WBSSC Group C and D GK Questions in Bengali – 04 | WBSSC GK প্রশ্ন উত্তর

Ads

WBSSC Group C and D GK Questions in Bengali – 04 | WBSSC GK প্রশ্ন উত্তর

WBSSC Group C and D GK Questions in Bengali – 04 | WBSSC GK প্রশ্ন উত্তর


WBSSC Group C and D GK Questions in Bengali – 04–এ আপনাদের স্বাগতম। WBSSC গ্রুপ সি ও ডি পরীক্ষায় সাধারণ জ্ঞান (GK) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ভালো স্কোর করতে হলে নিয়মিত প্র্যাকটিস অপরিহার্য। পরীক্ষার সর্বশেষ সিলেবাস ও পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ করে এই সেট–০৪ প্রস্তুত করা হয়েছে।

এই পোস্টে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভারতীয় সংবিধান, সাম্প্রতিক ঘটনা ও বেসিক GK–এর নির্বাচিত প্রশ্নোত্তর সহজ বাংলায় উপস্থাপন করা হয়েছে, যা বাংলা মাধ্যমের পরীক্ষার্থীদের দ্রুত রিভিশনে সহায়তা করবে। নিয়মিত এই ধরনের GK সেট অনুশীলন করলে WBSSC পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।


WBSSC Group C and D GK Questions in Bengali

WBSSC Group C and D GK Questions in Bengali


১. পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট কতগুলি আসন আছে?

উত্তর: ২৯৪টি।


২. পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় কতজন সদস্য নির্বাচিত হন?

উত্তর: ৪২ জন।


৩. পশ্চিমবঙ্গের রাজ্য সংগীত হিসেবে সম্প্রতি কোনটিকে ঘোষণা করা হয়েছে?

উত্তর: 'বাংলার মাটি বাংলার জল'।


৪. শান্তিনিকেতনকে ইউনেস্কো কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে?

উত্তর: ২০২৩ সালে।


৫. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন?

উত্তর: পদ্মজা নাইডু।


৬. ভারতের 'হীরের শহর' (Diamond City) কাকে বলা হয়?

উত্তর: সুরাট (গুজরাট)।

(অতিরিক্ত তথ্য: সুরাট তাপ্তি নদীর তীরে অবস্থিত।)


৭. ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়?

উত্তর: ভারতের রাষ্ট্রপতিকে।


৮. ভারতের সর্বোচ্চ অসামরিক বা নাগরিক সম্মান কোনটি?

উত্তর: ভারতরত্ন।

(অতিরিক্ত তথ্য: ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হলো পরমবীর চক্র।)


৯. কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: মধ্যপ্রদেশ।


১০. ভারতের ডিজিটাল লেনদেনের জন্য বর্তমানে বহুল ব্যবহৃত ব্যবস্থা কোনটি?

উত্তর: ইউপিআই (UPI - Unified Payments Interface)।


১১. দিল্লি সুলতানাতের প্রথম সুলতান কে ছিলেন?

উত্তর: কুতুবউদ্দিন আইবক (১২০৬ সালে)।


১২. অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে?

উত্তর: রায়গুণাকর ভারতচন্দ্র রায়।


১৩. অসহযোগ আন্দোলন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রত্যাহার করা হয়েছিল?

উত্তর: চৌরিচোরার ঘটনার (১৯২২) পরিপ্রেক্ষিতে।


১৪. মুঘল সম্রাট শাহজাহানের পুত্রের নাম কী ছিল?

উত্তর: দারাশিকো, ঔরঙ্গজেব, সুজা এবং মুরাদ।


১৫. কম্পিউটারে কোনো লেখাকে পেস্ট (Paste) করার শর্টকাট কী কী?

উত্তর: CTRL + V।


১৬. পিডিএফ (PDF)-এর পূর্ণরূপ কী?

উত্তর: Portable Document Format।


১৮. ইমেইল পাঠানোর জন্য কোনটি বাধ্যতামূলক?

উত্তর: প্রাপকের ঠিকানা (Recipient's Address)।


১৯. বসুন্ধরা সম্মেলন (Earth Summit) কত সালে অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর: ১৯৯২ সালে (ব্রাজিলের রিও ডি জেনিরোতে)।


২০. ওজন স্তরের ক্ষয় রোধে কোন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

উত্তর: মন্ট্রিল প্রোটোকল (১৯৮৭)।


২১. নারী প্রতিহিংসা রোধ আইন বা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট কত সালে কার্যকর হয়?

উত্তর: ২০০৫ সালে।


২২. পক্সো অ্যাক্ট (POCSO Act) কত সালে পাস হয়েছিল?

উত্তর: ২০১২ সালে।


২৩. হুড্রু জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত?

উত্তর: সুবর্ণরেখা নদী (ঝাড়খন্ড)।


২৪. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরের সর্বোচ্চ বয়স কত?

উত্তর: ৬৫ বছর।

(অতিরিক্ত তথ্য: হাইকোর্টের বিচারপতির ক্ষেত্রে এটি ৬২ বছর।)


২৫. ভারতে কৃষকদের ঋণ প্রদানকারী প্রধান ব্যাংক কোনটি?

উত্তর: নাবার্ড (NABARD)।


আরও পড়ুনঃ

WBSSC Group C and D GK Part - 3

WBSSC Group C and D GK Part - 2



Tags

Post a Comment

0 Comments