11th May, 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ | Daily Current Affairs in Bengali - Bangla GK Diary
11th May Current Affairs in Bengali |
Daily Current Affairs, Daily Current Affairs in Bengali, Current Affairs 11th May, 2021, Current Affairs 2021 in Bengali, Current Affairs 2021, May 2021 Current Affairs, কারেন্ট অ্যাফেয়ার্স 2021, কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর।
Read This ☞ GK Questions in Bengali for WBP Exam Set 6
11th May Current Affairs in Bengali::
1. কোন সংস্থা সম্প্রতি ৬০টি স্টারলিঙ্ক উপগ্রহ লঞ্চ করেছে উচ্চগতির ইন্টারনেট এর জন্য?
>> SpaceX
▪️ SpaceX এর সিইও হলেন এলন মাস্ক। এর সদরদপ্তর ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র।
2. প্রতিবছর কবে 'জাতীয় প্রযুক্তি দিবস' (National Technology Day) পালিত হয়?
>> ১১ই মে।
▪️ ১৯৯৮ সালে ১১ই মে পোখরানে সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালিয়ে ভারত প্রযুক্তিগত অগ্রগতিতে শক্তি অর্জন করেছিল।
3. সম্প্রতি হিমন্ত বিশ্ব শর্মা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন?
>> আসাম।
▪️ ইনি হলেন আসামের ১৫ তম মুখ্যমন্ত্রী। আসামের গভর্নর হলেন জগদীশ মুখী।
4. কে সম্প্রতি স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স ২০২১ জয়ী হলেন?
>> লুইস হ্যামিলটন।
▪️ মার্সিডিজ ড্রাইভার লুইস হ্যামিলটন স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স ২০২১ জয়ী হয়েছেন।
5. কোন রাজ্য 'Mukhyamantri COVID Upchar Yojana' (Chief Minister's COVID Treatment Program) লঞ্চ করেছে?
>> মধ্যপ্রদেশ।
▪️ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং রাজ্যপাল আনন্দিবেন পাটেল।
6. কোন রাজ্য সম্প্রতি 'Amrit Vahini' অ্যাপ লঞ্চ করল?
>> ঝাড়খন্ড।
▪️ অনলাইনে হসপিটালের বেড বুকিং এর জন্য ঝাড়খন্ড এই অ্যাপ/ওয়েবসাইটটি লঞ্চ করেছে। ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এবং রাজ্যপাল দ্রৌপদী মুর্মু।
7. কোন রাজ্য পুলিশ সম্প্রতি 'COVI Van' নামক হেলপ্লাইন পরিষেবা চালু করল?
>> দিল্লি।
▪️ দিল্লিতে সিনিয়র সিটিজেনদের স্বাস্থ্যের সুবিধার্থে 'COVI Van' পরিষেবা চালু করেছে।
8. কে 'লরিয়াস অ্যাথলিট অ্যাডভোকেট অফ দ্য ইয়ার' ২০২১ অ্যাওয়ার্ড পেয়েছেন?
>> লুইস হ্যামিলটন।
▪️ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার: রাফায়েল নাদাল। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসওম্যান অব দ্য ইয়ার: নাওমি ওসাকা।
9. গগনদীপ সিং বেদী কোন কর্পোরেশনের কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন?
>> চেন্নাই।
10. কোন সংস্থা সম্প্রতি 'Dost for Life' শীর্ষক অ্যাপ লঞ্চ করল?
>> CBSE বোর্ড।
▪️ ৯ থেকে ১২ ক্লাসের শিক্ষার্থীর মানসিক সুস্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করার জন্য Central Board of Secondary Education এই অ্যাপ চালু করেছে।
More Current Affairs |
Link |
---|---|
10th May, 2021 Current Affairs |
Please do not enter any spam link in the comment box.