1000+ Geography GK MCQ in Bengali - ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৪ | Geography GK in Bengali
ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৪ |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভূগোল থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। পৃথিবীর ভূগোল, আন্তর্জাতিক ভূগোল, ভারতের ভূগোল প্রশ্ন উত্তর, ভূগোল gk, পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর এইসব বিষয় থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন প্রতিটি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই প্রয়োজন।
Geography mcq in bengali, ভারতের ভূগোল mcq, পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর, ভূগোল GK, ভূগোল mcq প্রশ্ন উত্তর, ভূগোল প্রশ্ন ও উত্তর 2022, ভারতের ভূগোল কুইজ, ভারতের ভূগোল mcq for wbcs, পশ্চিমবঙ্গের ভূগোল mcq ইত্যাদি সমস্ত টপিকগুলি আমরা এই সিরিজের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসব।
এই সিরিজে আমরা ১০০০+ ভূগোলের প্রশ্ন, যেগুলি আগামী সরকারী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলি আপনাদের জন্য নিয়ে আসব। এই পেজে আপনাদের জন্য ভূগোল জিকে প্রশ্ন উত্তর পর্ব - ৪ শেয়ার করলাম যেখানে ২০ টি গুরুত্বপূর্ণ Geography GK MCQ in Bengali দেওয়া হয়েছে। প্রশ্নগুলো একবার ভালো করে দেখে নিন আর দেখুন কতগুলি উত্তর আপনার জানা আছে।
READ MORE
▶ ভারতের গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রগুলির তালিকা
▶ ভারতের উল্লেখযোগ্য হ্রদগুলির নামের তালিকা
▶ বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখার তালিকা
▶ ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ শিলালিপি গুলির তালিকা PDF
▶ 180+ বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি, সাহিত্যিক ও লেখকদের ছদ্মনাম
ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৪
1. কাশ্মীর উপত্যকা হিমালয়ের একমাত্র সমতল ভূমি। কোন নদী এই সমতল সমভূমি গঠন করেছে?
2. নিচের কোনটির জন্য পশ্চিমবঙ্গের মালদা জেলা বিখ্যাত?
3. 'Formal Region' নিচের কোনটি?
4. নদীপথে সস্তা পরিবহনের মাধ্যমে মার্মাগাঁও বন্দর, অভ্যন্তরীণ কোন নদীর সাথে যুক্ত?
5. কত সালে গোয়া, দমন ও দিউ পর্তুগিজদের অধিকার থেকে মুক্ত হয়?
6. মার্বেল কোন পাথরের রূপান্তরিত রূপ?
7. গ্রীষ্মকালীন তৃণভূমি (Tropical Grassland) বলা হয় নিচের কোনটিকে?
8. ভারতে উত্তর-পূর্ব বাণিজ্য বায়ুর কারণে নিচের কোনটি ঘটে থাকে?
9. বন সাগর প্রকল্প (Ban Sagar Project) কোন নদীর উপর অবস্থিত?
10. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি থেকে ভারতে জোয়ার-ভাটার শক্তি ব্যবহার করার সম্ভাবনা রয়েছে?
11. নিচের কোন বাঁধটি সেচের জন্য নয়?
12. হীরার খনিগুলি কোথায় অবস্থিত?
13. নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের সবচেয়ে বেশি কফি উৎপাদক?
14. দামোদর নদীর উৎপত্তিস্থল কোথায়?
15. নিম্নলিখিত রাজ্যগুলি বিবেচনা করুন:
1. ত্রিপুরা
2. মিজোরাম
3. মেঘালয়
4. মনিপুর
উপরের রাজ্যগুলির ক্ষেত্রফল বৃদ্ধির সঠিক ক্রমটি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির দ্বারা দেখানো হয়েছে?
16. নিচের কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়?
17. নিচের কোন কোন নদী বিহারে গঙ্গার সাথে মিলিত হয়েছে?
1. Ghaghra, 2. Gandak, 3. Son, 4. Punpun
18. ভারতের প্রথম সার কারখানা কোথায় স্থাপন করা হয়?
19. ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম?
20. লোহিত সাগরের সাথে ভূমধ্যসাগরকে কোন খাল সংযোগ করেছে?
More Important GK | Link |
---|---|
ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ১ | Click Here |
ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ২ | Click Here |
ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৩ | Click Here |
Please do not enter any spam link in the comment box.