Ads Area

26th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

26th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

26th May 2021 Current Affairs in Bengali
26th May 2021 Current Affairs in Bengali

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 26th May 2021 Current Affairs এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।


Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 26th May 2021 Current Affairs, May 2021 Current Affairs



26th May 2021 Current Affairs in Bengali::


1. Forbes Highest Paid Athletes এর তালিকায় প্রথম স্থান অধিকার করল কে?
➢ কনোর ম্যাকগ্রেগর।
◾ কনোর ম্যাকগ্রেগর (আয়ারল্যান্ড) - $180 million
◾ লিওনেল মেসি (আর্জেন্টিনা) - $130 million
◾ ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল) - $120 million

2. কোন মহাকাশ গবেষণা সংস্থা চাঁদে জলের সন্ধানের জন্য প্রথম মোবাইল রোবট প্রেরণ করতে চলেছে?
➢ NASA.
◾ মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন 2023 সালে চন্দ্রপৃষ্ঠে উপরে এবং নিচে বরফ এবং অন্যান্য জলের উৎসের অনুসন্ধান করার জন্য নাসা তার রোবট রোভার ভাইপারকে চাঁদে 2023 সালের শেষের দিকে পাঠানোর পরিকল্পনা করছে।
◾ সদরদপ্তর ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড স্টেট।
◾ প্রতিষ্ঠা সাল 1 অক্টোবর 1958।

3. কোন রাজ্য সরকার মহামারীতে পিতা-মাতাকে হারানো বাচ্চাদের জন্য Chief Minister Vatsalya Jojona লঞ্চ করল?
➢ উত্তরাখণ্ড।
◾ Chief Minister Vatsalya Jojona প্রকল্পের আওতায় রাজ্য সরকার 21 বছর বয়স পর্যন্ত চাঁদের রক্ষণাবেক্ষণ শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করবে।
◾ এছাড়া উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী অনাথ শিশুদের প্রতি মাসে রক্ষণাবেক্ষণের জন্য ভাতা হিসেবে 3000 টাকা দেওয়ার কথা ঘোষণা করল।
◾ সম্প্রতি উত্তরাখণ্ড এর পুলিশ কোভিড-19 রোগীদের অক্সিজেন, বিছানা, প্লাজমা পেতে সহায়তা করতে Mission Hausla চালু করেছে।
◾ উত্তরাখণ্ড প্রতিষ্ঠা দিবস 9 নভেম্বর 2000।
◾ উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী গেরসেইন, শীতকালীন রাজধানী দেরাদুন।
◾ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরাথ সিং রাওয়াত এবং রাজ্যপাল বেবি রানী মৌর্য।

4. 'India and Asian Geopolitics: The Past Present' এই বইটির লেখক কে?
➢ শিব শংকর মেনন।
◾ শিব শংকর মেনন প্রধানমন্ত্রীর জাতীয় সুরক্ষা উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিব ছিলেন।
◾ তার এই বইটিতে ভারত কিভাবে অতীতের বহু ভূ-রাজনৈতিক ঝড়কে কাটিয়েছিল তার ইতিহাস এখানে বর্ণিত আছে।

5. G-20 summit 2021 ভার্চুয়ালি কোথায় অনুষ্ঠিত হলো?
➢ ইতালি।
◾ ইতালির রাজধানী রোম।
◾ ইতালির মুদ্রা ইউরো।

6. কোন রাজ্য সরকার গ্রাম্য এলাকায় দ্রুত চিকিত্সা পরিষেবা দেবার জন্য Sanjeevani Pariyojana লঞ্চ করল?
➢ হরিয়ানা।
◾ হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার।
◾ হরিয়ানার রাজ্যপাল সত্যদেব নারায়ন আর্য।
◾ হরিয়ানার রাজধানী চন্ডিগড়।

7. কোন সংস্থা young warriors ক্যাম্পেইন লঞ্চ করল?
➢ UNICEF.
◾ UNICEF সদর দপ্তর নিউইয়র্ক।
◾ প্রতিষ্ঠা সাল 1986 সালের 11 ডিসেম্বর।
◾ Director - Henrietta H. Fore

8. কোন রাজ্য সরকার Remdesivir, রোগীদের কাছে পৌঁছাতে SMS - Based system লঞ্চ করল?
➢ কর্ণাটক।
◾ সম্প্রতি গ্রামীণ অঞ্চলে ব্যাপক প্রাথমিক স্বাস্থ্যসেবা সরবরাহের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে স্বাস্থ্য ও সুস্বাস্থ্য কেন্দ্র স্থাপনে কর্ণাটক প্রথম স্থান পেয়েছে।
◾ কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।
◾ কর্নাটকের রাজ্যপাল বাজুভাই বালা।
◾ কর্নাটকের রাজধানী ব্যাঙ্গালোর।

9. ভারতে আন্তর্জাতিক কমনওয়েলথ দিবস কবে পালিত হয়?
➢ 24 মে।
◾ অনেকগুলি দেশে মার্চের দ্বিতীয় সোমবারে এই দিবস পালন করা হয়।
◾ ভারতে 24 মে এই দিবস পালন করা হয়।
◾ 2021 Theme - Delivering a Common Future

10. কোন রাজ্য সরকার বেসরকারি হসপিটালে বিপিএল তালিকা ভুক্ত করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করল?
➢ হরিয়ানা।
◾ হরিয়ানা লোকনৃত্য - Jhumar, Phag, Daph, Dhamal
◾ হরিয়ানা রাজ্যের গুরগাঁও তে প্রথম digital sign language lab খোলা হয়েছে।
◾ হরিয়ানা রাজ্য প্রথম ক্যান্সার সংস্থান খোলা হয়েছে।





More Current Affairs

Link

25th May 2021 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad