Ads Area

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তালিকা - List of Presidents of the United States

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তালিকা - List of Presidents of the United States

List of Presidents of the United States
List of Presidents of the United States

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটি প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ের মাধ্যমে নির্বাচিত হন। নীচে তা দেওয়া হল-


যোগ্যতা:

মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য-

১। জন্মগতভাবে মার্কিন নাগরিক হতে হবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব অর্জন করা ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হতে পারবেন না।

২। বয়স হতে হবে ন্যুনতম ৩৫ বছর।

৩। মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪ বছর বসবাস করে থাকতে হবে।


প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচন:

১। প্রাইমারিস: নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্যরা এই পদ্ধতির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গোপন ব্যালটের মাধ্যমে ভোটদান করে তাদের পছন্দের প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনের জন্য।

২। ককাস: নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্যরা এই পদ্ধতির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বৈঠক ও আলাপ আলোচনার মাধ্যমে পছন্দের প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচন করে থাকে। উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনের জন্য কয়েকটি অঙ্গরাজ্য প্রাইমারিস পদ্ধতি, কয়েকটি অঙ্গরাজ্য ককাস পদ্ধতি এবং কয়েকটি অঙ্গরাজ্য দুই পদ্ধতি ব্যবহার করে থাকে। জানুয়ারি থেকে জুনের মধ্যে প্রাইমারি ও ককাস অনুষ্ঠিত হয়।

৩। ন্যাশনাল কনভেনশন বা জাতীয় সম্মেলন: প্রাইমারিস ও ককাসের পর নির্দিষ্ট রাজনৈতিক দল জাতীয় সম্মেলনের মাধ্যমে তাদের পছন্দের প্রেসিডেন্ট পদপ্রার্থীকে চুড়ান্ত করে নেয়। এই প্রক্রিয়াটি সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়।


নির্বাচনের দিনক্ষণ:

প্রতি চার বছর অন্তর নভেম্বরের ২-৮ তারিখের মধ্যে প্রথম মঙ্গলবার নির্বাচন হয়ে থাকে। এই মঙ্গলবার 'সুপার টুইসডে' নামে পরিচিত। ২০২৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হয় ৫ নভেম্বর।


জনগণের ভোটদান:

মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা সরাসরি ভোট না দিয়ে তারা ভোটদান করেন ইলেক্টোরাল কলেজের অন্তর্গত ইলেকটরকে, তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থীকে ভোট দিয়ে থাকেন।


মার্কিন নাগরিকরা নিম্নলিখিত পদ্ধতির মাধ্যমে ভোটদান করে থাকেন:

১। নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ভোট: নাগরিকরা তারা যে অঙ্গরাজ্যের বাসিন্দা সেই অঙ্গরাজ্যে তাদের জন্য নির্দিষ্ট করা কেন্দ্রে গিয়ে ব্যালটে পছন্দের রাজনৈতিক দলের ইলেকটরকে ভোট দিয়ে আসেন। প্রসঙ্গত উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যালট পেপারের ইংরেজি বাদে চারটি বিদেশী ভাষা ব্যবহার করা হয়েছে যার মধ্যে বাংলা ভাষাও রয়েছে। বাঙালি জাতির কাছে এর থেকে আর গর্বের কি হতে পারে?

২। অ্যাবসেন্টি ব্যালট: কোন ব্যক্তি তার ব্যক্তিগত অসুবিধার জন্য নির্বাচনের দিন কর্তৃপক্ষের কাছে অ্যাবসেন্টি ব্যালটের জন্য আবেদন করেন। কর্তৃপক্ষ তার কাছে ডাকযোগে ব্যালট পাঠিয়ে দেন। তাতে তিনি ভোট দিয়ে স্বাক্ষর করে কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিলে তার ভোট বিধিবদ্ধ হয়ে যায়।

৩। মেল ইন ব্যালট: যারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন না সেই সমস্ত মার্কিন নাগরিক মেল ইন ব্যালটের মাধ্যমে নিজেদের বাড়ি থেকেই ভোট দান করতে পারেন।


ইলেক্টোরাল কলেজ:

মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসি নিয়ে মোট ৫১টি ইলেক্টোরাল কলেজ রয়েছে। মোট ইলেক্টরের সংখ্যা ৫৩৮, যার মধ্যে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষের বা সেনেটের ১০০ জন প্রতিনিধি, নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভের ৪৩৫ জন প্রতিনিধি এবং ৩ জন ওয়াশিংটন ডিসি'-র প্রতিনিধি। ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটি থেকে ২ জন প্রতিদিন নিয়ে মোট ১০০ জন প্রতিনিধি উচ্চ কক্ষ বা সেনেটে থাকেন। অন্যদিকে, অন্য কক্ষের প্রতিনিধির সংখ্যা সেই অঙ্গরাজ্যের জনসংখ্যার উপর নির্ভরশীল। সবচেয়ে বেশি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মোট ৫৩ জন প্রতিনিধি রয়েছে। অর্থাৎ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইলেক্টোরাল কলেজের ইলেকটর সংখ্যা ৫৩+২=৫৫ জন। সমস্ত অঙ্গরাজ্যের ইলেকটররা ডিসেম্বর মাসে ইলেকটোরাল কলেজে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিয়ে থাকে।


জয়ী প্রার্থী নির্বাচন পদ্ধতি:

একজন ইলেকটর প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর জন্য একটি ভোট দিয়ে থাকেন যাকে ইলেক্টোরাল ভোট বলা হয়, অর্থাৎ মোট ৫৩৮টির মধ্যে ২৭০টি ইলেক্টোরাল ভোট গেলেই সেই রাজনৈতিক দলের প্রার্থী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে জয়যুক্ত হন। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৮টি অঙ্গরাজ্য (২টি বাদে) ও ওয়াশিংটন ডিসির ক্ষেত্রে জয়ী প্রার্থীর সব ভোট বা উইনার টেক অল পদ্ধতি ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো অঙ্গরাজ্যের ইলেক্টোরাল কলেজে কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা পেলে সব ইলেক্টোরাল ভোটই সেই রাজনৈতিক দলের হয়ে যায়। তবে নেব্রাসকা ও মেইন অঙ্গরাজ্যের ক্ষেত্রে যে দল যত ইলেকটর আসন পাবে সেইগুলি সেই দলের ইলেকটোরাল ভোট হিসাবে বিবেচিত হবে।

এখন নির্বাচনে যদি কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠ ইলেকটোরাল ভোট না পায় তখন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যরা প্রেসিডেন্ট এবং উচ্চকক্ষ সেনেটের প্রতিনিধিরা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করার সুযোগ পায়। এরকম ঘটনা কেবলমাত্র একবারই ১৮২৪ সালে ঘটেছিল। প্রতিনিধি পরিষদ জন কুইন্স অ্যাডামসকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিল।


শপথ গ্রহণ অনুষ্ঠান:

ডিসেম্বর মাসে ইলেকটরদের ভোট কংগ্রেসে গণনা হওয়ার পর জয়ী প্রেসিডেন্টের নাম ঘোষণা হয় এবং ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল বিল্ডিং-এ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত প্রেসিডেন্ট পদে আসীন হন পরবর্তী চার বছরের জন্য।


ফলস ভোট সংক্রান্ত তথ্য:

নির্বাচিত ইলেকটররা যে কেবলমাত্র তাদের দলের মনোনীত প্রার্থীকেই ভোট দিতে পারবেন সেই বিষয়ে সংবিধানে কোন বাধ্যবাধকতা নেই, সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের নিয়ম অনুযায়ী সেই ইলেকটরকে শাস্তি প্রদান করতে পারে অথবা পরিবর্তন করতে পারে।


মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তালিকা


রাষ্ট্রপতির নাম রাজনৈতিক দল স্থায়িত্বকাল
জর্জ ওয়াশিংটন - ১৭৮৯-১৭৯৭
জন অ্যাডামস ফেডেরালিস্ট ১৭৯৭-১৮০১
থমাস জেফারসন ডেমোক্রেটিক রিপাবলিকান ১৮০১-১৮০৯
জেমস ম্যাডিসন ডেমোক্রেটিক রিপাবলিকান ১৮০৯-১৮১৭
জেমস মনরো ডেমোক্রেটিক রিপাবলিকান ১৮১৭-১৮২৫
জন কুইন্সি অ্যাডামস ডেমোক্রেটিক রিপাবলিকান ১৮২৫-১৮২৯
অ্যান্ড্রু জ্যাকসন ডেমোক্রেটিক ১৮২৯-১৮৩৭
মার্টিন ভন বুরেন ডেমোক্রেটিক -
উইলিয়াম হেনরি হ্যারিসন হুইগ পার্টি মার্চ-এপ্রিল ১৮৪১
জন টাইলার হুইগ পার্টি ১৮৪১-১৮৪৫
জেমস কে. পোলক ডেমোক্রেটিক ১৮৪৫-১৮৪৯
জাচারি টেলর হুইগ পার্টি ১৮৪৯-১৮৫০
মিলার্ড ফিলমোর হুইগ পার্টি ১৮৫০-১৮৫৩
ফ্র্যাঙ্কলিন পিয়ার্স ডেমোক্রেটিক ১৮৫৩-১৮৫৭
জেমস বুকানন ডেমোক্রেটিক ১৮৫৭-১৮৬১
আব্রাহাম লিংকন রিপাবলিকান ও ন্যাশনাল ইউনিয়ন ১৮৬১-১৮৬৫
অ্যান্ড্রু জনসন ন্যাশনাল ইউনিয়ন ও ডেমোক্রেটিক ১৮৬৫-১৮৬৯
ইউলিসিস এস. গ্রান্ট রিপাবলিকান ১৮৬৯-১৮৭৭
রাদারফোর্ড বি হেইস রিপাবলিকান ১৮৭৭-১৮৮১
জেমস এ গারফিল্ড রিপাবলিকান মার্চ-সেপ্টেম্বর ১৮৮১
চেস্টার এ. আর্থার রিপাবলিকান ১৮৮১-১৮৮৮
গ্রোভার ক্লিভল্যান্ড ডেমোক্রেটিক ১৮৮৫-১৮৮৯
বেঞ্জামিন হ্যারিসন রিপাবলিকান ১৮৮৯-১৮৯৩
গ্রোভার ক্লিভল্যান্ড ডেমোক্রেটিক ১৮৯৩-১৮৯৭
উইলিয়াম ম্যাককিনলে রিপাবলিকান ১৮৯৭-১৯০১
থিওডোর রুজভেল্ট রিপাবলিকান ১৯০১-১৯০৯
উইলিয়াম এইচ টাফট রিপাবলিকান ১৯০৯-১৯১৩
উড্রো উইলসন ডেমোক্রেটিক ১৯১৩-১৯২১
ওয়ারেন জি হার্ডিং রিপাবলিকান ১৯২১-১৯২৩
ক্যালভিন কুলিজ রিপাবলিকান ১৯২৩-১৯২৯
হার্বার্ট হুভার রিপাবলিকান ১৯২৯-১৯৩৩
ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট ডেমোক্রেটিক ১৯৩৩-১৯৪৫
হ্যারি এস. ট্রুম্যান ডেমোক্রেটিক ১৯৪৫-১৯৫৩
ডি.ডি. আইজেনহাওয়ার রিপাবলিকান ১৯৫৩-১৯৬১
জন এফ কেনেডি ডেমোক্রেটিক ১৯৬১-১৯৬৩
লিন্ডন বি জনসন ডেমোক্রেটিক ১৯৬৩-১৯৬৯
রিচার্ড এম. নিক্সন রিপাবলিকান ১৯৬৯-১৯৭৪
জেরাল্ড আর ফোর্ড রিপাবলিকান ১৯৭৪-১৯৭৭
জিমি কার্টার ডেমোক্রেটিক ১৯৭৭-১৯৮১
রোনাল্ড রিগান রিপাবলিকান ১৯৮১-১৯৮৯
জর্জ ডব্লিউ বুশ রিপাবলিকান ২০০১-২০০৯
বারাক ওবামা ডেমোক্রেটিক ২০০৯-২০১৭
ডোনাল্ড জে. ট্রাম্প রিপাবলিকান ২০১৭-২০২১
জে আর বাইডেন ডেমোক্রেটিক ২০২১-২০২৪
ডোনাল্ড জে. ট্রাম্প রিপাবলিকান বর্তমান


আরও পড়ুন

General Knowledge in Bengali - Part 96

Bengali GK Quiz - 3 (Bengali GK Question)

ভারতের অরণ্য ও স্বাভাবিক উদ্ভিদ - ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad