Ads Area

জনপদ ও মহাজনপদ এর পার্থক্য || ষোড়শ মহাজনপদ এর বৈশিষ্ট্য || ষোড়শ মহাজনপদ প্রশ্ন উত্তর

জনপদ ও মহাজনপদ এর পার্থক্য || ষোড়শ মহাজনপদ এর বৈশিষ্ট্য || ষোড়শ মহাজনপদ প্রশ্ন উত্তর

জনপদ ও মহাজনপদ এর পার্থক্য || ষোড়শ মহাজনপদ এর বৈশিষ্ট্য || ষোড়শ মহাজনপদ প্রশ্ন উত্তর
জনপদ ও মহাজনপদ এর পার্থক্য || ষোড়শ মহাজনপদ এর বৈশিষ্ট্য || ষোড়শ মহাজনপদ প্রশ্ন উত্তর

বাংলা জিকে ডায়েরি 📘

নমস্কার বন্ধুরা,

জনপদ ও মহাজনপদ এর ধারণা, জনপদ ও মহাজনপদ এর পার্থক্য, ষোড়শ মহাজনপদ এর বৈশিষ্ট্য এবং কিছু ষোড়শ মহাজনপদ প্রশ্ন উত্তর নিয়ে এই পাঠে আমরা আলোচনা করব।

ভারতীয় ইতিহাসের এই অধ্যায় থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বহুবার এসেছে। ষোড়শ মহাজনপদ সম্পর্কিত তিনটি পর্ব আমরা আগেই দিয়েছি যেখানে আপনারা ষোড়শ মহাজনপদ সম্পর্কে বহু তথ্য জানতে পারবেন যেমন, ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝায়, ষোড়শ মহাজনপদের উত্থান, ষোড়শ মহাজনপদ ও রাজধানী, ষোড়শ মহাজনপদ এর প্রশ্ন উত্তর, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কোন অঞ্চল মহাজনপদ নামে পরিচিত ছিল ইত্যাদি।

আজকের এই পর্বে আমরা আলোচনা করব জনপদ ও মহাজনপদ বলতে কী বোঝায়, জনপদ ও মহাজনপদ এর পার্থক্য, ষোড়শ মহাজনপদ এর বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণ কিছু ষোড়শ মহাজনপদ প্রশ্ন উত্তর।



জনপদ - Janapada


❍ 'জন' ও 'পদ' - এই শব্দ দুটি সংযুক্ত হয়ে 'জনপদ' শব্দটি গঠিত হয়েছে।

❍ 'জন' শব্দের অর্থ হল উপজাতি এবং 'পদ' শব্দের অর্থ হল পা, আক্ষরিক অর্থে কোন নির্দিষ্ট জনগোষ্ঠী বা 'জন' যেখানে তার 'পা' রেখেছে তাকে 'জনপদ' বোঝায়। অর্থাৎ নির্দিষ্ট কোন উপজাতি গোষ্ঠীর নির্দিষ্ট কোন বসতিই হল 'জনপদ'।

❍ সাধারণ অর্থে, বৈদিক যুগ বা লৌহ যুগের সূচনায় (১২০০ খ্রিঃ পূঃ) ভারতে ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতি গোষ্ঠীর বসতিকেই জনপদ বোঝাত।

❍ রামায়ণ, মহাভারত, পাণিনির 'অষ্টাধ্যায়ী', হিন্দুপুরাণ প্রভৃতি সাহিত্যিক উপাদান থেকে বৈদিক যুগে ভারতের বিভিন্ন জনপদের নাম জানা যায়।

❍ বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জনপদ গুলি সর্বদা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত থেকে নিজের শক্তি ক্ষয় করত। এর ফলে আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ কয়েকটি জনপদ অন্য জনপদগুলিকে দখল করে শক্তি বৃদ্ধি করে। এইভাবে একাধিক জনপদ সংযুক্ত হয়ে অপেক্ষাকৃত বড় রাষ্ট্র গড়ে উঠলে বহু জনপদের অবলুপ্তি ঘটে।



মহাজনপদ - Mahajanapadas


❍ একাধিক জনপদ ঐক্যবদ্ধ হয়ে গড়ে ওঠা বড় ভূখণ্ড গুলিকেই বৌদ্ধশাস্ত্রে মহাজনপদ আখ্যা দেওয়া হয়েছে।

❍ 'মহাজনপদ' শব্দের অর্থ 'বৃহৎ রাজ্য'।

❍ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে 16 টি ছোট ছোট রাজ্যের অস্তিত্বের কথা জানা যায়, এগুলি একত্রে ষোড়শ মহাজনপদ নামে পরিচিত ছিল।



জনপদ ও মহাজনপদের পার্থক্য - Comparison between Janapadas and Mahajanapadas


সংজ্ঞা

✪ জনপদ ➨ জনপদ বলতে বৈদিক যুগের বা লৌহযুগের উপজাতীয় আর্য গোষ্ঠীর ক্ষুদ্র আবাসভূমি অঞ্চলকে বোঝায়।

✪ মহাজনপদ ➨ মহাজনপদ বলতে প্রতিবাদী ধর্ম আন্দোলনের যুগে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে অবস্থিত বৃহৎ রাজ্যগুলিকে বোঝায়।


যুগ ভেদ

✪ জনপদ ➨ জনপদ ছিল ভারতের লৌহযুগের রাজনৈতিক ধারণা।

✪ মহাজনপদ ➨ মহাজনপদ ছিল লৌহযুগের অনেক পরবর্তী কালের ধারণা


উত্থানকাল

✪ জনপদ ➨ মহাকাব্যের যুগের (১০০০-৬০০ খ্রিঃ পূঃ) প্রথম দিকে জনপদগুলির চূড়ান্ত বিকাশ ঘটে।

✪ মহাজনপদ ➨ খ্রিঃ পূঃ ষষ্ঠ শতক নাগাদ মহাজনপদ গুলির চূড়ান্ত বিকাশ ঘটে।


আয়তন

✪ জনপদ ➨ এর আয়তন ছিল মহাজনপদের আয়তনের তুলনায় অনেক ক্ষুদ্র।

✪ মহাজনপদ ➨ এর আয়তন ছিল জনপদের আয়তনের চেয়ে অনেক বড়।


শাসকের ক্ষমতা

✪ জনপদ ➨ জনপদগুলির শাসকের ক্ষমতা ছিল তুলনামূলকভাবে কম।

✪ মহাজনপদ ➨ মহাজনপদগুলির শাসকের ক্ষমতা ছিল জনপদগুলির শাসকের চেয়ে বেশি।


রাজনৈতিক জীবন

✪ জনপদ ➨ জনপদের যুগে ভারতীয়দের রাজনৈতিক বিকাশ ছিল প্রাথমিক পর্যায়ে আবদ্ধ।

✪ মহাজনপদ ➨ মহাজনপদের যুগে ভারতীয়দের রাজনৈতিক চেতনা যথেষ্ট বিকশিত ছিল।


কর ব্যবস্থা

✪ জনপদ ➨ জনপদের যুগে সুনির্দিষ্ট কর ব্যবস্থা গড়ে ওঠেনি। এইসময় নাগরিকরা রাজা বা শাসককে অনিয়মিত স্বেচ্ছা কর ও বিভিন্ন সামগ্রী দিতেন।

✪ মহাজনপদ ➨ মহাজনপদ এর যুগে রাজা বা শাসক সুনির্দিষ্ট কর ব্যবস্থা গড়ে তোলেন এবং নাগরিকরা তাকে নিয়মিত কর দিতেন।


গুরুত্বপূর্ণ সম্পত্তি

✪ জনপদ ➨ জনপদের যুগে গোসম্পদের বিশেষ গুরুত্ব ছিল। বৈদিক সাহিত্য 'গোধন' সম্পর্কে প্রচুর আলোচনা পাওয়া যায়।

✪ মহাজনপদ ➨ মহাজনপদের যুগে কৃষিপণ্যের যথেষ্ট গুরুত্ব ছিল। কৃষিপণ্য হিসাবে এই সময়ে সাহিত্যিক উপাদান গুলিতে বিভিন্ন প্রজাতির আলোচনা পাওয়া যায়।



ষোড়শ মহাজনপদের বৈশিষ্ট্য - Features of Sixteen Mahajanapadas


❍ মহাজনপদগুলি নিজেদের মধ্যে অবিরাম লড়াই ও সংঘর্ষের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব তুলে ধরার চেষ্টা করেছিল।

❍ মহাজনপদ গুলির নিজেদের মধ্যে বিরোধের ফলে তারা প্রতিবেশী মহাজনপদের বিরুদ্ধে বৈদেশিক আক্রমণকারীকে সহায়তা করতে প্রস্তুত ছিল।

❍ মহাজনপদগুলি শাসনব্যবস্থার প্রকৃতিতে ১৪ টি ছিল রাজতান্ত্রিক ও ২ টি ছিল প্রজাতান্ত্রিক রাজ্য।

❍ 16 টি মহাজনপদের অধিকাংশই ছিল বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যভারতে। দক্ষিণ ভারতের একমাত্র আর্য জনপদ ছিল - অস্মক। সমগ্র পাঞ্জাবে মহাজনপদ ছিল দুটি - গান্ধার এবং কুরু।

❍ আসাম, বঙ্গদেশ, উড়িষ্যা, গুজরাট, সিন্ধু এবং সুদূর দক্ষিণ অঞ্চলে কোন আর্য মহাজনপদ ছিল না। মধ্য পাঞ্জাবেও মহাজনপদ অনুপস্থিত ছিল।

❍ ক্রমাগত লড়াই ও যুদ্ধের মাধ্যমে বহু মহাজনপদ দুর্বল বা অবলুপ্ত হয় এবং অবন্তী, বৎস, কোশল ও মগধ নামে চারটি মহাজনপদ প্রাধান্য লাভ করে।

❍ অবন্তী, বৎস, কোশল ও মগধ নামক চারটি মহাজনপদের মধ্যে অবশ্য শেষ পর্যন্ত একক শ্রেষ্ঠত্ব অর্জন করে মগধ। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে মগধের নেতৃত্বে উত্তর ভারতের একটি কেন্দ্রীয় রাজশক্তি ও সুবৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়।



ষোড়শ মহাজনপদ প্রশ্ন উত্তর - Sixteen Mahajanapadas Questions Answers


Q1) ষোড়শ মহাজনপদের মধ্যে কোনটি দক্ষিণ ভারতে অবস্থিত?


A) অস্মক

B) অবন্তী

C) গান্ধার

D) পাঞ্চাল


সঠিক উত্তরঃ- A) অস্মক


Q2) ষোড়শ মহাজনপদ এর মধ্যে কোন দুটি রাজ্য প্রজাতান্ত্রিক?


A) অস্মক ও অবন্তী

B) কাশী ও কোশল

C) বৃজি ও মল্ল

D) মগধ ও কুরু


সঠিক উত্তরঃ- C) বৃজি ও মল্ল


Q3) কোন বৌদ্ধ গ্রন্থে ষোড়শ মহাজনপদের পরিচয় পাওয়া যায়?


A) ত্রিপিটক

B) ভগবতী সূত্র

C) অঙ্গুত্তর নিকায়

D) কল্পসূত্র


সঠিক উত্তরঃ- C) অঙ্গুত্তর নিকায়


Q4) মহাজনপদ শব্দের অর্থ হল-


A) ক্ষুদ্র রাজ্য

B) বৃহৎ রাজ্য

C) মাঝারি রাজ্য

D) কোনোটিই নয়


সঠিক উত্তরঃ- B) বৃহৎ রাজ্য


Q5) কুরু রাজ্যের রাজধানী কোথায় ছিল?


A) ইন্দ্রপ্রস্থ

B) কৌশাম্বী

C) গিরিব্রজ

D) পাটলিপুত্র


সঠিক উত্তরঃ- A) ইন্দ্রপ্রস্থ


Q6) পারস্পরিক প্রতিদ্বন্দিতায় শেষ পর্যন্ত কোন জনপদ শ্রেষ্ঠত্ব অর্জন করে?


A) অবন্তী

B) বৎস

C) কোশল

D) মগধ


সঠিক উত্তরঃ- D) মগধ


Q7) মগধের রাজধানী পাটলিপুত্রে স্থানান্তরিত করেন কে?


A) অশোক

B) উদয়িন

C) মহাপদ্ম নন্দ

D) বিম্বিসার


সঠিক উত্তরঃ- B) উদয়িন


Q8) জনপদীয় যুগে এলাহাবাদ কি নামে পরিচিত ছিল?


A) মৎস

B) বৎস

C) মগধ

D) মল্ল


সঠিক উত্তরঃ- B) বৎস


Q9) বিম্বিসার কোন মহাজনপদটিকে দখল করেছিলেন?


A) কুরু

B) অবন্তী

C) অঙ্গ

D) মল্ল


সঠিক উত্তরঃ- C) অঙ্গ


Q10) অবন্তীর রাজা নন্দী বর্ধনকে পরাজিত করে কে অবন্তী দখল করেন?


A) বিম্বিসার

B) শিশুনাগ

C) নাগ দশক

D) অশোক


সঠিক উত্তরঃ- B) শিশুনাগ


Q11) অযোধ্যা কোন মহাজনপদের রাজধানীর ছিল?


A) কাশী

B) কোশল

C) অঙ্গ

D) মগধ


সঠিক উত্তরঃ- B) কোশল


Q12) রাজা প্রসেনজিৎ কোন মহাজনপদে রাজত্ব করেছিলেন?


A) কাশী

B) কোশল

C) মগধ

D) অস্মক


সঠিক উত্তরঃ- B) কোশল


Q13) উজ্জয়িনী কোন মহাজনপদের অন্তর্ভুক্ত ছিল?


A) অঙ্গ

B) অবন্তী

C) কোশল

D) কাশী


সঠিক উত্তরঃ- B) অবন্তী


Q14) কোন মহাজনপদের রাজধানী ছিল তক্ষশীলা?


A) গান্ধার

B) অঙ্গ

C) বৎস

D) মগধ


সঠিক উত্তরঃ- A) গান্ধার


Q15) মৎস মহাজনপদের রাজধানী বিরাটনগর বর্তমানে কোথায় অবস্থিত?


A) মালব

B) পেশোয়ার

C) জয়পুর

D) বুন্দেলখন্ড


সঠিক উত্তরঃ- C) জয়পুর


Q16) নিচের কোন মহাজনপদটি গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল?


A) কম্বোজ

B) অস্মক

C) অবন্তী

D) মল্ল


সঠিক উত্তরঃ- B) অস্মক


Q17) কোন মহাজনপদটি প্রাচীন ভারতের বিখ্যাত দুটি বাণিজ্যপথ উত্তরপথ ও দক্ষিণপথের মাঝে অবস্থিত ছিল?


A) মৎস

B) সূরসেন

C) অঙ্গ

D) অস্মক


সঠিক উত্তরঃ- B) সূরসেন


Q18) তক্ষশীলা কোন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ছিল?


A) সিন্ধু ও ঝিলাম

B) ঝিলাম ও চেনাব

C) চেনাব ও রবি

D) চেনাব ও বিয়াস


সঠিক উত্তরঃ- A) সিন্ধু ও ঝিলাম


Q19) গৌতম বুদ্ধ কোন মহাজনপদে প্রয়াত হয়েছিলেন?


A) বৎস

B) কোশল

C) মল্ল

D) অঙ্গ


সঠিক উত্তরঃ- C) মল্ল


Q20) সূরসেন মহাজনপদটির রাজধানী কোথায় অবস্থিত ছিল?


A) মথুরা

B) হস্তিনাপুর

C) উজ্জয়িনী

D) পাটলিপুত্র


সঠিক উত্তরঃ- A) মথুরা





Read More...

◾ ভারতীয় জাতীয় আন্দোলনের প্রশ্নোত্তর

ভারতের জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যের তালিকা 2023


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad