Ads Area

1000+ Geography GK MCQ in Bengali - ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৪ | Geography GK in Bengali

1000+ Geography GK MCQ in Bengali - ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৪ | Geography GK in Bengali

ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৪
ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৪

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভূগোল থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। পৃথিবীর ভূগোল, আন্তর্জাতিক ভূগোল, ভারতের ভূগোল প্রশ্ন উত্তর, ভূগোল gk, পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর এইসব বিষয় থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন প্রতিটি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই প্রয়োজন।


Geography mcq in bengali, ভারতের ভূগোল mcq, পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর, ভূগোল GK, ভূগোল mcq প্রশ্ন উত্তর, ভূগোল প্রশ্ন ও উত্তর 2022, ভারতের ভূগোল কুইজ, ভারতের ভূগোল mcq for wbcs, পশ্চিমবঙ্গের ভূগোল mcq ইত্যাদি সমস্ত টপিকগুলি আমরা এই সিরিজের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসব।


এই সিরিজে আমরা ১০০০+ ভূগোলের প্রশ্ন, যেগুলি আগামী সরকারী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলি আপনাদের জন্য নিয়ে আসব। এই পেজে আপনাদের জন্য ভূগোল জিকে প্রশ্ন উত্তর পর্ব - ৪ শেয়ার করলাম যেখানে ২০ টি গুরুত্বপূর্ণ Geography GK MCQ in Bengali দেওয়া হয়েছে। প্রশ্নগুলো একবার ভালো করে দেখে নিন আর দেখুন কতগুলি উত্তর আপনার জানা আছে।



READ MORE




ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৪


 

1. কাশ্মীর উপত্যকা হিমালয়ের একমাত্র সমতল ভূমি। কোন নদী এই সমতল সমভূমি গঠন করেছে?





উত্তরঃ (D) Jhelum

 

2. নিচের কোনটির জন্য পশ্চিমবঙ্গের মালদা জেলা বিখ্যাত?





উত্তরঃ (A) Sericulture

 

3. 'Formal Region' নিচের কোনটি?





উত্তরঃ (D) Assam Valley

 

4. নদীপথে সস্তা পরিবহনের মাধ্যমে মার্মাগাঁও বন্দর, অভ্যন্তরীণ কোন নদীর সাথে যুক্ত?





উত্তরঃ (A) Zuari and Mandovi

 

5. কত সালে গোয়া, দমন ও দিউ পর্তুগিজদের অধিকার থেকে মুক্ত হয়?





উত্তরঃ (A) 1961

 

6. মার্বেল কোন পাথরের রূপান্তরিত রূপ?





উত্তরঃ (D) Limestone

 

7. গ্রীষ্মকালীন তৃণভূমি (Tropical Grassland) বলা হয় নিচের কোনটিকে?





উত্তরঃ (C) Savanah

 

8. ভারতে উত্তর-পূর্ব বাণিজ্য বায়ুর কারণে নিচের কোনটি ঘটে থাকে?





উত্তরঃ (B) Winter rains in Chennai

 

9. বন সাগর প্রকল্প (Ban Sagar Project) কোন নদীর উপর অবস্থিত?





উত্তরঃ (C) Sone

 

10. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি থেকে ভারতে জোয়ার-ভাটার শক্তি ব্যবহার করার সম্ভাবনা রয়েছে?





উত্তরঃ (A) Gulf of Cambay

 

11. নিচের কোন বাঁধটি সেচের জন্য নয়?





উত্তরঃ (B) Sivasamudram

 

12. হীরার খনিগুলি কোথায় অবস্থিত?





উত্তরঃ (C) Madhya Pradesh

 

13. নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের সবচেয়ে বেশি কফি উৎপাদক?





উত্তরঃ (C) Karnataka

 

14. দামোদর নদীর উৎপত্তিস্থল কোথায়?





উত্তরঃ (D) Chota nagpur

 

15. নিম্নলিখিত রাজ্যগুলি বিবেচনা করুন:
      1. ত্রিপুরা
      2. মিজোরাম
      3. মেঘালয়
      4. মনিপুর
উপরের রাজ্যগুলির ক্ষেত্রফল বৃদ্ধির সঠিক ক্রমটি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির দ্বারা দেখানো হয়েছে?





উত্তরঃ (D) 1, 2, 4, 3

 

16. নিচের কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়?





উত্তরঃ (C) Uttarkashi

 

17. নিচের কোন কোন নদী বিহারে গঙ্গার সাথে মিলিত হয়েছে?
1. Ghaghra, 2. Gandak, 3. Son, 4. Punpun





উত্তরঃ (D) 1, 2, 3 and 4

 

18. ভারতের প্রথম সার কারখানা কোথায় স্থাপন করা হয়?





উত্তরঃ (C) Sindri

 

19. ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম?





উত্তরঃ (C) Sikkim

 

20. লোহিত সাগরের সাথে ভূমধ্যসাগরকে কোন খাল সংযোগ করেছে?





উত্তরঃ (D) Suez Canal





More Important GK Link
ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ১ Click Here
ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ২ Click Here
ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৩ Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad