Ads Area

30th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

30th May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

30th May 2021 Current Affairs in Bengali
30th May 2021 Current Affairs in Bengali

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 30th May 2021 Current Affairs এর 11টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।


Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 30th May 2021 Current Affairs, May 2021 Current Affairs



30th May 2021 Current Affairs in Bengali::


1. 2021 Princess of Asturias Award (প্রিন্সেস অফ অস্টুরিয়াস পুরস্কার) পেলেন কে?
➢ অমর্ত্য সেন।
◾ ইনি একজন অর্থনীতিবিদ। 1999 সালে ভারতরত্ন পুরস্কার পান।
◾ ইনি 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান।
◾ স্প্যানিশ প্রাইজ ফাউন্ডেশন তাকে এই সম্মানে ভূষিত করলেন।
◾ পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে জোয়ান মিরোর একটি মূর্তি, একটি শংসাপত্র ও 50 হাজার ইউরো।

2. কোন বলিউড অভিনেতা ইউনাইটেড আরব এমিরেটস এর তরফ থেকে গোল্ডেন ভিসা পেলেন?
➢ সঞ্জয় দত্ত।
◾ সঞ্জয় দত্ত মহারাষ্ট্রের মুম্বাই তে জন্মগ্রহণ করেন।
◾ ইউনাইটেড আরব এমিরেটস রাজধানী আবুধাবি।
◾ মুদ্রা ইউনাইটেড আরব এমিরেটস দিরহাম।

3. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী Guardian Minister পদে নিযুক্ত হলেন?
➢ আসাম।
◾ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 26 মে গার্ডেন Guardian Minister পদে নিযুক্ত হলেন।
◾ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের স্কিম গুলোকে বাস্তবায়নের জন্য এই পদে নিয়োগ করা হয়।

4. বাসার আল আসাদ কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন?
➢ সিরিয়া।
◾ ইনি সিরিয়ার চতুর্থবার রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন।
◾ সিরিয়ার রাজধানী দামাস্কাস।
◾ সিরিয়ার মুদ্রা পাউন্ড।

5. IB এর ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?
➢ অরবিন্দ কুমার।
◾ ইনি 1 বছরের জন্য পুনরায় এই পদে নিযুক্ত হলেন।
◾ IB (intelligence bureau) সদরদপ্তর নিউ দিল্লি।
◾ প্রতিষ্ঠা সাল 1887
◾ Motto - always alert

6. RAW এর সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন?
➢ সামন্ত কুমার গোয়েল।
◾ সামন্ত কুমার গোয়েল 1 বছরের জন্য পুনরায় এই পদে নিযুক্ত হলেন।
◾ RAW (research and analysis wing) সদরদপ্তর নিউ দিল্লি।
◾ প্রতিষ্ঠা সাল 21 সেপ্টেম্বর 1968 সাল।
◾ Raw is the foreign intelligence agency of India

7. কোন IIT FakeBuster নামে ইউনিক ডিটেক্টর তৈরি করল?
➢ IIT Ropar.
◾ IIT Ropar অস্ট্রেলিয়া ভিত্তিক মোনাশ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এটি তৈরি করে।
◾ 'ফেকবাস্টার' সোশ্যাল মিডিয়ায় কারসাজি করা বা কৌতুক করার জন্য কৌশলগুলি খুজে পেতে সহায়তা করে এবং কোন ভিডিও মিটিং চলাকালীন অন্য কোন অজানা ব্যক্তি ছদ্মবেশী কিনা তা সনাক্ত করতে ব্যবহারকারীদের সক্ষম করে।
◾ IIT Ropar পাঞ্জাবে অবস্থিত।

8. কোন দেশ UNITE AWARE মোবাইল টেক প্লাটফর্ম লঞ্চ করল?
➢ ভারত।
◾ India will launch 'UNITE AWARE', a mobile tech platform for the United Nations peacekeepers to improve their safety and security in the line of duty.

9. আন্তর্জাতিক এভারেস্ট দিবস কবে পালিত হয়?
➢ 29 মে।
◾ নেপালের তেনজিং নরগে এবং নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি 1953 সালের 29 মে প্রথম মানুষ হিসেবে মাউন্ট এভারেস্ট আরোহণ করেন। এই দিনটিকে স্মরণ করে প্রতিবছর আন্তর্জাতিক এভারেস্ট দিবস পালন করা হয়।
◾ 2008 সালে পর্বতারোহী হিলারি মারা যাবার পর থেকে নেপাল এই দিনটিকে পালন করার কথা ঘোষণা করে।

10. ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডে কবে পালিত হয়?
➢ 29 মে।
◾ গ্র্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এবং এই রোগ সংক্রান্ত উপসর্গের বিভিন্ন রকম উপকরণ প্রদান করার জন্য এবং সচেতনতা তৈরি করতে এই দিনটি পালন করা হয়।
◾ 2021 theme:- Obesity: "An Ongoing Pandemic"

11. অক্সিজেন সিলিন্ডার সহ অটো অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলো কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল?
➢ দিল্লি।
◾ দিল্লি সরকার অক্সিজেন সিলিন্ডার ও স্যানিটাইজার সহ মোট দশটি অটো অ্যাম্বুলেন্স চালু করল।
◾ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
◾ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল।





More Current Affairs

Link

29th May 2021 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad