ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Indian freedom struggle questions and answers
ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর |
প্রিয় পাঠকেরা,
ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এর এই পোস্টে ভারতের স্বাধীনতা সংগ্রাম ইতিহাস থেকে সেরা 153টি প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। সবাইকে অনুরোধ ভারতের স্বাধীনতা সংগ্রামের উপর সম্পূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি একবার পড়ুন। আপনাদের পরীক্ষা প্রস্তুতিতে এগুলি সাহায্য করবে।
ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
1. ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন?
➠ টমাস র্যালে।
2. বাংলায় স্ত্রী শিক্ষার জন্য প্রথম হিন্দু বালিকা বিদ্যালয় কত সালে তৈরি হয়?
➠ ১৮৪৯ সালে।
3. জন ইলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন ভারত সরকারের কোন পদে ছিলেন?
➠ আইন সচিব।
4. প্রাথমিক শিক্ষা ও মাতৃভাষার মাধ্যমে শিক্ষার দিকে প্রথম কে দৃষ্টি আকর্ষণ করেন?
➠ উইলিয়াম অ্যাডাম।
5. লর্ড কর্নওয়ালিস কত সালে দ্বিতীয়বারের জন্য ভারতের গভর্নর জেনারেল হন?
➠ ১৮০৫ সালে।
6. মীর মশারফ হোসেনের নীলকর অত্যাচারের বিষয়ে লেখা উপন্যাসটির নাম কি?
➠ উদাসীন পথিকের মনের কথা।
7. ব্রিটিশ ভারতে নাট্যানুষ্ঠানের উপর প্রথম নিয়ন্ত্রণাদেশ হয় কত সালে?
➠ ১৮৭৬ সালে।
8. সাপ্তাহিক 'যুগান্তর' পত্রিকার শেষ সংখ্যা কোন তারিখে প্রকাশিত হয়?
➠ ১৯০৮ সালের ৬ জুলাই।
9. 'ইন্ডিয়ান মিরর' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
➠ কেশবচন্দ্র সেন।
10. 'কলকাতা মেডিকেল কলেজ' কত সালে প্রতিষ্ঠিত হয়?
➠ ১৮৩৫ সালে।
11. বোম্বাইতে প্রথম মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
➠ গ্রান্ট মেডিকেল কলেজই প্রথম কলেজ ও প্রতিষ্ঠিত হয় ১৮৪৫ সালে।
12. পশ্চিমবঙ্গে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
➠ ১৮৬৫ সালে (শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ)।
13. 'সতীদাহ প্রথা' কোন ভাইসরয় নিষিদ্ধ করেন?
➠ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (১৮২৯ সালে)।
14. ভারতের ক্রীতদাস প্রথা কত সালে বেআইনি ঘোষিত হয়?
➠ ১৮৪৩ সালে।
15. 'বিধবা বিবাহ' কত সালে আইনসিদ্ধ হয়?
➠ ১৮৫৬ সালে।
16. বোম্বাইতে প্রথম ধর্ম সংস্কার আন্দোলন কত সালে হয়?
➠ ১৮৪০ সালে।
17. মহারাষ্ট্রে কোন সাহিত্যিক ধর্ম সংস্কার আন্দোলনের পুরোধা ছিলেন?
➠ গোপালহরি দেশমুখ।
18. বোম্বাইতে পার্শি সমাজেও সংস্কার আন্দোলনের জন্য কোন সংগঠন স্থাপিত হয়?
➠ রেণুমাই মাঝদায়াসন সভা (১৮৫১ সালে)।
19. নতুন শিখ গুরুদোয়ারা আইন কত সালে গৃহীত হয়?
➠ ১৯২২ সালে।
20. 'আর্য সমাজ' কে কোথায় প্রতিষ্ঠা করেন?
➠ স্বামী দয়ানন্দ সরস্বতী, পাঞ্জাবে।
21. 'ট্রান্সলেশন সোসাইটি' কে কত সালে প্রতিষ্ঠা করেন?
➠ স্যার সৈয়দ আহমেদ খা, ১৮৬৪ সালে।
22. রামতনু লাহিড়ীর সভাপতিত্বে সর্বভারতীয় জাতীয় সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
➠ ১৮৮৩ সালের ডিসেম্বরে।
23. 'মাদ্রাজ মহাজন সভা' কত সালে প্রতিষ্ঠিত হয়?
➠ ১৮৮৪ সালে।
24. বোম্বাইতে 'প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন' কত সালে প্রতিষ্ঠিত হয়?
➠ ১৮৮৫ সালে।
25. প্রথম জাতীয় কংগ্রেসের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?
➠ অ্যালেন অক্টোভিয়ান হিউম।
26. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
➠ লর্ড ডাফারিন।
27. 'ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট' কত সালে হয়?
➠ ১৮৯২ সালে।
28. 'Drain Theory'র তত্ত্ব কে প্রথম তুলে ধরেন?
➠ রমেশচন্দ্র দত্ত।
29. ভারতে কার্পাস বস্ত্র বিষয়ক আইন কত সালে হয়?
➠ ১৮৯৬ সালে।
30. ভারতে চরমপন্থী রাজনৈতিক মতবাদের প্রথম প্রধান প্রবক্তা কে ছিলেন?
➠ মহারাষ্ট্রের বালগঙ্গাধর তিলক।
➠ টমাস র্যালে।
2. বাংলায় স্ত্রী শিক্ষার জন্য প্রথম হিন্দু বালিকা বিদ্যালয় কত সালে তৈরি হয়?
➠ ১৮৪৯ সালে।
3. জন ইলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন ভারত সরকারের কোন পদে ছিলেন?
➠ আইন সচিব।
4. প্রাথমিক শিক্ষা ও মাতৃভাষার মাধ্যমে শিক্ষার দিকে প্রথম কে দৃষ্টি আকর্ষণ করেন?
➠ উইলিয়াম অ্যাডাম।
5. লর্ড কর্নওয়ালিস কত সালে দ্বিতীয়বারের জন্য ভারতের গভর্নর জেনারেল হন?
➠ ১৮০৫ সালে।
6. মীর মশারফ হোসেনের নীলকর অত্যাচারের বিষয়ে লেখা উপন্যাসটির নাম কি?
➠ উদাসীন পথিকের মনের কথা।
7. ব্রিটিশ ভারতে নাট্যানুষ্ঠানের উপর প্রথম নিয়ন্ত্রণাদেশ হয় কত সালে?
➠ ১৮৭৬ সালে।
8. সাপ্তাহিক 'যুগান্তর' পত্রিকার শেষ সংখ্যা কোন তারিখে প্রকাশিত হয়?
➠ ১৯০৮ সালের ৬ জুলাই।
9. 'ইন্ডিয়ান মিরর' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
➠ কেশবচন্দ্র সেন।
10. 'কলকাতা মেডিকেল কলেজ' কত সালে প্রতিষ্ঠিত হয়?
➠ ১৮৩৫ সালে।
11. বোম্বাইতে প্রথম মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
➠ গ্রান্ট মেডিকেল কলেজই প্রথম কলেজ ও প্রতিষ্ঠিত হয় ১৮৪৫ সালে।
12. পশ্চিমবঙ্গে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
➠ ১৮৬৫ সালে (শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ)।
13. 'সতীদাহ প্রথা' কোন ভাইসরয় নিষিদ্ধ করেন?
➠ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (১৮২৯ সালে)।
14. ভারতের ক্রীতদাস প্রথা কত সালে বেআইনি ঘোষিত হয়?
➠ ১৮৪৩ সালে।
15. 'বিধবা বিবাহ' কত সালে আইনসিদ্ধ হয়?
➠ ১৮৫৬ সালে।
16. বোম্বাইতে প্রথম ধর্ম সংস্কার আন্দোলন কত সালে হয়?
➠ ১৮৪০ সালে।
17. মহারাষ্ট্রে কোন সাহিত্যিক ধর্ম সংস্কার আন্দোলনের পুরোধা ছিলেন?
➠ গোপালহরি দেশমুখ।
18. বোম্বাইতে পার্শি সমাজেও সংস্কার আন্দোলনের জন্য কোন সংগঠন স্থাপিত হয়?
➠ রেণুমাই মাঝদায়াসন সভা (১৮৫১ সালে)।
19. নতুন শিখ গুরুদোয়ারা আইন কত সালে গৃহীত হয়?
➠ ১৯২২ সালে।
20. 'আর্য সমাজ' কে কোথায় প্রতিষ্ঠা করেন?
➠ স্বামী দয়ানন্দ সরস্বতী, পাঞ্জাবে।
21. 'ট্রান্সলেশন সোসাইটি' কে কত সালে প্রতিষ্ঠা করেন?
➠ স্যার সৈয়দ আহমেদ খা, ১৮৬৪ সালে।
22. রামতনু লাহিড়ীর সভাপতিত্বে সর্বভারতীয় জাতীয় সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
➠ ১৮৮৩ সালের ডিসেম্বরে।
23. 'মাদ্রাজ মহাজন সভা' কত সালে প্রতিষ্ঠিত হয়?
➠ ১৮৮৪ সালে।
24. বোম্বাইতে 'প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন' কত সালে প্রতিষ্ঠিত হয়?
➠ ১৮৮৫ সালে।
25. প্রথম জাতীয় কংগ্রেসের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?
➠ অ্যালেন অক্টোভিয়ান হিউম।
26. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
➠ লর্ড ডাফারিন।
27. 'ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট' কত সালে হয়?
➠ ১৮৯২ সালে।
28. 'Drain Theory'র তত্ত্ব কে প্রথম তুলে ধরেন?
➠ রমেশচন্দ্র দত্ত।
29. ভারতে কার্পাস বস্ত্র বিষয়ক আইন কত সালে হয়?
➠ ১৮৯৬ সালে।
30. ভারতে চরমপন্থী রাজনৈতিক মতবাদের প্রথম প্রধান প্রবক্তা কে ছিলেন?
➠ মহারাষ্ট্রের বালগঙ্গাধর তিলক।
31. লর্ড কার্জন ভাইসরয় থাকার সময় বাংলার লেফটেন্যান্ট গভর্নর কে হন?
➠ স্যার অ্যান্ড্র ফ্রেজার।
32. পাঞ্জাবের লালা লাজপৎ রায় কত সালে প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে যোগ দেন?
➠ ১৮৮৮ সালে।
33. 'Swaraj is my brithright' উক্তিটি কার?
➠ বাল গঙ্গাধর তিলকের।
34. ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে কোথায় প্রতিষ্ঠা করেন?
➠ ডি.কে. কার্ভে, ১৯১৬ সালে, মহারাষ্ট্রের পুণেতে।
35. কলকাতার খিদিরপুর ডক থেকে কোন দিন প্রথম বাষ্পচালিত জাহাজ 'জনসোর' যাত্রা শুরু করে?
➠ ১৮০৭ সালের ৩১ মার্চ (উল্লেখ্য খিদিরপুর ডক প্রতিষ্ঠা করেন জন্স কিড ও তার নাম অনুসারে এলাকার নাম হয় খিদিরপুর)।
36. কলকাতায় প্রথম কত সালে সকলের জন্য বিদ্যুতের ব্যবহার শুরু হয়?
➠ ১৮৯৯ সালে।
37. উইলিয়াম কেরির উদ্যোগে 'অ্যাগ্রিকালচারাল অ্যান্ড হর্টিকালচারাল সোসাইটি' কবে প্রতিষ্ঠিত হয়?
➠ ১৮২০ সালের সেপ্টেম্বরে।
38. প্রথম বাংলা ভাষায় পঞ্জিকা প্রকাশিত হয় কত সালে?
➠ ১৮১৮ সালে (প্রকাশক ছিলেন রামহরি)।
39. কলকাতায় হিন্দু নারীদের শিক্ষার জন্য প্রথম 'ফিমেল জুভেনাইল সোসাইটি' কত সালে প্রতিষ্ঠিত হয়?
➠ ১৮১৯ সালে।
40. ভারতে প্রথম লোহার সেতু কোথায় হয়?
➠ কালীঘাটে আদি গঙ্গার ওপর (১৮২২ সালের ১ জুন)।
41. তারাচাঁদ চক্রবর্তী সম্পাদনায় ব্রাহ্মসমাজ কোন দিন প্রতিষ্ঠিত হয়?
➠ ১৮২৮ সালের ২০ আগস্ট (রামমোহন রায় ও কমল বসুও উদ্যোক্তা ছিলেন)।
42. ভারতের প্রথম উর্দু সংবাদপত্রের নাম কি?
➠ জাম-ই-জাহান-নামা (১৮২২ সালের ৮ মার্চ হরিহর দত্তের সম্পাদনায় প্রকাশিত হয়)।
43. কলকাতায় আর্মেনিয় অধিবাসীদের উদ্যোগে 'The Armenian Philanthrophic Institute' কোন দিন প্রতিষ্ঠিত হয়?
➠ ১৮২১ সালের ২ এপ্রিল।
44. 'হিন্দু কলেজ' প্রথম কোথায় কোন দিন প্রতিষ্ঠিত হয়?
➠ কলকাতার গরানহাটায় আপার চিৎপুর রোডে গোরাচাঁদ বসাকের বাড়িতে, ১৮১৭ সালের ২০ জানুয়ারি।
45. 'শ্রীরামপুর কলেজ'টি কোন সরকারের স্বীকৃতিতে ডিগ্রি দিত?
➠ ডেনমার্ক সরকারের (খ্রিশ্চান থিওলজি বিষয়ে। স্থাপিত হয় ১৮১৪ সালের ১৫ জুলাই)।
46. লর্ড ময়রা বা, মার্কুইস অফ হেস্টিংস কোন দিন ভারতের গভর্নর জেনারেল হন?
➠ ১৮১৩ সালের ৪ অক্টোবর।
47. কলকাতায় প্রথম বিশপ কে?
➠ ফাদার মিডলটন।
48. ভারতে হোমিওপ্যাথি চিকিৎসার পথিকৃৎ কে?
➠ রাজা রাজেন্দ্র দত্ত।
49. বিদেশ থেকে ভারতে দাস আমদানি নিষিদ্ধ হয় কত সালে?
➠ ১৮১১ সালে।
50. সতীদাহ প্রথা নিষিদ্ধ করার জন্য ভারতের প্রথম কে জনমত তৈরীর উদ্যোগ নেন?
➠ উইলিয়াম কেরি।
51. গঙ্গাসাগরে শিশু সন্তানকে বিসর্জন দেওয়ার কুৎসিত প্রথা কে কোন দিন রদ করেন?
➠ লর্ড ওয়েলেসলি, ১৮০২ সালের ২০ আগস্ট।
52. কলকাতায় 'টাউন হল' কত সালে প্রতিষ্ঠিত হয়?
➠ লর্ড ওয়েলেসলির উদ্যোগে ৭ লাখ টাকা খরচে ১৮০৪ সালে।
53. অনাগরিক ধর্মপালের উদ্যোগে 'মহাবোধী সোসাইটি' কত সালে প্রতিষ্ঠিত হয়?
➠ ১৮৯১ সালে।
54. কলকাতায় কোন দিন 'বিশ্ব প্রেমোদ্দীপনা সভা' প্রতিষ্ঠিত হয়?
➠ ১৮৩৪ সালের ১০ ফেব্রুয়ারি।
55. বাঙালিরা কত সালে প্রথম ইংরেজদের সঙ্গে যৌথ উদ্যোগে ব্যবসা শুরু করেন?
➠ ১৮১৩ সালে।
56. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কোন রাজ্যের লোক ছিলেন?
➠ ওড়িশা।
57. ইংরেজি-বাংলা ও বাংলা-ইংরেজি অভিধান প্রথম কে লেখেন?
➠ হেনরি পিটস ফরস্টার।
58. 'কলিকাতা স্কুল সোসাইটি' কোন দিন স্থাপিত হয়?
➠ ১৮১৮ সালের ১ সেপ্টেম্বর।
59. ভারতের প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি?
➠ 'Calcutta Journal' (১৮১৯ সালের মে মাসে, জেমস সিল্ক বাকিংহামের সম্পাদনায়)।
60. কলকাতার কালীঘাট মন্দিরটি কত সালে স্থাপিত হয়?
➠ ১৮০৯ সালে।
61. রামমোহন রায় কত সালে 'অ্যাংলো হিন্দু স্কুল' প্রতিষ্ঠা করেন?
➠ ১৮২২ সালে।
62. ভারতীয় টাকশালের ভিত্তি প্রস্তর কোথায় কবে প্রথম স্থাপিত হয়?
➠ কলকাতার ৪৭ নং স্ট্যান্ড রোডে ১৮২৪ সালের ৩১ মার্চ।
63. কলকাতায় প্রথম কত সালে স্থায়ী লটারির কমিটি তৈরি হয়?
➠ ১৮১৭ সালে।
64. কলকাতার যাদুঘর (মিউজিয়াম) কত সালে স্থাপিত হয়?
➠ ১৮১৪ সালে।
65. কলকাতার প্রাচীনতম রাস্তা কোনটি?
➠ চিৎপুর রোড।
66. কলকাতায় প্রথম কাস্টমস হাউসের ভিত্তি প্রস্তর কোথায় কোন দিন স্থাপিত হয়?
➠ বর্তমানের 'জি.পি.ও'র স্থানে, ১৮১৯ সালের ১৯ ফেব্রুয়ারি।
67. 'এশিয়াটিক সোসাইটি' কে কত সালে প্রতিষ্ঠা করেন?
➠ স্যার উইলিয়াম জোন্স, ১৭৮৪ সালে।
68. 'ক্যালকাটা ব্লাইন্ড স্কুল' কে কত সালে প্রতিষ্ঠা করেন?
➠ রেভারেন্ড লালবিহারী সাহা, ১৮৯৭ সালে।
69. সতীশচন্দ্র মুখোপাধ্যায় কবে 'Dawn' মাসিক পত্রিকা প্রকাশ করেন?
➠ ১৮৯৭ সালে।
70. কলকাতায় প্রথম মোটর গাড়ির প্রচলন হয় কত সালে?
➠ ১৮৯৬ সালে।
71. 'বঙ্গীয় সাহিত্য পরিষদ'এর আগে নাম কি ছিল?
➠ 'বেঙ্গল অ্যাকাডেমি অফ লিটারেচার' (প্রতিষ্ঠিত হয় ১৮৯৩ সালে ও নাম বদল হয় ১৮৯৪ সালে)।
72. কলকাতার প্রথম পোর্ট কমিশনার কে?
➠ দুর্গাচরণ লাহা।
73. 'ক্যালকাটা মেডিকেল অ্যান্ড ফিজিক্যাল সোসাইটি' কোন দিন প্রতিষ্ঠিত হয়?
➠ ১৮২৩ সালের ১ মার্চ।
74. ভারতীয় টাঁকশালের ভিত্তি-প্রস্তর কোন দিন স্থাপিত হয়?
➠ ১৮২৪ সালের ৩১ মার্চ, কলকাতার ৪৭ নং স্ট্যান্ড রোডে।
75. প্রথম ভারতীয় ব্যারিস্টার কে?
➠ জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর।
76. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক কবে ভারতের গভর্নর জেনারেল হন?
➠ ১৮২৮ সালের জুলাই মাসে।
77. অ্যান্ডারসন কত সালে কলকাতায় 'কমেট' ও 'ফায়ার ফ্লাই' নামের দুটি স্টিমার তৈরি করেন?
➠ ১৮২৬ সালে।
78. হিন্দি ভাষায় প্রথম সাহিত্যিক সংবাদপত্র 'উদন্ত মার্তন্ড' কার সম্পাদনায় কত সালে প্রকাশিত হয়?
➠ কলকাতায় যুগলকিশোর শুকুল'এর সম্পাদনায় ১৮২৬ সালে।
79. হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর উদ্যোগে 'অ্যাকাডেমি অ্যাসোসিয়েশন'এর প্রথম অধিবেশন কত সালে হয়?
➠ ১৮২৮ সালে।
80. ভারতীয়রা কোন দিন প্রথম এশিয়াটিক সোসাইটির সদস্য হওয়ার জন্য অনুমোদন লাভ করে?
➠ ১৮২৯ সালের ৭ জানুয়ারি।
81. ভারতের গভর্নর জেনারেল লর্ড বেন্টিঙ্কের প্রধান সেনাপতি কে ছিলেন?
➠ লর্ড কম্বরসিয়র।
82. কলকাতার ইহুদী সমাজের ধর্মগুরু এলিয়স ডেভিড যোশেফ এজরা কোন দিন জন্মগ্রহণ করেন?
➠ ১৮৩০ সালের ২০ ফেব্রুয়ারি (তার নামেই কলকাতায় এজরা স্ট্রিট আছে)।
83. কলকাতায় প্রথম বাস পরিবহন পরিষেবা কোন দিন চালু হয়?
➠ ১৮৩০ সালের ২২ নভেম্বর (কলকাতার এসপ্ল্যানেড থেকে ব্যারাকপুর পর্যন্ত ঘোড়ায় টানা সরকারি বাস চালু হয়)।
84. প্রথম কোন মুসলিম সম্পাদকের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়?
➠ শেখ আলিমুল্লার সম্পাদনায় 'সমাচার সভা রাজেন্দ্র' সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয় (১৮৩১ সালের ৭ মার্চ)।
85. কলকাতার অ্যাংলো-ইন্ডিয়ানদের মুখপত্র হিসাবে দৈনিক ইংরেজি সংবাদপত্র 'ইস্ট ইন্ডিয়া' কে কোন দিন প্রকাশ করেন?
➠ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, ১৮৩১ সালের ১ জুন।
86. ২৪ পরগণা জেলায় প্রিন্স দ্বারকানাথের জমিদারি কোথায় ছিল?
➠ গড়িয়ার খাসপুর পরগনার পাটুলি, বৈষ্ণব ঘাটার রায়পুর অঞ্চলে।
87. 'বেঙ্গল চেম্বার অফ কমার্স' কোন দিন স্থাপিত হয়?
➠ ১৮৩৪ সালের ১৯ এপ্রিল।
88. প্রথম কোন বাঙালি মহিলা বিলেত থেকে ডাক্তারি পাস করে আসেন?
➠ কাদম্বিনী দেবী (১৮৯১ সালে)
89. কোন দিন লর্ড অকল্যান্ড গভর্নর জেনারেল নিযুক্ত হন?
➠ ১৮৩৬ সালের ৪ মার্চ।
90. 'ক্যালকাটা পাবলিক লাইব্রেরী' কোথায় কোন দিন প্রতিষ্ঠিত হয়?
➠ ড: এফ পি স্ট্রং-এর ১৩ নং এসপ্ল্যানেড রো-র বাড়িতে, ১৮৩৬ সালের ১১ মার্চ।
91. বাংলায় 'খেয়াল' গানের পথিকৃৎ কে?
➠ রঘুনাথ রায়।
92. কলকাতায় 'সাধারণ জ্ঞানোপার্জিকা সভা' কোন দিন স্থাপিত হয়?
➠ ১৮৩৮ সালের ১৬ মে।
93. কোন দিন ফরাসি ভাষায় আইন ও প্রশাসনের কাজকর্ম নিষিদ্ধ হয়?
➠ ১৮৩৯ সালের ১ জানুয়ারি।
94. ভারতে প্রথম কবে দাস-প্রথা আইনত নিষিদ্ধ হয়?
➠ ১৮৪৩ সালে।
95. বাংলায় টপ্পা গানের পথিকৃৎ কে?
➠ নিধুবাবু (রামনিধি গুপ্ত)
96. পার্শিরা কত সালে প্রথম ভারতে আসেন?
➠ ১৭৬৭ সালে।
97. ১৯১১ সালের আগে ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী কলকাতায় হলেও ভারতের গভর্নর জেনারেল তথা ভাইসরয় এডওয়ার্ড রবার্ট বালওয়ের (লিটন অঞ্চলের দ্বিতীয় ব্যারন ছিলেন বলে ইতিহাসে বিকৃতভাবে লর্ড লিটন নামে পরিচিত) প্রথম রাজকীয় দরবার কোথায় বসান?
➠ দিল্লিতে (ভাইসরয় জর্জ নাথানিয়েল, যিনি লর্ড কার্জন নামে ইতিহাসে পরিচিত, তিনিও দ্বিতীয় রাজকীয় দরবার বসান দিল্লিতে)।
98. ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরানোর ঘোষণা কোথায় হয়?
➠ দিল্লিতে তৃতীয় রাজকীয় দরবারে ব্রিটেনের রাজা ও রাণীর উপস্থিতিতে।
99. ১৯১২ সালে দিল্লির কোন গ্রাম খালি করে ভাইসরয়ের অট্টালিকা তৈরি হয়?
➠ রাইসিনা গ্রাম।
100. ভাইসরয়ের অট্টালিকা, যা পরে রাষ্ট্রপতি ভবন হয় তার স্থপতিকার কে ছিলেন?
➠ এডউইন ল্যান্ডসীর লুট্যেন্স।
101. দিল্লিতে ভাইসরয়ের অট্টালিকার উদ্বোধন কবে হয়?
➠ ১৯৩১ সালে।
102. ভারতবাসীদের স্বাধীনতায় উদ্ভূত করতে স্কটিশ অ্যালান অক্টাভিয়ান হিউমের ১৮৮৬ সালে লেখা গ্রন্থটির নাম কি?
➠ The Old Man's Hope.
103. স্যার ভ্যালেনটাইন চিরোল কাকে 'অশান্ত ভারতের জনক' আখ্যা দেন?
➠ লোকমান্য বাল গঙ্গাধর তিলক।
104. 'কেশরী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
➠ জি.জি. আগর্কর (পত্রিকাটি আজও পুনে থেকে বেরোয় ও ২টি সংস্করণ চলছে)।
105. ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে তিলক ও আগর্কর কেন প্রথম প্রতিবাদের ঝড় তোলেন?
➠ কোলহাপুরের রাজপুত্র চতুর্থ শিবাজীর হাত থেকে ক্ষমতা কেড়ে মহাদেও বার্ভেকে দেওয়ান নিযুক্ত করায়।
106. 'মারাট্টা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
➠ বাল গঙ্গাধর তিলক।
107. ১৮৮৩ সালে ব্রিটিশ সরকার, কোলহাপুর রাজ্য আত্মসাৎ করায় তার প্রতিবাদে লেখার জন্য তিলক ও আগর্করের কোথায় কতদিন কারাদণ্ড হয়?
➠ মুম্বাইয়ের কাছে ডঙ্গঁরি কারাগারে ১০১ দিন।
108. ফুলচাঁদ মুর্মুর নেতৃত্বে দিনাজপুরে ভারত ছাড়ো আন্দোলনে কবে পুলিশের সঙ্গে সান্তালদের সংঘর্ষ হয়?
➠ ১৯৪২ সালের ২৪ সেপ্টেম্বর।
109. মহম্মদ আলি জিন্নাহ প্রথম কোন সভায় ভারত ভাগই একমাত্র মুক্তির পথ হিসাবে তুলে ধরেন?
➠ ১৯৪০ সালে মুসলিম লিগের সভায়।
110. ভারতের জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন?
➠ ড. পিঙ্গঁলি ভেঙ্কায়া।
111. মহাত্মা গান্ধীর অসন্তোষকে গুরুত্ব না দিয়ে কার মতামতে চরকা সরিয়ে অশোক চক্রকে ভারতের জাতীয় পতাকায় স্থান দেওয়া হয়?
➠ জওহরলাল নেহেরু।
112. ভারতীয় দণ্ডবিধির খসড়া প্রথম কে করেন?
➠ টমাস ব্যাবিংটোন ম্যাকলে (এই বিধি নিষিদ্ধ হয় ১৮৬০ সালে)
113. ভারতের শাসন ব্যবস্থায় কে প্রথম সেনাবাহিনীর ওপর অসামরিক প্রশাসনকে সর্বোচ্চ স্থানে আনেন?
➠ জর্জ নাথানিয়েল কার্জন।
114. কার সঙ্গে মতদ্বৈততার জন্য জর্জ নাথানিয়েল কার্জন ভাইসরয় পর থেকে পদত্যাগ করেন?
➠ সেনাবাহিনীর কম্যান্ডার-ইন-চিফ লর্ড কিঙচেনারের সঙ্গে।
115. ভারতের ঝান্ডা গানের (ঝান্ডা উঁচা রহে হামারা) রচয়িতা কে?
➠ শ্যামলাল গুপ্তা পর্সাদ।
116. সিধু ও কানু কবে কোথায় ব্রিটিশদের বিরুদ্ধে 'গিরা'র (ধর্মীয় যুদ্ধ) ডাক দেন?
➠ ১৮৫৫ সালের ৩০ জুন ভগনাডিহি মাঠে।
117. ১৯৫৫ সালের ১৭ জুলাই মেজর ব্যারোজ'এর সৈন্যবাহিনীর সঙ্গে সাঁওতাল বিদ্রোহীদের কোথায় লড়াই হয়?
➠ পিয়ালপুরে।
118. 'খেরওয়াড় বিদ্রোহ' কবে হয়?
➠ ১৮৭১ সালে।
119. বিরসা মুন্ডা নেতৃত্বে কবে বিদ্রোহ হয়?
➠ ১৮৯৫ সালে।
120. জিতু মুর্মুর নেতৃত্বে মালদা জেলার হাবিবপুর থানার কোচাকান্দা গ্রামে কবে বিদ্রোহ হয়?
➠ ১৯৩০ সালে।
121. 'হোম রুল'এর দাবিতে লেখার জন্য বাল গঙ্গাধর তিলকের বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ আনা হলে আদালতে কে তিলকের পক্ষে সওয়াল করেন?
➠ মহম্মদ আলি জিন্নাহ।
122. কবে ভারতীয় জাতীয় কংগ্রেসে শ্রমিক-প্রজা-স্বরাজ দল প্রতিষ্ঠিত হয়?
➠ ১৯২৫ সালের ১ নভেম্বর (কাজি নজরুল ইসলাম, কুতুবুদ্দিন আহমেদ, হেমন্ত কুমার সরকার ওশামসুদ্দিন হুসেনের নেতৃত্বে)।
123. ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব কে দেন?
➠ তিলকা মাঝি।
124. কত সালে কলকাতার 'এসপ্লানেড ইস্ট' রাস্তার নাম বদলে হয় সিধু-কানু ডহর?
➠ ১৯৮৩ সালে।
125. পশ্চিমবঙ্গ সরকার কবে প্রথম 'হুল দিবস' পালন করে?
➠ ১৯৮৪ সালের ৩০ জুন।
126. শ্রমিক-প্রজা-স্বরাজ দলের সাপ্তাহিক মুখপাত্র 'লাঙ্গল' কবে প্রকাশিত হয়?
➠ ১৯২৬ সালের ২ জানুয়ারি (কাজি নজরুল ইসলামের পরিচালনায়)।
127. ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনে সান্তালদের নেতা কে ছিলেন?
➠ দূর্গা টুডু।
128. স্বরাজ্য দল কবে 'ম্যানিফেস্টো' প্রকাশ করে?
➠ ১৯২৩ সালের ১৪ অক্টোবর।
129. সিধুর ফাঁসি হয় কবে?
➠ ১৮৫৬ সালের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে (কারো মতে কানুর মৃত্যু হয় সংগ্রামপুরের যুদ্ধে)।
130. চিত্তরঞ্জন দাস বন্দী থাকায় ভারতীয় জাতীয় কংগ্রেসের ৩৬তম অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
➠ কার্যকরী সভাপতি হাকিম আজমল খাঁ।
131. সান্তাল অধ্যুষিত এলাকায় কবে 'মার্শাল ল' জারি হয়?
➠ ১৮৫৫ সালের ১০ নভেম্বর।
132. 'মোপলা বিদ্রোহ' কবে হয়?
➠ ১৯২১ সালের ২০ আগস্ট।
133. চিত্তরঞ্জন দাশকে কোন পত্রিকা 'দেশবন্ধু' আখ্যা দেয়?
➠ অমৃতবাজার পত্রিকা (ওরিয়েন্টাল জীবন বীমা কোম্পানির কলকাতার শাখার সম্পাদক বিপিনবিহারী দাশগুপ্ত ওই পত্রিকার এক চিঠিতে প্রথম 'দেশবন্ধু' আখ্যা দেন)
134. ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জনসাধারণ মোহনদাস করমচাঁদ গান্ধীকে 'মহাত্মা' উপাধি দেয়?
➠ ১৯২১ সালের ২৬-৩১ ডিসেম্বর সি. বিজয় রাঘবচারিয়ার সভাপতিত্বে নাগপুরে ৩৫তম অধিবেশনে।
135. তুরস্কের খলিফার ক্ষতিপূরণের দাবিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন আন্দোলন শুরু হয়?
➠ ১৯২১ সালের ৪-৮ সেপ্টেম্বর অসহযোগ আন্দোলন।
136. 'হান্টার কমিশন রিপোর্ট' কবে প্রকাশিত হয়?
➠ ১৯২০ সালের ২৮ মে।
137. সারা ভারতে কবে 'খিলাফৎ দিবস' পালিত হয়?
➠ ১৯১৯ সালের ১৭ অক্টোবর।
138. জাপানের প্রধানমন্ত্রী তোজো কবে প্রথম ভারতের স্বাধীনতা যুদ্ধের সমর্থন করেন?
➠ ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি।
139. ভারতীয় জাতীয় কংগ্রেস কার সভাপতিত্বে অসহযোগ আন্দোলনের কর্মসূচি নেই?
➠ লালা লাজপৎ রায়।
140. 'রাওলাট কমিটির রিপোর্ট' কবে প্রকাশিত হয়?
➠ ১৯১৮ সালের ১৯ জুলাই।
141. অ্যানি বেসান্ত কবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন?
➠ ১৯১৭ সালের ২৬-২৯ ডিসেম্বর।
142. নিখিল ভারত হোমরুল লিগ কবে প্রতিষ্ঠিত হয়?
➠ ১৯১৬ সালের ১১ অক্টোবর (অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে)।
143. আফগানিস্তানে প্রবাসী ভারতীয়দের তৈরি ভারতের প্রথম জাতীয় সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
➠ বরকত-উল্লাহ।
144. প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়?
➠ ১৯১৫ সালের ২৩ মার্চ (বিষ্ণু গণেশ পিংলে মিরাটে ধরা পড়ার পর)।
145. 'ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি' কে কবে প্রতিষ্ঠা করেন?
➠ চম্পক রমণ পিল্লাই ১৯১৪ সালের অক্টোবরে।
146. কার প্রস্তাবে ক্যালিফোর্নিয়ার 'স্বাধীনতা সংঘ'এর নাম বদলে হয় 'গদর পার্টি'?
➠ হরদয়াল।
147. প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন?
➠ হেনরী ভেরেলাস্ট।
148. ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির কোন সম্রাটের কাছ থেকে দেওয়ানি লাভ করেন?
➠ দ্বিতীয় শাহ আলম।
149. 'ছিয়াত্তরের মন্বন্তর' ইংরেজি কত সালে হয়?
➠ ১৭৭০-৭১ সালে (বাংলা ১১৭৬ সালে)।
150. বাংলার গভর্নর জেনারেল চার্লস কর্নওয়ালিসের সময় কোন সন্ধি হয়?
➠ শ্রীরঙ্গপত্তমের সন্ধি (১৭৯২ সালে)।
151. বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন্ট হেস্টিংসের সময় বিখ্যাত কোন কোন সন্ধি হয়?
➠ 'সলবাই'এর (১৭৮২ সালে), 'ম্যাঙ্গালোর'এর সন্ধি (১৭৮৪ সালে)।
152. বাংলায় দ্বৈত শাসন কবে শুরু হয়?
➠ ১৭৬৫ সালে।
153. ভারতের কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম 'অধীনতামূলক মৈত্রী নীতি' মেনে নেয়?
➠ হায়দ্রাবাদের নিজামের রাজ্য।
Read More...
Please do not enter any spam link in the comment box.