Ads Area

16th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

16th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

16th May 2021 Current Affairs in Bengali
16th May 2021 Current Affairs in Bengali

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 16th May 2021 Current Affairs এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।


Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali, Daily Current Affairs in Bengali, 16th May 2021 Current Affairs, May 2021 Current Affairs




16th May 2021 Current Affairs in Bengali::


1. সুরিনামে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত পদে কে নিযুক্ত হলেন?
>> এস বালাচান্দ্রন।
▪️ রাজধানী: পারামারিবো।
▪️ মুদ্রা: সুরিনামে ডলার

2. TVS মোটরের নতুন CEO পদে কে নির্বাচিত হলেন?
>> রবার্ট হেনশেল।
▪️ TVS মোটরস এর সদরদপ্তর চেন্নাই।
▪️ প্রতিষ্ঠাতা টিভি সুন্দরাম আয়ঙ্গার
▪️ উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী গায়ারসেইন,
 ▪️ প্রতিষ্ঠা সাল 1978।

3. UN humanitarian এর চিফ পদে কে নিযুক্ত হলেন?
>> Martin Griffithas।
▪️ এর আগে এই পদে নিযুক্ত ছিলেন Mark Lowcock

4. মালেরকটলা (Malerkotla) কোন রাজ্যের 23 তম জেলা হিসেবে ঘোষিত হলো?
>> পাঞ্জাব।
▪️ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং 14 মে 2021 ঈদুল ফিতরের দিন এটি ঘোষণা করে।
▪️ পাঞ্জাবের রাজধানী চন্ডিগড়।
▪️ পাঞ্জাবের রাজ্যপাল ভি পি সিং বাদানোর।
▪️ সম্প্রতি পাঞ্জাব রাজ্য সরকার সোনু সুদ কে রাজ্যের করোনা ভ্যাকসিনের প্রোগ্রামের ব্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত করলেন।

5. আর শনমুগাসুন্দরাম কোন রাজ্যের পরবর্তী এডভোকেট জেনারেল পদে নিযুক্ত হতে চলেছেন?
>> তামিলনাড়ু।
▪️ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন এম কে স্ট্যালিন।
▪️ তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত।

6. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন চলাকালীন পথ কুকুর ও অন্যান্য পশুদের খাওয়ানোর জন্য ৬০ লক্ষ টাকার ফান্ড বরাদ্দ করলো?
>> ওড়িশা।
▪️ উড়িষ্যা দিবস (উৎকল দিবস) 1 এপ্রিল পালিত হয়।
▪️ উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর।
▪️ উড়িষ্যার রাজ্যপাল গণেশী লাল, উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
▪️ উড়িষ্যার প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হল সিমলাপাল।
▪️ উড়িষ্যা রাজ্যের দ্বিতীয় বায়োস্ফিয়ার রিজার্ভ হতে চলেছে মহেন্দ্রগীরি।

7. কে পি শর্মা অলি কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন?
>> নেপাল।
▪️ ইনি নেপালের তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে নির্বাচিত হলেন।
▪️ নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী।
▪️ নেপালের রাজধানী কাঠমান্ডু।
▪️ নেপালের মুদ্রা নেপালি রুপি।

8. ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কে নিযুক্ত হলেন?
>> রমেশ পাওয়ার।
▪️ Board of Control for Cricket in India (BCCI) ভারতের মহিলা জাতীয় ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত করলেন রমেশ পাওয়ারকে।
▪️ BCCI এর সদর দপ্তর মুম্বাই।
▪️ প্রতিষ্ঠা সাল 1928।
▪️ সভাপতি সৌরভ গাঙ্গুলী।

9. কোন পার্সি খেলোয়াড় world test championship 2021 এর জন্য ভারতীয় ক্রিকেট দলের 28 বছর পর নির্বাচিত হলো?
>> Arzan Nagwaswalla।
▪️ ইনি গুজরাটের সুরাট এর বাসিন্দা।
▪️ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ নিউজিল্যান্ডের Southampton এ অনুষ্ঠিত হবে।

10. International Council for Advertising Self-Regulation (ICAS) এক্সিকিউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন?
>> মনীষা কাপুর। 
▪️ 2023 সাল পর্যন্ত মনীষা কাপুর এই পদে নিযুক্ত থাকবেন।
▪️ ICAS এর সদরদপ্তর ব্রাসেলস, বেলজিয়াম




More Current Affairs

Link

15th May 2021 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad