Indian National Movement Questions and Answers in Bengali | ভারতীয় জাতীয় আন্দোলনের প্রশ্নোত্তর
![]() |
ভারতীয় জাতীয় আন্দোলনের প্রশ্নোত্তর |
নমস্কার বন্ধুরা,
আজ আপনাদের জন্য থাকছে ভারতীয় ইতিহাস (Indian History) এর Indian National Movement থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর। ভারতীয় জাতীয় আন্দোলন সম্পর্কিত বহু প্রশ্ন প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। আজকে আমরা কিছু ভারতের জাতীয় আন্দোলনের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় অনেকবার এসেছে। সমস্ত প্রশ্ন উত্তর গুলি একবার দেখে নিন আশা করি আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিতে খুবই সাহায্য করবে।
ভারতীয় জাতীয় আন্দোলনের প্রশ্নোত্তর
১| কোন অধিবেশনে মহাত্মা গান্ধী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন?
➢ বেলগাঁও অধিবেশন (১৯২৪ খ্রি.)।
২| গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
➢ ১ নভেম্বর ১৯১৩ সালে সানফ্রান্সিসকো'তে (মার্কিন যুক্তরাষ্ট্র)।
৩| কার নেতৃত্বে গদর পার্টি গঠিত হয়েছিল?
➢ লালা হরদয়াল।
৪| গদর পার্টির প্রথম সভাপতি কে হন?
➢ সোহান সিং ভাকনা।
৫| মহাত্মা গান্ধীকে কায়সার-ই-হিন্দ উপাধিতে ভূষিত করা হয় কখন?
➢ ১৯১৫ সালে।
৬| কোন অধিবেশনে কংগ্রেসের নরম দল এবং গরম দল একত্রিত হয়েছিল?
➢ লখনউ অধিবেশনে (১৯১৬ খ্রি.)।
৭| মুসলিম লীগ ও কংগ্রেস কোন অধিবেশনে একটি যৌথ কমিটি গঠন করেছিল?
➢ লখনউ অধিবেশনে।
৮| বাল গঙ্গাধর তিলক স্ব-সরকারের জন্য কোন সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন?
➢ হোমরুল লিগ (১৯১৬ খ্রিস্টাব্দে পুুনায়)।
৯| অ্যানি বেস্যান্ত কখন এবং কোথায় হোমরুম লিগ প্রতিষ্ঠা করেছিলেন?
➢ ১৯১৬ খ্রিস্টাব্দে মাদ্রাজে।
১০| অ্যানি বেস্যান্তের নেতৃত্বে প্রতিষ্ঠিত হোমরুল লীগের প্রথম সচিব কে ছিলেন?
➢ জর্জ এস অরুনডেল।
১১| কাকে রিক্রুটিং সার্জেন্ট বলা হত?
➢ মহাত্মা গান্ধী। কারণ প্রথম বিশ্বযুদ্ধের সময় গান্ধীজি মানুষকে সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহিত করেছিলেন।
১২| সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন কে?
➢ মহাত্মা গান্ধী।
১৩| মহাত্মা গান্ধী কখন এবং কোথায় সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন?
➢ ১৯১৬ খ্রিস্টাব্দে আমেদাবাদে।
১৪| কে গান্ধীকে চম্পারণে আসতে অনুপ্রাণিত করেছিলেন?
➢ বিহারের কৃষক নেতা, রাজকুমার।
১৫| গান্ধীজি সর্বপ্রথম সত্যগ্রহ কোথায় ব্যবহার করেছিলেন?
➢ দক্ষিন আফ্রিকা।
১৬| গান্ধীজি ভারতে প্রথম সত্যগ্রহ কোথায় ব্যবহার করেছিলেন?
➢ চম্পারণ (বিহার)।
১৭| চম্পারণ আন্দোলন কবে হয়েছিল?
➢ ১৯১৭ সালে।
১৮| চম্পারণ বিদ্রোহের কারণে ব্রিটিশরা কোন প্রথাটি বাতিল করতে বাধ্য হয়েছিল?
➢ তিনকাঠিয়া প্রথা।
১৯| মহাত্মা গান্ধীর প্রথম অনশন কিসের সমর্থনে করেছিল?
➢ ১৯১৮ খ্রিস্টাব্দে আমেদাবাদ মিল শ্রমিকদের ধর্মঘটের সমর্থনে।
২০| ১৯১৮ খ্রিস্টাব্দে গুজরাটের খেদা জেলায় মহাত্মা গান্ধী কোন আন্দোলন শুরু করেছিলেন?
➢ কর বাতিল আন্দোলন।
২১| রাওলাট আইন কত সালে প্রয়োগ করা হয়েছিল?
➢ ১৯ মার্চ ১৯১৯ খ্রিষ্টাব্দে।
২২| রাওলাট আইন কী ছিল?
➢ এই আইন অনুযায়ী কোনও সন্দেহজনক ব্যক্তিকে বিনা বিচারে গ্রেপ্তার করা যেতে পারে। তার বিরুদ্ধে আপিল, কোন যুক্তি বা কোনও আইনজীবী থাকতে পারে না।
২৩| গান্ধীজি কখন রাওলাট আইনের প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘট শুরু করেছিলেন?
➢ ৬ এপ্রিল ১৯১৯ খ্রিষ্টাব্দে।
২৪| জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়েছিল?
➢ ১৩ এপ্রিল ১৯১৯ খ্রিষ্টাব্দে।
২৫| জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল?
➢ অমৃতসর।
২৬| জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নেতৃত্ব কে দিয়েছিলেন?
➢ জেনারেল ডায়ার।
২৭| জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পিছনে কারণ কী ছিল?
➢ ১৩ এপ্রিল ১৯১৯ সালে, দুই জাতীয়তাবাদী সত্য পাল এবং ডঃ সাইফুদ্দিন কিচলিউ এর গ্রেপ্তারের প্রতিবাদে অনেকলোক জলয়ানওয়ালাবাগ (অমৃতসর) এ জড়ো হয়। বেআইনি সমাবেশ নিষিদ্ধ করার বিষয়ে জেনারেল ডায়ারের নির্দেশের পরেও লোকেরা জালিয়ানওয়ালাবাগে জড়ো হয়েছিল। এই খবর পৌঁছলে জেনারেল ডায়ার ও তার বাহিনী সেখানে প্রবেশ করে কোনো সতর্কতা না দিয়েই গুলি চালায়। গুলি চালানো ১০-১৫ মিনিট অব্যাহত ছিল। ১৬৫০ রাউন্ড গুলি চালানো হয়েছিল। কমপক্ষে ৩৭৯ জন হত্যা হয় এবং আরও ১,২০০ জন আহত হয়।
২৮| জলিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে কতজন মারা গিয়েছিলেন?
➢ সরকারী রিপোর্ট অনুসারে ৩৭৯ জন এবং কংগ্রেস কমিটি অনুসারে ১০০০ মানুষ নিহত হয়েছিলেন।
২৯| জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে কোন ভারতীয়, জেনারেল ডায়ারের সহযোগিতা করেছিলেন?
➢ হংসরাজ।
৩০| জলিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ভাইসরয়ের নির্বাহী পরিষদের সদস্যপদ থেকে কে পদত্যাগ করেছিলেন?
➢ শঙ্করন নায়ার।
৩১| কার সভাপতিত্বে ব্রিটিশ সরকার জলিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিষয়ে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল?
➢ লর্ড হান্টার।
৩২| ব্রিটিশ সরকার গঠিত তদন্ত কমিটির সদস্যদের মধ্যে কতজন ভারতীয় ছিলেন?
➢ তিনজন।
৩৩| কাদের নেতৃত্বে কংগ্রেস, জলিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য একটি কমিশন গঠন করেছিল?
➢ মদন মোহন মালব্য। এই কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে মতিলাল নেহেরু এবং গান্ধীজি ছিলেন।
৩৪| জালিয়ানওয়ালাবাগ কোন ব্যক্তির সম্পত্তি ছিল?
➢ জল্লী নামে এক ব্যক্তির।
৩৫| খিলাফত আন্দোলন কাদের বিরুদ্ধে শুরু করা হয়েছিল?
➢ মিত্র রাষ্ট্রের বিরুদ্ধে। বিশেষত ব্রিটেনের বিরুদ্ধে।
৩৬| খিলাফত আন্দোলন কার সমর্থনে করা হয়েছিল?
➢ ভারতীয় মুসলমানরা তুর্কি খলিফার সমর্থনে এই আন্দোলন শুরু করেছিল।
৩৭| খিলাফত দিবস সারা দেশে কখন পালিত হয়?
➢ ১৯ অক্টোবর ১৯১৯ খ্রিষ্টাব্দে।
৩৮| মহাত্মা গান্ধী কবে হিন্দু ও মুসলমানদের যৌথ সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন?
➢ ২৩ নভেম্বর ১৯১৯ খ্রিষ্টাব্দে।
৩৯| অসহযোগ আন্দোলন কখন শুরু হয়েছিল?
➢ ১ আগস্ট, ১৯২০ খ্রিষ্টাব্দে।
More Important GK | Link |
---|---|
গণপরিষদ ও সংবিধান রচনার ইতিহাস | Click Here |
Please do not enter any spam link in the comment box.