12th May, 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ | Daily Current Affairs in Bengali - Bangla GK Diary
12th May Current Affairs in Bengali |
Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali, Current Affairs 2021 in Bengali, 12th May, 2021 Current Affairs, May 2021 Current Affairs
12th May Current Affairs in Bengali::
1. ২০২১ সালে এপ্রিল মাসে আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হিসাবে কে নির্বাচিত হলেন?
>> বাবর আজম।
▪️ বাবর আজম পাকিস্তানের একজন ক্রিকেট খেলোয়ার।
▪️ ICC Men's player of the month for January - রিষভ পান্ত।
▪️ ICC Men's player of the month for February - রবীচন্দ্রন অশ্বিন।
▪️ ICC Men's player of the month for March - ভুবনেশ্বর কুমার।
2. গোয়া রাজ্যের লোকাযুক্তা পদে কে নিযুক্ত হলেন?
>> এ এইচ যোশী।
▪️ এ এইচ যোশী বোম্বে হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত ছিলেন।
▪️ গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর প্রমোদ শাওয়ান্ত।
▪️ গোয়ার বর্তমান রাজ্যপাল ভগৎ সিং কোশীয়ারী।
3. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?
>> জোসে যে কাট্টুর।
▪️ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় এপ্রিল ১, ১৯৩৫.
▪️ রিজার্ভ ব্যাঙ্কের সদর দপ্তর মুম্বাই।
▪️ রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস (২৫তম)।
4. প্রথম কোন ভারতীয় বংশোদ্ভূত Sheikh Zayed Book Award পেলেন?
>> ড. তাহেরা কুতুবউদ্দিন।
▪️ ড. তাহেরা কুতুবউদ্দিন মুম্বাইয়ের জন্মগ্রহণ করেন। বর্তমানে শিকাগো বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্যের প্রফেসর পদে নিযুক্ত আছেন।
▪️ এবছর এটা ১৫তম Sheikh Zayed Book Award।
▪️ এই পুরস্কারটি আরব বিশ্বের নোবেল পুরস্কার নামে পরিচিত।
▪️ এনার Arabic oration - Art and function এই বইটির জন্য তিনি এই পুরস্কার পান।
5. কোন ই-কমার্স পেমেন্ট কম্পানি COVID-19 vaccine finder tool লঞ্চ করল?
>> Paytm।
▪️ Paytm সদরদপ্তর নয়ডা, উত্তর প্রদেশ।
▪️ প্রতিষ্ঠাতা ও সিইও বিজয় শেখর শর্মা।
▪️ প্রতিষ্ঠা সাল ২০০৯।
6. আন্তর্জাতিক নার্স দিবস কবে পালিত হয়?
>> ১২ মে।
▪️ আধুনিক নার্সিং ব্যবস্থার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটেঙ্গেল এর জন্মবার্ষিকী স্মরণ করে তাকে শ্রদ্ধা ও সম্মান জানাতে এবং নার্সদের অবদান তুলে ধরতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।
▪️ সরোজিনী নাইডু কে ভারতের ফ্লোরেন্স নাইটেঙ্গেল বলা হয়।
7. FICCI ladies organisation (FLO) এর জাতীয় সভাপতি (national president) পদে কে নিযুক্ত হলেন?
>> উজ্জ্বলা সিংহানিয়া।
▪️ উজ্জ্বলা সিংহানিয়া ৩৮তম ন্যাশনাল প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন।
▪️ FLO প্রতিষ্ঠা সাল ১৯৮৩।
8. কোন রাজ্য সরকার 'Auro scholarship program' লঞ্চ করল?
>> ত্রিপুরা।
▪️ ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ রাজ্যের সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য শ্রী অরবিন্দ সোসাইটির Auro scholarship program লঞ্চ করলেন।
▪️ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
▪️ ত্রিপুরার রাজ্যপাল রমেশ বাইস।
9. Life in the clock tower valley এই বইটির লেখক কে?
>> Shakoor Rather.
▪️ ইনি একজন Press trust of India এর সাংবাদিক।
▪️ এনার লেখা এটা প্রথম বই।
▪️ বইটির প্রকাশক speaking tiger.
10. কোন রাজ্য সরকার 'মনোজ দাস আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার' প্রদান করার কথা ঘোষণা করল?
>> উড়িষ্যা।
▪️ মনোজ দাস উড়িষ্যার একজন উড়িয়া এবং ইংরেজি ভাষার লেখক।
▪️ পুরস্কার স্বরূপ ১০ লক্ষ টাকা প্রদান করা হবে।
More Current Affairs |
Link |
---|---|
11th May, 2021 Current Affairs |
Please do not enter any spam link in the comment box.