জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2026 | GK Questions in Bengali with Answers - Part 122
সরকারি চাকরির পরীক্ষায় সফল হওয়ার অন্যতম চাবিকাঠি হল শক্তিশালী জেনারেল নলেজ প্রস্তুতি। সেই লক্ষ্যেই আমরা নিয়ে এসেছি “জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2026 | GK Questions in Bengali with Answers – Part 122”, যেখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান ও সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সংকলিত করা হয়েছে। WBSSC, WBP, KP Constable, SSC, Railway সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযোগী এই সেটটি আপনার রিভিশনকে করবে আরও সহজ ও কার্যকর। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ান এবং প্রস্তুতিকে নিয়ে যান নতুন উচ্চতায়।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2026
সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ১: থ্রিডি-প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে দেশীয়ভাবে স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র তৈরি করে একটি প্রযুক্তিগত মাইলফলক অর্জন করলেন কোন দেশের বিজ্ঞানীরা?
উত্তর: ভারত।
প্রশ্ন ২: সংক্রমণযোগ্য একক ভাইরাস কণাকে কী বলা হয়?
উত্তর: ভিরিয়ন।
প্রশ্ন ৩: স্প্রিং তুলার কার্যনীতি কোন বলের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত?
উত্তর: অভিকর্ষজ বল।
প্রশ্ন ৪: এক ফোঁটা জলের আয়তন নির্ণয় করার জন্য ব্যবহৃত যন্ত্রটি কী?
উত্তর: আয়তনমাপক চোঙ।
প্রশ্ন ৫: কোন অ্যাসিড জলে দ্রবীভূত হলে একটি দ্রবণ তৈরি করে, যা সাধারণত 'ভিনিগার' নামে পরিচিত?
উত্তর: অ্যাসিটিক অ্যাসিড (সংকেত: CH3COOH)।
প্রশ্ন ৬: যকৃৎ বা পেশি কোশে অতিরিক্ত গ্লুকোজ কী রূপে জমা থাকে?
উত্তর: গ্লাইকোজেন।
প্রশ্ন ৭: একটি ১৭ ক্যারেট সোনায় অন্যান্য ধাতুর কটি অংশ থাকে?
উত্তর: ৭টি (তামা, রুপো বা প্যালাডিয়াম থাকতে পারে)।
প্রশ্ন ৮: পদার্থবিজ্ঞানের মূল নীতি কোনটি?
উত্তর: শক্তির সংরক্ষণশীলতা নীতি।
ইতিহাস
প্রশ্ন ৯: চোল রাজ্যের রাজকীয় প্রতীক কী ছিল?
উত্তর: বাঘ।
প্রশ্ন ১০: রাজা হর্ষবর্ধনের বাবা কে ছিলেন?
উত্তর: প্রভাকর বর্ধন।
প্রশ্ন ১১: অশোকের শিলালিপি অনুসারে, কোন স্থানটিকে করমুক্ত ঘোষণা করা হয়েছিল ও শুধুমাত্র ১/৮ ভাগকে করযোগ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল?
উত্তর: লুম্বিনী।
প্রশ্ন ১২: প্রথম জৈন পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: পাটলিপুত্র (৩০০ খ্রিস্টপূর্বাব্দে)।
প্রশ্ন ১৩: 'যোগবর্তিকা' ও 'যোগসারসংগ্রহ' কে রচনা করেছেন?
উত্তর: বিজ্ঞানভিক্ষু।
প্রশ্ন ১৪: কৌটিল্য 'অর্থশাস্ত্র'-কে কয়টি ভাগে ভাগ করেছেন?
উত্তর: ১৫টি।
প্রশ্ন ১৫: 'মহারাণীর ঘোষণাপত্র' কবে প্রকাশ করা হয়?
উত্তর: ১৮৫৮ সালের ১ নভেম্বর।
প্রশ্ন ১৬: বিপিনবিহারী গঙ্গোপাধ্যায় কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর: আত্মোন্নতি সমিতি।
ভূগোল
প্রশ্ন ১৭: 'আরালম প্রজাপতি অভয়ারণ্য' ভারতের কোন রাজ্যের প্রথম প্রজাপতি অভয়ারণ্য?
উত্তর: কেরল।
প্রশ্ন ১৮: রাজস্থানের মোট আয়তনের কত শতাংশ থর মরুভূমি দিয়ে আবৃত?
উত্তর: প্রায় ৬০%।
প্রশ্ন ১৯: ভারতের একমাত্র কোন রাজ্য মুগা সিল্ক উৎপাদন করে?
উত্তর: অসম।
প্রশ্ন ২০: ভারতে সবথেকে বেশি দুধ উৎপাদনকারী ছাগলের নাম কী?
উত্তর: জামনাপাড়ী (এই ছাগলের বেশিরভাগই মূলত উত্তরপ্রদেশে পাওয়া যায়)।
প্রশ্ন ২১: ভারতে ধানের কম উৎপাদনশীলতার প্রধান কারণ কী?
উত্তর: কম ফলনশীল জাত।
প্রশ্ন ২২: 'গঙ্গা অ্যাকশন প্ল্যান' কবে শুরু হয়?
উত্তর: ১৯৮৬ সালে (এর লক্ষ্য হল, গঙ্গা নদীর দূষণ কমানো)।
প্রশ্ন ২৩: ভুটানের সঙ্গে ভারতের কোন রাজ্যের দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে?
উত্তর: অসম {সীমানাটি ৬৯৯ কিলোমিটার দীর্ঘ, যার মধ্যে অসম (২৬৭ কিলোমিটার), অরুণাচল প্রদেশ (২১৭ কিলোমিটার), পশ্চিমবঙ্গ (১৮৩ কিলোমিটার) ও সিকিম (৩২ কিলোমিটার)}।
প্রশ্ন ২৪: বিখ্যাত 'বিদ্যাসাগর সেতু' কোন শহরে অবস্থিত?
উত্তর: কলকাতা (হুগলী নদীর ওপর একটি ৮২২.৯৬ মিটার লম্বা কেবল স্টেড ৬ লেনের টোল সেতু এটি, যা 'দ্বিতীয় হুগলি' সেতু নামেও পরিচিত)।
সাম্প্রতিক ঘটনা
প্রশ্ন ২৫: প্রাথমিক স্কুলগুলির জন্য তিন-ভাষা নীতি প্রত্যাহার করল কোন রাজ্য?
উত্তর: মহারাষ্ট্র।
প্রশ্ন ২৬: প্রথম ভারতীয় কোম্পানি হিসেবে ১৫,০০০ মেগাওয়াট বা ১৫ গিগাওয়াটের বেশি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা অর্জন করে নয়া মাইল ফলক গড়লো কারা?
উত্তর: আদানি গ্রিন এনার্জি লিমিটেড (২০২৫ সালের জুন পর্যন্ত 'আদানি গ্রিন এনার্জি লিমিটেড'এর মোট কর্মদক্ষতা ১৫,৫৩৯.৯ মেগাওয়াট)।
প্রশ্ন ২৭: 'হুল দিবস' কবে পালিত হয়?
উত্তর: ৩০ জুন।
প্রশ্ন ২৮: 'আন্তর্জাতিক সংসদ দিবস' কবে পালিত হয়?
উত্তর: ৩০ জুন।
প্রশ্ন ২৯: তেলঙ্গানার নিজামাবাদে 'জাতীয় হলুদ বোর্ড'-এর সদর দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কে?
উত্তর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রশ্ন ৩০: কর আর ব্যয় সংক্রান্ত প্রস্তাবিত আইন 'বিগ বিউটিফুল বিল' পাস করল কোন দেশ?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রশ্ন ৩১: কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের তরফ থেকে পরিচালিত, ২০২০-'২৫ চক্রের জন্য জাতীয় উদ্যান আর সংরক্ষিত এলাকার 'ব্যবস্থাপনা কার্যকারিতা মূল্যায়ন'-এ শীর্ষ স্থান পেল কোন রাজ্য?
উত্তর: কেরালা (রাজ্যটির স্কোর ৭৬.২২%)।
আরও পড়ুনঃ
◼️ GK Questions in Bengali with Answers - Part 121
◼️ GK Questions in Bengali with Answers - Part 120


Please do not enter any spam link in the comment box.