Ads Area

14th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

14th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

14th May 2021 Current Affairs in Bengali
14th May 2021 Current Affairs in Bengali

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 14th May 2021 Current Affairs এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।


Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali, Daily Current Affairs in Bengali, 14th May 2021 Current Affairs, May 2021 Current Affairs




14th May 2021 Current Affairs in Bengali::


1. World food prize 2021 পেলেন কে?
>> ডঃ শকুন্তলা হরকসিং থিলস্টেড।
▪️ World Food Prize is an award that aims to recognise achievements made in the field of food and agriculture.
▪️ এই পুরস্কারটি খাদ্য ও কৃষি ক্ষেত্রে নোবেল পুরস্কার নামে পরিচিত।
▪️ পুরস্কার মূল্য $250000

2. কোন রাজ্য সরকার Mukhymantri COVID Upchar Yojana লঞ্চ করল?
>> মধ্যপ্রদেশ।
▪️ এই প্রকল্পের আওতায়, আয়ুষ্মান কার্ডের অধিকারী পরিবারগুলির বিনামূল্যে COVID চিকিৎসা করার কথা ঘোষণা করল।
▪️ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
▪️ মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পাটেল।

3. কোন কেন্দ্রশাসিত অঞ্চল Har Ghar Jal স্কিমের আওতায় গ্রাম অঞ্চলে প্রতিটা ঘরে 100% জলের কানেকশন দেওয়ার কথা ঘোষণা করল?
>> পদুচেরি।
▪️ পদুচেরির মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন এন রঙ্গস্বামী।
▪️ এন রঙ্গস্বামী All India NR Congress এর প্রতিষ্ঠাতা।
▪️ পদুচেরির রাজ্যপাল পদে নিযুক্ত আছেন তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজন।

4. 2021 সালে প্রথম আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কী?
>> তাউকটে।
▪️ এই ঝড়টির নামকরণ করেছে মায়ানমার।

5. Elephant নামে বইটি কে লিখেছেন?
>> পল পিকারিং।
▪️ এনার লেখা অপর একটি বিখ্যাত বই হল Over the rainbow.
▪️ ইনি একজন ব্রিটিশ উপন্যাসিক।

6. কোন ফুটবল ক্লাব ইংলিশ প্রিমিয়ার লীগ জয়লাভ করলো?
>> ম্যানচেস্টার সিটি।
▪️ ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে 2021 সালে ইংলিশ প্রিমিয়ার লীগ জয়লাভ করলো।

7. পাবলিক এন্টারপ্রাইজেস সিলেকশন বোর্ড কাকে Bharat Petroleum Corporation Ltd (BPCL) এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করলেন?
>> অরুন কুমার সিং।
▪️ Bharat Petroleum Corporation Ltd (BPCL) এর সদর দপ্তর মুম্বাই।
▪️ BPCL এর প্রতিষ্ঠা সাল 1952.

8. কোন ছবি 2021 দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমার তকমা পেল?
>> Jungle cry
▪️ Director: Sagar Ballary
▪️ Producer: Jaswant Singh
▪️ Music director: Rohit Kulkarni

9. করোনা মোকাবেলা করার জন্য টুইটার কোম্পানি ভারতকে কত মিলিয়ন মার্কিন ডলার দান করল?
>> 15 মিলিয়ন মার্কিন ডলার।
▪️ Twitter সদরদপ্তর সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।
▪️ প্রতিষ্ঠা সাল 2006 সালের 21 মার্চ।
▪️ CEO - জ্যাক ডরসি।

10. কোন ব্যাঙ্ক ভারতের সমস্ত গ্রাহকদের নিজের পছন্দের অ্যাকাউন্ট নম্বর চালু করার জন্য "I choose my number" ফিচার লঞ্চ করল?
>> Jana Small Finance Bank।
▪️ MD and CEO: অজয় কানওয়াল।
▪️ Jana Small Finance Bank প্রতিষ্ঠা সাল: 24 জুলাই 2006
▪️ সদরদপ্তর: বেঙ্গালুরু।






More Current Affairs

Link

13th May 2021 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad