষ্কে।
☞ সবচেয়ে বেশি ক্যালরি পাওয়া যায় যে খাদ্য থেকে তা হল - স্নেহজাতীয় খাদ্য।
☞ মানব দেহের ক্ষুদ্রতম অস্থির নাম - স্টেপিস।
☞ প্রোটিন বাঁচোয়া খাদ্য হল - শর্করা জাতীয় খাদ্য।
☞ সবচেয়ে বেশি শক্তি (ক্যালোরি) পাওয়া যায় - স্নেহপদার্থে।
☞ 'অন্ধবিন্দু' থাকে দেহের যে অংশে তা হল - চোখে।
☞ ব্যাকটেরিয়ার কোশপ্রাচীর গঠিত হয় - লিগনিন দিয়ে।
☞ মানবদেহের দীর্ঘতম অস্থির নাম হল - ফিমার।
☞ পিত্ত নিঃসৃত গ্রন্থির নাম হল - যকৃত।
☞ পিনিয়াল বডি থাকে - এপিথ্যালামাসে।
☞ রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ (প্রতি 100ml রক্তে) - 14.5 গ্রাম।
☞ রক্তে লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে সেই অবস্থাকে বলে - পলিসাইথিনিয়া।
☞ সালোকসংশ্লেষ সবথেকে ভালো হয় যে আলোকে - লাল।
☞ যে ভিটামিনের অভাবে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় - ক্যারোটিন।
☞ মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম - সেরিব্রাম।
☞ মানুষের দাঁত ও হাড়ের প্রধান উপাদান - ক্যালসিয়াম ফসফেট।
☞ মানবদেহের যে অংশে পায়োরিয়া অসুখটি হয় তা হল - মাড়ি।
☞ অলফ্যাক্টরি স্নায়ু যে কাজটি সম্পন্ন করে তা হল - দর্শন।
☞ যে হরমন ইনসুলিনের বিপরীত কাজ করে তা হল - গ্লুকাগন।
☞ পেনিসিলিয়াম একপ্রকার - ছত্রাক।
☞ অ্যাজোল্লা হল একপ্রকার - ভাসমান জলজ ফার্ন।
☞ জীবদেহে যে হলুদ রঞ্জক পদার্থ থাকে তার নাম - হিমোসায়ানিন।
☞ রক্তে হিমোগ্লোবিনের কাজ হল - অক্সিজেন বহন করা।
☞ ATP সংশ্লেষের উপাদান হল - P।
☞ মানুষের দেহে অবস্থিত সবচেয়ে বড় পৌষ্টিকগ্রন্থি হল - যকৃৎ।
☞ রক্তে উপস্থিত যে গ্যাস শ্বাসকার্যের হারকে নিয়ন্ত্রণ করে - অক্সিজেন।
☞ মানবদেহে অবস্থিত সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হল - প্লীহা।
☞ লাইপেজ ফ্যাটকে রূপান্তরিত করে - ফ্যাটি আসিড ও গ্লিসারলে।
☞ রক্তের অপ্রোটিন নাইট্রোজেনঘটিত পদার্থ নয় - অ্যামাইনো অ্যাসিড।
☞ বায়ু অপেক্ষা জলে শব্দের গতিবেগ বেশি হওয়ার কারণ - জল বেশি ঘন।
☞ সর্বাপেক্ষা ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া হল - ডায়ালিস্টার নিউমোসেন্টেস।
☞ রেটিকিউলার ফরমেশন থাকে - জোনা গ্লোমেরুলোসাতে।
☞ সঞ্চায়ক ব্যাটারি তৈরি করতে যে ধাতুটি ব্যবহার করা হয় - সিসা।
☞ 'ইনসুলিন' নামক হরমোন নিঃসৃত হয় - অগ্ন্যাশয় থেকে।
☞ দুধে ব্যাকটেরিয়াজাত বর্জ্যের কারণে যে রোগটি হয় তা হল - কলেরা।
☞ 'G'-এর মান নির্ণয়কারীর নাম হল - ক্যাভেন্ডিশ।
☞ লোহার মরিচার রাসায়নিক নাম হল - আর্দ্র ফেরিক অক্সাইড।
☞ 'সিন্থেটিক ড্রাগ'-এর একটি উদাহরণ - অ্যাসপিরিন।
☞ ভিটামিন 'K'-এর উৎস হল - আলফালফা শাক।
☞ মানব শরীরে ইউরিয়া তৈরি হয় - যকৃতে।
☞ ক্রোমিয়াম হল - রক্তের একটি উপাদান।
☞ ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হল - ক্যালসিয়াম অক্সিক্লোরাইড।
☞ যে ভাইরাস ব্যাকটেরিয়াকে সংক্রমিত করে তা হল - ব্যাকটেরিওফেজ।
☞ 'গ্লুকোমা' মানবদেহের যে অংশে হয় - চোখে।
☞ আলুর প্রকৃতি হল - পরিবর্তিত কান্ড।
☞ কুইক লাইম হল - Ca(OH)2।
☞ লা-ফিস প্রাণীটি হল - সংযোগ রক্ষাকারী প্রাণী।
☞ প্রোটিন সনাক্তকরণের পরীক্ষা হল - বিউরেট পরীক্ষা।
আরও পড়ুনঃ ভারতের ১৩টি প্রধান বন্দর: অবস্থান, গুরুত্ব এবং বাণিজ্যিক ভূমিকা
☞ ভিটামিন B₁₂-এর অভাবে যে রোগটি হয় তা হল - পার্নিসিয়াস।
☞ গ্লবার লবণ হল - সোডিয়াম সালফেট।
☞ মানবদেহের যে গ্রন্থি 'অ্যাডামস অ্যাপেল' নামে পরিচিত - থাইরয়েড।
☞ কালাজ্বরের ওষুধ হিসেবে ব্যবহৃত জৈব যৌগ হল - ইউরিয়া।
☞ 'প্রতিবর্ত ক্রিয়া' আবিষ্কার করেন - প্যাভলভ।
☞ কাঁচা ফলকে পাকানোর জন্য যে গ্যাস ব্যবহৃত হয় তা হল - ইথিলিন।
☞ গরুর দুধে হালকা হলুদ রঙের কারন হল - ক্যারোটিনের উপস্থিতি।
☞ যে ধাতুর পাত্রে পারদকে রাখা সম্ভব তা হল - লোহা।
☞ মিথেন-এ কার্বন হাইড্রোজেন বন্ধনের মাঝের কোণের পরিমাণ হল - 109°28′।
☞ এনজাইম তৈরির উপকরণ হল - প্রোটিন।
☞ লোহিত রক্তকণিকার ব্যাস হল - 7.5 মাইক্রোন।
☞ রোজমেটাল তৈরি হয় - টিন, সিসা ও বিসমাথের সংমিশ্রণে।
☞ মরীচিকার প্রাকৃতিক উদাহরণ হল - আলোকের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
☞ বেকিং সোডার রাসায়নিক নাম হল - সোডিয়াম বাই কার্বনেট।
☞ মানবদেহে রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম - স্ফিগমোম্যানোমিটার।
☞ পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন - নিকোলাস অটো।
☞ যে বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি - বেগুনি। সবথেকে কম লাল।
☞ সবচেয়ে হালকা গ্যাস হল - হাইড্রোজেন।
☞ প্রতি 100 ml রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ - 80-120 mg।
☞ ফিলিপাইনস সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত তা হল - ব্যাগুই।
☞ সিস্টোলিক চাপ বলতে বোঝায় - হৃদপিন্ডের সংকোচন চাপ।
☞ ডায়াস্টোল চাপ বলতে বোঝায় - হৃদপিন্ডের প্রসারণ।
☞ রক্তে হিমোগ্লোবিন থাকে - লোহিত রক্তকণিকায়।
☞ অনুচক্রিকার গড় আয়ু হল - 10 দিন।
☞ চোখের জল নিঃসৃত হয় - লেকরিমাল গ্রন্থি থেকে।
☞ প্রতিটি কক্ষে ইলেকট্রনের সংখ্যা - (2n)^2।
☞ মানুষের রক্তের লোহিত কণিকার আয়ুষ্কাল হল - 120 দিন।
☞ প্রেসার কুকারে দ্রুত রান্না হওয়ার কারণ - স্ফুটনাঙ্কের বৃদ্ধি।
☞ তেজস্ক্রিয়তার আবিষ্কারক হলেন - হেনরি বেকারেল।
☞ মিথেনের দহনে তৈরি হয় - CO₂ + H₂O।
☞ ক্ষমতার একক - ওয়াট।
☞ যে ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় তার নাম - ভিটামিন A।
☞ যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা হয় - Ammeter।
☞ যে যে ধাতু দিয়ে নাইক্রোম তার তৈরি হয়, তা হল - নিকেল, ক্রোমিয়াম এবং লোহার সংকর ধাতু।
☞ শব্দের তীব্রতার একক হল - ডেসিবেল।
☞ কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় বরফ জলে পরিণত হয় - 0 ডিগ্রি।
☞ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না - অণু।
☞ আইসোবারে সমান থাকে কোনটি - ভর সংখ্যা।
☞ যে বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি - বেগুনি। সবচেয়ে কম লাল।
☞ উদ্ভিদের কোশপ্রাচীর স্থূল হয় কি কি সঞ্চিত হওয়ার ফলে - সেলুলোজ, পেকটিন, লিগনিন।
☞ নিষেক পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোশকে বলে - জাইগোট।
☞ যে বিভাগের রক্তকে সার্বিকদাতা বলে - O।
☞ মূত্রের রং হলুদ হয় - বিলিরুবিনের উপস্থিতিতে।
☞ Slim Disease রোগের অপর নাম - AIDS।
☞ রক্তে যে ধাতব পদার্থ থাকার কারণে অক্সিজেন পরিবাহিত হয় - লোহা।
☞ যে হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিঁচুনি শুরু হয়। - প্যারা হরমোন।
☞ চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম হল - রেটিনা।
☞ প্রোটিন জাতীয় খাদ্যের কাজ হল - দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা।
☞ বহিঃকর্ণ ও মধ্যকর্ণের সংযোগস্থলের পদার্থটির নাম - টিস্প্যানিক পর্দা।
☞ যে প্রাণরসের অভাবে ডায়াবেটিস রোগ হয় - ইনসুলিন।
আরও পড়ুনঃ ভারতের বিখ্যাত স্থাপত্য, প্রতিষ্ঠাতা, স্থান ও গুরুত্বপূর্ণ তথ্য
☞ অ্যাজমাকে বলা হয় - ভাইরাসজনিত রোগ।
☞ মানব দেহে জৈবিক প্রক্রিয়াটি হল - রেচন।
☞ নেফ্রন কিসের একক - বৃক্কের।
☞ Rh ফ্যাক্টর প্রথম যে প্রাণীতে পাওয়া যায় - বানর-এ।
☞ মাছির লার্ভাকে বলে - ম্যাগট।
☞ পিত্তরসের রাসায়নিক ধর্মের প্রকার - ক্ষারীয়।
☞ যে শ্বেতকণিকা এলার্জি প্রতিরোধ করে - ইওসিনোফিল।
☞ DNA-র পিরামিডিন বেসগুলি হল - থাইমিন ও সাইটোসিন।
☞ যে মৌলের ইলেকট্রন নেগেটিভিটি সবচেয়ে বেশি - ফ্লুরিন।
☞ একটি কঠিন মিশ্র দ্রবণের উদাহরণ হল - পিতল।
☞ গ্লবার লবণের সংকেত হল - Na₂SO₄, 10H₂O।
☞ চাপের সিজিএস একক হল - ডাইন/বর্গসেমি।
☞ কোন লেন্সের ক্ষমতা -4D হলে, লেন্সটি উত্তল না অবতল - লেন্সটি অবতল।
☞ গাইনোকোমাস্টিয়া হল - পুরুষদের মধ্যে স্তনের বিকাশ।
☞ মানবদেহের যে অংশে ইউস্টোকির অবস্থিত - কানের মধ্যে।
☞ রক্তের গ্রুপ আবিষ্কার করেন - ল্যান্ডস্টেইনার।
☞ যে ক্রোমোজোমাল অ্যালিল পুরুষের পুরুষত্বের জন্য দায়ী তা হল - XY সমন্বয়কারী।
☞ মানবদেহে প্রোটেস্ট কি - একটি গ্রন্থি।
☞ প্রাণী কোষের যে অংশকে পাওয়ার হাউস বলা হয় - মাইটোকন্ড্রিয়া।
☞ মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা হল - 310-315 কেলভিন।
☞ গুটি বসন্ত ভ্যাকসিনের উদ্ভাবক হলেন - এডওয়ার্ড জেনার।
☞ মানুষের শরীরের যে অংশ অক্সিডেশনের মধ্য দিয়ে যায় - ফুসফুস।
☞ বিদ্যুতের শ্রেষ্ঠ পরিবাহী হল - রূপা।
☞ ভিনিগারের রাসায়নিক নাম - ethanoic অ্যাসিড।
☞ ন্যাশনাল ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অবস্থিত - নাগপুরে।
☞ তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন - হেনরি বেকারেল।
☞ হুমায়ুন নামা-র রচয়িতা হলেন - বাবর কন্যা গুলবদন বেগম।
☞ ভগবান মহাবীর যার কাছে সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়েছিলেন - গোসাল।
☞ যে সুলতান ব্রোঞ্জের মুদ্রা প্রচলন করেন - মহম্মদ বিন তুঘলক।
☞ 'বল্লালচরিত' গ্রন্থটির রচয়িতা হলেন - আনন্দ ভট্ট।
☞ শের-ই-বঙ্গাল বলা হয় - ফজলুল হককে।
☞ অহল্যাবাঈ যে বংশের শাসক ছিলেন সেই বংশের নাম হল - হোলকার বংশ।
☞ মুসলিম আইনের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হল - ফতেয়া-ই-আলমগিরি।
☞ শেরশাহের প্রকৃত নাম হল - ফরিদ খাঁ।
☞ বাংলার কৌলিন্য প্রথার প্রবর্তক ছিলেন - বল্লাল সেন।
☞ সর্বশ্রেষ্ঠ তীর্থঙ্কর হলেন - মহাবীর।
☞ মহাবীর দেহত্যাগ করেছিলেন - পাবা নগরীতে।
☞ বঙ্কিমচন্দ্র 'বন্দেমাতরম' লিখেছিলেন - ১৮৭৫ সালে।
☞ অশোকের শাসনকালে রাজুকরা দেখাশোনা করতেন - ন্যায়বিভাগের প্রশাসন।
☞ 'নিয়ন্ত্রিত বাজার' ব্যবস্থা চালু করেছিলেন - আলাউদ্দিন খিলজি।
☞ 'শের আফগান' উপাধি ছিল - আলিকুলি বেগের।
☞ 'আকবরনামা' লিখেছিলেন - আবুল ফজল।
☞ বুদ্ধদেবের জন্মস্থান হল - লুম্বিনী।
☞ 'হর্ষচরিত' রচনা করেন - বানভট্ট।
☞ 'প্লিনি' রচিত গ্রন্থটির নাম - ন্যাচারালিস হিস্টোরিয়া।
☞ যে ভারতীয় শাসক 'জাভা' ও 'সুমাত্রা' অধিকার করেছিলেন - রাজেন্দ্র চোল।
☞ যে মুঘল সম্রাট নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন তিনি হলেন - ঔরঙ্গজেব।
☞ কদম্ব রাজাদের রাজধানী ছিল - বাদামী।
☞ 'ইন্ডিকা' রচনা করেন - মেগাস্থিনিস।
☞ তুর্কিরা যখন বঙ্গদেশ জয় করেন তখন সেখানে শাসক ছিলেন - লক্ষণ সেন।
☞ 'কীর্তি কৌমুদী'-র রচয়িতা হলেন - সোমেশ্বর।
আরও পড়ুনঃ ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য - Main Salient Features of Constitution
☞ আলবেরুনী যার সঙ্গে ভারতে আসেন তিনি হলেন - সুলতান মামুদ।
☞ তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিলেন - মহম্মদ ঘোরি।
☞ যে মোঙ্গল নেতা ইলতুৎমিসের রাজত্বকালে ভারত আক্রমণ করেন, তিনি হলেন - চেঙ্গিস খাঁ।
☞ তৈমুরলঙের ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান ছিলেন - নাসিরুদ্দিন মামুদ।
☞ 'আধুনিক পাঞ্জাবের জনক' বলা হয় - লর্ড ডালহৌসিকে।
☞ পিটের ভারত আইন প্রবর্তিত হয়েছিল - ১৭৮৪ খ্রিস্টাব্দে।
☞ কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় - ১৮৫৭ খ্রিস্টাব্দে।
☞ অযোধ্যার শেষ নবাব ছিলেন - ওয়াজেদ আলি শাহ।
☞ যাদের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল - বাবর ও রানা সঙ্গ।
☞ ভারত আক্রমণকারী তৃতীয় মুসলিম নেতার নাম - মহম্মদ ঘোরি।
☞ 'আইহোল লিপি'-র রচনাকার হলেন - রবিকীর্তি।
☞ যার শাসনকালে লক্ষ্মীধারা 'কল্পদ্রুম' রচনা করেন তিনি হলেন - গোবিন্দচন্দ্র।
☞ যে রাজার সভাকবি ছিলেন বাণভট্ট তিনি হলেন - হর্ষবর্ধন।
☞ যে মুসলিম সুলতান হিন্দুদের কাছে 'জগৎগুরু'-র অভিধা পেয়েছিলেন তিনি হলেন - জয়নাল আবেদিন।
☞ 'রেহালা' গ্রন্থটি লিখেছিলেন - বরনি।
☞ সিন্ধুদেশ যে গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ অধিকার আছে তিনি হলেন - এলেনবরা।
☞ মুঘল সম্রাট আকবরের সমাধিস্থল - সেকেন্দ্রাবাদ।
☞ 'কাশ্মীরের আকবর' নামে পরিচিত ছিলেন - জয়নুল আবেদিন।
☞ 'আড়াই দিন কা ঝোপড়া' নির্মাণ করেছিলেন - কুতুবউদ্দিন।
☞ 'বাতাপিকোন্ড' উপাধি নেন - প্রথম নরসিংহ বর্মন।
☞ চোল বংশের শেষ বা শ্রেষ্ঠ শক্তিশালী রাজার নাম - বীর রাজেন্দ্র চোল দেব।
☞ 'রঙ্গিলা' নামে পরিচিত মুঘল সম্রাট হলেন - মহম্মদ শাহ।
☞ যে যুদ্ধের পর দিল্লির সুলতানি শাসনের অবসান হয়েছিল - প্রথম পানিপথের যুদ্ধ।
☞ 'ভারতের নেপোলিয়ন' বলা হয় - সমুদ্রগুপ্তকে।
☞ যে সুলতানি বংশের আমলে তৈমুর লঙ ভারতে এসেছিলেন - তুঘলক।
☞ দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন - কুতুবউদ্দিন আইবক।
☞ প্রথম রৌপ্য মুদ্রা চালু করেন - শেরশাহ।
☞ যে শাসকের আমলে বাংলার বারো ভুঁইয়ারা বিদ্রোহ ঘোষণা করেন - জাহাঙ্গীর।
☞ শিবাজীর রাজত্বে রাজধানী ছিল - রায়গড়ে।
☞ কম্বোর রাজধানীর নাম - পাটলিপুত্র।
☞ 'দিন-ই-ইলাহি'-র প্রবর্তকের নাম - আকবর
☞ নাগার্জুন প্রকল্প যে নদীর ওপর অবস্থিত - কৃষ্ণা।
☞ পশ্চিমবঙ্গের লবণ তৈরির কারখানা আছে - জুনপুটে।
☞ অ্যালুমিনিয়াম নিষ্কাশনকারী খনিজ হল - বক্সাইট।
☞ মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হল - কয়লা।
☞ ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হল - মথুরা।
☞ ভারতের পরমাণু শক্তি কেন্দ্র হল - তারাপুর।
☞ 'কানাডা ড্যাম' অবস্থিত - ময়ুরাক্ষী নদীতে।
☞ 'অ্যালবেডো' বলা হয় - সূর্যরশ্মির যে অংশ প্রতিফলিত হয়ে আবার মহাশূন্যে ফিরে যায়।
☞ 'কানহা' জাতীয় পার্ক অবস্থিত - মধ্যপ্রদেশ রাজ্যে।
☞ বিন্ধ্য ও সাতপুরা পর্বতমালার মধ্য দিয়ে প্রবাহিত নদী হল - নর্মদা।
☞ বিশ্বে সবচেয়ে বেশি নিউজ প্রিন্ট উৎপাদন হয় - চীনে।
☞ 'বুলন্দ দরওয়াজা' অবস্থিত - উত্তরপ্রদেশ রাজ্যে।
☞ গান্ধীসাগর বাঁধ যে নদীর উপর অবস্থিত - কৃষ্ণা।
☞ ভারতের সর্বাধিক বাঘের সংখ্যা হল - মধ্যপ্রদেশ রাজ্যে।
☞ কুদ্রেমুখ লৌহ খনিজ পরিযোজনা অবস্থিত - কর্ণাটক রাজ্যে।
☞ ভারতের বৃহত্তম 'বহুমুখী নদী পরিকল্পনা' - ভাকরা নাঙ্গাল।
☞ 'কচ্ছ' শব্দের অর্থ - জলাময় দেশ।
☞ ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম - ভজরাই।
☞ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিমবাহ হল - সিয়াচেন।
আরও পড়ুনঃ ভারতে কোম্পানির আমলে শাসনতান্ত্রিক ও বিচারবিভাগীয় সংস্কারসমূহ
☞ উলার হ্রদের নাম হল - মহাপদ্মরস।
☞ আগ্রা শহর যে নদীর তীরে অবস্থিত - যমুনা।
☞ যে দুটি নদীর মিলিত প্রবাহে রূপনারায়ণ নদী অবস্থিত - দারকেশ্বর ও শিলাবতী।
☞ ভারতের বৃহত্তম উপহ্রদের নাম - ভেম্বানাদ।
☞ পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর পরিকল্পনার অন্তর্গত - দামোদর।
☞ 'মাউন্ট স্যাডল' শৃঙ্গটি অবস্থিত ভারতের - আন্দামান দ্বীপপুঞ্জে।
☞ ভিলাই ইস্পাত কেন্দ্র লৌহ আকরিক সংগ্রহ করে থাকে - ডাল্লিরাজহরা থেকে।
☞ নেইভেলি তাপবিদ্যুৎ কেন্দ্রে যে শ্রেণীর কয়লা লাগে - টার্সিয়ারি কয়লা।
☞ 'লোসাই' নামক উপজাতি দেখা যায় - ত্রিপুরাতে।
☞ ডানকান প্রণালী অবস্থিত - দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানে।
☞ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে নির্মীয়মান বিদ্যুৎ প্রকল্পের ধরন হল - পাম্পড স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্প।
☞ ভারতের সবচেয়ে উচ্চতম গুণমান সম্পন্ন মার্বেল পাওয়া যায় - মারকানা।
☞ ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম - রিখটার স্কেল।
☞ হর্নব্লেন্ড শিলার প্রকৃতি হল - রূপান্তরিত শিলা।
☞ 'রিহান্দ বাঁধ' অবস্থিত - ভারতের উত্তর প্রদেশ রাজ্যে।
☞ বোলান গিরি অবস্থিত - পাকিস্তানে।
☞ বেলগ্রেড যে নদীর তীরে অবস্থিত - দানুব-এ।
☞ ধৌলাগড় পর্বত শ্রেণী অবস্থিত - অরুণাচল প্রদেশে।
☞ ভারতের অরণ্য গবেষণাগারটি আছে - দেরাদুনে।
☞ এশিয়ার বৃহত্তম হ্রদের নাম হল - কাস্পিয়ান সাগর।
☞ পৃথিবীর বৃহত্তম মহানগরীর নাম হল - টোকিও।
☞ 'হেলমন্দ' কোন দেশের দীর্ঘতম নদী - আফগানিস্তান।
☞ ভেম্বানাদ কয়াল হল - একটি উপহ্রদ।
☞ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে বিভাজিত করেছে - ১০ ডিগ্রী চ্যানেল।
☞ যে সমুদ্রের জলে লবণের ভাগ সবচেয়ে বেশি তা হল - মৃত সাগর।
☞ ' বিজয়ওয়াড়া' শহরটি যে নদীর তীরে অবস্থিত - কৃষ্ণা।
☞ প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় পশ্চিমবঙ্গের যে শহরকে - নবদ্বীপকে।
☞ ভারতের সুইজারল্যান্ড বলা হয় - খাজিয়ারকে।
☞ রাজস্থানের মরুভূমির বালিয়াড়ি যে নামে পরিচিত - ধ্রিয়ান।
☞ ভারতের সর্বাধিক কফি উৎপাদনকারী রাজ্য হল - কর্ণাটক।
☞ ফারাক্কা ব্যারেজ যে নদীর তীরে অবস্থিত - গঙ্গা।
☞ ভারতের খনিজ ভান্ডার বলা হয় - ছোটনাগপুর মালভূমিকে।
☞ গাছের ফল সৃষ্টিতে সাহায্য করে - পটাশিয়াম।
☞ নিশীথ সূর্যের দেশ বলা হয় - নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরকে।
☞ ভারতের ল্যাঙ্কাশায়ার বলা হয় - মুম্বাইকে।
☞ ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলকে বলা হয় - সাভানা।
☞ একটি স্থানীয় বায়ুপ্রবাহের উদাহরণ হল - লু।
☞ বাহ্মণী জলপ্রপাত অবস্থিত - পশ্চিমবঙ্গে।
☞ নেয়াভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত - তামিলনাড়ুতে।
☞ কাশ্মীর উপত্যকাকে যে নামে ডাকা হয় - প্রাচ্যের নন্দনকানন।
☞ সিঙ্গালিলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে যে দেশ থেকে পৃথক করেছে - নেপাল।
☞ কার্বোরানডাম হল - সিলিকন কার্বাইড।
☞ চিলি সল্টপিটার হল - NaNO₃।
☞ 'রসায়নের রাজা' বলা হয় - সালফিউরিক অ্যাসিডকে।
☞ ফেনল প্রস্তুত করার পদ্ধতি - ডাই পদ্ধতি।
☞ সম্পত্তির অধিকার একটি - আইনগত অধিকার।
☞ রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা নিযুক্ত হন - রাজ্যপালের দ্বারা।
☞ সংবিধানের যে ধারায় ভোটাধিকার সম্পর্কে বলা হয়েছে - 326 নং।
☞ রাজ্যের মন্ত্রীপরিষদে সভাপতিত্ব করেন - মুখ্যমন্ত্রী।
☞ যখন সংবিধান রচিত হয় তখন ধারা ও তপশিলের সংখ্যা ছিল - 395/8.
আরও পড়ুনঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তালিকা - List of Presidents of the United States
☞ 'ক্রসিং দ্য ফ্লোর'-এর অর্থ হল - বিরোধী পক্ষ থেকে শাসকদলে যোগ দেওয়া।
☞ ভারতে লোক আদালত ব্যবস্থার রূপকার হলেন - পি. এন. ভগবতী।
☞ রাষ্ট্রপতি যে ধারায় অধ্যাদেশ জারি করতে পারেন - 123 নং।
☞ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন - প্রফুল্ল ঘোষ।
☞ রাজ্যপালকে শপথবাক্য পাঠ করান - হাইকোর্টের চিফ জাস্টিস।
☞ 'Life became solitary poor, nasty British and short' একথা বলেছেন - হবস।
☞ কে বলেছিলেন 'Preamble is the keynote to the constitution' - আর্নেস্ট বেকার।
☞ প্রধানমন্ত্রী মূলত কার কাছে দায়বদ্ধ থাকেন - লোকসভা।
☞ কোন ধারায় অস্পৃশ্যতা দূর করার কথা বলা হয়েছে - Art 17.
☞ রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া পরিচালনা করেন - ভারতের নির্বাচন কমিশন।
☞ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল দারিদ্র্য দূরীকরণ - পঞ্চম।
☞ ভারতের 14টি প্রধান বাণিজ্যিক ব্যাঙ্ককে জাতীয়করণ করা হয় - জুলাই, 1969 সালে।
☞ ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি - মহালানবিশ মডেল।
☞ ভারতের শেয়ার মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা - SEBI
☞ ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আরম্ভ হয়েছিল - এপ্রিল, 1951 সালে।
☞ অর্থনৈতিক পরিকল্পনার ধারণা যে দেশের চিন্তাভাবনা থেকে এসেছে - রাশিয়া।
☞ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চতুর্থ বছরের শেষেই সমাপ্ত হয়েছিল কারণ - জনতা পার্টি নতুন পরিকল্পনা শুরু করতে চেয়েছিল।
☞ ব্যক্তির অধিকারের রক্ষাকবচ হল - হেবিয়াস করপাস।
☞ স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজাগার যোজনা চালু হয় - 1999 সালে।
☞ 'ভারতের পরিকল্পনা কমিশন' গঠিত হয় - 1950 সালের 15 মার্চ।
☞ ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার কার্যকাল - 1980-1985।
☞ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 'গরিবি হঠাও' স্লোগানটি উঠেছিল - পঞ্চম পরিকল্পনায়।
☞ 'রোল প্ল্যান' অন্তর্গত - ষষ্ঠ পরিকল্পনায়।
☞ সরকারের করের মূল উৎস - পরোক্ষ কর।
☞ জওহর রোজগার যোজনা প্রকল্পের উদ্দেশ্য - সঞ্চয় বৃদ্ধি।
☞ ভারতের 'জাতীয় উন্নয়ন পর্ষদ' গঠিত হয় - 1952 সালে।
☞ ভারতের নয়া শিল্পনীতি ঘোষিত হয় - 1991 সালে।
☞ জাতীয় আয় হল - পরোক্ষ বাণিজ্য কর বাদ দিয়ে সমগ্র উৎপাদন।
☞ ভারতীয় অর্থনীতির প্রকৃতি - মিশ্র অর্থনীতি।
☞ স্বাধীন ভারতে যে সালে প্রথম শিল্পনীতি প্রণীত হয় - 1948 সালে।
☞ 'ভারতের শিল্প উন্নয়ন ব্যাঙ্ক' ভারতের রিজার্ভ ব্যাঙ্কের নিয়ন্ত্রণ মুক্ত হয়েছিল - 1976 সালে।
☞ 'ভারতের শিল্প উন্নয়ন ব্যাঙ্ক' যে সালে তার কাজ শুরু করেছিল - 1964 সালে।
☞ মুদ্রাস্ফীতি ও বেকারত্বের সম্পর্ক দেখায় - এঞ্জেল রেখা।
☞ Imperial Bank of India, State Bank of India-য় রূপান্তরিত হয় - 1955 সালে।
☞ রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় - 1935 সালে।
☞ ভারতের 'ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাঙ্ক' প্রতিষ্ঠিত হয় - 1990 সালে।
☞ IDBI বাণিজ্যিক ব্যাঙ্কে পরিণত হয় - 2004 সালে।
☞ যে ধরনের ঋণ প্রদান করে - কৃষি ঋণ।
☞ ত্রয়োদশতম অর্থকমিশনের চেয়ারম্যান - বিজয় কেলকার।
☞ চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সাফল্য পায়নি - অনাবৃষ্টির কারণে।
☞ ভারতের জাতীয় আয়ের সবচেয়ে বড় উৎস - পরিসেবা ক্ষেত্র।
☞ অলিগোপালি বাজারের বৈশিষ্ট্য - বাঁকানো বা ভাঙা চাহিদা রেখা।
☞ আয়কর হল - প্রত্যক্ষ কর।
☞ মুদ্রাস্ফীতির কারণ - টাকার যোগান বৃদ্ধি ও উৎপাদন হ্রাস।
☞ কেলকার কমিটি গঠিত হয় - প্রত্যক্ষ করের জন্য।
☞ সম্পত্তির অধিকার হল - একটি আইনগত অধিকার।
☞ পরিকল্পনা কমিশন হল - একটি উপদেষ্টা সংস্থা।
☞ ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় - 1995 সালে।
☞ জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয় - আমদানি-রপ্তানি পদ্ধতি।
☞ ভারতে বৈদেশিক মুদ্রা সর্বাধিক ব্যয় হয় - পেট্রোলিয়ামজাত পণ্যের আমদানি খাতে।
আরও পড়ুনঃ General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 95
☞ সুদহার নীতি হল - আর্থিক নীতি।
☞ অনুন্নত অর্থনীতির একটি বৈশিষ্ট্য - স্বল্প আয়।
☞ ভারতের যে সরকারি ক্ষেত্রে সর্বাধিক শ্রমশক্তি নিয়োজিত আছে - রেল পরিবহন।
☞ 'অল ইন্ডিয়া মুসলিম লিগ' গঠন করেন - নবাব সলিমুল্লাহ খান।
☞ 'ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল'-এর লেখক - সুভাষচন্দ্র বোস।
☞ যে ভাইসরয়ের সময়ে অস্ত্র-আইন চালু হয় - লর্ড লিটন।
☞ 1905 খ্রিষ্টাব্দ পর্যন্ত ভারতীয় জাতীয় আন্দোলন পরিচালিত হয় - নরমপন্থীদের দ্বারা।
☞ পুণাচুক্তি স্বাক্ষরিত হয় - 1932 খ্রিস্টাব্দে।
☞ কংগ্রেসের কাঠামোর মধ্যেই সমাজবাদী কংগ্রেসের জন্ম হয় - 1934 খ্রিস্টাব্দে।
☞ তৃতীয় গোলটেবিল বৈঠক বসে - লন্ডনে।
☞ জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম 'বন্দেমাতরম' সংগীত গাওয়া হয় - 1896 সালে।
☞ 'সন্ন্যাসী আন্দোলন' শুরু হয় - 1752 সালে।
☞ 'ভারতীয় হোমরুল সমাজ' প্রতিষ্ঠা করেন - শ্যামজী কৃষ্ণভার্মা।
☞ তত্ত্ববোধিনী সভা-র প্রতিষ্ঠাতা - দেবেন্দ্রনাথ ঠাকুর।
☞ গেরিলা যুদ্ধের প্রশিক্ষণের জন্য জয়প্রকাশ নারায়ণ স্থাপন করেন - আজাদ দস্তা।
☞ জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন - সরোজিনী নাইডু।
☞ সংবাদ কৌমুদী পত্রিকাটির সম্পাদক ছিলেন - রাজা রামমোহন রায়।
☞ রাসবিহারী বসু-র ছদ্মনাম - পি.এন. ঠাকুর।
☞ 'নিউ ইন্ডিয়া' পত্রিকার সম্পাদক ছিলেন - অ্যানি বেসান্ত।
☞ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয় - 1827 সালে।
☞ কোহিনুর হীরে মহারাজার রণজিৎ সিংহ লাভ করেন - শাহ সুজা-র কাছ থেকে।
☞ আর্য সমাজ-এর প্রতিষ্ঠাতা - দয়ানন্দ সরস্বতী।
☞ "The Indian war of Independence" পুস্তকটির রচয়িতা - মহাত্মা গান্ধী।
☞ স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দেন - 1893 সালে।
☞ 'মন্টেগু চেমসফোর্ড সংস্কার' পাশ হয় - 1919 খ্রিস্টাব্দে।
☞ ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের জন্ম দেয় - জমিদার সমিতি।
☞ খিলাফৎ আন্দোলন শুরু হয় - 1920 সালে।
☞ স্বদেশী আন্দোলন শুরু হয় - বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ে।
☞ অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন - প্রমথনাথ মিত্র।
☞ ফেডারেল কোর্ট প্রতিষ্ঠিত হয় - 1937 সালে।
☞ ডান্ডি অভিযানে মোট সদস্য ছিল - 78 জন।
☞ দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে যিনি ধ্বনি তুলেছিলেন 'বিপ্লব দীর্ঘজীবী হোক' - ভগত সিং।
☞ 1906 সালে সিমলায় মুসলিম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন - আগা খান।
☞ মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠন - ওয়ার্কার্স ওয়েলফেয়ার লিগ।
☞ 'ইন্ডিয়া উইনস্ ফ্রিডম্' গ্রন্থটির রচয়িতা - মৌলানা আবুল কালাম আজাদ।
☞ ক্যাবিনেট মিশন ভারতে আসে - 1946 সালে।
☞ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী - A Nation in Making.
☞ শুদ্ধি আন্দোলনের প্রবর্তক - দয়ানন্দ সরস্বতী।
☞ আকালি আন্দোলন শুরু হয় - পাঞ্জাবে।
☞ যিনি আন্দামান ও নিকোবর দ্বীপের নামকরণ করেন শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ - সুভাষচন্দ্র বসু।
☞ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠন করেন - রাসবিহারী বসু।
☞ ভারতে গণপরিষদের প্রথম সভাপতি - ডঃ রাজেন্দ্রপ্রসাদ।
☞ ভারতের প্রথম ভাইসরয় - লর্ড ক্যানিং।
☞ ভারতের শেষ ভাইসরয় - লর্ড মাউন্টব্যাটেন।
☞ জাতীয়তাবাদ প্রচারের জন্য 'আলহিলাল' সংবাদপত্রটির প্রকাশ শুরু করেন - আবুল কালাম আজাদ।
☞ ভারতের প্রথম গভর্নর জেনারেল - লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
☞ সূর্যসেন যে স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করেন সেটি হল - ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি।
☞ 'বন্দেমাতরম' পত্রিকার সম্পাদনা করেন - অরবিন্দ ঘোষ।
☞ ভারত সভার প্রতিষ্ঠাতা - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
☞ ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় - 1885 খ্রিস্টাব্দে।
আরও পড়ুনঃ Bengali GK Quiz - 3 (Bengali GK Question) || বাংলা জিকে ডায়েরি
☞ কলকাতায় 'ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স'-এর অধিবেশন বসে - 1883 খ্রিস্টাব্দে।
☞ সর্বপ্রথম 'বয়কট'-এর আহ্বান জানান - কৃষ্ণকুমার মিত্র।
☞ রাজা রামমোহন রায় যে পত্রিকাটির প্রতিষ্ঠা ও সম্পাদনা করেন সেটি হল - মিরাত-উল-আখবার।
☞ AITUC গঠিত হয় - 1920 সালে।
☞ 'লোকহিতবাদী' বলে অভিহিত হন - গোপালহরি দেশমুখ।
☞ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় 'বাংলার মুকুটহীন রাজা' ও 'সারেণ্ডার নট' বলা হত - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কে।
☞ 'লোকমান্য' নামে খ্যাত - বালগঙ্গাধর তিলক।
☞ ভারতের সর্বপ্রথম নীলশিল্প গড়ে তোলেন - কার্ল ব্ল্যাম।
☞ 'হিন্দু পেট্রিয়ট' পত্রিকার সম্পাদক ছিলেন - হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
☞ ভারত শাসন আইন পাস হয় - 1858 সালে।
☞ মোপলা বিদ্রোহ হয় - 1921 সালে।
☞ 1853 খ্রিস্টাব্দে প্রথম সুতাকল স্থাপিত হয় - বোম্বাই-এ।
☞ 'খুদা-ই-খিদমতগার'-এর নেতা ছিলেন - খান আব্দুল গফ্ফর খান।
☞ বাংলায় কৃষক প্রজা পার্টি-র প্রতিষ্ঠাতা - এ.কে. ফজলুল হক।
☞ 'জাতীয় শিক্ষাপরিষদ' গঠিত - 1908 সালে।
☞ 'বন্দেমাতরম' সংগীতটিতে সুরারোপ করেন - যদুনাথ ভট্টাচার্য।
☞ 'সারদা আইন' অনুসারে ছেলে ও মেয়েদের বিবাহের বয়স নূন্যতম করা হয় -14 বছর ও 18 বছর।
☞ 'পুনা চুক্তি' সম্পাদিত হয়েছিল যাদের মধ্যে - মহাত্মা গান্ধী ও বি.আর. আম্বেদকরের মধ্যে।
☞ ভারতের কমিউনিস্ট পার্টির আত্মপ্রকাশ হয় - 1920 সালে।
☞ ক্রীপস প্রস্তাবকে 'একটি ভেঙ্গে পড়া ব্যাঙ্কের চেক' বলে অভিহিত করেন - মহাত্মা গান্ধী।
☞ 'Arctic Home of the Vedas' বইটি লেখেন - বালগঙ্গাধর তিলক।
☞ 'নিখিল ভারত কৃষকসভা' স্থাপিত হয় - 1936 সালে।
☞ 'অভিনব ভারত' গঠন করা হয় - 1903 সালে।
☞ বি.আর. আম্বেদকর যে সম্প্রদায়ের নেতা ছিলেন - তফশিলি সম্প্রদায়-এর।
☞ 'নেহেরু ছিলেন দেশভক্ত, আর জিন্না ছিলেন রাজনীতিবিদ, উক্তিটি করেছিলেন - মহম্মদ ইকবাল।
☞ বিপ্লবী শুকদেব যে মামলার সঙ্গে যুক্ত ছিলেন - লাহোর ষড়যন্ত্র মামলা।
☞ 'হিন্দু মেলা'-র প্রবর্তক - নবগোপাল মিত্র।
☞ 'রেড শার্ট' আন্দোলনের লক্ষ্য ছিল - ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো।
☞ স্বরাজ্য দলের প্রধান লক্ষ্য ছিল - ঔপনিবেশিক স্বাধীনতা।
☞ 'শের-ই-বাঙ্গাল' নামে পরিচিত - ফজলুল হক।
☞ 'মাদার ইন্ডিয়া' লেখেন - ক্যাথরিন মেয়ো।
☞ 'গদর' পার্টি প্রতিষ্ঠা করেন - লালা হরদয়াল।
☞ কংগ্রেস সমাজতন্ত্রী দলের একজন প্রতিষ্ঠাতা হলেন - আচার্য নরেন্দ্র দেব।
☞ 'সাঁওতাল বিদ্রোহ' প্রথম ঘোষিত হয় - 1855 খ্রিস্টাব্দে।
☞ কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় - 1835 খ্রিস্টাব্দে।
☞ হিন্দু কলেজের বর্তমান নাম - প্রেসিডেন্সি কলেজ।
☞ লখনৌতে চরমপন্থী ও নরমপন্থী নেতাদের একত্রিত করতে সাহায্য করেন - অ্যানি বেসান্ত।
☞ গান্ধীজী ওয়ার্ধা কংগ্রেসে মৌলিক শিক্ষার উপর জোর দেন যার অর্থ হল - শিক্ষার সামাজিক প্রাসঙ্গিকতা।
☞ 'দাক্ষিণাত্য বিদ্রোহ কমিশন' গঠন করা হয় - 1876 সালে।
☞ যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় যার প্রতিবেদনে তিনি হলেন - মতিলাল নেহেরু।
☞ 'নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন' যে সালে বলবৎ করা হয় - 1876 সালের 11 মার্চ।
☞ 'খোদা-ই-খিদমতগার'-এর সদস্যরা যে রঙের পোশাক পরতেন - লাল রঙ।
☞ 'আলিপুর ষড়যন্ত্র মামলা'-য় অরবিন্দ ঘোষকে যিনি আইনি পরামর্শ দেন তিনি ছিলেন - চিত্তরঞ্জন দাশ।
☞ যিনি বলেছিলেন 'স্বরাজ আমার জন্মগত অধিকার' - লোকমান্য তিলক।
☞ 'বন্ধুপন্থ' নামে বহুল পরিচিত - নানাসাহেব।
☞ 'সত্যার্থ প্রকাশ' গ্রন্থটি রচনা করেন - দয়ানন্দ সরস্বতী।
☞ 'Father of Modern Indian' হলেন - রাজা রামমোহন রায়।
☞ 1831 সালে উত্তর 24 পরগনা জেলার বারাসাতের কৃষক বিদ্রোহের নেতা 'তিতুমীর'-এর প্রকৃত নাম - নিসার আলি।
☞ মৌলবি আব্দুল রসুল যে আন্দোলনের একজন অন্যতম মুসলিম নেতা হলেন - বয়কট আন্দোলন।
☞ স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন - লাল ডালহৌসি।
☞ 'রেগুলেটিং অ্যাক্ট' বা 'নিয়ন্ত্রণ আইন' পাস হয় - 1773 খ্রিস্টাব্দে।
এটি একটি কমন জেনারেল নলেজ লিস্ট, যা প্রতিটি সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী। আপনি যদি আরও বিস্তারিত কোনো বিষয় জানতে চান, তাহলে জানান! 🚀📚
আরও পড়ুনঃ
🔷 ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Part 2
🔷 ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Part 1
🔷 ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Indian Freedom Struggle
Please do not enter any spam link in the comment box.