Ads Area

History GK Questions Answers in Bengali Part 8 - ইতিহাস জিকে প্রশ্ন উত্তর

History GK Questions Answers in Bengali Part 8 - ইতিহাস জিকে প্রশ্ন উত্তর

History GK Questions Answers in Bengali Part 8 - ইতিহাস জিকে প্রশ্ন উত্তর
History GK Questions Answers in Bengali Part 8 - ইতিহাস জিকে প্রশ্ন উত্তর

নমস্কার বন্ধুরা,

এই পেজে আপনাদের জন্য থাকছে History GK Questions Answers in Bengali Part 8 যেখানে কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস জিকে প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে।


History General Knowledge Questions and Answers প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন - WBCS, RRB, BANK, PSC, SSC, MTS, CGL, CHSL, POLICE ইত্যাদিতে আসতে দেখা যায়। History GK Questions Answers in Bengali এর প্রতিটি পর্ব বাছাই করা ইতিহাস জিকে প্রশ্ন উত্তর নিয়ে বানানো হয়েছে। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় History GK Questions একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


History GK Questions Answers in Bengali Part 8 এ তাই Competitive Exams বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য Indian History থেকে MCQs আকারে গুরুত্বপূর্ণ ১৫টি ইতিহাস জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল। প্রশ্নগুলি একবার ভালো করে দেখে নিন।




History GK Questions Answers in Bengali


1. কোন গুপ্ত সম্রাট একজন বিশেষজ্ঞ বিনা বাদক ছিলেন?





উত্তরঃ (B) সমুদ্রগুপ্ত

 

2. সুলতানি বংশের কোন রাজা গাজী নামে পরিচিত ছিল?





উত্তরঃ (A) বলবন

 

3. প্লাটিয়ার গ্রিক রাষ্ট্রদূত ডেইমাকাস মগধের নিচের কোন শাসকের দরবারে গিয়েছিলেন?





উত্তরঃ (C) বিন্দুসার

 

4. "Father of Indian Unrest" নামে কে পরিচিত ছিল?





উত্তরঃ (C) বালগঙ্গাধর তিলক

 

5. 1928 সালে কোন ব্রিটিশ কমিশন ভারতে আসে?





উত্তরঃ (A) সাইমন কমিশন

 

6. Pacific Coast of Hindustan Association কত‌ সালে তৈরি‌ হয়?





উত্তরঃ (C) 1910

 

7. তিন কাঠিয়া প্রথা কোন আন্দোলনের সাথে জড়িত?





উত্তরঃ (A) চম্পারন সত্যাগ্রহ

 

8. সুভ্রমণিয়াম আইয়ের কোন আন্দোলনের সাথে যুক্ত?





উত্তরঃ (D) হোম রুল আন্দোলন

 

9. রণথম্ভোর দুর্গ কোথায় রয়েছে?





উত্তরঃ (C) রাজস্থান

 

10. কোন মুঘল সম্রাট একজন ভালো বিনা বাদক ছিলেন?





উত্তরঃ (A) ঔরঙ্গজেব

 

11. All India Home Rule Association কে গঠন করেন?





উত্তরঃ (D) অ্যানি বেসান্ত

 

12. মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?





উত্তরঃ (B) 1906

 

13. Nationalist Theory কোন ঘটনার সাথে যুক্ত?





উত্তরঃ (D) জাতীয় কংগ্রেসের উৎপত্তি

 

14. গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় করেছিল?





উত্তরঃ (A) বিহার

 

15. Black Magic এর কথা কোন বেদে উল্লেখ আছে?





উত্তরঃ (C) অথর্ববেদ



Read More...

History GK Questions Answers in Bengali Part 7

History GK Questions Answers in Bengali Part 6

History GK Questions Answers in Bengali Part 5



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad