Ads Area

12th May, 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ | Daily Current Affairs in Bengali - Bangla GK Diary

12th May, 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ | Daily Current Affairs in Bengali - Bangla GK Diary


12th May Current Affairs in Bengali
12th May Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 12th May, 2021 Current Affairs এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।
Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali, Current Affairs 2021 in Bengali, 12th May, 2021 Current Affairs, May 2021 Current Affairs



12th May Current Affairs in Bengali::


1. ২০২১ সালে এপ্রিল মাসে আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হিসাবে কে নির্বাচিত হলেন?
>> বাবর আজম।
▪️ বাবর আজম পাকিস্তানের একজন ক্রিকেট খেলোয়ার।
▪️ ICC Men's player of the month for January - রিষভ পান্ত।
▪️ ICC Men's player of the month for February - রবীচন্দ্রন অশ্বিন।
▪️ ICC Men's player of the month for March - ভুবনেশ্বর কুমার।

2. গোয়া রাজ্যের লোকাযুক্তা পদে কে নিযুক্ত হলেন?
>> এ এইচ যোশী।
▪️ এ এইচ যোশী বোম্বে হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত ছিলেন।
▪️ গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর প্রমোদ শাওয়ান্ত।
▪️ গোয়ার বর্তমান রাজ্যপাল ভগৎ সিং কোশীয়ারী।

3. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?
>> জোসে যে কাট্টুর।
▪️ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় এপ্রিল ১, ১৯৩৫.
▪️ রিজার্ভ ব্যাঙ্কের সদর দপ্তর মুম্বাই।
▪️ রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস (২৫তম)।

4. প্রথম কোন ভারতীয় বংশোদ্ভূত Sheikh Zayed Book Award পেলেন?
>> ড. তাহেরা কুতুবউদ্দিন।
▪️ ড. তাহেরা কুতুবউদ্দিন মুম্বাইয়ের জন্মগ্রহণ করেন। বর্তমানে শিকাগো বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্যের প্রফেসর পদে নিযুক্ত আছেন।
▪️ এবছর এটা ১৫তম Sheikh Zayed Book Award।
▪️ এই পুরস্কারটি আরব বিশ্বের নোবেল পুরস্কার নামে পরিচিত।
▪️ এনার Arabic oration - Art and function এই বইটির জন্য তিনি এই পুরস্কার পান।

5. কোন ই-কমার্স পেমেন্ট কম্পানি COVID-19 vaccine finder tool লঞ্চ করল?
>> Paytm।
▪️ Paytm সদরদপ্তর নয়ডা, উত্তর প্রদেশ।
▪️ প্রতিষ্ঠাতা ও সিইও বিজয় শেখর শর্মা।
▪️ প্রতিষ্ঠা সাল ২০০৯।

6. আন্তর্জাতিক নার্স দিবস কবে পালিত হয়?
>> ১২ মে।
▪️ আধুনিক নার্সিং ব্যবস্থার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটেঙ্গেল এর জন্মবার্ষিকী স্মরণ করে তাকে শ্রদ্ধা ও সম্মান জানাতে এবং নার্সদের অবদান তুলে ধরতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।
▪️ সরোজিনী নাইডু কে ভারতের ফ্লোরেন্স নাইটেঙ্গেল বলা হয়।

7. FICCI ladies organisation (FLO) এর জাতীয় সভাপতি (national president) পদে কে নিযুক্ত হলেন?
>> উজ্জ্বলা সিংহানিয়া।
▪️ উজ্জ্বলা সিংহানিয়া ৩৮তম ন্যাশনাল প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন।
▪️ FLO প্রতিষ্ঠা সাল ১৯৮৩।

8. কোন রাজ্য সরকার 'Auro scholarship program' লঞ্চ করল?
>> ত্রিপুরা।
▪️ ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ রাজ্যের সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য শ্রী অরবিন্দ সোসাইটির Auro scholarship program লঞ্চ করলেন।
▪️ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
▪️ ত্রিপুরার রাজ্যপাল রমেশ বাইস।

9. Life in the clock tower valley এই বইটির লেখক কে?
>> Shakoor Rather.
▪️ ইনি একজন Press trust of India এর সাংবাদিক।
▪️ এনার লেখা এটা প্রথম বই।
▪️ বইটির প্রকাশক speaking tiger.

10. কোন রাজ্য সরকার 'মনোজ দাস আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার' প্রদান করার কথা ঘোষণা করল?
>> উড়িষ্যা।
▪️ মনোজ দাস উড়িষ্যার একজন উড়িয়া এবং ইংরেজি ভাষার লেখক।
▪️ পুরস্কার স্বরূপ ১০ লক্ষ টাকা প্রদান করা হবে।


More Current Affairs

Link

11th May, 2021 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad