5th December Daily Current Affairs in Bengali | আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স

Ads

5th December Daily Current Affairs in Bengali | আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স

5th December Daily Current Affairs in Bengali | আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে হলে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত অধ্যয়ন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে WBCS, WBPSC, SSC, Railway, WBP, Banking ও অন্যান্য চাকরির পরীক্ষায় সাম্প্রতিক ঘটনার উপর ভিত্তি করে বহু প্রশ্ন আসে। তাই আমরা প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি 5th December Daily Current Affairs in Bengali, যেখানে তুলে ধরা হয়েছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক খবর, অর্থনীতি, বিজ্ঞান-প্রযুক্তি, ক্রীড়া, পরিবেশসহ পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ তথ্য।


5th December Daily Current Affairs in Bengali

সহজ বাংলা ভাষায় সাজানো এই Daily Current Affairs আপনাকে প্রতিদিন রিভিশন করতে ও পরীক্ষায় উচ্চ নম্বর পেতে বিশেষভাবে সাহায্য করবে।


5th December Daily Current Affairs in Bengali


প্রশ্ন: আন্তর্জাতিক চিতা দিবস কবে পালিত হয়েছে?

উত্তর: ৪ ডিসেম্বর।


প্রশ্ন: সম্প্রতি প্রকাশিত ভারতের হেরিটেজ ফুটফল র‍্যাঙ্কিংয়ে কোনটি শীর্ষে রয়েছে?

উত্তর: তাজমহল।


প্রশ্ন: সম্প্রতি প্রকাশিত মহিলা শান্তি ও সুরক্ষা সূচক (২০২৫-২৬)-এ কোন দেশ শীর্ষে রয়েছে?

উত্তর: ডেনমার্ক।


প্রশ্ন: সম্প্রতি Apple কোন ভারতীয় বংশোদ্ভূতকে তাদের AI ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করেছে?

উত্তর: অমর সুব্রমণিয়ম।


প্রশ্ন: সম্প্রতি প্রয়াত হওয়া স্বরাজ কৌশল কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন?

উত্তর: মিজোরাম।


প্রশ্ন: জল জীবন মিশন প্রকল্পের অধীনে অভিযোগের ভিত্তিতে কোন রাজ্য সবচেয়ে এগিয়ে রয়েছে?

উত্তর: উত্তর প্রদেশ।


প্রশ্ন: সম্প্রতি কোন দেশে 'ইয়ামরি' উৎসব পালিত হয়েছে?

উত্তর: নেপাল।


প্রশ্ন: গ্লোবাল রেটিং সংস্থা ফিচ (Fitch) ২০২৬ অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে কত করেছে?

উত্তর: ৭.৪%।


প্রশ্ন: সম্প্রতি কোন রাজ্যে বাল্যবিবাহ ৪৭% বৃদ্ধি পেয়েছে?

উত্তর: মধ্য প্রদেশ।


প্রশ্ন: ইনফ্লুয়েঞ্জা এবং মেনিনজাইটিস প্রতিরোধে ভারত সম্প্রতি কোন দেশকে টিকা ও ওষুধ দিয়ে সাহায্য করেছে?

উত্তর: আফগানিস্তান।


প্রশ্ন: রেলওয়ে বোর্ডের সদস্য (ফিনান্স) হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন?

উত্তর: অপর্ণা গর্গ।


প্রশ্ন: নুমালেগড় রিফাইনারি লিমিটেড (Numaligarh Refinery Limited) কোন রাজ্যের, যা ২৭তম নবরত্ন মর্যাদা পেয়েছে? 

উত্তর: আসাম।


প্রশ্ন: জেরুজালেম মাস্টার্স ২০২৫-এর খেতাব কে জিতেছেন?

উত্তর: অর্জুন এরিগেইসি।


প্রশ্ন: দুর্যোগ ব্যবস্থাপনার উপর বিশ্ব শীর্ষ সম্মেলন ২০২৫ কোথায় আয়োজিত হয়েছে?

উত্তর: দেরাদুন।


প্রশ্ন: ডিআরডিও (DRDO) উচ্চ-গতির রকেট স্লেজ এস্কেপ সিস্টেমের সফল পরীক্ষা কোথায় করেছে?

উত্তর: চণ্ডীগড়।


আরও পড়ুনঃ

4th December Daily Current Affairs

3rd December Daily Current Affairs


Post a Comment

0 Comments