Ads Area

13th May, 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ | Daily Current Affairs in Bengali - Bangla GK Diary

13th May, 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ | Daily Current Affairs in Bengali - Bangla GK Diary


13th May, 2021 - Daily Current Affairs in Bengali
13th May, 2021 - Daily Current Affairs in Bengali

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 13th May, 2021 Current Affairs এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।


Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali, Daily Current Affairs in Bengali, 13th May, 2021 Current Affairs, May 2021 Current Affairs




13th May 2021 Current Affairs in Bengali::


1. কোন রাজ্য সরকার হসপিটালে অক্সিজেন পৌঁছে দিতে সঞ্জীবনী ভেহিকেল অক্সিজেন ট্রাক লঞ্চ করল?
>> ঝাড়খন্ড।
▪️ ঝাড়খণ্ডের একটি গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক হল বেতলা ন্যাশনাল পার্ক।
▪️ ঝাড়খন্ড রাজ্য প্রতিষ্ঠা সাল 15 নভেম্বর 2000।
▪️ ঝাড়খণ্ডের মোট জেলার সংখ্যা 24 টি।

2. কোন রাজ্য সরকার সম্প্রতি অনলাইনে হসপিটাল বেড বুকিং করার জন্য অমৃত বাহিনী (Amrit Vahini) অ্যাপ লঞ্চ করল?
>> ঝাড়খন্ড।
▪️ ঝাড়খন্ডের রাজধানী রাঁচি।
▪️ ঝাড়খন্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন।
▪️ ঝাড়খণ্ডের বর্তমান রাজ্যপাল দ্রৌপদী মুর্মু।

3. কোন মহাকাশ গবেষণা সংস্থা DOGE-1 নামে চন্দ্র মিশন লঞ্চ করতে চলেছে?
>> SpaceX
▪️ SpaceX-এর সদরদপ্তর ক্যালিফোর্নিয়া।
▪️ প্রতিষ্ঠা সাল 2002
▪️ প্রতিষ্ঠাতা এলন মাস্ক।

4. জাতীয় প্রযুক্তি দিবস কবে পালন করা হয়?
>> 11 মে।
▪️ 2021 এর থিম হল - 'Science and Technology for a Sustainable Future'
▪️ 1998 সালে 11 মে রাজস্থানের পোখরানে সংঘটিত ভারতের পারমাণবিক পরীক্ষা অপারেশন শক্তি কি স্মরণ করেই দিনটি পালন করা হয়।

5. 25 বার এভারেস্টে উঠে রেকর্ড গড়লো কামি রিতা, ইনি কোন দেশের বাসিন্দা?
>> নেপাল।
▪️ 51 বছর বয়সি কামি রিতা 1994 সালে প্রথম এভারেস্ট জয় করেছিলেন।
▪️ নেপালে মাউন্ট এভারেস্ট কে সাগরমাথা বলা হয়।
▪️ তিব্বতে এর নাম Chomolungma.

6. Global Prime Residential Index এ দিল্লির স্থান কত?
>> 32 তম।
▪️ এই সূচকে প্রথম স্থানে আছে চীনের Shenzhen.
▪️ দ্বিতীয় স্থানে আছে সাংহাই।
▪️ এই তালিকায় 36 তম স্থানে আছে মুম্বাই ও 40 তম স্থানে আছে ব্যাঙ্গালোর।

7. সম্প্রতি NABARD পশ্চিমবঙ্গে কত কোটি টাকা অর্থনৈতিক সহায়তা করলো?
>> 9162 কোটি টাকা।
▪️ NABARD এর সদরদপ্তর মুম্বাই।
▪️ প্রতিষ্ঠা সাল 1982 সালের 12 জুলাই।
▪️ চেয়ারপারসন হর্ষ কুমার ভ্যানওয়ালা।

8. সম্প্রতি কোন আইটি কোম্পানি ভারতে করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য 100 কোটি টাকা দিল?
>> Infosys।
▪️ Infosys সদরদপ্তর বেঙ্গালুরু।
▪️ প্রতিষ্ঠা সাল 7 জুলাই 1981.
▪️ CEO - সলিল পারেখ।

9. কোন দেশ 12 থেকে 15 বছরের শিশুদের জন্য Pfizer এর তৈরি ভ্যাকসিন কে অনুমোদন দিল?
>> কানাডা।
▪️ কানাডার রাজধানী অটোয়া।
▪️ কানাডার মুদ্রা ডলার।

10. সম্প্রতি কোন রাজ্যে 100 মিলিয়ন বছরের প্রাচীন ডাইনোসরের হাড় পাওয়া গেল?
>> মেঘালয়।
▪️ মেঘালয়ের রাজধানী শিলং।
▪️ মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাদ সংমা।
▪️ মেঘালয় রাজ্যপাল সত্যপাল মালিক।



More Current Affairs

Link

12th May 2021 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad