27th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১
27th May 2021 Current Affairs in Bengali |
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 27th May 2021 Current Affairs এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।
Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 27th May 2021 Current Affairs, May 2021 Current Affairs
27th May 2021 Current Affairs in Bengali::
1. সিবিআই (CBI) এর নতুন ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন?
➢ সুবোধ কুমার জয়সওয়াল।
◾ তিনি 2009 সালে বিশিষ্ট সামাজিক সেবার জন্য president's police medal পান।
◾ ইনি 2018 সালে মুম্বাই পুলিশের কমিশনার পদে নিযুক্ত ছিলেন।
◾ CBI সদরদপ্তর নিউ দিল্লি।
2. কোভিড 19 সঠিকভাবে পর্যবেক্ষণ করার জন্য Global pandemic radar লঞ্চ করলো কোন দেশ?
➢ ইউনাইটেড কিংডম।
◾ ইউনাইটেড কিংডম এর প্রধানমন্ত্রী বরিস জনসন।
◾ রাজধানী লন্ডন।
3. 2021 সালে ATP Geneva open title কে জয়লাভ করলো?
➢ Casper Ruud.
◾ নরওয়ের টেনিস খেলোয়াড় Casper Rudd কানাডিয়ান টেনিস খেলোয়াড় Denis Shapovalov কে হারিয়ে এই খেতাব অর্জন করলেন।
4. Anatole Collinet Makosso কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন?
➢ রিপাবলিক অব কঙ্গো।
◾ রিপাবলিক অব কঙ্গো রাজধানী - Brazzaville
◾ মুদ্রা কঙ্গলীস ফ্রাংক।
5. ইজরায়েলের পরবর্তী Mossad চিফ পদে কে নিযুক্ত হলেন?
➢ David Barnea
◾ Israeli Prime Minister Benjamin Netanyahu appointed David Bernea as the new head of the country's spy agency, the Mossad.
◾ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
◾ রাজধানী জেরুজালেম।
◾ মুদ্রা ইজরায়েলি সেকেল।
6. কোন হেলথকেয়ার কোম্পানি 2021 সালে Gold Stevie Award জিতল?
➢ SpiceHealth.
◾ SpiceHealth নামে একটি স্বাস্থ্যসেবা সংস্থা SpiceJet প্রবর্তকদের দ্বারা প্রতিষ্ঠিত, কোভিড 19 এর মধ্যে 'Most Valuable Medical Innovation' এর জন্য স্বর্ণ পুরস্কার পেয়েছে।
7. কোন ভারতীয় বংশোদ্ভূত, অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়ন এর সভাপতি পদে নির্বাচিত হলেন?
➢ আনভী ভুটানি।
◾ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ম্যাগডালেন কলেজের ভারতীয় বংশোদ্ভূত হিউম্যান সায়েন্সের ছাত্রী আনভী ভুটানি কে স্টুডেন্ট ইউনিয়ন এর উপনির্বাচনের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
8. আন্তর্জাতিক নিখোঁজ শিশু দিবস (International Missing Children's Day) কবে পালিত হয়?
➢ 25 মে।
◾ অপহৃত শিশুদের সুরক্ষা প্রদান ও সচেতনতা বাড়াতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।
9. পাঞ্জাব রাজ্য সরকার মোহালি ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম এর নাম বদল করে কি রাখতে চলেছে?
➢ অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম।
◾ বলবির সিং লন্ডনে অনুষ্ঠিত 1948 সালের অলিম্পিকে, হেলসিংকিতে অনুষ্ঠিত 1952 সালের অলিম্পিকে ও মেলবোর্নে অনুষ্ঠিত 1956 সালের অলিম্পিকে ভারতের হকি টিমের সদস্য হিসেবে সোনার পদক পান।
◾ ইনি 25 মে 2020 সালে 96 বছর বয়সে মারা যান।
◾ ইনি 1957 সালে পদ্মশ্রী পুরস্কার পান।
◾ তিনি 2006 সালে সেরা 'শিখ হকি প্লেয়ার অফ দ্যা ইয়ার' হন।
10. Buddha in Gandhara বইটির লেখক কে?
➢ সুনিতা দ্বিবেদী।
◾ ইনি একজন ফটোগ্রাফার, silk road ভ্রমণকারী এবং স্বতন্ত্র গবেষক।
More Current Affairs |
Link |
---|---|
26th May 2021 Current Affairs |
Please do not enter any spam link in the comment box.