WBSSC Group C & D 2025: স্পেশাল GK Practice Set – 03 (Bengali)
WBSSC Group C & D 2025 স্পেশাল GK Practice Set – 03–এ আপনাদের স্বাগতম। WBSSC গ্রুপ সি ও ডি পরীক্ষায় সাধারণ জ্ঞান (GK) থেকে নিয়মিত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যা ভালো স্কোর করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। পরীক্ষার সিলেবাস ও পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
এই সেটে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভারতীয় সংবিধান, সাম্প্রতিক ঘটনা ও বেসিক জিকে—সব মিলিয়ে পরীক্ষামুখী প্রশ্নোত্তর সহজ বাংলায় উপস্থাপন করা হয়েছে। বাংলা মাধ্যমের পরীক্ষার্থীদের জন্য উপযোগী এই প্র্যাকটিস সেট নিয়মিত অনুশীলন করলে আপনার প্রস্তুতি হবে আরও মজবুত এবং আত্মবিশ্বাস বাড়বে।
![]() |
| WBSSC Group C & D 2025 |
WBSSC Group C & D 2025: স্পেশাল GK
১. দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-এর রাজধানীর নাম কী?
উত্তর: দমন।
(অতিরিক্ত তথ্য: ২০২০ সালের ২৬শে জানুয়ারি এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে একত্রিত করা হয়েছে। বর্তমানে ভারতে ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে।)
২. ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি?
উত্তর: উলার হ্রদ (জম্মু ও কাশ্মীর)।
(অতিরিক্ত তথ্য: ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো চিল্কা (ওড়িশা)।)
৩. ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় দেখতে পাওয়া যায়?
উত্তর: অরুণাচল প্রদেশ।
(অতিরিক্ত তথ্য: এই কারণে অরুণাচল প্রদেশকে 'দ্য ল্যান্ড অফ রাইজিং সান' বলা হয়।)
৪. চিন্নাস্বামী স্টেডিয়াম কোন শহরে অবস্থিত?
উত্তর: ব্যাঙ্গালুরু।
৫. ইউনেস্কোর (UNESCO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: প্যারিস, ফ্রান্স।
৬. 'গীত গোবিন্দ' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর: জয়দেব।
(অতিরিক্ত তথ্য: তিনি রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন।)
৭. আগ্রা শহরটি কে স্থাপন করেছিলেন?
উত্তর: সিকান্দার লোদি।
৮. 'স্বরাজ আমার জন্মগত অধিকার'—এটি কার উক্তি?
উত্তর: বাল গঙ্গাধর তিলক।
৯. নৌ বিদ্রোহ (Naval Mutiny) কত সালে শুরু হয়েছিল?
উত্তর: ১৯৪৬ সালে।
১০. 'কাইজার-ই-হিন্দ' উপাধি কে পেয়েছিলেন?
উত্তর: মহাত্মা গান্ধী।
১১. সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
উত্তর: লোকসভার স্পিকার বা অধ্যক্ষ।
(অতিরিক্ত তথ্য: যৌথ অধিবেশন আহ্বান করেন ভারতের রাষ্ট্রপতি।)
১২. মৌলিক অধিকার লঙ্ঘিত হলে কোন অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টে যাওয়া যায়?
উত্তর: ৩২ নম্বর ধারা।
১৩. 'বুল' (Bull) এবং 'বিয়ার' (Bear) শব্দ দুটি কোন ক্ষেত্রের সাথে যুক্ত?
উত্তর: শেয়ার বাজার।
১৪. 'সত্যমেব জয়তে' কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: মুণ্ডক উপনিষদ।
১৫. সোনার বিশুদ্ধতা পরিমাপের একক কী?
উত্তর: ক্যারেট (Carat)।
(অতিরিক্ত তথ্য: ২৪ ক্যারেট সোনা হলো সবথেকে বিশুদ্ধ সোনা।)
১৬. এমএস এক্সেল (MS Excel)-কে কী ধরনের প্রোগ্রাম বলা হয়?
উত্তর: স্প্রেডশিট (Spreadsheet)।
১৭. ১ জিবি (1 GB) সমান কত মেগাবাইট (MB)?
উত্তর: ১০২৪ এমবি।
(অতিরিক্ত তথ্য: মেমোরির সবথেকে ছোট ইউনিটের নাম হলো 'বিট' (Bit)।)
১৮. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?
উত্তর: আর্যভট্ট (১৯৭৫ সালে লঞ্চ করা হয়)।
১৯. সবুজ সাথী প্রকল্প কবে শুরু হয়েছিল?
উত্তর: ২০১৫-১৬ অর্থবর্ষে।
(অতিরিক্ত তথ্য: এই প্রকল্পের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়া হয়।)
২০. চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত?
উত্তর: জলপাইগুড়ি।
২১. NEP 2020 অনুযায়ী কোন ক্লাস থেকে ভিত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন শুরু হবে?
উত্তর: ষষ্ঠ শ্রেণি (Class 6)।
২২. মিড-ডে মিল প্রকল্পের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে?
উত্তর: পিএম পোষণ শক্তি নির্মাণ যোজনা।
২৩. সুনীল ছেত্রী কোন খেলার সাথে যুক্ত?
উত্তর: ফুটবল।
২৪. পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তর: তবলা।
২৫. বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়?
উত্তর: ৫ই জুন।
২৬. পাণ্ডবনী (Pandavani) কোন রাজ্যের জনপ্রিয় লোকগান?
উত্তর: ছত্তিশগড়।
২৭. উকাই বাঁধ (Ukai Dam) কোন নদীর ওপর অবস্থিত?
উত্তর: তাপ্তি নদী (গুজরাট)।
২৮. মৌলিক অধিকার লঙ্ঘিত হলে কোন ধারা অনুযায়ী হাইকোর্টের দ্বারস্থ হওয়া যায়?
উত্তর: ২২৬ নম্বর ধারা।
২৯. ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন?
উত্তর: কল্পনা চাওলা।
৩০. শব্দের তীব্রতা মাপার একক কী?
উত্তর: ডেসিবেল (Decibel)।
আরও পড়ুনঃ
✅ WBSSC Group C & D 2025 GK Set - 2
✅ WBSSC Group C & D 2025 GK Set - 1


Please do not enter any spam link in the comment box.