বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 83
বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 83 |
বাংলা জিকে ডায়েরি 📘
বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali - 83 পর্বে বিভিন্ন বিষয় থেকে ৩০টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
এই পর্বগুলি সমস্ত ধরনের পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
বাংলা GK প্রশ্ন উত্তর | Lucent GK in Bengali
১। রাসায়নিকভাবে সবথেকে সক্রিয় উপাদান কোনটি?
➥ ফ্লুওরিন।
২। 'মসলার রানি' বলে পরিচিত-
➥ এলাচ।
৩। 'হোডোফোবিয়া' বলতে কোন বিষয়ে ভয়কে বোঝায়?
➥ ভ্রমণ।
৪। তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
➥ জিঙ্ক।
৫। কোন ধাতু 'সাদা সোনা' নামেও পরিচিত?
➥ প্ল্যাটিনাম।
৬। অপটিক্যাল ফাইবার প্রযুক্তি পদার্থবিদ্যার কোন নীতির ওপর কাজ করে?
➥ আলোর মোট অভ্যন্তরীণ প্রতিফলন।
৭। ভিটামিন 'এ', 'ডি' ও 'সি'কে যথাক্রমে বলা হয়-
➥ রেটিনল, ক্যালসিফেরল ও অ্যাসকরবিক অ্যাসিড।
৮। 'হিউম্যান প্যাপিলোমা ভাইরাস' কোন রোগের সঙ্গে সম্পর্কিত?
➥ সার্ভিক্যাল ক্যান্সার।
৯। জীব বিজ্ঞানের কোন শাখাটি আণুবীক্ষণিক জীবের অধ্যয়নের জন্য পরিচিত?
➥ মাইক্রোবায়োলজি।
১০। পোলিশ জৈব রসায়নবিদ ক্যাসিমির ফাঙ্ক'কে কোন ধারণাটির প্রথম প্রণয়নের জন্য কৃতিত্ব দেওয়া হয়?
➥ ভিটামিন।
১১। স্বাধীনতার পর ভারতের প্রথম প্রতিরক্ষামন্ত্রী ছিলেন-
➥ সর্দার বলদেব সিং।
১২। 'Springing Tiger : A Study of a Revolutionary' কার ওপর একটি জীবনীমূলক রচনা?
➥ সুভাষচন্দ্র বসু।
১৩। কাকে 'আধুনিক ভারতের নির্মাতা' বলা হয়?
➥ রাজা রামমোহন রায়।
১৪। জাহাঙ্গীর কোন সালে ভারতে বাণিজ্য প্রতিষ্ঠান স্থাপনের জন্য 'ইস্ট ইন্ডিয়া কোম্পানি'কে সনদ জারি করেন?
➥ ১৬১৭ সাল।
১৫। 'ধোলাভিরা' প্রত্নস্থলের সবথেকে অনন্য বৈশিষ্ট্য হল-
➥ এর শহরগুলিকে ৩ ভাগে ভাগ করা হয়েছিল।
১৬। বৌদ্ধধর্ম সম্পর্কিত নাগাসেন ও মেনান্দার-১'এর মধ্যে কথোপকথনটি কোন বইতে লিপিবদ্ধ আছে?
➥ মিলিন্দ পনহো।
১৭। মৎস্য মহাজনপদের রাজধানী বিরাটনগর কোন অঞ্চলে অবস্থিত?
➥ রাজস্থানের জয়পুর।
১৮। ভারতে খাঁটি আরবি মুদ্রা জারি করা প্রথম শাসক ছিলেন-
➥ ইলতুৎমিস।
১৯। ভক্তি সাধক রামানুজাচার্য কোন দেবতার ভক্ত ছিলেন?
➥ বিষ্ণু।
২০। দিল্লির প্রথম কোন সুলতান নগদে ভূমি রাজস্ব আদায় করেন?
➥ আলাউদ্দিন খিলজী।
২১। আন্দামান ও নিকোবর দ্বীপের উপকূল রেখা সহ ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য কত?
➥ ৭৫১৭ কিলোমিটার।
২২। রংপো-সিভক রেলওয়ে লাইন ভারতের কোন দুটি রাজ্যকে সংযুক্ত করে?
➥ পশ্চিমবঙ্গ ও সিকিম।
২৩। ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি?
➥ আরাবল্লী।
২৪। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?
➥ লোধ জলপ্রপাত (বুরহা নদী)।
২৫। 'বাবাবুদান' পাহাড় ও 'কুদ্রেমুখ'এর লৌহ আকরিক প্রধানত কোন বন্দরের মাধ্যমে ইরানে পরিবাহিত হয়?
➥ ম্যাঙ্গালোর বন্দর।
২৬। ভারতের কোন রাজ্যে জৈন জনসংখ্যা সবথেকে বেশি?
➥ মহারাষ্ট্র।
২৭। আন্দামান ও নিকোবর দ্বীপের সরকারি ভাষা কোনটি?
➥ হিন্দি।
২৮। ভারতের কোন রাজ্যে শহুরে জনসংখ্যার ঘনত্ব সবথেকে বেশি?
➥ মহারাষ্ট্র।
২৯। 'ভূপেন হাজারিকা সেতু', যা 'ধোলা-সাদিয়া সেতু' নামে পরিচিত, এটি অসম ও কোন রাজ্যকে সংযুক্ত করে?
➥ অরুণাচল প্রদেশ।
৩০। ভারতের দীর্ঘতম বাঁধ হল-
➥ হীরাকুঁদ।
আরো পড়ুন...
➜ Important Concepts - Geographical Indication
➜ Important Concepts - Forest Fires in the Himalayas
Please do not enter any spam link in the comment box.