ইন্টারভিউয়ের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে চাকরি |
কোন লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ডোম পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিকভাবে 6 মাসের জন্য কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হবে।
✪ বিজ্ঞপ্তি নং - DH&FWS/BHD/393
✪ বিজ্ঞপ্তি তারিখ - 27.05.2021
✪ পদের নাম - ডোম (Dome)
✪ শূন্যপদ - 2 টি।
✪ শিক্ষাগত যোগ্যতা - অষ্টম পাস।
✪ বয়স সীমা - 40 পর্যন্ত।
✪ বেতন - 10000/মাস।
✪ আবেদন পদ্ধতি - ইচ্ছুক প্রার্থীদের একটি আবেদনপত্র, বায়োডাটা, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র, সঠিক নাগরিকত্বের প্রমাণপত্র নিয়ে 31.05.2021 তারিখে সকাল 11 টায় বিষ্ণুপুর জেলা হসপিটালে ইন্টারভিউয়ের জন্য আসতে হবে।
সম্পূর্ণ নোটিস টি নীচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
Download Notice - Click Here
Official Website - Click Here
Please do not enter any spam link in the comment box.