১ ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs in Bengali
আজকের গুরুত্বপূর্ণ ১ ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই ব্লগ পোস্টে আপনাকে স্বাগত জানাই। প্রতিদিনের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি, সরকারি প্রকল্প, বৈজ্ঞানিক অগ্রগতি, অর্থনীতি, ক্রীড়া ও বিভিন্ন পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নোত্তর—সবকিছুই এখানে সংক্ষিপ্ত ও সহজ ভাষায় দেওয়া হয়েছে।
যারা WBCS, WBPSC, SSC, Rail, Banking, Police বা অন্যান্য Competitive Exam–এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত সহায়ক হবে। নিয়মিত চর্চার মাধ্যমে আপনি পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে তুলতে পারবেন।
১ ডিসেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্নঃ সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী তাঁর রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমাপ্রার্থনা (Formal Pardon) চেয়েছেন?
উত্তরঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী 'বেঞ্জামিন নেতানিয়াহু'।
প্রশ্নঃ সম্প্রতি কে T20 ট্রাই সিরিজ ২০২৫ জিতেছে?
উত্তরঃ পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে এই সিরিজ জিতেছে।
প্রশ্নঃ কোন দেশ টেক্স র্যাম্পস (TEX-RAMPS) প্রকল্পকে অনুমোদন দিয়েছে, যা বস্ত্র উৎপাদনে উদ্ভাবনকে উৎসাহিত করবে?
উত্তরঃ ভারত এই প্রকল্পকে অনুমোদন দিয়েছে।
প্রশ্নঃ সম্প্রতি কে সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল ২০২৫-এর মহিলা ডাবলস খেতাব জিতেছেন?
উত্তরঃ ত্রিশা জলি ও গায়ত্রী গোপীচাঁদ উভয়ই।
প্রশ্নঃ সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় একতা এবং যুবকদের উপর আয়োজিত প্রধান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন?
উত্তরঃ লখনউ তে।
প্রশ্নঃ সম্প্রতি কোথায় ভারতের প্রথম বায়ো-প্রসেসিং প্ল্যান্ট 'বন বায়ো' (One Bio) চালু হয়েছে?
উত্তরঃ তেলেঙ্গানায়।
প্রশ্নঃ সম্প্রতি 'পিলিয়া মালে নাডু' (Pillai Malenadu) নামে লাফানো মাকড়সার একটি নতুন প্রজাতি কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে?
উত্তরঃ কর্নাটক রাজ্যে।
প্রশ্নঃ সম্প্রতি কোন রাজ্য সরকার বিতর্কিত 'শৌর্য দিবস' আদেশটি প্রত্যাহার করেছে?
উত্তরঃ রাজস্থান সরকার এই আদেশটি প্রত্যাহার করেছে।
প্রশ্নঃ সম্প্রতি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ODI) সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড কে গড়েছেন?
উত্তরঃ রোহিত শর্মা (শাহিদ আফ্রিদিকে পিছনে ফেলে)।
প্রশ্নঃ সম্প্রতি শ্রীকণ্ঠাইয়া উমেশ প্রয়াত হয়েছেন, তিনি কে ছিলেন?
উত্তরঃ তিনি একজন কন্নড় অভিনেতা ছিলেন।
প্রশ্নঃ সম্প্রতি হর্নবিল উৎসবের ২৬তম সংস্করণ কোথায় শুরু হয়েছে?
উত্তরঃ কোহিমাতে (নাগাল্যান্ড)।
প্রশ্নঃ খনিজ উন্নয়নকে উৎসাহিত করার জন্য কোন রাজ্যে লাইমস্টোন ব্লকের প্রথম নিলাম করা হবে?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর-এ।
প্রশ্নঃ সম্প্রতি পর্তুগালে আয়োজিত ডব্লিউএফডিএফ (WFDF) ওয়ার্ল্ড বিচ আলটিমেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ কে জিতেছে?
উত্তরঃ ভারত।
প্রশ্নঃ সম্প্রতি কোথায় 'সরস আজীবিকা মেলা'র (Saras Aajeevika Mela) সূচনা হয়েছে?
উত্তরঃ নয়াদিল্লিতে।
প্রশ্নঃ সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কোন দেশের জন্য আমেরিকান আকাশসীমা বন্ধ করে দিয়েছেন?
উত্তরঃ ভেনিজুয়েলার জন্য।
আরও পড়ুনঃ
✅ ৩০ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
✅ ২৯ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স


Please do not enter any spam link in the comment box.