Ads Area

28th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

28th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

28th May 2021 Current Affairs in Bengali
28th May 2021 Current Affairs in Bengali

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 28th May 2021 Current Affairs এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।


Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 28th May 2021 Current Affairs, May 2021 Current Affairs



28th May 2021 Current Affairs in Bengali::


1. প্রশান্ত কুমার মিশ্র কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন?
➢ ছত্রিশগড়।
◾ ছত্রিশগড় হাইকোর্ট 1 নভেম্বর 2000 সালে প্রতিষ্ঠিত হয়।
◾ ছত্রিশগড় এর রাজধানী রায়পুর।
◾ মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
◾ রাজ্যপাল অনুসূয়া উইকি।

2. কোন রাজ্য সরকার Ankur স্কিম লঞ্চ করল?
➢ মধ্যপ্রদেশ।
◾ বর্ষাকালে বৃক্ষ রোপন করলে সাধারণ মানুষকে পুরস্কার দেওয়া হবে এই স্কিমের মাধ্যমে।
◾ মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল।
◾ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
◾ মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন পাটেল।

3. কোন রাজ্য সরকার লক্ষী ভান্ডার প্রকল্প লঞ্চ করল?
➢ পশ্চিমবঙ্গ।
◾ এই প্রকল্পের আওতায় জেনারেল ক্যাটাগরিতে পরিবারের মহিলাদের মাসিক 500 টাকা এবং SC সম্প্রদায়ের মহিলাদের মাসিক 1000 টাকা করে দেওয়া হবে।
◾ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
◾ পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।

4. বিশ্ব ক্ষুধা দিবস কবে পালিত হয়?
➢ 28 মে।
◾ বিশ্বজুড়ে 82.1 কোটি প্রায় বা তার বেশি মানুষ দীর্ঘদিন ধরে ক্ষুধা নিয়ে জীবনযাপন করছে। এই সমস্ত মানুষ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।

5. কোন ব্যাংক ব্যাঙ্গালোরে মোবাইল এটিএম পরিষেবা চালু করল?
➢ HDFC Bank
◾ HDFC Bank শহরে Covid 19 সম্পর্কিত নিষেধাজ্ঞার জন্য গ্রাহকদের সহায়তা করতে Mobile Automated Teller Machine (ATM) মোতায়েন করেছে।
◾ HDFC Bank সদরদপ্তর মুম্বাই।
◾ চেয়ারম্যান অতনু চক্রবর্তী।
◾ CEO - শশীধর জগদিসান।

6. কোন আইপিএল দল কোভিড - 19 রিলিফ প্রোগ্রাম Project SAAH লঞ্চ করল?
➢ পাঞ্জাব কিংস।
◾ সম্প্রতি কিংস ইলেভেন পাঞ্জাব এর নাম পরিবর্তন হয়ে পাঞ্জাব কিংস রাখা হয়।
◾ পাঞ্জাব কিংসের মালিক - প্রীতি জিন্টা, নেস ওয়াদিয়া, মোহিত বর্মন, করণ পাল।

7. অ্যান্ডি জেসি, অফিশিয়ালি 5 জুলাই কোন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হতে চলেছেন?
➢ আমাজন।
◾ বর্তমানে অ্যান্ডি জেসি Amazon Web Service এর CEO পদে নিযুক্ত আছেন।
◾ বর্তমানে আমাজনের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত আছেন জেফ বেজোস।
◾ প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
◾ সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড স্টেট।

8. কৃষিতে সহযোগিতার জন্য ভারত আর কোন দেশের মধ্যে তিন বছরের চুক্তি স্বাক্ষরিত হলো?
➢ ইজরায়েল।
◾ এর মূল লক্ষ্য কৃষি ক্ষেত্রে উন্নতি ঘটানো।
◾ এই চুক্তিটি 2023 সাল পর্যন্ত।
◾ ইজরায়েলের রাজধানী জেরুজালেম।
◾ ইজরায়েলের মুদ্রা সেকেল।
◾ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

9. 2021 সালে PGA championship কে জয়লাভ করলো?
➢ ফিল নিকেলসন।
◾ আমেরিকান পেশাদার গল্ফার ফিল নিকেলসন 50 বছর বয়সে 2021 পিজিএ চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস তৈরি করেছেন।
◾ এটা তার ষষ্ঠতম খেতাবজয়।

10. Sach Kahun Toh এটা কোন বলিউড অভিনেত্রীর আত্মজীবনী?
➢ নীনা গুপ্তা।
◾ নীনা গুপ্তা একজন ভারতীয় অভিনেত্রী এবং টেলিভিশন পরিচালক।
◾ এই বইটা তিনি 2020 সালের লকডাউন এর সময় লিখেছিলেন।
◾ এই বইটিতে তাঁর জীবনের সমস্ত ঘটনা বর্ণিত আছে।



More Current Affairs

Link

27th May 2021 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad