ভারতের রাষ্ট্রনীতি প্রশ্ন ও উত্তর | Indian Polity GK in Bengali - Part 4

Ads

ভারতের রাষ্ট্রনীতি প্রশ্ন ও উত্তর | Indian Polity GK in Bengali - Part 4

ভারতের রাষ্ট্রনীতি প্রশ্ন ও উত্তর | Indian Polity GK in Bengali - Part 4


ভারতের রাষ্ট্রনীতি বা Indian Polity অংশটি প্রায় সব প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সংবিধান, মৌলিক অধিকার, কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক, সংসদীয় ব্যবস্থা ইত্যাদি থেকে নিয়মিত প্রশ্ন আসে। সেই লক্ষ্যেই আমরা নিয়ে এসেছি “ভারতের রাষ্ট্রনীতি প্রশ্ন ও উত্তর | Indian Polity GK in Bengali – Part 4”, যেখানে নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। WBSSC, WBP, KP Constable, SSC, Railway সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য এই সেটটি বিশেষভাবে উপযোগী। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন এবং পরীক্ষায় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান।


Indian Polity GK in Bengali

ভারতের রাষ্ট্রনীতি প্রশ্ন ও উত্তর


প্রশ্ন: নেফা (NEFA) কেন্দ্রশাসিত অঞ্চল কবে অরুণাচল প্রদেশ হিসেবে রাজ্যের মর্যাদা পায়?

উত্তর: ১৯৮৭ সালে।


প্রশ্ন: পশ্চিমবঙ্গের রাজ্যপাল ‘অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়’ থেকে কতজনকে রাজ্য বিধানসভার মনোনীত সদস্য করতে পারেন?

উত্তর: ১ জনকে।


প্রশ্ন: রাজ্য মন্ত্রিসভার সদস্যদের মধ্যে কে দপ্তর ভাগ করে দেন?

উত্তর: মুখ্যমন্ত্রী।


প্রশ্ন: মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে মন্ত্রিসভার অবস্থা কী হয়?

উত্তর: পুরো মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়।


প্রশ্ন: ৪২তম ‘সংবিধান সংশোধন আইন’ অনুযায়ী সংবিধানের প্রস্তাবনায় কোন দুটি শব্দ যোগ করা হয়?

উত্তর: ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’।


প্রশ্ন: কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রকের ‘হিন্দি সলাকর সমিতি’র সদস্য কারা?

উত্তর: কেন্দ্রীয় নগরোন্নয়ন ও সংসদীয় বিষয়ক মন্ত্রী (চেয়ারম্যান), সংসদীয় বিষয়ক ও যোজনা মন্ত্রকের প্রতিমন্ত্রী (ডেপুটি চেয়ারম্যান), উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও সংসদীয় বিষয়ক মন্ত্রী (সদস্য)।


প্রশ্ন: জরুরি অবস্থায় ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার না থাকার ধারণা ভারতীয় সংবিধানে কোথা থেকে নেওয়া হয়েছে?

উত্তর: জার্মানির ওয়াইমার সংবিধান থেকে।


প্রশ্ন: ১৯৫০ সালের ২৪ জানুয়ারি গণপরিষদের মোট কতজন সদস্য ভারতীয় সংবিধানের প্রথম কপিতে সই করেন?

উত্তর: ৩০৮ জন।


প্রশ্ন: ভারতীয় সংবিধানের প্রথম কপিটি ইংরেজি ও হিন্দি ভাষায় কে নিজের হস্তাক্ষরে লেখেন?

উত্তর: প্রেম বিহারী নারায়ণ রায়জাদা।


প্রশ্ন: রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে?

উত্তর: মুখ্য সচিব।


প্রশ্ন: ভারতে ‘জাতীয় জনসংখ্যা রেজিস্টার’ তৈরির কাজ প্রথম কবে শুরু হয়?

উত্তর: ২০১০ সালের এপ্রিলে।


প্রশ্ন: রাজ্যপাল কার পরামর্শে রাজ্য আইনসভার অধিবেশন ডাকা, স্থগিত বা আইনসভা ভেঙে দিতে পারেন?

উত্তর: মুখ্যমন্ত্রীর।


প্রশ্ন: রাজ্যপালের হাতে অর্পিত বিশেষ ক্ষমতাটির নাম কী?

উত্তর: ‘স্বেচ্ছাধীন ক্ষমতা’।


প্রশ্ন: রাজ্য মন্ত্রিসভায় ক'ধরণের মন্ত্রী থাকেন?

উত্তর: ৩ ধরণের।


প্রশ্ন: জেলা প্রশাসন পরিচালনা করেন কে?

উত্তর: জেলাশাসক।


প্রশ্ন: রাজ্য কৃত্যকের কর্মচারীরা ক'টি শ্রেণিতে বিভক্ত?

উত্তর: ৪টি শ্রেণিতে (গ্রুপ A, B, C ও D)।


প্রশ্ন: ভারতীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু কোনটি?

উত্তর: জেলা প্রশাসন।


প্রশ্ন: ক'টি জেলা নিয়ে ত্রিপুরা রাজ্য গঠিত?

উত্তর: ৪টি।


প্রশ্ন: যে কোনো রাজ্যে মুখ্যমন্ত্রীর ‘দ্বিতীয় সত্তা’ কে?

উত্তর: মুখ্য সচিব।


প্রশ্ন: রাজ্য কৃত্যকের কোন পদগুলি গেজেটেড?

উত্তর: প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদগুলি।


প্রশ্ন: ‘রাজ্য-রাষ্ট্রকৃত্যক কমিশন’ কার কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করে?

উত্তর: রাজ্যপালের কাছে।


প্রশ্ন: রাজ্যের মন্ত্রীরা, তাঁদের কাজের জন্য প্রত্যক্ষভাবে কার কাছে দায়ী থাকেন?

উত্তর: বিধানসভার কাছে।


প্রশ্ন: প্রতিটি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য বা চ্যান্সেলর হিসেবে কে কাজ করেন?

উত্তর: সেই রাজ্যের রাজ্যপাল।


প্রশ্ন: মহকুমা প্রশাসন কে পরিচালনা করেন?

উত্তর: মহকুমা শাসক (S.D.O.)।


প্রশ্ন: রাজ্যপাল কার পরামর্শে রাজ্য কৃত্যকের কর্মচারী নিয়োগ করেন?

উত্তর: রাষ্ট্র কৃত্যক কমিশনের (PSC)।


প্রশ্ন: কাদের নিয়ে ‘রাজ্য-রাষ্ট্রকৃত্যক কমিশন’ গড়া হয়?

উত্তর: একজন সভাপতি ও কয়েকজন সদস্য নিয়ে।


প্রশ্ন: রাজ্য-রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন?

উত্তর: রাজ্যপাল।


প্রশ্ন: প্রতিটি রাজ্যের প্রকৃত শাসক কে?

উত্তর: মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা।


প্রশ্ন: ভারতে উপরাষ্ট্রপতি পদের সংস্থান রাখা হয়েছে সংবিধানের কত নম্বর ধারা অনুসারে?

উত্তর: ৬৩ নং।


প্রশ্ন: ভারতীয় সংবিধানের ৭৪ (১) নং ধারায় কী রয়েছে?

উত্তর: রাষ্ট্রপতিকে তাঁর কাজ করায় সাহায্য ও পরামর্শ দিতে একটি মন্ত্রীপরিষদ থাকবে ও শীর্ষে থাকবেন প্রধানমন্ত্রী।


প্রশ্ন: নাগরিকতা কীভাবে অর্জন করা যায়?

উত্তর: জন্মসূত্রে ও দেশীয়করণের মাধ্যমে।


প্রশ্ন: গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত কী?

উত্তর: সুনাগরিকতা।


প্রশ্ন: ভোটদানের অধিকার কাদের থাকে?

উত্তর: শুধুমাত্র নাগরিকদেরই।


প্রশ্ন: ভারতের সংবিধানের ব্যাখ্যা-কর্তা কাকে বলা হয়?

উত্তর: সুপ্রিম কোর্টকে।


প্রশ্ন: ভারতীয় সংবিধান রচনার দায়িত্ব কোন সংস্থার ওপর দেওয়া ছিল?

উত্তর: গণপরিষদের।


প্রশ্ন: ধর্মের অধিকার কী ধরনের অধিকার?

উত্তর: সামাজিক অধিকার।


প্রশ্ন: কোন দেশের সংবিধান বিশ্বের মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান?

উত্তর: ভারতীয় সংবিধান।


প্রশ্ন: ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে?

উত্তর: ৩৭০ নং ধারায়।


প্রশ্ন: গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসে?

উত্তর: ১৯৫০ সালের ২৪ জানুয়ারি।


প্রশ্ন: গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়?

উত্তর: ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর।


প্রশ্ন: ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি কবে যুক্ত হয়?

উত্তর: ১৯৭৬ সালে।


প্রশ্ন: কোন সংবিধানকে অনুসরণ করে ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতি যুক্ত হয়?

উত্তর: আয়ারল্যান্ডের সংবিধানকে।


প্রশ্ন: ভারতের সংবিধান গৃহীত হওয়ার সময় ভোটাধিকারের ন্যূনতম বয়স কত বছর ছিল?

উত্তর: ২১ বছর।


প্রশ্ন: যুগ্ম-তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরির অধিকারী কে?

উত্তর: কেন্দ্র ও রাজ্য উভয়েই।


প্রশ্ন: সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র’ কথাটি যুক্ত হয়েছে?

উত্তর: ৪২তম।


প্রশ্ন: ভারতের সংবিধানে বর্তমানে ক'টি ধারা আছে?

উত্তর: ৪৪৮টি।


প্রশ্ন: ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিকে ক'টি শ্রেণিতে ভাগ করা যায়?

উত্তর: ৩টি।


প্রশ্ন: ভারতের সংবিধান কী ধরনের সংবিধান?

উত্তর: আধা-যুক্তরাষ্ট্রীয় সংবিধান।


প্রশ্ন: ভারতের গণ পরিষদ কবে হয়?

উত্তর: ১৯৪৬ সালে (মোট সদস্য সংখ্যা ৩৮৯ জন)।


প্রশ্ন: ভারতের সংবিধানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত বিষয় বণ্টনের ক্ষেত্রে কটি তালিকা আছে?

উত্তর: ৩টি।


প্রশ্ন: গণ পরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?

উত্তর: ড. ভীমরাও রামোজী আম্বেদকর।


প্রশ্ন: গণ পরিষদের ব্রিটিশ অংশের আসনগুলির জন্য কবে নির্বাচন হয়?

উত্তর: ১৯৪৬ সালের জুলাইয়ে।


প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ কে?

উত্তর: জি. ভি. মভলঙ্কর।


প্রশ্ন: সম্পত্তির অধিকার কী ধরনের অধিকার?

উত্তর: অর্থনৈতিক অধিকার।


প্রশ্ন: ভারতীয় যুক্তরাষ্ট্রে ক'টি কক্ষবিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা থাকে?

উত্তর: ২টি।


প্রশ্ন: ভারতের সংবিধানে রাজ্য ও যুগ্ম-তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে দেওয়া হয়েছে?

উত্তর: রাজ্যের হাতে।


প্রশ্ন: ভারতের কোন রাজ্যের আলাদা নিজস্ব সংবিধান আছে?

উত্তর: জম্মু-কাশ্মীর।


প্রশ্ন: ভারতের কোন রাজ্যের সরকারি কোনো কাজে হিন্দির চল নেই?

উত্তর: জম্মু-কাশ্মীর (রাজ্যের সরকারি ভাষা হিসেবে উর্দু আর ইংরেজি ব্যবহৃত হয়)।


প্রশ্ন: কোন রাজ্যের ২টি ভাষা ভারতীয় সংবিধানের অষ্টম তফশীলে অন্তর্ভুক্ত আছে?

উত্তর: জম্মু-কাশ্মীরের (১৯৫০ সালে কাশ্মীরি আর ২০০৩ সালের ২২ ডিসেম্বর ডোগরি)।


প্রশ্ন: ভারতে মন্ত্রিসভার কার্যকলাপ কে নিয়ন্ত্রণ করতে পারে?

উত্তর: আইনসভা।


প্রশ্ন: প্রজাতন্ত্রে প্রধান শাসক কীভাবে ক্ষমতা পান?

উত্তর: নির্বাচনের মাধ্যমে।


প্রশ্ন: ভারতের শাসনব্যবস্থায় মন্ত্রিসভা কাজের জন্য কার কাছে দায়ী থাকেন?

উত্তর: লোকসভা।


প্রশ্ন: ভারতীয় রাষ্ট্র সংঘে কোন কোন তালিকার মাধ্যমে ক্ষমতা বণ্টিত হয়?

উত্তর: কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকা।


প্রশ্ন: ভারতীয় রাষ্ট্র ব্যবস্থায় অধিকাংশ ক্ষমতা আছে কার হাতে?

উত্তর: কেন্দ্রীয় সরকারের হাতে।


প্রশ্ন: ভারতবর্ষে এখন কেমন শাসন ব্যবস্থা?

উত্তর: আধা যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা।


প্রশ্ন: তালিকা বহির্ভূত সব ক্ষমতা কত নম্বর ধারায় কেন্দ্রীয় সরকারের হাতে আসে?

উত্তর: ২৪৮ নং ধারায়।


প্রশ্ন: পশ্চিমবঙ্গে মোট ক'টি গ্রাম পঞ্চায়েত আছে?

উত্তর: ৩,৩৫২টি (ব্লক পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি ৩৩৩টি আর জেলা পরিষদ ১৮টি)।


প্রশ্ন: অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক নিরাপত্তা আইন কার্যকরী হয় কবে?

উত্তর: ২০০৮ সালের ১ এপ্রিল।


প্রশ্ন: কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা ভারতীয় সংবিধান অনুযায়ী কোন কোন ভাষায় দেওয়া যায়?

উত্তর: ভারতীয় সংবিধানের অষ্টম তফশীলের অন্তর্গত ২২টি ভাষাতেই।


প্রশ্ন: রেল লাইনের নিরাপত্তা, রেল লাইনের ওপর টানেল ও সেতুর নিরাপত্তার ভার কাদের হাতে থাকে?

উত্তর: রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন রাজ্য পুলিশের হাতে।


প্রশ্ন: কেন্দ্রীয় সরকারের সরকারি অফিসে কাজের ভাষা কী?

উত্তর: ইংরেজি ও হিন্দি।


প্রশ্ন: ২০০৫ সালের 'তথ্য জানার অধিকার আইন' রূপায়ণ ও নজরদারির ভার কার ওপর থাকে?

উত্তর: তথ্য কমিশনের ওপর।


প্রশ্ন: ভারতীয় সেনাবাহিনী কর্মীদের ক্ষেত্রে ১৯৪৮ সালের কর্মচারী রাজ্য বিমা আইনের কোন ধারা প্রযোজ্য নয়?

উত্তর: ২(৯) নম্বর ধারা।


প্রশ্ন: বর্ষার পূর্বাভাস, বৃষ্টির পরিমাণ, স্থান ও সময় ভেদে বর্ষার ভিন্নতা সম্পর্কে উন্নত, গতিশীল ও আদর্শ কাঠামো গড়ে তুলতে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রকের অধীন জাতীয় মিশন গড়া হয়েছে?

উত্তর: ভূ-বিজ্ঞান মন্ত্রক।


প্রশ্ন: ভারতে অবৈধ যাতায়াত বন্ধ করা ও বিদেশি পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার ১৯৮৩ সালের কোন বিল আনছে?

উত্তর: এমিগ্রেশন ম্যানেজমেন্ট বিল।


প্রশ্ন: রেল স্টেশন আর চলন্ত ট্রেনে শান্তি শৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তার ভার কাদের হাতে থাকে?

উত্তর: রাজ্য পুলিশের অধীন সরকারি রেল পুলিশের (GRP)।


প্রশ্ন: রেল লাইনের ওপর নাশকতামূলক কাজের জন্য কোনো দুর্ঘটনা ঘটলে তার জন্য কে দায়ী?

উত্তর: ভারতীয় সংবিধান অনুযায়ী দুর্ঘটনাগ্রস্ত রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন রাজ্য পুলিশ (রেল কর্তৃপক্ষ নন)।


প্রশ্ন: পর্যটন পরিকাঠামোর উন্নতি করার দায়িত্ব কোন সরকারের?

উত্তর: রাজ্য সরকারের (তবু কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক তার তহবিল থেকে আর্থিক সাহায্য করে)।


প্রশ্ন: ভারতের ১৫তম (স্বাধীনতার পূর্বে ৭ম) জনগণনা কবে হয়?

উত্তর: ২০১১ সালে।


প্রশ্ন: জাতীয় সংহতি পরিষদ পুনর্গঠিত হওয়ার পর মোট কতজন সদস্য অন্তর্ভুক্ত হলেন?

উত্তর: ১৪৭ জন।


প্রশ্ন: রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে?

উত্তর: মুখ্যসচিব।


প্রশ্ন: জেলা কী?

উত্তর: প্রতিটি রাজ্যকে ভৌগোলিক দিক থেকে যতগুলি এককে ভাগ করা হয়, তার একেকটি।


প্রশ্ন: রাজ্যপাল কোন ধরনের বিধেয়ককে রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠাতে বাধ্য থাকেন?

উত্তর: রাজ্য আইনসভায় গৃহীত কোনো বিধেয়ক হাইকোর্টের মর্যাদা হানিকর মনে করলে।


প্রশ্ন: রাজ্যপালের কোন ক্ষমতা প্রসঙ্গে আদালতে প্রশ্ন তোলা যায় না?

উত্তর: ‘স্বেচ্ছাধীন ক্ষমতা’।


প্রশ্ন: কার সম্মতি ছাড়া রাজ্য আইনসভায় গৃহীত কোনো বিধেয়ক আইনে পরিণত হয় না?

উত্তর: রাজ্যপাল বা রাষ্ট্রপতির।


প্রশ্ন: কেন্দ্রের অর্থ বিধেয়কের সংজ্ঞা সংবিধানের কোন ধারায় আলোচনা করা হয়েছে?

উত্তর: সংবিধানের ১১০ নং ধারায়।


প্রশ্ন: প্রতিশ্রুতিবদ্ধ বিচার ব্যবস্থার তত্ত্ব (Theory of Committed Judiciary) প্রচার করেন কে?

উত্তর: প্রাক্তন ইস্পাতমন্ত্রী মোহন কুমারমঙ্গলম।


প্রশ্ন: ভারতে প্রথম ভর্ৎসনার (ইমপিচমেন্ট) প্রস্তাব লোকসভায় তোলা হয় কোন বিচারপতির বিরুদ্ধে?

উত্তর: সুপ্রিম কোর্টের বিচারপতি রামস্বামীর বিরুদ্ধে ১৯৯৩ সালের মে মাসে।


প্রশ্ন: ২০০৮ সালের আগে লোকসভার আসন সীমা পুনর্বিন্যস্ত হয় কবে?

উত্তর: ১৯৭৬ সালে।


প্রশ্ন: ভারতীয় সংবিধানে একাদশ ও দ্বাদশ তফশিল কবে গড়া হয়?

উত্তর: ১৯৯২ সালে (৭৩তম ও ৭৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে)।


প্রশ্ন: মূল দেবনাগরী অক্ষরে প্রথম হাতে লেখা ২২৫ পাতার ‘ভারত কা সংবিধান’ বইটি কার হাতে লেখা?

উত্তর: বসন্তরাও বৈদ্যের (তিনি দিল্লির সরকারি ছাপাখানার জুনিয়র আর্টিস্ট ছিলেন)।


প্রশ্ন: ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী হয় কোন ধারার?

উত্তর: ১৫ নং ধারার (ধর্ম, জাতি, সম্প্রদায়, লিঙ্গ বা জন্মস্থানের কারণে কোনো ধরনের প্রভেদিকরণে নিষেধাজ্ঞা)। এটি ১৯৫১ সালের ১২ মে পেশ হয় ও রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ ১৯৫১ সালের ১৮ জুন সম্মতি দেন।


প্রশ্ন: ভারতীয় সংবিধানে ক'টি তফশিল আছে?

উত্তর: ৮টি।


প্রশ্ন: ভারতীয় সংবিধানের ৩৫৬ নম্বর ধারা অনুযায়ী প্রথম কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়?

উত্তর: পাঞ্জাবে (১৯৫১ সালে)।


প্রশ্ন: সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে?

উত্তর: ভারতের রাষ্ট্রপতি (সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শ নিয়ে)।


প্রশ্ন: ব্রিটিশ ভারতের প্রথম ভারত সচিব কে হন?

উত্তর: লর্ড স্ট্যানলে।


আরও পড়ুনঃ

◼️ Indian Polity GK in Bengali - Part 3

◼️ Indian Polity GK in Bengali - Part 2

◼️ Indian Polity GK in Bengali - Part 1


Post a Comment

0 Comments