WBSSC Group C & D 2025: স্পেশাল GK Practice Set – 03 (Bengali)

Ads

WBSSC Group C & D 2025: স্পেশাল GK Practice Set – 03 (Bengali)

WBSSC Group C & D 2025: স্পেশাল GK Practice Set – 03 (Bengali)


WBSSC Group C & D 2025 স্পেশাল GK Practice Set – 03–এ আপনাদের স্বাগতম। WBSSC গ্রুপ সি ও ডি পরীক্ষায় সাধারণ জ্ঞান (GK) থেকে নিয়মিত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যা ভালো স্কোর করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। পরীক্ষার সিলেবাস ও পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।

এই সেটে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভারতীয় সংবিধান, সাম্প্রতিক ঘটনা ও বেসিক জিকে—সব মিলিয়ে পরীক্ষামুখী প্রশ্নোত্তর সহজ বাংলায় উপস্থাপন করা হয়েছে। বাংলা মাধ্যমের পরীক্ষার্থীদের জন্য উপযোগী এই প্র্যাকটিস সেট নিয়মিত অনুশীলন করলে আপনার প্রস্তুতি হবে আরও মজবুত এবং আত্মবিশ্বাস বাড়বে।


WBSSC Group C & D 2025
WBSSC Group C & D 2025

WBSSC Group C & D 2025: স্পেশাল GK


১. দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-এর রাজধানীর নাম কী?

উত্তর: দমন।

(অতিরিক্ত তথ্য: ২০২০ সালের ২৬শে জানুয়ারি এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে একত্রিত করা হয়েছে। বর্তমানে ভারতে ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে।)


২. ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি?

উত্তর: উলার হ্রদ (জম্মু ও কাশ্মীর)।

(অতিরিক্ত তথ্য: ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো চিল্কা (ওড়িশা)।)


৩. ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় দেখতে পাওয়া যায়?

উত্তর: অরুণাচল প্রদেশ।

(অতিরিক্ত তথ্য: এই কারণে অরুণাচল প্রদেশকে 'দ্য ল্যান্ড অফ রাইজিং সান' বলা হয়।)


৪. চিন্নাস্বামী স্টেডিয়াম কোন শহরে অবস্থিত?

উত্তর: ব্যাঙ্গালুরু।


৫. ইউনেস্কোর (UNESCO) সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: প্যারিস, ফ্রান্স।


৬. 'গীত গোবিন্দ' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

উত্তর: জয়দেব।

(অতিরিক্ত তথ্য: তিনি রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন।)


৭. আগ্রা শহরটি কে স্থাপন করেছিলেন?

উত্তর: সিকান্দার লোদি।


৮. 'স্বরাজ আমার জন্মগত অধিকার'—এটি কার উক্তি?

উত্তর: বাল গঙ্গাধর তিলক।


৯. নৌ বিদ্রোহ (Naval Mutiny) কত সালে শুরু হয়েছিল?

উত্তর: ১৯৪৬ সালে।


১০. 'কাইজার-ই-হিন্দ' উপাধি কে পেয়েছিলেন?

উত্তর: মহাত্মা গান্ধী।


১১. সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন?

উত্তর: লোকসভার স্পিকার বা অধ্যক্ষ।

(অতিরিক্ত তথ্য: যৌথ অধিবেশন আহ্বান করেন ভারতের রাষ্ট্রপতি।)


১২. মৌলিক অধিকার লঙ্ঘিত হলে কোন অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টে যাওয়া যায়?

উত্তর: ৩২ নম্বর ধারা।


১৩. 'বুল' (Bull) এবং 'বিয়ার' (Bear) শব্দ দুটি কোন ক্ষেত্রের সাথে যুক্ত?

উত্তর: শেয়ার বাজার।


১৪. 'সত্যমেব জয়তে' কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে?

উত্তর: মুণ্ডক উপনিষদ।


১৫. সোনার বিশুদ্ধতা পরিমাপের একক কী?

উত্তর: ক্যারেট (Carat)।

(অতিরিক্ত তথ্য: ২৪ ক্যারেট সোনা হলো সবথেকে বিশুদ্ধ সোনা।)


১৬. এমএস এক্সেল (MS Excel)-কে কী ধরনের প্রোগ্রাম বলা হয়?

উত্তর: স্প্রেডশিট (Spreadsheet)।


১৭. ১ জিবি (1 GB) সমান কত মেগাবাইট (MB)?

উত্তর: ১০২৪ এমবি।

(অতিরিক্ত তথ্য: মেমোরির সবথেকে ছোট ইউনিটের নাম হলো 'বিট' (Bit)।)


১৮. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?

উত্তর: আর্যভট্ট (১৯৭৫ সালে লঞ্চ করা হয়)।


১৯. সবুজ সাথী প্রকল্প কবে শুরু হয়েছিল?

উত্তর: ২০১৫-১৬ অর্থবর্ষে।

(অতিরিক্ত তথ্য: এই প্রকল্পের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়া হয়।)


২০. চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত?

উত্তর: জলপাইগুড়ি।


২১. NEP 2020 অনুযায়ী কোন ক্লাস থেকে ভিত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন শুরু হবে?

উত্তর: ষষ্ঠ শ্রেণি (Class 6)।


২২. মিড-ডে মিল প্রকল্পের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে?

উত্তর: পিএম পোষণ শক্তি নির্মাণ যোজনা।


২৩. সুনীল ছেত্রী কোন খেলার সাথে যুক্ত?

উত্তর: ফুটবল।


২৪. পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?

উত্তর: তবলা।


২৫. বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়?

উত্তর: ৫ই জুন।


২৬. পাণ্ডবনী (Pandavani) কোন রাজ্যের জনপ্রিয় লোকগান?

উত্তর: ছত্তিশগড়।


২৭. উকাই বাঁধ (Ukai Dam) কোন নদীর ওপর অবস্থিত?

উত্তর: তাপ্তি নদী (গুজরাট)।


২৮. মৌলিক অধিকার লঙ্ঘিত হলে কোন ধারা অনুযায়ী হাইকোর্টের দ্বারস্থ হওয়া যায়?

উত্তর: ২২৬ নম্বর ধারা।


২৯. ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন?

উত্তর: কল্পনা চাওলা।


৩০. শব্দের তীব্রতা মাপার একক কী?

উত্তর: ডেসিবেল (Decibel)।


আরও পড়ুনঃ

WBSSC Group C & D 2025 GK Set - 2

WBSSC Group C & D 2025 GK Set - 1



Tags

Post a Comment

0 Comments