Bangla GK Question Answer Part 26 - জিকে প্রশ্ন ও উত্তর
Bangla GK Question Answer Part 26 |
নমস্কার বন্ধুরা,
Bangla GK Question Answer Part 26 এ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে 32টি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করা হল।
জিকে প্রশ্ন ও উত্তর প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। বাংলা জিকে ডায়েরি এর এই পেজে তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য গুরুত্বপূর্ণ কিছু Bangla GK Question Answer দেওয়া হল।
এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব Bangla GK Question Answer যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষা প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য GK Question Answer দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
আরো পড়ুন...
➜ জিকে প্রশ্ন ও উত্তর (All Part)
Bangla GK Question Answer Part 26 ::
১) RAW প্রতিষ্ঠিত হয় কবে?
➨ ১৯৬৮
২) 'বাবারনামা'র রচয়িতা কে?
➨ বাবর
৩) গদর পার্টির সদর দপ্তরের নাম কি ছিল?
➨ যুগান্তর আশ্রম
৪) কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন?
➨ চিত্তরঞ্জন দাস
৫) হস্তিগুম্ফা লিপি থেকে কোন রাজা সম্পর্কে তথ্য পাওয়া যায়?
➨ খারবেল
৬) মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার কোন সাল থেকে শুরু হয়?
➨ ১৯৯৫
৭) হাইড্রোলিক পাম্প কোন নীতিতে কাজ করে?
➨ পাস্কালের নীতি
৮) আগস্ট অফার ঘোষণা হয়েছিল কত সালে?
➨ ১৯৪০
৯) নো টোব্যাকো ডে কবে পালিত হয়?
➨ ৩১ মে
১০) ভিটামিন E এর রাসায়নিক নাম কি?
➨ টোকোফেরল
১১) সাতবাহনদের রাজধানী কোথায় ছিল?
➨ পৈথান
১২) হাইড্রোজেন বোমা কোন নীতিতে কাজ করে?
➨ নিউক্লিয়ার ফিউসন
১৩) টায়ালিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
➨ লালাগ্রন্থি
১৪) দিয়ারা দেখা যায় কোন জেলায়?
➨ মালদা
১৫) ভারতের কোন পোর্ট, 'কফি পোর্ট' নামে পরিচিত?
➨ ম্যাঙ্গালোর
১৬) রমনাবাগান অভয়ারণ্য কোথায় অবস্থিত?
➨ বর্ধমান
১৭) চৈতন্যদেব কার সময়কালে জন্মগ্রহণ করেন?
➨ আলাউদ্দিন হোসেন শাহ
১৮) ফোরিয়া সেন্ট্রালিস দেহের কোথায় দেখা যায়?
➨ চোখ
১৯) কোন ক্ষেত্রে বি সি রায় পুরস্কার দেওয়া হয়?
➨ চিকিৎসা
২০) ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?
➨ রমা দেবী
২১) রাষ্ট্রপতি নির্বাচনের বিরোধ এর নিষ্পত্তি কে করেন?
➨ সুপ্রিম কোর্ট
২২) কার্যের ব্যবহারিক একক কি?
➨ জুল
২৩) হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত?
➨ লোথাল
২৪) ১৬২১ খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের কোথায় প্রথম ঘাঁটি করে?
➨ সুরাট
২৫) কে বলেছিল আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে?
➨ জি কে গোখলে
২৬) খোদা-ই-খিদমদগার কে প্রতিষ্ঠা করেন?
➨ আব্দুল গফফর খান
২৭) ভারতের স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত?
➨ 597 ft
২৮) 2022 কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হলো?
➨ ইংল্যান্ড
২৯) ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কোথায় অবস্থিত?
➨ বেঙ্গালুরু
৩০) কোন দেশের রাজধানী মানামা?
➨ বাহরিন
৩১) স্ম্যাশ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত?
➨ ব্যাডমিন্টন
৩২) আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি কোন তরলের?
➨ জলের
Read More...
◾ History GK MCQs in Bengali Part 5 - Indian History MCQs - ইতিহাস জিকে প্রশ্ন উত্তর
◾ ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্য - Famous Architectures of India in Bengali
◾ 1000+ Geography GK MCQ in Bengali - ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৩
Please do not enter any spam link in the comment box.