WBSSC Group C and D GK Questions in Bengali – 05 | WBSSC GK New Syllabus প্রশ্ন উত্তর
WBSSC Group C ও Group D পরীক্ষার প্রস্তুতিতে জেনারেল নলেজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্নের ধরন ও বিষয়বস্তু অনেকটাই আপডেট হয়েছে। সেই কথা মাথায় রেখেই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে WBSSC Group C and D GK Questions in Bengali – 05 সেটটি। এই পর্বে নতুন সিলেবাস অনুসারে বাছাই করা গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও সঠিক উত্তর সহজ ও পরীক্ষামুখী ভাষায় উপস্থাপন করা হয়েছে।
এই পোস্টে ইতিহাস, ভূগোল, ভারতীয় সংবিধান, সাধারণ বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স ও পশ্চিমবঙ্গ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে, যা WBSSC সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্যও সমানভাবে উপযোগী। যারা অল্প সময়ে রিভিশন করতে চান কিংবা নিয়মিত GK প্র্যাকটিস করতে চান, তাদের জন্য এই প্রশ্নোত্তর সেটটি অত্যন্ত সহায়ক হবে।
👉 WBSSC Group C & D পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী GK প্রস্তুতির জন্য এই পোস্টটি অবশ্যই পড়ুন ও প্র্যাকটিস করুন।
WBSSC Group C and D GK Questions in Bengali
১. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি কোন আন্দোলনের সময় ঘটেছিল?
উত্তর: আইন অমান্য আন্দোলনের সময় (১৯৩০ সালে)। মাস্টারদা সূর্য সেন এর নেতৃত্বে এই ঘটনা ঘটেছিল।
২. আইন অমান্য আন্দোলন (Civil Disobedience Movement) কত সালে প্রত্যাহার করা হয়?
উত্তর: ১৯৩৪ সালে। এই আন্দোলন শুরু হয়েছিল ১৯৩০ সালের ৬ই এপ্রিল।
৩. 'নোয়াখালীর গান্ধী' কাকে বলা হতো?
উত্তর: অশ্বিনী কুমার দত্তকে।
৪. স্ট্যাফোর্ড ক্রিপস (Stafford Cripps) কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন?
উত্তর: লেবার পার্টি বা শ্রমিক দলের।
৫. কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?
উত্তর: চৌরিচৌরা হত্যাকাণ্ডের (১৯২২) পর। এটি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় ঘটেছিল।
৬. গান্ধীজি কোন আন্দোলনের শুরুতে 'করেঙ্গে ইয়া মারেঙ্গে' (Do or Die) ডাক দিয়েছিলেন?
উত্তর: ভারত ছাড়ো আন্দোলনের শুরুতে (১৯৪২ সালে)।
৭. ফরোয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: নেতাজী সুভাষ চন্দ্র বোস (১৯৩৯ সালে)।
৮. ইলবার্ট বিল বিতর্ক (Ilbert Bill Controversy) কত সালে হয়েছিল?
উত্তর: ১৮৮৩ সালে, লর্ড রিপনের সময়ে।
৯. হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: নবগোপাল মিত্র (১৮৬৭ সালে)।
১০. কোন পাল রাজার সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল?
উত্তর: দ্বিতীয় মহিপালের সময়।
১১. 'দাক্ষিণাত্য ক্ষত' কোন মুঘল শাসকের সঙ্গে সম্পর্কিত?
উত্তর: ঔরঙ্গজেবের সঙ্গে।
১২. শকাব্দ (Shakabda) কবে থেকে শুরু হয়?
উত্তর: ৭৮ খ্রিস্টাব্দে (কনিষ্কের সিংহাসন আরোহণের সময়)।
১৩. কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: স্যার উইলিয়াম জোনস (১৭৮৪ সালে)।
১৪. মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর: কাকাবোরাজি বা মাউন্ট কাকাবো।
১৫. পশ্চিমবঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান (National Park) আছে?
উত্তর: ৬টি। (বক্সা, গরুমরা, নেওরা ভ্যালি, সিঙ্গালীলা, সুন্দরবন ও জলদাপাড়া)।
১৬. পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি?
উত্তর: পশ্চিম বর্ধমান।
১৭. হলদি নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ?
উত্তর: কেলেঘাই ও কংসাবতী।
১৮. পাঞ্চেত পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
উত্তর: পুরুলিয়া জেলায়।
১৯. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর: সান্দাকফু (উচ্চতা: ৩৬৩৬ মিটার)।
২০. ময়ুরাক্ষী নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: ঝাড়খন্ডের ত্রিকুট পাহাড়।
২১. জলপাইগুড়ি শহরটি কোন কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: তিস্তা ও করলা।
২২. পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তর: মাউন্ট এভারেস্ট (নেপালে অবস্থিত)।
২৩. চুম্বি উপত্যকা কোন সীমান্তে অবস্থিত?
উত্তর: সিকিম-ভুটান সীমান্তে।
২৪. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর: দোদাবেতা।
(অতিরিক্ত তথ্য: পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদী এবং পূর্বঘাটের জিন্দাগাদা।)
২৫. খাজুরাহো-কে 'ঈশ্বরের শহর' কে বলেছিলেন?
উত্তর: আল বেরুনী (Kitab-ul-Hind গ্রন্থের লেখক)।
আরও পড়ুনঃ
✅ WBSSC Group C and D GK Questions Set - 4
✅ WBSSC Group C and D GK Questions Set - 3


Please do not enter any spam link in the comment box.