29th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১
29th May 2021 Current Affairs in Bengali |
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 29th May 2021 Current Affairs এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।
Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 29th May 2021 Current Affairs, May 2021 Current Affairs
29th May 2021 Current Affairs in Bengali::
1. কোন বিজ্ঞানী 2020 International Eni Award পেলেন?
➢ সি এন রাও।
◾ International Eni Award এটি the energy frontier award নামেও পরিচিত।
◾ International Eni Award শক্তি গবেষণা নোবেল পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়।
◾ ধাতব অক্সাইড, কার্বন নানোটিউবস এবং অন্যান্য উপকরণ এবং দ্বিমাত্রিক ব্যবস্থায় তার কাজের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছে।
◾ এই পুরস্কার প্রদান করা হবে 2021 সালের 14 অক্টোবর।
2. Guillermo Lasso কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন?
➢ ইকুয়েডর।
◾ ইনি ইকুয়েডরের 47 তম প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন।
◾ ইকুয়েডরের রাজধানীর কুইটো।
◾ ইকুয়েডরের মুদ্রা ইউনাইটেড স্টেট ডলার।
3. কোন কেন্দ্রীয় মন্ত্রী Se-Hat OPD পোর্টাল লঞ্চ করল?
➢ রাজনাথ সিং।
◾ Se-Hat - Services e Health Assistant & Teleconsultation
◾ পোর্টালটির মূল উদ্দেশ্য হলো কর্মরত সশস্ত্র বাহিনীর কর্মী, প্রবীণ এবং তাদের পরিবারকে টেলিমেডিসিন পরিষেবা সরবরাহ করা।
◾ বর্তমানে ইনি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী পদে নিযুক্ত আছেন।
4. কোন রাজ্য সরকার স্মার্ট কিচেন স্কিম লঞ্চ করার কথা ঘোষণা করল?
➢ কেরালা।
◾ এটি লঞ্চ হবে 10 জুলাই 2021 সালে।
◾ It aims to account and reduce the workload of women's domestic labour.
◾ কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজায়ন।
◾ কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান।
5. NASA কোন মহাকাশ গবেষণার সহযোগিতায় Earth Observatory System তৈরি করার জন্য পার্টনারশিপ করল?
➢ ISRO.
◾ এটির নাম NISAR.
◾ এটার মূল উদ্দেশ্য জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানে সহায়তা করা।
◾ নাসার সদর দপ্তর ওয়াশিংটন ডিসি ইউনাইটেড স্টেট
◾ প্রতিষ্ঠা সাল 29 জুলাই 1958.
◾ অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন।
◾ ইসরো প্রতিষ্ঠিত সাল 15 আগস্ট 1969.
◾ ইসরো প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাই।
◾ ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরু।
6. প্রথম ভারতীয় ডাক্তার হিসেবে কে Rudolf Schindler Award জিতলেন?
➢ ডঃ নাগেশ্বর রেড্ডি।
◾ ডঃ নাগেশ্বর রেড্ডি কে বলা হয় the father of gastroscopy.
◾ ডঃ নাগেশ্বর রেড্ডি 2002 সালে পদ্মশ্রী পুরস্কার পান।
◾ 2016 সালে পদ্মভূষণ পুরস্কার পান।
7. ভারতের প্রথম মহিলা ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার হলেন কে?
➢ আশৃথা ভি ওলেটি।
◾ ইনি কর্নাটকের বাসিন্দা।
◾ ভারতীয় বিমানবাহিনী চিফ: রাকেশ কুমার সিং ভাদুরিয়া।
◾ সদরদপ্তর: নিউ দিল্লি।
8. ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশন এর নাম পরিবর্তন করে কি রাখা হলো?
➢ ইন্ডিয়ান ব্রডকাস্টিং এন্ড ডিজিটাল ফাউন্ডেশন।
◾ ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশন ভারতের টেলিভিশন সম্প্রচারকদের একটি ঐক্যবদ্ধ প্রতিনিধি সংস্থা।
◾ এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1999 সালে।
◾ এই সংস্থাটির প্রধান - বিক্রম জিৎ সিং।
9. কেরালা রাজ্যের বিধানসভার স্পিকার হিসেবে কে নির্বাচিত হলেন?
➢ এম বি রাজেশ।
◾ কেরালা রাজ্য সরকার তিরুবন্তপুরম জেলার Vizhinjam গ্রামে প্রথম মেরিন অ্যাম্বুলেন্স পরিষেবা PRATHEEKSHA চালু করল।
◾ কেরালা রাজ্য প্রথম digital garden খোলা হয়েছে।
◾ ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবন্তপুরমে প্রথম space tech park খোলা হয়েছে।
10. FIH president's award কে পেলেন?
➢ ভি কার্তিকেইন পান্ডিয়ান।
◾ উড়িষ্যায় হকি প্রচারের দিকনির্দেশনা তার অবদানের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
◾ উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
◾ উড়িষ্যার রাজ্যপাল গণেশী লাল।
◾ উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর।
More Current Affairs |
Link |
---|---|
28th May 2021 Current Affairs |
Please do not enter any spam link in the comment box.