WBSSC Group C & D GK Practice Set 2025: গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Set - 06
আসন্ন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি এখন তুঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার পর এই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মাত্রা এবার অনেক বেশি। এই পরীক্ষায় সফল হওয়ার অন্যতম চাবিকাঠি হলো সাধারণ জ্ঞান (General Knowledge) বিভাগে ভালো স্কোর করা।
নতুন সিলেবাস অনুযায়ী, গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পরীক্ষাতেই জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে পার্টে ২০ নম্বর বরাদ্দ থাকে। আর এই ২০ নম্বরে এগিয়ে থাকতে হলে নিয়মিত প্র্যাকটিস সেটের কোনো বিকল্প নেই। আমাদের আজকের এই বিশেষ ব্লগ পোস্টে আমরা আলোচনা করব 'GK Practice Set - 06' নিয়ে, যেখানে ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধান এবং বিজ্ঞানের বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে।
কেন এই প্র্যাকটিস সেটটি আপনার জন্য গুরুত্বপূর্ণ?
◼️ সিলেবাস ভিত্তিক প্রশ্ন: ডব্লিউবিএসএসসি-র লেটেস্ট এক্সাম প্যাটার্ন অনুসরণ করে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে।
◼️ বিগত বছরের অভিজ্ঞতায় তৈরি: পূর্ববর্তী বছরের প্রশ্নের ধরণ এবং বর্তমান প্রতিযোগিতামূলক পরীক্ষার ট্রেন্ড মাথায় রেখে প্রশ্ন সেট সাজানো হয়েছে।আপনি যদি একজন সিরিয়াস পরীক্ষার্থী হন এবং প্রথম প্রচেষ্টাতেই গ্রুপ সি বা গ্রুপ ডি পরীক্ষায় সফল হতে চান, তবে আজকের এই প্রশ্ন-উত্তর পর্বটি আপনার প্রস্তুতির এক ধাপ এগিয়ে দেবে। চলুন, দেরি না করে দেখে নেওয়া যাক WBSSC Group C & D GK Practice Set 06-এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো।
WBSSC Group C & D GK Practice Set 2025
১. ভারতীয় সংবিধান গঠিত হয় কোন প্ল্যান বা মিশন অনুযায়ী?
উত্তর: ক্যাবিনেট মিশন প্ল্যান (১৯৪৬) অনুযায়ী।
২. ক্যাবিনেট মিশন ভারতে কবে আসে এবং এর সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর: ১৯৪৬ সালের ২৪শে মার্চ। এর সদস্য সংখ্যা ছিল ৩ জন (এ.ভি. আলেকজান্ডার, পেথিক লরেন্স এবং স্ট্যাফোর্ড ক্রিপস)।
৩. গণপরিষদের (Constituent Assembly) প্রথম অধিবেশন কবে এবং কোথায় বসেছিল?
উত্তর: ১৯৪৬ সালের ৯ই ডিসেম্বর, দিল্লির কনস্টিটিউশন হলে।
৪. গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন?
উত্তর: ডঃ সচ্চিদানন্দ সিনহা।
৫. গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে কে নির্বাচিত হন?
উত্তর: ডঃ রাজেন্দ্র প্রসাদ (১৯৪৬ সালের ১১ই ডিসেম্বর)।
৬. ভারতের সংবিধানের খসড়া কমিটির (Drafting Committee) চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর: ডঃ বি. আর. আম্বেদকর (যাঁকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়)।
৭. ভারতের সংবিধান কবে গৃহীত (Adopted) হয়?
উত্তর: ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর। এই দিনটিকে 'সংবিধান দিবস' হিসেবে পালন করা হয়।
৮. ভারতের সংবিধান কবে থেকে কার্যকরী (Enforced) হয়?
উত্তর: ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি।
৯. গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত নির্ধারিত হয়েছিল?
উত্তর: ৩৮৯ জন।
১০. মুসলিম লীগ কবে গণপরিষদ ত্যাগ করে?
উত্তর: ১৯৪৭ সালের ১৬ই জুলাই।
১১. গণপরিষদে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর: ডঃ রাজেন্দ্র প্রসাদ।
১২. ভারতের সংবিধানের প্রস্তাবনার (Preamble) রচয়িতা কে?
উত্তর: পণ্ডিত জওহরলাল নেহরু।
১৩. ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস কোনটি ছিল?
উত্তর: ভারত শাসন আইন, ১৯৩৫ (Government of India Act, 1935)।
১৪. সংবিধান সংশোধন (Amendment) পদ্ধতির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: দক্ষিণ আফ্রিকা। (ধারা - ৩৬৮)।
১৫. প্রস্তাবনা এবং মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
উত্তর: আমেরিকা (USA)।
১৬. সুপ্রিম কোর্ট গঠনের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: জাপান।
১৭. সংসদীয় শাসন ব্যবস্থা বা পার্লামেন্টারি সিস্টেমের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ব্রিটেন।
১৮. "প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি" - এই মন্তব্যটি কার?
উত্তর: আর্নেস্ট বারকার (Ernest Barker)।
১৯. প্রস্তাবনাকে 'পলিটিক্যাল হরোস্কোপ' (Political Horoscope) কে বলেছেন?
উত্তর: কে. এম. মুন্সী।
২০. কে প্রস্তাবনাকে 'সংবিধানের আত্মা' (Soul of the Constitution) বলেছেন?
উত্তর: ঠাকুরদাস ভার্গব।
২১. বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তালিকা (Schedule) আছে?
উত্তর: ১২টি (শুরুতে ছিল ৮টি)। বর্তমানে ধারা আছে ৪৪৮টির বেশি এবং পার্ট বা অংশ আছে ২৫টি।
২২. প্রস্তাবনা অনুযায়ী ভারত একটি কী ধরনের রাষ্ট্র?
উত্তর: সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র।
২৩. কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় 'ধর্মনিরপেক্ষ' ও 'সমাজতান্ত্রিক' শব্দ দুটি যুক্ত হয়?
উত্তর: ১৯৭৬ সালের ৪২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে।
২৪. কে ভারতীয় সংবিধানকে 'আইনজীবীদের স্বর্গরাজ্য' বলেছেন?
উত্তর: এম. ভি. পাইলে।
২৫. ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কেন?
উত্তর: কারণ রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই এবং রাষ্ট্র সকল ধর্মের প্রতি নিরপেক্ষ।
আরও পড়ুনঃ
🔰 WBSSC Group C & D GK Set - 5
🔰 WBSSC Group C & D GK Set - 4


Please do not enter any spam link in the comment box.