Ads Area

1st June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

1st June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

1st June 2021 Current Affairs in Bengali
1st June 2021 Current Affairs in Bengali

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 1st June 2021 Current Affairs এর 10 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।


Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 1st June 2021 Current Affairs, June 2021 Current Affairs



1st June 2021 Current Affairs in Bengali::


1. বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয়?
➢ 31 মে
☞ 2021 Theme - "Commit to quit."
☞ সকল প্রকার তামাক যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং তামাক সেবন বন্ধ করার জন্য জনগণকে সচেতন করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়।

2. 2021 Asian Boxing Championship এ মেরি কম কোন পদক জিতল?
➢ রুপা
☞ 2021 সালের এশিয়ান বক্সিং চাম্পিয়নশিপ দুবাইয়ে অনুষ্ঠিত হয়।
☞ কাজাকিস্তানের Nazym Kyzaibay কাছে পরাজিত হয়েই মেরি কম এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে রুপোর পদক পান।
☞ মেরি কম মনিপুরের বাসিন্দা।
☞ ইনি পদ্মবিভূষণ পুরস্কার পান 2020 সালে।
☞ পদ্মভূষণ পুরস্কার পান 2013 সালে।
☞ পদ্মশ্রী পুরস্কার পান 2006 সালে।

3. 2020-21 সালের UEFA champions league কোন দল জয়লাভ করলো?
➢ চেলসি
☞ চেলসি দল ম্যানচেস্টার সিটিকে 1-0 ব্যবধানে হারিয়ে এই খেতাব অর্জন করলেন।
☞ এই নিয়ে চেলসি মোট দুবার এই খেতাব অর্জন করলেন, প্রথম এই খেতাব অর্জন করেছিলেন 2012 সালে।

4. কোন কেন্দ্রীয় মন্ত্রক 'YUVA - Prime Minister's Scheme For Mentoring Young Authors' নামে একটি নতুন উদ্যোগ চালু করল?
➢ Ministry of Education
☞ বর্তমানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী পদে নিযুক্ত আছেন রমেশ পক্রিয়াল।

5. কোন বিভাগের ডিরেক্টর জেনারেল National Investigation Agency এর ডিরেক্টর জেনারেলের অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করলেন?
➢ CRPF
☞ CRPF এর ডিরেক্টর জেনারেল কুলদীপ সিং ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি এর ডিরেক্টর জেনারেল অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করলেন।
☞ National Investigation Agency সদর দপ্তর - নিউ দিল্লি।
☞ CRPF - নিউ দিল্লি।

6. সম্প্রতি মাউন্ট Nyiragongo আগ্নেয়গিরিটি জেগে উঠেছে, এটি কোন দেশে অবস্থিত?
➢ রিপাবলিক অব কঙ্গো
☞ রিপাবলিক অব কঙ্গো রাষ্ট্রপতি: Denis sassou Nguesso.
☞ প্রধানমন্ত্রী: Anatole Collinet Makosso.
☞ রাজধানী: Brazzaville.

7. কোন টেনিস তারকা, বেলগ্রেড ওপেন 2021 পুরুষ সিঙ্গেল টাইটেল জিতলেন?
➢ নোভাক জোকোভিচ
☞ সার্বিয়ার টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ স্লোভাকিয়ার অ্যালেক্স মোলকান কে হারিয়ে এই খেতাব অর্জন করলেন।

8. কোন রাজ্য সরকার করোনায় পিতা-মাতা হারানো শিশুদের জন্য পাঁচ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট এর কথা ঘোষণা করল?
➢ তামিলনাড়ু
☞ এছাড়া করোনাই পিতা-মাতা হারানো শিশুদের রাজ্য সরকার স্নাতক পর্যন্ত তাদের শিক্ষার জন্য সমস্ত ব্যয় বহন করবে।
☞ তামিলনাড়ুর রাজধানী চেন্নাই।
☞ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
☞ তামিলনাড়ুর রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত।

9. কোন রাজ্য সরকার করোনাই পিতা-মাতা হারানো শিশুদের জন্য 'বাল সেবা যোজনা' লঞ্চ করল?
➢ উত্তর প্রদেশ
☞ এই যোজনার আওতায় শিশুদের প্রতি মাসে 400 টাকা দেওয়া হবে। পড়াশোনা করলে কিংবা প্রফেশনাল কোর্স করলে তাদেরকে ল্যাপটপ বা ট্যাবলেট দেওয়া হবে।
☞ বিয়ের জন্য মেয়েদের 1010000 টাকা দেওয়া হবে।
☞ উত্তর প্রদেশের রাজধানী লখনৌ।
☞ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
☞ রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল।

10. "Languages of Truth: Essays 2003-2020" এই বইটির লেখক কে?
➢ সালমান রুশদি
☞ এনার কিছু গুরুত্বপূর্ণ লেখা বই হল: Grimus, Midnight's Children, Fury, The Ground Beneath Her Feet, Shame ইত্যাদি।





More Current Affairs

Link

31st May 2021 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad