Ads Area

সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ - জুন ২০২৪

সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ - জুন ২০২৪

সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ - জুন ২০২৪
সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ - জুন ২০২৪

প্রিয় পাঠকেরা,
আজকের এই পোস্টে থাকছে ৯১টি সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ - জুন ২০২৪। সবাইকে অনুরোধ সম্পূর্ণ পোস্টটি একবার দেখার জন্য। গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে এই পোস্টটি সবাই জন্য খুবই উপকারী হবে।


সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ - জুন ২০২৪


1. ২০২১ সালে 'কলিঙ্গ ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স'এর মর্যাদাপূর্ণ 'মানবিক পুরস্কার'এ ভূষিত হলেন কে?

➠ রতন টাটা। 


2. 'আলিগড় মুসলিম ইউনিভার্সিটি'র প্রথম মহিলা উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন কে?

➠ অধ্যাপিকা নাইমা খাতুন।


3. 'করমন্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড'এর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?

➠ অরুণ আলাগাপ্পান।


4. কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?

➠ সুনীল কুমার যাদব। 


5. ভারতের প্রথম ট্রান্সশিপমেন্ট বন্দর হিসাবে কাজ করার জন্য কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের কাছ থেকে অনুমোদন পেল কোন বন্দর? 

➠ ভিজিনজাম বন্দর।


6. ভারতের প্রথম মাল্টি-পারপাস সবুজ হাইড্রোজেন পাইলট প্রকল্প চালু হল কোন রাজ্যে?

➠ হিমাচল প্রদেশ। 


7. সম্প্রতি প্রয়াত সুধীর কাকা (৮৬ বছর) কে ছিলেন?

➠ লেখক। 


8. কোন ভারতীয় উড়ান সংস্থা 'এয়ারবাস'এর কাছ থেকে ৩০টি 'এ৩৫০-৯০০' বিমান কেনার অর্ডার দিল?

➠ ইন্ডিগো। 


9. ভারতের বৃহত্তম জলবায়ু ঘড়ি কোথায় ইনস্টল করা হয়েছে? 

➠ নয়া দিল্লি। 


10. এবছর 'কেমব্রিজ ডেডিকেটেড টিচার পুরস্কার'এ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার জন্য আঞ্চলিক বিজয়ী হিসাবে মনোনীত হলেন কে? 

➠ শিক্ষিকা জিনা জাস্টাস।


11. সব অফিসারদের ডিজিটাল সই বাধ্যতামূলক করল কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল?

➠ জম্মু ও কাশ্মীর। 


12. ভারতে এই প্রথম কর্মী হিসাবে কাকে নিয়োগ করলো ওপন এআই?

➠ প্রজ্ঞা মিশ্র।


13. 'পাসপোর্ট অ্যাফোর্ডিবিলিটি ইনডেক্স'এ ভারতের স্থান কত?

➠ দ্বিতীয়। 


14. 'কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড'এর চিফ ভিজিল্যান্স অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?

➠ নিধি এস.জৈন।


15. জওয়ানদের জন্য, ভারতের সবথেকে হালকা বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি করল কোন সংস্থা?

➠ ডিআরডিও। 


16. 'বিশ্ব নৃত্য দিবস' কবে পালিত হয়?

➠ ২৯ এপ্রিল। 


17. কেন্দ্রীয় কেমিক্যালস ও পেট্রোকেমিক্যালস বিভাগের উপসচিব হিসাবে নিযুক্ত হলেন কে?

➠ অনুরাগ চন্দ্র। 


18. ৩ডি প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করল কোন শিক্ষা প্রতিষ্ঠান?

➠ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটি।


19. 'ইন্ডিয়ান ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন'এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?

➠ ড. কৃষ্ণ ইল্লা।


20. ভূমি সম্পদ বিভাগের ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে? 

➠ সর্বদানন্দ বার্নওয়াল।


21. 'সিকিউরিটিজ অ্যাপিলেট ট্রাইবোনাল'এর প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্ব নিলেন কে?

➠ অবসরপ্রাপ্ত বিচারপতি দীনেশ কুমার। 


22. 'নীলগিরি তাহর' নামে প্রাণী প্রজাতিকে রক্ষা করতে সমীক্ষা শুরু করল কোন রাজ্য?

➠ তামিলনাড়ু। 


23. এবছর ভারতের কোন ব্যাক্তি 'গোল্ডম্যান পরিবেশ পুরস্কার'এর জন্য নির্বাচিত হলেন?

➠ অলোক শুক্লা। 


24. 'নক্ষত্র সভা' নামে ভারতের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম প্রচারাভিযান চালু করল কোন রাজ্য?

➠ উত্তরাখণ্ড। 


25. আরাবল্লী পর্বতশ্রেণী থেকে অবৈধ খনন বন্ধ করার জন্য কোন রাজ্যকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?

➠ রাজস্থান। 


26. 'ন্যাশনাল জুট বোর্ড'এর সচিব হিসাবে নিযুক্ত হলেন কে? 

➠ শশী ভূষণ সিং।


27. ৫৭টি জেলায় সাইবার থানা স্থাপন করবে কোন রাজ্য? 

➠ উত্তর প্রদেশ। 


28. কোন দেশে দেবী সীতা আম্মা মন্দিরের অভিষেকের জন্য, পবিত্র 'সরযূ' নদীর জল পাঠালো ভারত?

➠ শ্রীলঙ্কা।


29. 'গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যাপিলেট ট্রাইবুনাল'এর প্রথম প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?

➠ বিচারপতি সঞ্জয় কুমার মিশ্র।


30. ভারতের প্রথম সংবিধান পার্ক কোথায় চালু হল?

➠ পুণে।


31. রামদেবের সংস্থার ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করল কোন রাজ্য?

➠ উত্তরাখণ্ড।


32. সম্প্রতি প্রয়াত বিনয় বীর (৭২ বছর) কে ছিলেন?

➠ সাংবাদিক।


33. এবছর 'হুইটলে গোল্ড পুরস্কার' পেলেন কে? 

➠ অসমের বন্যপ্রাণী জীববিজ্ঞানী ড. পূর্ণিমা দেবী বর্মন।


34. সম্প্রতি প্রয়াত উমা রামানন (৭২ বছর) কে ছিলেন? 

➠ প্লেব্যাক গায়িকা। 


35. ভারতীয় বিমানবাহিনীর ট্রেনিং কম্যান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসাবে দায়িত্ব নিলেন কে?

➠ এয়ার মার্শাল নাগেশ কাপুর।


36. ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ হিসাবে দায়িত্ব নিলেন কে?

➠ ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন।


37. ওয়েস্ট নাইল ফিভারে আক্রান্ত হয়ে মারা গেলেন কোন রাজ্যের এক ব্যক্তি? 

➠ কেরল।


38. বিশ্বের শীর্ষ ৫০টি ধনী শহরের তালিকায় স্থান পেল কোন দুই ভারতীয় শহর? 

➠ মুম্বাই ও দিল্লি।


39. তরল অক্সিজেন ও কেরোসিন দিয়ে সেমি ক্রায়োজেনিক ইঞ্জিনের একটি জ্বালানি তৈরি করল কারা?

➠ ইসরো।


40. সম্মানজনক 'সাহিত্য আকাদেমি ফেলোশিপ' পেলেন কে?

➠ রাস্কিন বন্ড।


41. ভারতে, চীনের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে?

➠ জু ফেইহং।


42. 'ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ'এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?

➠ বিবেক কোলহে।


43. কোন ৩ ভারতীয় বইয়ের পান্ডুলিপি ইউনেস্কোর 'মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড এশিয়া-প্যাসিফিক রিজিওনাল রেজিস্টার'এ জায়গা করে নিল?

➠ 'রামচরিতমানস', 'পঞ্চতন্ত্র' ও 'শারদয়ালোক-লোকানা'।


44. আন্টার্টিকায় রিসার্চ স্টেশন তৈরির পরিকল্পনা করছে কোন দেশ? 

➠ ভারত। 


45. বনের দাবানল নিয়ন্ত্রণে, 'পিরুল লাও পয়সা পাও' অভিযান শুরু করলো কোন রাজ্য? 

➠ উত্তরাখণ্ড। 


46. ২০২৩ সালে জাপানকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরবিদ্যুৎ উৎপাদক দেশে পরিণত হল কারা? 

➠ ভারত।


47. এবছর মর্যাদাপূর্ণ 'গ্লোবাল প্রাইড অফ সিন্ধি পুরস্কার' পেলেন কে?

➠ সমাজকর্মী পবন সিন্ধি। 


48. প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মুখপাত্র তৈরি করল ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রক। এই মুখপাত্রের নাম কি? 

➠ ভিক্টোরিয়া শি।


49. কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে? 

➠ সুবোধ কুমার। 


50. সম্প্রতি প্রয়াত সঙ্গীত সিভান (৬৫ বছর) কে ছিলেন?

➠ চলচ্চিত্র পরিচালক।


51. শিশুদের উন্নয়নের জন্য, 'ইউনিসেফ ইন্ডিয়া'র নতুন জাতীয় দূত হিসাবে নির্বাচিত হলেন কে?

➠ বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। 


52. ভারতের প্রথম দেশীয় মানব বিহীন বোমারু বিমান 'FWD-200B' উন্মোচন করল কোন সংস্থা? 

➠ ফ্লাইং ওয়েজ ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস টেকনোলজিস।


53. 'টাটা ইলেকট্রনিক্স'এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?

➠ এন.চন্দ্রশেখরন।


54. এবছর 'গ্লোবাল এক্সেলেন্স পুরস্কার' পেলেন কে?

➠ প্রখ্যাত শিক্ষাবিদ চন্দ্রকান্ত সতিজা।


55. 'জাতীয় প্রযুক্তি দিবস' কবে পালিত হয়?

➠ ১১ মে।


56. সম্মানজনক 'পিএসইউ সমর্পন পুরস্কার' পেলেন কে?

➠ হেমন্ত খাত্রী।


57. ইরানের 'চাবাহার বন্দর'এর একটি টার্মিনাল পরিচালনার জন্য ১০ বছরের চুক্তি স্বাক্ষর করল কোন দেশ?

➠ ভারত।


58. বিশ্বে প্রথম উচ্চ গতির ৬জি প্রোটোটাইপ ডিভাইস চালু করল কোন দেশ?

➠ জাপান।


59. বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিষ্কাশনের জন্য বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট চালু হল কোন দেশে?

➠ আইসল্যান্ড।


60. বিশ্বের কোন শহর ই-গেমারদের জন্য দীর্ঘমেয়াদী ভিসা চালু করল?

➠ দুবাই।


61. চাঁদের মাটিতে রেললাইন বসিয়ে তাতে ট্রেন চালানোর পরিকল্পনা করছে কোন মহাকাশ সংস্থা?

➠ নাসা।


62. 'ইউনাইটেড নেশনস ফোরাম অন ফরেস্টস'এর ১৯ তম অধিবেশন কোথায় হয়েছে? 

➠ নিউইয়র্ক।


63. আরব সাগরের হাঙর ও রে মাছের ওপর যৌথভাবে গবেষণা করবে কোন কোন দেশ?

➠ ভারত ও ওমান।


64. মহিলাদের বিরুদ্ধে হিংসার মোকাবিলা করতে, প্রথম আইন গ্রহণ করল কোন সংস্থা?

➠ ইউরোপীয় ইউনিয়ন।


65. পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম কি?

➠ আইকিউব কামার।


66. 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট সিস্টেম'এর জন্য, বিশ্বে প্রথম ISO 42001:2023 পেল কোন কোম্পানি?

➠ ইনফোসিস।


67. এই নিয়ে ২৯ বার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ 'মাউন্ট এভারেস্ট' আরোহণ করলেন কে?

➠ কামি রিতা শেরপা।


68. রাশিয়ার প্রধানমন্ত্রী এখন কে?

➠ মিখাইল মিশুস্টিন।


69. রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন কে? 

➠ আন্দ্রেই বেলোসভ।


70. 'চাকিসাউরাস নেকুল' নামে একটি নতুন মাঝারি আকারের তৃণভোজী ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করলেন কোন দেশের বিজ্ঞানীরা?

➠ আর্জেন্টিনা।


71. গর্ভপাতের সময়সীমা বাড়িয়ে ১৮ সপ্তাহ করতে চলেছে কোন দেশ?

➠ ডেনমার্ক।


72. স্কটল্যান্ডের সপ্তম ফার্স্ট মিনিস্টার হিসাবে শপথ নিলেন কে?

➠ জন সুইনি।


73. সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন কে?

➠ জেরেমিয়া মানেলে।


74. 'বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস' কবে পালিত হয়?

➠ ৩ মে।


75. 'আইকিউএয়ার'এর তথ্য অনুসারে, বিশ্বের 'অস্বাস্থ্যকর বাতাস' যুক্ত শহরের তালিকায় শীর্ষস্থান পেল কারা?

➠ নেপালের কাঠমান্ডু। 


76. 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এনার্জি'র ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?

➠ মোহাম্মদ রিহান।


77. যানবাহন আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কোন দেশ?

➠ শ্রীলঙ্কা।


78. বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কোথায় তৈরি হতে চলেছে? 

➠ দুবাই। 


79. 'এনটিপিসি লিমিটেড'এর চিফ ভিজিল্যান্স অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?

➠ রশ্মিতা ঝা।


80. দেশীয় প্রযুক্তিতে তৈরি ডুবোজাহাজ বিধ্বংসী অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র 'সুপারসনিক মিসাইল-অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো' তথা 'স্মার্ট'এর সফল পরীক্ষা করল কারা?

➠ ডিআরডিও। 


81. ভারতের দু'টি বড় মসলার ব্র্যান্ড 'এমডিএইচ' ও 'এভারেস্ট মসলা'র কিছু পণ্য নিষিদ্ধ করল কোন ২ দেশ?

➠ সিঙ্গাপুর ও হংকং। 


82. বিশ্বের সবথেকে ছোট ভাষার এআই মডেল 'ফি-৩-মিনি' আনলো কারা? 

➠ মাইক্রোসফট।


83. ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কে? 

➠ প্রবোও সুবিয়ান্তো।


84. ৬০ বছর বয়সে 'মিস ইউনিভার্স বুয়েনস আয়ার্স'এর খেতাব জিতলেন কে?

➠ আলেজান্দ্রা মারিসা রড্রিগেজ।


85. এবছর 'বিশ্ব এনার্জি কংগ্রেস' কোথায় হয়েছে?

➠ নেদারল্যান্ডস। 


86. এবছর মর্যাদাপূর্ণ বর্ষসেরা 'ওয়ার্ল্ড প্রেস ফটো'র পুরস্কার পেলেন কে?

➠ 'রয়টার্স'এর ফটোগ্রাফার মোহাম্মদ সালেম।


87. সমলীঙ্গ সম্পর্ককে অপরাধ হিসাবে চিহ্নিত করে আইন পাস হল কোন দেশের পার্লামেন্টে?

➠ ইরাক।


88. নতুন 'কামিকাজে' ড্রোন উন্মোচন করলো কোন দেশ?

➠ ইরান। 


89. পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কে?

➠ ইশাক দার।


90. 'ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন'এর সদস্য হিসাবে নিযুক্ত হলেন কারা?

➠ এ.গণেশ কুমার ও দেবাশীষ কুন্ডু। 


91. এবছর 'জি-৭ সম্মেলন' আয়োজন করবে কোন দেশ? 

➠ ইতালি।



Read More...

Online GK Mock Test in Bengali Part

History GK Questions Answers in Bengali

Kolkata Police Constable Mock Test in Bengali


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad