Ads Area

History GK MCQs in Bengali Part 5 - Indian History MCQs - ইতিহাস জিকে প্রশ্ন উত্তর

History GK MCQs in Bengali Part 5 - Indian History MCQs - ইতিহাস জিকে প্রশ্ন উত্তর

History GK MCQs in Bengali Part 5
History GK MCQs in Bengali Part 5

নমস্কার বন্ধুরা,

'বাংলা জিকে ডায়েরি'র এই পেজে আপনাদের জন্য থাকছে History GK MCQs in Bengali Part 5 যেখানে কিছু গুরুত্বপূর্ণ Indian History MCQs আলোচনা করা হয়েছে।


ভারতীয় ইতিহাস থেকে প্রচুর প্রশ্ন প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন - WBCS, RRB, BANK, PSC, SSC, MTS, CGL, CHSL, POLICE ইত্যাদিতে আসতে দেখা যায়। History GK MCQs in Bengali Part 5 এ তাই Competitive Exams এর জন্য Indian History থেকে MCQs আকারে গুরুত্বপূর্ণ ১৫টি ইতিহাস জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল। প্রশ্নগুলি একবার ভালো করে দেখে নিন।



আরও পড়ুন...

History GK for Competitive Exam (All Part)




History GK MCQs in Bengali Part 5 ::

 

1. 1928 সালে কোন ব্রিটিশ কমিশন ভারতে আসে?





উত্তরঃ (A) সাইমন কমিশন

 

2. "Father of Indian Unrest" নামে কে পরিচিত ছিল?





উত্তরঃ (C) বালগঙ্গাধর তিলক

 

3. Pacific Coast of Hindustan Association কত সালে তৈরি হয়?





উত্তরঃ (A) 1912

 

4. তিন কাঠিয়া প্রথা কোন আন্দোলনের সাথে জড়িত?





উত্তরঃ (A) চম্পারন সত্যাগ্রহ

 

5. নিম্নলিখিতগুলির মধ্যে কে লন্ডনে তিনটি গোলটেবিল সম্মেলনে যোগদান করেছিলেন?





উত্তরঃ (B) বি আর আম্বেদকর

 

6. আধুনিক ভারতের জনক নামে কে পরিচিত ছিল?





উত্তরঃ (C) রাজা রামমোহন রায়

 

7. বক্সারের যুদ্ধের খরচা ৫০ লক্ষ টাকা, এই টাকা রবার্ট ক্লাইভ কার কাছে দাবি করেছিল?





উত্তরঃ (A) সুজাউদ্দৌলা

 

8. মহম্মদ-বিন-কাসিম কত সালে সিন্ধু জয় করেন?





উত্তরঃ (A) 712 AD

 

9. কোন যুদ্ধে ভারতে মুসলিম শক্তির গোড়াপত্তন হয়েছিল?





উত্তরঃ (B) তরাইনের দ্বিতীয় যুদ্ধ

 

10. গীতা কে ফার্সি ভাষায় অনুবাদ করেন?





উত্তরঃ (C) দারাশিকো

 

11. আকবরের দরবারে একমাত্র কোন হিন্দু দীন-ই-ইলাহী গ্রহণ করেছিলেন?





উত্তরঃ (B) বীরবল

 

12. কিলোখরী কে নির্মাণ করেছিলেন?





উত্তরঃ (A) বলবন

 

13. প্রথম কোন মুসলিম মহিলা উত্তর ভারত শাসন করেছিলেন?





উত্তরঃ (A) রাজিয়া সুলতানা

 

14. তাম্রমুদ্রা "জিতল" কে প্রবর্তন করেন?





উত্তরঃ (B) ইলতুৎমিস

 

15. মহাত্মা গান্ধী সর্বপ্রথম সত্যাগ্রহের কৌশল কোথায় প্রয়োগ করেন?





উত্তরঃ (D) সাউথ আফ্রিকা





Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad