Ads Area

31st May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

31st May 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

31st May 2021 Current Affairs in Bengali
31st May 2021 Current Affairs in Bengali

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 31st May 2021 Current Affairs এর 10 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।


Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 31st May 2021 Current Affairs, May 2021 Current Affairs



31st May 2021 Current Affairs in Bengali::


1. কোন রাজ্য সরকার Akansha পোর্টাল লঞ্চ করল?
➢ কর্ণাটক
☞ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার উদ্যোগগুলো স্বচ্ছ পদ্ধতিতে বাস্তবায়নের জন্য এই পোর্টাল লঞ্চ করা হলো।
☞ কর্নাটকের রাজধানী ব্যাঙ্গালোর।
☞ কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদদুরাপ্পা।
☞ কর্নাটকের রাজ্যপাল বাজুভাই বালা।

2. আইপিএল 2021 সালের পরবর্তী খেলা গুলি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?
➢ ইউনাইটেড আরব এমিরেটস
☞ 2021 সালের আইপিএল খেলা ভারতে অনুষ্ঠিত হয়েছিল কিন্তু করোনার কারণে তা স্থগিত রাখা হয়। সেগুলি ইউনাইটেড আরব এমিরেটস এ সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হবে।
☞ IPL 2021 - 14 তম।
☞ এবছর আইপিএল এর স্পন্সার ভিভো (Vivo).
☞ IPL চেয়ারম্যান বৃজেশ প্যাটেল।

3. সবচেয়ে দ্রুত এভারেস্টের চূড়ায় উঠে বিশ্ব রেকর্ড করলো সাং ইয়িন হাং, ইনি কোন দেশের নাগরিক?
➢ হংকং
☞ এভারেস্টের চূড়ায় পৌঁছাতে সময় লেগেছে 25 ঘণ্টা 50 মিনিট।
☞ বয়স 44 বছর।
☞ এভারেস্টের উচ্চতা 8848.86 মিটার।

4. ভারতের কুনো ন্যাশনাল পার্কে পুনরায় চিতাবাঘ অন্তর্ভুক্ত করা হবে। এই ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
➢ মধ্যপ্রদেশ
☞ এই চিতাবাঘ আনা হবে আফ্রিকা থেকে।
☞ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
☞ মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল।
☞ মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল।

5. দিল্লির পুলিশ কমিশনার হিসেবে কে নিযুক্ত হলেন?
➢ এস এন শ্রীবাস্তব
☞ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
☞ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল।

6. ভারত জৈব বৈচিত্র পুরস্কার 2021 পেলেন কোন পরিবেশ সংরক্ষণবিদ?
➢ শাজি এন এম
☞ ইনি কেরালা রাজ্যের বাসিন্দা।
☞ ইনি কেরালার Tuber Man নামে পরিচিত।
☞ ইনি কনজারভেশন অফ ডোমেস্টিকেটেড স্পিসিস ক্যাটাগরিতে এই পুরস্কার জিতলেন।
☞ এই পুরস্কারটি প্রদান করা হয় 22 মে International Day for biological diversity তে।

7. সম্প্রতি আন্টার্কটিকা থেকে ভেঙে যাওয়া বিশ্বের বৃহত্তম বরফখণ্ড টির নাম কি?
➢ A-76
☞ বরফখণ্ডটি প্রায় 105 মাইল (170 কিলোমিটার) লম্বা এবং 15 মাইল (25 কিলোমিটার) চওড়া।

8. কোন কোম্পানি ব্ল্যাক ফাঙ্গাস ড্রাগ posaconazole লঞ্চ করল?
➢ MSN Labs
☞ MSN Labs হায়দ্রাবাদের কম্পানি।

9. সম্প্রতি প্রয়াত হাইব্রিড ধানের জনক Yuan Longping কোন দেশের বৈজ্ঞানিক ছিলেন?
➢ চীন
☞ 1970 সালে ইনি এই হাইব্রিড ধান আবিষ্কার করেছিলেন।
☞ মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর।

10. ভারতের নতুন কমার্স সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হতে চলেছেন?
➢ ভি ভি আর শুভ্রমনিয়াম
☞ ইনি জম্মু-কাশ্মীরের চিপ সেক্রেটারি পদে নিযুক্ত আছেন।





More Current Affairs

Link

30th May 2021 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad