Kolkata Police Constable Exam 2025 - Most Expected GK Set - 1
কলকাতা পুলিশ কনস্টেবল ২০২৫ পরীক্ষার প্রস্তুতিতে জেনারেল নলেজ (GK) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিগত বছরের প্রশ্নপত্র, সাম্প্রতিক চলতি ঘটনা এবং পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ টপিক বিশ্লেষণ করে আমরা নিয়ে এসেছি Most Expected GK Set – 1, যা পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে বিশেষভাবে সহায়ক হবে। এখানে বাংলায় সহজ ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলি সাজানো হয়েছে, যাতে আপনার প্রস্তুতি আরও শক্তিশালী হয় এবং পরীক্ষায় সঠিক নম্বর তোলা সহজ হয়। যারা Kolkata Police Constable Exam 2025 এর জন্য লক্ষ্য স্থির করেছেন, তাদের জন্য এই সেটটি অবশ্যই পড়ার মতো।
কলকাতা পুলিশ কনস্টেবল ২০২৫ জিকে প্রশ্নোত্তর
প্রশ্নঃ পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কেরালা (আনাইমুদি)।
প্রশ্নঃ টেনেসি ভ্যালি অথরিটি (TVA)-এর সহায়তায় ভারতে কোন নদী প্রকল্পটি তৈরি করা হয়েছে?
উত্তরঃ দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)।
প্রশ্নঃ কোন গুপ্ত সম্রাট 'বিক্রমাদিত্য' উপাধি ধারণ করেন?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
প্রশ্নঃ জাবতি প্রথা প্রবর্তনকালে আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ টোডরমল।
প্রশ্নঃ ভারতের প্রমাণ সময় রেখা (Standard Time Line) কত?
উত্তরঃ ৮২.৩০° পূর্ব দ্রাঘিমা রেখা।
প্রশ্নঃ ভারতের বৃহত্তম সাধুজলের হ্রদ কোনটি?
উত্তরঃ উলার হ্রদ (জম্মু ও কাশ্মীর)।
প্রশ্নঃ শিমলা বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৫ সালে।
প্রশ্নঃ 'অভাবজনিত রোগ' বলতে কী বোঝায়?
উত্তরঃ নির্দিষ্ট পুষ্টির অভাবে সৃষ্ট রোগ।
প্রশ্নঃ 'অমৃতবাজার পত্রিকা' কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ।
প্রশ্নঃ পানিনীর লেখা 'অষ্টাধ্যায়ী' গ্রন্থটি কোন ভাষায় রচিত?
উত্তরঃ সংস্কৃত ভাষায়।
প্রশ্নঃ কোন বিজ্ঞানী 'ফাদার অফ জেনেটিক্স' নামে পরিচিত?
উত্তরঃ গ্রেগর মেন্ডেল।
প্রশ্নঃ কৃত্রিম উপগ্রহ পৃথিবী প্রদক্ষিণ করার জন্য প্রয়োজনীয় কেন্দ্রাভিমুখী বল কোথা থেকে আসে?
উত্তরঃ মহাকর্ষ বল।
প্রশ্নঃ ভারতের 'ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া' (দক্ষিণ ভারতের ম্যানচেস্টার) কাকে বলা হয়?
উত্তরঃ কোয়েম্বাটুর।
প্রশ্নঃ 'আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের' সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ স্যাডেল পিক।
প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি করতে কোন ধাতুটি ব্যবহার করা হয়?
উত্তরঃ টাংস্টেন।
প্রশ্নঃ ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলোপের (Abolition of Untouchability) কথা বলা হয়েছে?
উত্তরঃ ১৭ নম্বর অনুচ্ছেদ।
প্রশ্নঃ ভারতে কে জরুরি অবস্থা জারি করতে পারেন?
উত্তরঃ রাষ্ট্রপতি।
প্রশ্নঃ রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?
উত্তরঃ ছয় বছর।
প্রশ্নঃ ভারতের সংবিধানের অষ্টম তপশীল কিসের সাথে সম্পর্কিত?
উত্তরঃ ভাষা (২২টি ভাষা)।
প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে প্রতিবছর পুষ্কর মেলা অনুষ্ঠিত হয়?
উত্তরঃ রাজস্থান।
প্রশ্নঃ মাউন্ট ফুজি কোন দেশে অবস্থিত?
উত্তরঃ জাপান।
প্রশ্নঃ পঞ্চায়েতী রাজ ব্যবস্থার প্রবর্তনের সময় (১৯৫৯ সালে) ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ জওহরলাল নেহেরু।
প্রশ্নঃ সিন্ধু সভ্যতার কোন স্থানটি 'শস্য সংরক্ষণাগার'-এর জন্য বিখ্যাত?
উত্তরঃ মহেঞ্জোদারো।
প্রশ্নঃ ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় লখনৌ-এর নেতৃত্ব কে দিয়েছিলেন?
উত্তরঃ বেগম হজরত মহল।
প্রশ্নঃ ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট পদ্ধতি (৬১ নং ধারা) কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র (USA)।
প্রশ্নঃ কোল বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?
উত্তরঃ বুদ্ধো ভগৎ ও জোয়া ভগৎ।
প্রশ্নঃ সোডিয়াম ধাতু কিসের মধ্যে রাখা হয়?
উত্তরঃ কেরোসিনের মধ্যে।
প্রশ্নঃ 'গোরা' উপন্যাসটি কার লেখা?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্নঃ সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মহারাষ্ট্র।
প্রশ্নঃ মর্লে-মিন্টো সংস্কার আইন কবে প্রণীত হয়েছিল?
উত্তরঃ ১৯০৯ সালে।
প্রশ্নঃ 'রাজতরঙ্গিনী'-এর রচয়িতা কে?
উত্তরঃ কলহন।
প্রশ্নঃ ওরাওঁ উপজাতি প্রধানত কোথায় বসবাস করে?
উত্তরঃ ঝাড়খন্ডে।
প্রশ্নঃ 'বার' (Bar) কোন রাশির একক?
উত্তরঃ চাপ।
প্রশ্নঃ শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জাম রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি কোনটি?
উত্তরঃ ফিউজ ব্যবহার করা।
প্রশ্নঃ ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড কবে পালিত হয়?
উত্তরঃ ১১ অক্টোবর।
প্রশ্নঃ 'থাং-টা' (Thang-Ta) মার্শাল আর্টটি ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত?
উত্তরঃ মণিপুর।
প্রশ্নঃ ম্যাঙ্গানিজের সর্বোৎকৃষ্ট আকরিক কোনটি?
উত্তরঃ পাইরোলুসাইট।
প্রশ্নঃ 'পোমোলজি' (Pomology) কিসের অধ্যয়ন?
উত্তরঃ ফলের অধ্যয়ন।
আরও পড়ুনঃ
✅ WBSSC Group C & D 2025: গুরুত্বপূর্ণ Science GK
✅ GK Questions in Bengali - Part 118


Please do not enter any spam link in the comment box.