Ads Area

ভারতের উল্লেখযোগ্য হ্রদগুলির নামের তালিকা - List of Important Lakes in India PDF in Bengali

ভারতের উল্লেখযোগ্য হ্রদগুলির নামের তালিকা - List of Important Lakes in India PDF in Bengali

List of Important Lakes in India in Bengali
List of Important Lakes in India in Bengali

নমস্কার বন্ধুরা,

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি List of Important Lakes in India PDF in Bengali. এখানে আমরা ভারতের উল্লেখযোগ্য হ্রদগুলির নাম এবং রাজ্যের ভিত্তিতে হ্রদগুলির একটি সুন্দর তালিকা দিলাম।

সবধরনের চাকরির পরীক্ষায় দেখা গেছে ভারতের বিভিন্ন হ্রদগুলি থেকে নানান প্রশ্ন এসে থাকে। কোন হ্রদ কোন রাজ্যে অবস্থিত এই ধরনের প্রশ্ন বার বার এসেছে। এই তালিকাটি আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে খুব সাহায্য করবে। সুতরাং আর দেরি না করে ভারতের উল্লেখযোগ্য হ্রদগুলির নামের তালিকাটি দেখে নেওয়া যাক। নীচে তালিকার PDF এর ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে।
ভারতের উল্লেখযোগ্য হ্রদগুলির নামের তালিকা


রাজ্য হ্রদের নাম
অন্ধ্রপ্রদেশ পুলিকট হ্রদ
কোলেরু হ্রদ
কোণ্ডাকরোলা হ্রদ
আসাম হাফলং লেক
গৌরীসাগর হ্রদ
চান্দুবি হ্রদ
বিহার কানওয়ার হ্রদ
চন্ডিগড় সুখনা হ্রদ
গুজরাট হামিরসর হ্রদ
কাঁকরিয়া লেক
সুরসাগর হ্রদ
হরিয়ানা বাদখাল হ্রদ
ব্লু বার্ড হ্রদ
কর্ণ হ্রদ
তিলিয়ার লেক
হিমাচল প্রদেশ প্রশার হ্রদ
চন্দ্রতাল হ্রদ
দেহনসর হ্রদ
সুরজ তাল হ্রদ
ভৃগু হ্রদ
গোবিন্দসাগর হ্রদ
জম্মু ও কাশ্মীর ডাল হ্রদ
উলার হ্রদ
মানসার হ্রদ
মানসবল হ্রদ
গঙ্গাবল হ্রদ
শেশনাগ হ্রদ
লাদাখ প্যাংগং সো হ্রদ
কর্ণাটক উলসুর হ্রদ
বেলান্দুর হ্রদ
মাডিওয়ালা হ্রদ
কেরালা অষ্টমুডি হ্রদ
ভেম্বনাদ হ্রদ
কুট্টানাদ হ্রদ
সস্তামকোটা হ্রদ
মধ্যপ্রদেশ ভোজতল হ্রদ
মহারাষ্ট্র লোনার হ্রদ
শিবসাগর হ্রদ
সেলিম আলি হ্রদ
মণিপুর লোকটাক হ্রদ
মেঘালয় উমিয়াম হ্রদ
মিজোরাম টম দিল হ্রদ
ওড়িশা চিল্কা হ্রদ
আনশুপা হ্রদ
কাঞ্জিয়া লেক
পুদুচেরী বাহুর হ্রদ
অস্টেরি লেক
পাঞ্জাব হরিকে হ্রদ
কাঞ্জলি হ্রদ
রাজস্থান পুষ্কর হ্রদ
উদয় সাগর হ্রদ
সম্বর হ্রদ
নককি হ্রদ
রাজসমন্দ হ্রদ
ফতেহ সাগর হ্রদ
সিকিম তসো লাহো হ্রদ
গুরুডংমার হ্রদ
সিমগো লেক
সমিতি লেক
তামিলনাড়ু চেম্বারম্বাকাম লেক
আয়ানম্বাকম লেক
কালিভেলি লেক
তেলাঙ্গানা ভদ্রকালী হ্রদ
হুসেন সাগর হ্রদ
পাখাল হ্রদ
উত্তরপ্রদেশ গোবিন্দ বল্লভ পান্ত সাগর
বেলাসাগর হ্রদ
কেথাম হ্রদ
উত্তরাখণ্ড ভিমতাল হ্রদ
নৈনিতাল হ্রদ
রূপকুন্ড হ্রদ
পশ্চিমবঙ্গ রবীন্দ্র সরোবর
সেনচাল হ্রদটি
Frequently Asked Questions


Q. Which is the largest freshwater lake in India?/ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি?

>> Wular Lake in Jammu Kashmir/জম্মু কাশ্মীরে অবস্থিত উলার হ্রদ।


Q. Which is the largest salt water lake in India?/ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি?

>> Sambhar Salt Lake in Rajasthan/রাজস্থানে অবস্থিত সম্বর হ্রদ।


Q. Which is the longest lake in India?/ভারতের দীর্ঘতম হ্রদ কোনটি?

>> Vembanad Lake in Kerala/কেরালায় অবস্থিত ভেম্বনাদ হ্রদ।


Q. Which is the most polluted lake in India?/ভারতের সর্বাধিক দূষিত হ্রদ কোনটি?

>> Bhojtal Lake in Madhya Pradesh/মধ্যপ্রদেশের ভোজতাল হ্রদ।
More Current Affairs

Link

ভারতের গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রগুলির তালিকা

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad