3rd December Daily Current Affairs in Bengali | আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে বর্তমান ঘটনার উপর দৃঢ় ধারণা থাকা অত্যন্ত জরুরি। তাই আজ আমরা নিয়ে এসেছি 3rdd December Daily Current Affairs in Bengali, যেখানে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলি সহজ ভাষায় সংক্ষেপে তুলে ধরা হয়েছে।
WBCS, SSC, Railway, WBPSC, WBP, Group C–D সহ বিভিন্ন পরীক্ষার জন্য আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী ও পরীক্ষামুখী করে তুলবে।
3rd December Daily Current Affairs in Bengali
প্রশ্নঃ 'বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস' ও 'আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস' কবে পালিত হয়?
উত্তরঃ ২ ডিসেম্বর।
প্রশ্নঃ 'BSF প্রতিষ্ঠা দিবস' এবং 'নাগাল্যান্ড রাজ্য দিবস' কবে পালিত হয়?
উত্তরঃ ১ ডিসেম্বর।
প্রশ্নঃ WHO-এর রিপোর্ট অনুযায়ী, গত ১৫ বছরে কোন দেশে HIV সংক্রমণ সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে?
উত্তরঃ পাকিস্তান।
প্রশ্নঃ ইসরাে-এর প্রধান ভারতের প্রথম বেসরকারি নেভিগেশন কেন্দ্র 'ACE-N' কোথায় উদ্বোধন করেছেন?
উত্তরঃ তিরুবনন্তপুরম।
প্রশ্নঃ কে BSF-এর মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন?
উত্তরঃ প্রবীণ কুমার।
প্রশ্নঃ কাশী তামিল সঙ্গমের চতুর্থ সংস্করণ কোন শহরে আয়োজিত হচ্ছে?
উত্তরঃ বারাণসী।
প্রশ্নঃ ১৫তম 'আন্তর্জাতিক বালু শিল্পকলা উৎসব' কোথায় শুরু হয়েছে?
উত্তরঃ ওড়িশা।
প্রশ্নঃ মাউন্ট এভারেস্ট জয়কারী বিশ্বের প্রথম দৃষ্টিহীন মহিলা পর্বতারোহী কে?
উত্তরঃ ছোঁজিন এঙ্গমো (ভারত)।
প্রশ্নঃ সম্প্রতি প্রয়াত 'টম স্টপার্ড' কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তরঃ স্ক্রিন রাইটার (পর্দালিপিকার)।
প্রশ্নঃ সম্প্রতি 'কাতার গ্র্যান্ড প্রিক্স' কে জিতেছেন?
উত্তরঃ ম্যাক্স ভার্স্টাপেন।
প্রশ্নঃ ১৮তম বিহার বিধানসভার অধ্যক্ষ হিসাবে কে নির্বাচিত হয়েছেন?
উত্তরঃ ড. প্রেম কুমার।
প্রশ্নঃ কে ডিরেক্টর জেনারেল ইন্সপেকশন অ্যান্ড সেফটি-এর পদভার গ্রহণ করেছেন?
উত্তরঃ এয়ার মার্শাল তেজবীর সিং।
প্রশ্নঃ মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
প্রশ্নঃ 'অটল পেনশন যোজনা'-এর আওতাভুক্তদের মধ্যে মহিলাদের শতাংশ কত?
উত্তরঃ ৪৮%।
প্রশ্নঃ বিশ্বের প্রথম 'ওয়াটার পজিটিভ' বিমানবন্দর কোনটি?
উত্তরঃ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি।
প্রশ্নঃ বিশ্ব দক্ষতা এশিয়া প্রতিযোগিতা তে ভারত কোন স্থান অর্জন করেছে?
উত্তরঃ অষ্টম স্থান।
আরও পড়ুনঃ
✅ 2nd December Current Affairs in Bengali
✅ 1st December Current Affairs in Bengali


Please do not enter any spam link in the comment box.