Ads Area

1000+ Geography GK MCQ in Bengali - ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৩ | Geography GK in Bengali

1000+ Geography GK MCQ in Bengali - ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৩ | Geography GK in Bengali

ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৩
ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৩


বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভূগোল থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। পৃথিবীর ভূগোল, আন্তর্জাতিক ভূগোল, ভারতের ভূগোল প্রশ্ন উত্তর, ভূগোল gk, পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর এইসব বিষয় থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন প্রতিটি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই প্রয়োজন।


Geography mcq in bengali, ভারতের ভূগোল mcq, পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর, ভূগোল GK, ভূগোল mcq প্রশ্ন উত্তর, ভূগোল প্রশ্ন ও উত্তর 2022, ভারতের ভূগোল কুইজ, ভারতের ভূগোল mcq for wbcs, পশ্চিমবঙ্গের ভূগোল mcq ইত্যাদি সমস্ত টপিকগুলি আমরা এই সিরিজের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসব।


এই সিরিজে আমরা ১০০০+ ভূগোলের প্রশ্ন, যেগুলি আগামী সরকারী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলি আপনাদের জন্য নিয়ে আসব। আজ আপনাদের জন্য ভূগোল জিকে প্রশ্ন উত্তর পর্ব - ৩ শেয়ার করলাম যেখানে ২০ টি গুরুত্বপূর্ণ Geography GK MCQ in Bengali দেওয়া হয়েছে। প্রশ্নগুলো একবার ভালো করে দেখে নিন আর দেখুন কতগুলি উত্তর আপনার জানা আছে।



READ MORE




ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৩


 

1. শিবসমুদ্র কোন নদী দ্বারা গঠিত একটি জলপ্রপাত?





উত্তরঃ (C) Kaveri

 

2. মধ্যপ্রদেশে অবস্থিত ইন্দিরা সাগর বাঁধ নিচের কোন নদীর উপর নির্মিত?





উত্তরঃ (C) Narmada

 

3. ভারতের নিচের কোন রাজ্যে ল্যাটেরাইট মাটি পাওয়া যায়?





উত্তরঃ (D) Karnataka and Tamil Nadu

 

4. উত্তর-দক্ষিণ দিকে সাজানো হলে এই নদীগুলির সঠিক ক্রম হল:
১. কিষেণগঙ্গা, ২. গঙ্গা, ৩. ওয়াইনগঙ্গা, ৪. পেনগঙ্গা





উত্তরঃ (A) ১ ২ ৩ ৪

 

5. নিচের কোন নদী অববাহিকায় কয়লাবাহী নেই?





উত্তরঃ (B) Gangetic basin

 

6. জোজি লা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত?





উত্তরঃ (A) Jammu and Kashmir

 

7. ভারতের পেট্রোলিয়ামের অন্যতম প্রধান উৎস অঙ্কলেশ্বর কোন রাজ্যে অবস্থিত?





উত্তরঃ (B) Gujarat

 

8. বিজোড়টি খুঁজুন?





উত্তরঃ (A) Bhakra-Nangal ➙ Sutlej

 

9. নিচের কোন সমুদ্র বন্দরটি কচ্ছ্য উপসাগরের পূর্বদিকে অবস্থিত?





উত্তরঃ (A) Cambay

 

10. কুডাপ্পা রেঞ্জ কোন কোন জায়গার মধ্যে রয়েছে?





উত্তরঃ (C) Godavari and Palkonda range

 

11. দাক্ষিণাত্য লাভা অঞ্চলটি গঠিত হয়েছিল কোন যুগে?





উত্তরঃ (A) Cretsteous period

 

12. নিম্নলিখিত নদীগুলিকে তাদের উৎপত্তিস্থলের সাথে মেলান:

1. Jhelum .......... A. Near Rohtang pass

2. Satluj .......... B. Verinag

3. Ravi .......... C. Beas Kund

4. Beas .......... D. Rakas Lake





উত্তরঃ (C) 1B, 2D, 3A, 4C

 

13. নিচের কোনটি সিন্ধু নদীর উপনদী নয়?





উত্তরঃ (D) Musi

 

14. একটি মেগালোপলিশের জনসংখ্যা কমপক্ষে-





উত্তরঃ (D) 1,00,00,000

 

15. দক্ষিণ ভারতে প্রচুর সংখ্যক জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে, কারণ-





উত্তরঃ (B) there are large number of waterfalls

 

16. আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কী বোঝায়?





উত্তরঃ (B) It is the 180° longitude

 

17. ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য কোন স্কেল ব্যবহৃত হয়?





উত্তরঃ (A) Richter scale

 

18. মিয়েন্ডার তৈরীর মাধ্যমে যে হ্রদ সৃষ্টি হয় তাকে কি বলে?





উত্তরঃ (C) Ox-Bow Lake

 

19. নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে চম্বল নদী প্রবাহিত হয় না?





উত্তরঃ (D) Gujarat

 

20. বিদর্ভ অঞ্চলের বেশিরভাগ অংশ কোন রাজ্যে অবস্থিত?





উত্তরঃ (B) Maharashtra




More Important GK Link
ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ১ Click Here
ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ২ Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad