জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | GK Questions in Bengali with Answers – Part 119 | WBSSC 2025

Ads

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | GK Questions in Bengali with Answers – Part 119 | WBSSC 2025

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | GK Questions in Bengali with Answers – Part 119 | WBSSC 2025


WBSSC Group C & D সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষায় সফল হওয়ার জন্য জেনারেল নলেজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই লক্ষ্যেই আমরা নিয়ে এসেছি GK Questions in Bengali with Answers – Part 119, যেখানে সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নগুলিকে সহজ ভাষায় উত্তরসহ উপস্থাপন করা হয়েছে। এই প্রশ্নগুলি WBSSC 2025 পরীক্ষার পাশাপাশি WBP, KP Constable, Clerk ও অন্যান্য Competitive Exam-এর জন্যও অত্যন্ত উপযোগী। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে এই সেটটি অবশ্যই অনুসরণ করুন। 📘🔥


GK Questions in Bengali with Answers – Part 119


GK Questions in Bengali with Answers – WBSSC Group C & D


১. 'বাস্তুতন্ত্র' বা 'Ecosystem' শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর: বিজ্ঞানী এ.জি. টানসলে (A.G. Tansley) ১৯৩৫ সালে।


২. 'ইকোলজি' (Ecology) বা 'বাস্তুবিদ্যা' শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর: আরনেস্ট হেকেল (Ernst Haeckel)।


৩. বাস্তুতন্ত্রের '১০ শতাংশের সূত্র' (10% Law)-এর প্রবক্তা কে?

উত্তর: বিজ্ঞানী লিন্ডেম্যান (Lindeman)।


৪. জলাশয়ের তলদেশে বসবাসকারী জীবদের কী বলা হয়?

উত্তর: বেন্থস (Benthos)। উদাহরণ: শামুক, ঝিনুক, প্রবাল।


৫. জলাশয়ে সন্তরণশীল (সাঁতার কাটতে পারে এমন) জীবদের কী বলা হয়?

উত্তর: নেকটন (Nekton)। উদাহরণ: মাছ, চিংড়ি, তিমি।


৬. একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জীব সম্প্রদায় নিয়ে আলোচনাকে কী বলা হয়?

উত্তর: সিন-ইকোলজি (Synecology)।


৭. একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তুসংস্থান সম্পর্কিত আলোচনাকে কী বলে?

উত্তর: অট-ইকোলজি (Autecology)।


৮. জলাশয়ে ভাসমান অতি ক্ষুদ্র প্রাণীদের কী বলা হয়?

উত্তর: জু-প্ল্যাঙ্কটন (Zooplankton)। উদাহরণ: রটিফার।


৯. জলাশয়ে ভাসমান অতি ক্ষুদ্র উদ্ভিদদের (যারা সালোকসংশ্লেষ করতে পারে) কী বলা হয়?

উত্তর: ফাইটোপ্ল্যাঙ্কটন (Phytoplankton)। উদাহরণ: ডায়াটম।


১০. 'ফ্লোরা' (Flora) এবং 'ফনা' (Fauna) বলতে কী বোঝায়?

উত্তর: কোনো অঞ্চলের উদ্ভিদগোষ্ঠীকে একত্রে 'ফ্লোরা' এবং প্রাণীগোষ্ঠীকে একত্রে 'ফনা' বলা হয়।


১১. বিশ্ব অরণ্য দিবস (International Day of Forests) কবে পালিত হয়?

উত্তর: ২১শে মার্চ।


১২. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?

উত্তর: ৫ই জুন।


১৩. বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ (Energy Flow) কেমন হয়?

উত্তর: একমুখী বা ইউনিডাইরেকশনাল (Unidirectional)।


১৪. পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্র কোনটি?

উত্তর: বারিমণ্ডল বা জলমণ্ডল (Hydrosphere)।


১৫. বাস্তুতন্ত্রের কোনো স্তরের জীবের মোট ভরকে কী বলা হয়?

উত্তর: বায়োমাস (Biomass) বা জীবভর।


১৬. পিরামিড (Ecological Pyramid) ধারণার প্রবক্তা কে?

উত্তর: বিজ্ঞানী চার্লস এলটন (Charles Elton)।


১৭. কোন ধরণের খাদ্যশৃঙ্খলের পিরামিড সাধারণত উল্টানো হয়?

উত্তর: পরজীবী খাদ্যশৃঙ্খল (Parasitic Food Chain)।


১৮. খাদ্যশৃঙ্খলের প্রধান উপাদানগুলো কী কী? উত্তর: উৎপাদক (সবুজ উদ্ভিদ), খাদক (তৃণভোজী ও মাংসাশী) এবং বিয়োজক।


১৯. 'ইকোলজি' (Ecology) শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে?

উত্তর: গ্রিক শব্দ (Oikos এবং Logos থেকে)।


২০. বাস্তুতন্ত্রের জড় উপাদানগুলি কী কী?

উত্তর: অজৈব উপাদান (অক্সিজেন, নাইট্রোজেন), জৈব উপাদান (মৃত দেহাবশেষ) এবং ভৌত উপাদান (আলো, তাপমাত্রা)।


আরও পড়ুনঃ

🔰 বিশ্বের সর্বোচ্চ রেলসেতু চেনাব ব্রিজ | জানুন অজানা তথ্য

🔰 ভারতের সংবিধান জিকে: 35টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর



Post a Comment

0 Comments