Ads Area

15th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

15th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

15th May 2021 Current Affairs in Bengali
15th May 2021 Current Affairs in Bengali

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 15th May 2021 Current Affairs এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।


Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali, Daily Current Affairs in Bengali, 15th May 2021 Current Affairs, May 2021 Current Affairs




15th May 2021 Current Affairs in Bengali::


1. কোন রাজ্য সরকার মহামারীতে পিতামাতাকে হারানো বাচ্চাদের মাসে ৫০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করল?
>> মধ্যপ্রদেশ।
▪️ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মহামারীতে পিতা-মাতাকে হারানো শিশুদের বিনামূল্যে পড়াশোনা ও রেশন ছাড়াও মাসে ৫০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করল।
▪️ মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল।
▪️ মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল

2. কোন রাজ্য পুলিশ সম্প্রতি 'Mission Hausla' লঞ্চ করল?
>> উত্তরাখণ্ড।
▪️ উত্তরাখণ্ড পুলিশ কোভিড-১৯ রোগীদের অক্সিজেন, বিছানা, প্লাজমা পেতে সহায়তা করতে Mission Hausla চালু করেছে।
▪️ উত্তরাখণ্ড প্রতিষ্ঠা দিবস 9 নভেম্বর 2000।
▪️ উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী গায়ারসেইন,
 শীতকালীন রাজধানী দেরাদুন।
▪️ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরাথ সিং রাওয়াত।
▪️ উত্তরাখণ্ডের রাজ্যপাল বেবি রানী মৌর্য।

3. আসাম রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন?
>> অজন্তা নিয়োগ (Ajanta Neog)।
▪️ আসামের রাজধানী দিসপুর।
▪️ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
▪️ আসামের রাজ্যপাল জগদীশ মুখী।
▪️ ভারতের বৃহত্তম শক্তিপীঠ 'মা কামাক্ষা মন্দির' আসামে অবস্থিত।
▪️ ভারতের দীর্ঘতম সেতু 'ভূপেন হাজারিকা সেতু' আসামে অবস্থিত।

4. Drug Controller General of India (DCGI) কোন সংস্থার তৈরি এন্ট্রি কোভিড ড্রাগ drug-2-deoxy-D-glucose এর অনুমোদন দিল?
>> DRDO।
▪️ Drug Controller General of India (DCGI) এর সদরদপ্তর নিউ দিল্লি।
▪️ DRDO প্রতিষ্ঠা সাল 1958
▪️ সদরদপ্তর নিউ দিল্লি।
▪️ চেয়ারম্যান ডঃ জি সতীশ রেডি।

5. কোন দেশের বিজ্ঞানীরা মৌমাছিকে ট্রেনিং দিয়ে দ্রুত Covid-19 আক্রান্তদের সনাক্ত করার চেষ্টা করছে?
>> নেদারল্যান্ড।
▪️ নেদারল্যান্ডের মুদ্রা হল ইউরো।
▪️ নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম।

6. কোন রাজ্য সরকার Flood Reporting System লঞ্চ করল?
>> আসাম।
▪️ The online system developed jointly by Assam State Disaster Management Agency and UNICEF will replace the the existing manual flood control mechanism.
▪️ ন্যাশনাল পার্ক - কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, নামেরি নেশনাল পার্ক।

7. আফ্রিকান রিপাবলিকের নতুন ভারতীয় অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন?
>> রাম করণ বর্মা।
▪️ আফ্রিকান রিপাবলিকের রাজধানী Bangui.

8. কোন সংস্থা ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার সিস্টেম লঞ্চ করল?
>> Google.
▪️ মার্কিন যুক্তরাষ্ট্রের গুগোল পে ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করতে পারবে।
▪️ গুগল এর সদরদপ্তর ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট।
▪️ গুগল এর প্রতিষ্ঠাতা লারি পেজ ও সারজি ব্রিন।
▪️ গুগল এর চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাই।

9. কোভিড-১৯ ভাইরাসের একক ডোজ ভ্যাকসিন (single dose vaccine) সফলভাবে আবিষ্কার করল কোন দেশ?
>> রাশিয়া।
▪️ রাশিয়া কোভিড-১৯ ভাইরাসের single dose vaccine সফলভাবে আবিষ্কার করেছে, যা Sputnik Lite নামে পরিচিত।
▪️ রাশিয়ার রাজধানী মস্কো।
▪️ রাশিয়ার মুদ্রা রুবেল।

10. আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয়?
>> 15 মে।
▪️ পরিবারের সঙ্গে সম্পর্কিত এবং পরিবারের উপর প্রভাব ফেলে এমন বিষয় যেমন সামাজিক অর্থনৈতিক ও জনসংখ্যার অগ্রগতি সম্পর্কিত বিষয়ে জ্ঞান বাড়াতে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়।
▪️ এবছরের থিম Families and new technology






More Current Affairs

Link

14th May 2021 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad