2nd December Daily Current Affairs in Bengali | আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স

Ads

2nd December Daily Current Affairs in Bengali | আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স

2nd December Daily Current Affairs in Bengali | আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে বর্তমান ঘটনার উপর দৃঢ় ধারণা থাকা অত্যন্ত জরুরি। তাই আজ আমরা নিয়ে এসেছি 2nd December Daily Current Affairs in Bengali, যেখানে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলি সহজ ভাষায় সংক্ষেপে তুলে ধরা হয়েছে।

WBCS, SSC, Railway, WBPSC, WBP, Group C–D সহ বিভিন্ন পরীক্ষার জন্য আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী ও পরীক্ষামুখী করে তুলবে।


2nd December Daily Current Affairs in Bengali

2nd December Daily Current Affairs in Bengali


প্রশ্নঃ বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়?

উত্তরঃ ১ ডিসেম্বর।


প্রশ্নঃ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাগ পেতে চলা প্রত্নতাত্ত্বিক স্থান সিরপুর কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ ছত্তিশগড়।


প্রশ্নঃ ওয়ার্ল্ড বেস্ট সিটিজ ইনডেক্স ২০২৬-এ ভারতের কোন শহর সর্বোচ্চ স্থান পেয়েছে?

উত্তরঃ বেঙ্গালুরু।


প্রশ্নঃ সম্প্রতি কে যুদ্ধজাহাজ উৎপাদন ও অধিগ্রহণ (Controller of Warship Production and Acquisition)-এর নিয়ন্ত্রক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন?

উত্তরঃ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় সাধু।


প্রশ্নঃ বিশ্ব দক্ষতা এশিয়া প্রতিযোগিতা ২০২৫-এ ভারত কততম স্থান অর্জন করেছে?

উত্তরঃ ৮ম স্থান।


প্রশ্নঃ ২০২৫-২৬ অর্থবর্ষে ৪০,৫২১টি সোলার পাম্প বিতরণ করার পরিকল্পনা কোন রাজ্য সরকার নিয়েছে?

উত্তরঃ উত্তর প্রদেশ সরকার।


প্রশ্নঃ দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতিতে সহায়তার জন্য কোন রাজ্য সরকার প্রেরণা যোজনা শুরু করেছে?

উত্তরঃ আসাম সরকার।


প্রশ্নঃ অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্র নাথ সামন্তকে সম্প্রতি কোন রাজ্যের নতুন লোকায়ুক্ত হিসেবে নিযুক্ত করা হয়েছে?

উত্তরঃ পশ্চিমবঙ্গ।


প্রশ্নঃ ক্রিসিল (CRISIL) অনুসারে, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ থাকার পূর্বাভাস দিয়েছে?

উত্তরঃ ৭%।


প্রশ্নঃ সম্প্রতি কোন শহরকে ভারতের প্রথম ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল সিটি হিসেবে গড়ে তোলা হবে?

উত্তরঃ অমরাবতী।


প্রশ্নঃ ৪০তম হোন্ডা পুরস্কার ২০২৫ (40th Honda Award 2025) কে জিতেছেন?

উত্তরঃ ড. কেনিচি ইগা।


প্রশ্নঃ বিএসএফ (BSF) প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়?

উত্তরঃ ১ ডিসেম্বর।


প্রশ্নঃ বন্যা কবলিত শ্রীলঙ্কাকে কোন দেশ ১ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা প্রদান করেছে?

উত্তরঃ চীন।


প্রশ্নঃ ২০২৫ সালের বিশ্ব অ্যাথলেটিক্স পুরস্কারে 'বর্ষসেরা পুরুষ ও মহিলা খেলোয়াড়' কারা নির্বাচিত হয়েছেন?

উত্তরঃ পুরুষ: আরমান্ড ডুপ্লান্টিস এবং মহিলা: ম্যাকলগলিন লেভরন।


প্রশ্নঃ নাগাল্যান্ড রাজ্য দিবস কবে পালিত হয়?

উত্তরঃ ১ ডিসেম্বর।


আরও পড়ুনঃ

1st December 2025 কারেন্ট অ্যাফেয়ার্স

30th November 2025 কারেন্ট অ্যাফেয়ার্স

29th November 2025 কারেন্ট অ্যাফেয়ার্স



Post a Comment

0 Comments