WBSSC 2025 Sports GK in Bengali | জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর পার্ট ১২০

Ads

WBSSC 2025 Sports GK in Bengali | জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর পার্ট ১২০

WBSSC 2025 Sports GK in Bengali | জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর পার্ট ১২০


WBSSC Group C & D 2025 পরীক্ষায় স্পোর্টস জিকে থেকে নিয়মিত প্রশ্ন আসে। সেই প্রস্তুতিকে আরও মজবুত করতেই আমরা নিয়ে এসেছি Sports GK in Bengali – Part 120, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। এই সেটটি WBSSC 2025–এর পাশাপাশি WBP, KP Constable ও অন্যান্য Competitive Exam–এর জন্যও অত্যন্ত উপযোগী। নিয়মিত অনুশীলনের মাধ্যমে পরীক্ষায় ভালো ফল করার জন্য এই Sports GK সেটটি অবশ্যই পড়ুন। 🏆📘


WBSSC 2025 Sports GK in Bengali
WBSSC 2025 Sports GK in Bengali


WBSSC 2025 Sports GK in Bengali


প্রশ্ন: প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর: ১৯৫১ সালে ভারতের নতুন দিল্লিতে।


প্রশ্ন: ২০২৬ সালের ২০তম এশিয়ান গেমস কোথায় আয়োজিত হবে?

উত্তর: জাপানের আইচি এবং নাগোয়া শহরে।


প্রশ্ন: ভারত এ পর্যন্ত মোট কতবার এশিয়ান গেমস আয়োজন করেছে?

উত্তর: দুইবার (১৯৫১ এবং ১৯৮২ সালে)।


প্রশ্ন: বিশ্বের প্রথম মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়?

উত্তর: ১৯৭৩ সালে (ইংল্যান্ডে)।


প্রশ্ন: ২০২৫ সালের মহিলাদের ওডিআই (ODI) ক্রিকেট বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে?

উত্তর: ভারত।


প্রশ্ন: ২০২৫ সালের মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ যৌথভাবে কোন কোন দেশ আয়োজন করেছিল?

উত্তর: ভারত ও শ্রীলঙ্কা।


প্রশ্ন: ২০২৫ সালের পুরুষদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ODI) কোন দেশ জিতেছে?

উত্তর: ভারত।


প্রশ্ন: ২০২৫ সালের পুরুষদের ক্রিকেট এশিয়া কাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে?

উত্তর: ভারত।


প্রশ্ন: এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) বর্তমান প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর: মহসিন নাকভি।


প্রশ্ন: বিসিসিআই (BCCI)-এর বর্তমান বা ৩৭তম সভাপতি কে?

উত্তর: মিঠুন মানহাস।


প্রশ্ন: বিসিসিআই (BCCI) এবং আইসিসি (ICC)-এর সদর দপ্তর যথাক্রমে কোথায় অবস্থিত?

উত্তর: মুম্বাই এবং দুবাই।


প্রশ্ন: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC)-এর বর্তমান প্রেসিডেন্ট কে?

উত্তর: জয় শাহ।


প্রশ্ন: ২০২৫ সালের বিজয় হাজারে ট্রফিতে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে?

উত্তর: কর্ণাটক।


প্রশ্ন: আইপিএল (IPL) ২০২৫-এর ১৮তম আসরে কোন দল জয়লাভ করেছে?

উত্তর: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)।


প্রশ্ন: ২০২৫ সালে ফুটবলের সম্মানজনক পুরস্কার 'ব্যালন ডি'অর' কে জিতেছেন?

উত্তর: উসমান দেম্বেলে।


প্রশ্ন: ভারতের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা 'ডুরান্ড কাপ' কত সালে শুরু হয়েছিল?

উত্তর: ১৮৮৮ সালে।


প্রশ্ন: ২০২৫ সালের ১৩৪তম ডুরান্ড কাপে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে?

উত্তর: নর্থইস্ট ইউনাইটেড।


প্রশ্ন: ২০২৪-২৫ মরসুমের আইএসএল (ISL) চ্যাম্পিয়ন হয়েছে কোন দল?

উত্তর: মোহনবাগান সুপার জায়ান্ট।


প্রশ্ন: ২০২৫ সালের ৭৮তম সন্তোষ ট্রফি ফুটবল প্রতিযোগিতায় কোন রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে? 

উত্তর: পশ্চিমবঙ্গ।


প্রশ্ন: ২০২৫ সালের উয়েফা (UEFA) ইউরোপা লিগে কোন ক্লাব জয়ী হয়েছে?

উত্তর: টটেনহ্যাম হটস্পার।


প্রশ্ন: ২০২৫ সালের উয়েফা (UEFA) চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কোন ক্লাব?

উত্তর: প্যারিস সেন্ট জার্মেইন (PSG)।


প্রশ্ন: ২০২৫ সালের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে?

উত্তর: চেলসি এফসি।


প্রশ্ন: ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ (UEFA Nations League) কোন দেশ জিতেছে?

উত্তর: পর্তুগাল।


প্রশ্ন: ২০২৪-২৫ মরসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ (EPL) ফুটবলে কোন ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে?

উত্তর: লিভারপুল এফসি।


প্রশ্ন: ফিফা (FIFA)-এর বর্তমান প্রেসিডেন্ট কে এবং এর সদর দপ্তর কোথায়?

উত্তর: প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ।


প্রশ্ন: ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ কোন দেশগুলোতে আয়োজিত হবে?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা।


প্রশ্ন: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে মোট কতটি দেশ অংশগ্রহণ করবে?

উত্তর: ৪৮টি দেশ।


আরও পড়ুনঃ

🔰 স্পোর্টস জিকে: যেকোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

🔰 ভারতের বিভিন্ন ক্রিকেট স্টেডিয়াম | কোথায় অবস্থিত ও কবে স্থাপিত



Post a Comment

0 Comments