4th December Daily Current Affairs in Bengali | আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে বর্তমান ঘটনার উপর দৃঢ় ধারণা থাকা অত্যন্ত জরুরি। তাই আজ আমরা নিয়ে এসেছি 4th December Daily Current Affairs in Bengali, যেখানে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলি সহজ ভাষায় সংক্ষেপে তুলে ধরা হয়েছে।
WBCS, SSC, Railway, WBPSC, WBP, Group C–D সহ বিভিন্ন পরীক্ষার জন্য আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী ও পরীক্ষামুখী করে তুলবে।
4th December Daily Current Affairs in Bengali
প্রশ্নঃ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস (International Day of Persons with Disabilities) কবে পালিত হয়?
উত্তরঃ ৩ ডিসেম্বর।
প্রশ্নঃ বিশ্বব্যাপী ভারতকে তুলে ধরার জন্য সম্প্রতি পর্যটন মন্ত্রক কার সাথে চুক্তি করেছে?
উত্তরঃ নেটফ্লিক্সের (Netflix) সাথে।
প্রশ্নঃ ভারত-মালদ্বীপের যৌথ সামরিক মহড়া 'একুভেরিন ২০২৫' (Ex Ekuverin 2025) কোথায় শুরু হয়েছে?
উত্তরঃ কেরালার তিরুবনন্তপুরমে।
প্রশ্নঃ সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) কাকে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগ করেছে?
উত্তরঃ ঊষা জানকিরমণকে (Usha Janakiraman)।
প্রশ্নঃ কে ২০২৫ সালের 'ডঃ পলস মার গ্রেগরিওস পুরস্কার' (Dr. Paulos Mar Gregorios Award 2025) জিতেছেন?
উত্তরঃ টেসি থমাস (Tessy Thomas)।
প্রশ্নঃ সম্প্রতি কোন রাজ্যের পাঁচটি পণ্য নতুন জিআই (GI) ট্যাগ পেয়েছে?
উত্তরঃ তামিলনাড়ুর।
প্রশ্নঃ আফ্রিকাতে প্রথম নৌসেনা ঘাঁটি (Naval Base) স্থাপন করার অফার কাকে দেওয়া হয়েছে?
উত্তরঃ রাশিয়াকে।
প্রশ্নঃ সম্প্রতি ৬২ বছর বয়সে প্রয়াত রবিন স্মিথ (Robin Smith) কে ছিলেন?
উত্তরঃ একজন ক্রিকেটার (ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার)।
প্রশ্নঃ প্রধানমন্ত্রী কার্যালয় (PMO)-এর নাম পরিবর্তন করে নতুন কী রাখা হবে?
উত্তরঃ সেবা তীর্থ (Seva Teerth)।
প্রশ্নঃ কেন্দ্রীয় অপ্রত্যক্ষ কর ও শুল্ক বোর্ডের (CBIC) নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে?
উত্তরঃ বিবেক চতুর্বেদীকে (Vivek Chaturvedi)।
প্রশ্নঃ নাগপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য কে হয়েছেন?
উত্তরঃ মনালি ছীরসাগর (Manali Kshirsagar)।
প্রশ্নঃ গ্রামীণ সম্পত্তির ডিজিটাইজেশনের জন্য কোন রাজ্য 'ই-স্বাথু ২.০' (E-Swathu 2.0) চালু করেছে? উত্তরঃ কর্ণাটক।
প্রশ্নঃ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) কাকে তাদের প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে?
উত্তরঃ হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur)।
প্রশ্নঃ সপ্তম ভারত আন্তর্জাতিক সামুদ্রিক শৈবাল এক্সপো (International Seaweed Expo)-এর আয়োজন কে করবে?
উত্তরঃ কোচি।
প্রশ্নঃ অক্সফোর্ড ২০২৫ সালের 'ওয়ার্ড অফ দ্য ইয়ার' হিসেবে কোন শব্দটিকে ঘোষণা করেছে?
উত্তরঃ রেজভ্যাটকে (Rizzvat)।
আরও পড়ুনঃ
✅ 3rd December Current Affairs in Bengali
✅ 2nd December Current Affairs in Bengali


Please do not enter any spam link in the comment box.