WBSSC Group C & D 2025 GK: গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সেট — ১ | Bengali GK for SSC Exams

Ads

WBSSC Group C & D 2025 GK: গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সেট — ১ | Bengali GK for SSC Exams

WBSSC Group C & D 2025 GK: গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সেট — ১


WBSSC Group C & D 2025 পরীক্ষার প্রস্তুতিতে জেনারেল নলেজ (GK) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ইতিহাস, ভূগোল, রাজনীতি, বিজ্ঞান ও সাম্প্রতিক ঘটনাবলী থেকে নিয়মিতভাবে প্রশ্ন আসে। তাই পরীক্ষার্থীদের জন্য সঠিকভাবে প্রস্তুতি নেওয়া এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বারবার রিভিশন করা অত্যন্ত জরুরি।

এই ব্লগ পোস্টে আমরা তুলে ধরেছি WBSSC Group C & D 2025-এর জন্য বিশেষভাবে নির্বাচিত গুরুত্বপূর্ণ GK প্রশ্নোত্তর সেট — ১, যা বাংলা মাধ্যমে প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীদের জন্য বিশেষ সহায়ক হবে। সহজ ভাষায় সাজানো এই প্রশ্নগুলি আপনাকে পরীক্ষার আগে দ্রুত রিভিশন করতে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনে রাখতে সাহায্য করবে।


WBSSC Group C & D 2025 GK

WBSSC Group C & D 2025 GK


প্রশ্নঃ টি-২০ ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় হিসেবে কে ১০,০০০ রান পূর্ণ করেছেন?

উত্তরঃ রোহিত শর্মা।


প্রশ্নঃ অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কে?

উত্তরঃ পি মিত্র বা প্রমথনাথ মিত্র।


প্রশ্নঃ কুমারী নদী কোন নদীর উপনদী?

উত্তরঃ কংসাবতী নদী।


প্রশ্নঃ রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান হলেন কে?

উত্তরঃ উপরাষ্ট্রপতি।


প্রশ্নঃ ডব্লিউটিও (WTO)-এর পূর্ববর্তী নাম কি ছিল?

উত্তরঃ জিএটিটি (GATT)।


প্রশ্নঃ কেরালার পীঠ মৃত্তিকা কি নামে পরিচিত?

উত্তরঃ কড়ি মাটি।


প্রশ্নঃ ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBIDC) স্থাপিত হয় কোন সালে?

উত্তরঃ ১৯৬৭ সালে।


প্রশ্নঃ মানুষের চোখের কোন অংশটির প্রতিসরাঙ্ক সর্বাপেক্ষা বেশি?

উত্তরঃ লেন্স।


প্রশ্নঃ ইউপিএসসির (UPSC) বর্তমান চেয়ারম্যান হলেন কে?

উত্তরঃ অজয় কুমার।


প্রশ্নঃ কোন শিলালিপিতে সতী প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া গেছে?

উত্তরঃ এরান শিলালিপি।


প্রশ্নঃ মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত?

উত্তরঃ ২৩টি।


প্রশ্নঃ কোন দেশ সম্প্রতি ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিলের রাশিয়ার স্থলাভিষিক্ত হয়েছে?

উত্তরঃ চেক রিপাবলিক।


প্রশ্নঃ ট্রান্সজিনের প্রভাবে তৈরি প্রথম শস্য কোনটি?

উত্তরঃ তামাক।


প্রশ্নঃ গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে কী বলা হয়?

উত্তরঃ ধর্মচক্র প্রবর্তন।


প্রশ্নঃ কে গান্ধীকে 'রাজদ্রোহী ফকির' বলে উপহাস করেন?

উত্তরঃ উইনস্টন চার্চিল।


প্রশ্নঃ ভারতের সামরিক কৌশল হিসেবে তুলুকমা (Tulughma) সর্বপ্রথম কে ব্যবহার করেন?

উত্তরঃ বাবর।


প্রশ্নঃ রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সহায়তা করে?

উত্তরঃ ভিটামিন K।


প্রশ্নঃ ভারত সরকারের প্রথম আইন অফিসার কে?

উত্তরঃ অ্যাটর্নি জেনারেল।


প্রশ্নঃ অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয় কখন?

উত্তরঃ নাগপুর অধিবেশনে।


প্রশ্নঃ কে ঘোষণা করেন যে স্বরাজ অবশ্যই জনগণের হবে এবং শুধুমাত্র শ্রেণীদের জন্য নয়?

উত্তরঃ সি আর দাস (চিত্তরঞ্জন দাস)।


প্রশ্নঃ বুলন্দ দরওয়াজা নির্মাণ কে করেন?

উত্তরঃ আকবর।


প্রশ্নঃ কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কী?

উত্তরঃ হলদি নদী।


প্রশ্নঃ হিন্দ স্বরাজ গ্রন্থটি কার রচনা?

উত্তরঃ মহাত্মা গান্ধী।


প্রশ্নঃ সরিস্কা ব্যাঘ্র অভয়ারণ্য (Sariska Tiger Reserve) কোথায় অবস্থিত?

উত্তরঃ ভারতের রাজস্থান রাজ্যের আলওয়ার জেলায়।


প্রশ্নঃ পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন?

উত্তরঃ সন্তুর।


প্রশ্নঃ রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলার সাথে যুক্ত?

উত্তরঃ কাকোরি ষড়যন্ত্র মামলা।


প্রশ্নঃ আত্মসম্মান আন্দোলন (Self Respect Movement) কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ পেরিয়ার ই ভি রামস্বামী নায়কার।


প্রশ্নঃ বাংলায় তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা কে করেন?

উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর।


প্রশ্নঃ সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিতে পারেন?

উত্তরঃ ৩৫৬ ধারা।


প্রশ্নঃ ব্রোঞ্জ (Bronze) কোন ধাতুর সংকর?

উত্তরঃ তামা ও টিন।


প্রশ্নঃ বাংলায় চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম কী?

উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহ।


প্রশ্নঃ পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালা যেখানে মিলিত হয়েছে, সেটি কী?

উত্তরঃ নীলগিরি পর্বত।


প্রশ্নঃ মন্টেগু-চেমসফোর্ড সংস্কারগুলি ঘোষিত হয় কোন সালে?

উত্তরঃ ১৯১৮ সালে।


প্রশ্নঃ লতা মঙ্গেশকর কোন বছরে ভারতরত্ন লাভ করেন?

উত্তরঃ ২০০১ সালে।


প্রশ্নঃ প্রত্নতাত্ত্বিক উপাদানের বয়স নির্ণয় করতে ব্যবহৃত হয় কোন আইসোটোপ?

উত্তরঃ কার্বন-১৪।


প্রশ্নঃ বঙ্গভঙ্গের সময় রাখিবন্ধন উৎসবের আহ্বান করেন কে?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।


প্রশ্নঃ এলিসা টেস্ট (Elisa Test) কোন রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়?

উত্তরঃ এইডস।


প্রশ্নঃ 'গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া' কাকে বলা হয়?

উত্তরঃ দাদাভাই নওরোজী।


প্রশ্নঃ হার্ট পেসমেকারে কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহৃত হয়?

উত্তরঃ প্লুটোনিয়াম।


প্রশ্নঃ দুলহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প কোথায় স্থাপিত হয়েছে?

উত্তরঃ জম্মু ও কাশ্মীর।


প্রশ্নঃ নাটুবুরু লৌহ আকরিক খনি কোথায় অবস্থিত?

উত্তরঃ সিংভূম জেলাতে।


প্রশ্নঃ চৌরিচৌরা কোথায় অবস্থিত?

উত্তরঃ গোরখপুর।


প্রশ্নঃ অলাকানন্দা এবং ভাগীরথী নদীর মিলিত নাম কী?

উত্তরঃ দেবপ্রয়াগ।


প্রশ্নঃ কার্লাইল সার্কুলার (Carlyle Circular) কবে জারি হয়?

উত্তরঃ ১৯০৫ সালে।


প্রশ্নঃ ভারতের সংবিধান কোন তারিখে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল?

উত্তরঃ ২৬শে নভেম্বর, ১৯৪৯।


প্রশ্নঃ লারিঙ্গা ম্যানগ্রোভ (Laringa Mangrove) কোথায় অবস্থিত?

উত্তরঃ অন্ধ্রপ্রদেশ।


প্রশ্নঃ ইস্টের সন্ধান (Fermentation) করার ক্ষমতার জন্য দায়ী কোন উৎসেচক?

উত্তরঃ জাইমেজ।


প্রশ্নঃ মেট্টুর বাঁধ (Mettur Dam) নির্মিত হয়েছে কোন নদীর উপর?

উত্তরঃ কাবেরী নদীর উপর।


প্রশ্নঃ প্রশান্তচন্দ্র মহালানবিশের নাম জড়িত আছে কোনটির সাথে?

উত্তরঃ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা।


প্রশ্নঃ 'দ্য ফিলোসফি অফ দ্য বম' (The Philosophy of the Bomb) গ্রন্থটি রচয়িতা কে?

উত্তরঃ ভগবতীচরণ বহরা।


প্রশ্নঃ কোষের শক্তিঘর কোনটি?

উত্তরঃ মাইটোকন্ড্রিয়া।


প্রশ্নঃ কোন গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন?

উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।


প্রশ্নঃ লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হয়?

উত্তরঃ ২৫ বছর।


প্রশ্নঃ কে ভারতবর্ষে দাস প্রথা নেই বলে মন্তব্য করেছিলেন?

উত্তরঃ মেগাস্থিনিস।


প্রশ্নঃ আইন প্রণয়নের জন্য শিক্ষা অন্তর্ভুক্ত আছে কোন তালিকায়?

উত্তরঃ যুগ্ম তালিকা (Concurrent List)।


প্রশ্নঃ হুমায়ুননামা রচয়িতা হলেন কে?

উত্তরঃ গুলবদন বেগম।


প্রশ্নঃ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

উত্তরঃ চামতুবুরু (৬৯৯ মিটার বা ২,২৯৩ ফুট)।


প্রশ্নঃ কোন চোল রাজা অভিষেকের আগে আরুমলি বর্মা নামে পরিচিত ছিলেন?

উত্তরঃ প্রথম রাজারাজা।


প্রশ্নঃ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত করেন কে?

উত্তরঃ রাজ্যপাল।


প্রশ্নঃ সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তরঃ স্বামী সহজানন্দ সরস্বতী।


প্রশ্নঃ ভারতের টিনের সর্বাধিক উৎপাদক রাজ্য কোনটি?

উত্তরঃ ছত্তিসগড়।


প্রশ্নঃ সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন?

উত্তরঃ পাল বংশের।


প্রশ্নঃ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা?

উত্তরঃ রাষ্ট্রপতি দ্বারা।


প্রশ্নঃ 'স্বরাজ আমার জন্মগত অধিকার' কার উক্তি?

উত্তরঃ বাল গঙ্গাধর তিলক।


প্রশ্নঃ কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বত শ্রেণীগুলির মধ্যে অবস্থিত?

উত্তরঃ জাস্কার এবং পীর পাঞ্জাল।


প্রশ্নঃ নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে?

উত্তরঃ মেধা পাটকার।


প্রশ্নঃ ১৮৫৭ সালের পরে প্রথম কোন রাজনৈতিক হত্যাটি সশস্ত্র জাতীয়তাবাদী সংগ্রামের সূচনা করে?

উত্তরঃ চাপেকর ভ্রাতৃদ্বয়ের ডব্লিউ সি রান্ডকে হত্যা।


প্রশ্নঃ বিক্রমশিলা বিহার কে স্থাপন করেছিলেন?

উত্তরঃ ধর্মপাল।


প্রশ্নঃ কে বলেছেন 'চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে'?

উত্তরঃ মহাত্মা গান্ধী।


প্রশ্নঃ সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত?

উত্তরঃ কারাকোরাম রেঞ্জ।


প্রশ্নঃ বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি 'বান এসেছে মরা গাঙ্গে' গানটি রচনা করেন?

উত্তরঃ মুকুন্দ দাস।


প্রশ্নঃ সবুজ সাথী প্রকল্পে কোন শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়?

উত্তরঃ নবম থেকে দ্বাদশ শ্রেণী।


প্রশ্নঃ নেতাজীর আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল?

উত্তর: ব্যাঘ্র।


প্রশ্নঃ জিরো কেলভিনে থাকা শুদ্ধ সিলিকন কী হিসেবে কাজ করে?

উত্তরঃ অন্তরক (Insulator)।


প্রশ্নঃ ভারতে প্রত্যক্ষ কর (Direct Tax) কোনটি?

উত্তরঃ সম্পদ কর।


প্রশ্নঃ 'ইয়াস' (Yaas) সাইক্লোনের নাম দিয়েছে কোন দেশ?

উত্তরঃ ওমান।


প্রশ্নঃ বদভূমি (Badland Topography) কোন অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য?

উত্তরঃ চম্বল উপত্যকার।


প্রশ্নঃ একা আন্দোলন (Eka Movement) কী ছিল?

উত্তরঃ কৃষক আন্দোলন।


আরও পড়ুনঃ

WBSSC Group C & D 2025 Science GK

Kolkata Police Constable Exam 2025 GK



Tags

Post a Comment

0 Comments